নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন নিয়ম ভালো লাগে না!

ধূসর প্রেইরী

আমি সুশীল না কারণ আশে পাশে অনেক আছে এরা!

ধূসর প্রেইরী › বিস্তারিত পোস্টঃ

ফ্রীলান্সিং এবং উদ্যোক্তা বিষয়ক

০৮ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৮

বড় জানতে ইচ্ছে করে..



তোমরা যারা গত ১ বছরে ফ্রীলান্সিং এবং উদ্যোক্তা বিষয়ক হাজার সেমিনার, সভা, আলোচনা অনুষ্টানে যোগ দিয়েছ, তারা কত জন, কিভাবে উপকৃত হয়েছো, তার একটা পরিসংখ্যান কি দিতে পারো? প্লিজ, প্রতিটি ইভেন্টে যোগদানের জন্য মানসিক প্রস্তুতি, আসা-যাবার সময় ও সেখানে বসে বসে নাতিদীর্ঘ প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলোচনা শোনার জন্য যে মূল্যবান সময় টা জীবন থেকে চলে গেল, সেটার অর্থমূল্য তাও হিসাবে উল্লেখ কর. যদিও জানি, একটা জিনিসের অর্থমূল্য তুমি নির্ধারণ করতে পারবে না- তোমার স্বপ্নের পচন ধরা. আমি জানি, প্রতিটা ইভেন্টে যোগদানের আগে স্বপ্নটা কেমন চনমনে থাকে এবং ফিরে আসার সময় কেমন হয় সেটার অবস্থা।



যেখানে চিনি পাহারা দেবার জন্য দায়িত্বে থাকে পিপড়া, সেখানে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে পিপড়াদের খেলার সামগ্রী না হলেই ভালো হবে.



ফ্রীলান্সার/উদ্যোক্তাদের জন্য এত মোটিভেশন মূলক সেমিনারের দরকার নেই, টক্ শো তে গলাবাজি করারও দরকার নেই. ফ্রীলান্সার রা অনেক কষ্ট করে, এগুলো শিখেই আজকে এই অবস্থানে এসেছে। তাদের জন্য দরকার "কথা কম কাজ বেশির উদাহরণ". উন্নত ইন্টারনেট, পেপাল, এবং ডাইরেক্ট অর্থের সংস্থান।



সরকারের সদিচ্ছাই পারে এগুলো খুব তাড়াতাড়ি ইমপ্লেমেন্ট করতে, নষ্ট রাজনীতির যে চক্র বাংলাদেশে বিদ্যমান, তা এই ক্ষেত্রে প্রয়োগ করলে এর থেকে খুব ভালো কিছু আশা না করাই সমীচীন হবে.

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.