নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নামায, টুপি কোনটা বড়?

০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১


শহীদুল ইসলাম প্রামানিক

শুক্রবারের জুমার নামায
দূরের গাঁয়ে গিয়ে
সাথে ছিল অনেক লোকজন
ছিল ভাস্তের বিয়ে।

পাড়া গাঁয়ের মসজিদ বটে
ভাঙা টিনের ঘর
দাঁড়িয়ে গেলাম বালু মাখানো
ছিঁড়া ছালার পর।

পাশেই ছিল এক নামাযি
খুবই গরীব লোক
জামা, লুঙ্গি সবই ছিঁড়া--
আটকে গেল চোখ।

উঠছে বসছে নামায পড়ছে
মাথায় ছিল না টুপি
খোতবা পড়তে হুজুর মশাই
দেখছেন চুপি চুপি।

খোতবা শেষে বলল কেসে,
“কি গো আসান ভাই?
জুম্মার দিনেও নামাজেতে
সুন্নত মাথায় নাই।”

“আজকেও দেখি নামাজ পড়তে
এলেন টুপি ছাড়া?”,
টুপির জন্য হুজুর মশাই
দিচ্ছেন তাকে তাড়া।

কথা শুনে গরীব লোকটি
পেল ভীষণ শরম
তারপরেতেও হুজুর মশাই
বলছে কথা গরম।

হুজুর মশাইর ভাবটা দেখে
বললাম বিনয় করে,
“টুপি বড় না নামায বড়?"
পড়লেন হুজুর ঘোরে।

মুসুল্লিরা আমার কথার
জাবাব চাইল যখন
বিপদ দেখে হাদীস দ্বারা
বুঝায় হুজুর তখন।

হাদীস শুনে বললাম তারে,
“কোনটা হেথায় বড়”?
হুজুর মশাই উল্টাপাল্টা
বুঝালো তারপরো।

“টুপি ছাড়া নামায হবে না
হাদীস কি তাই বলে”?
প্রশ্ন শুনে হুজুর মশাই
আরো দ্বিগুণ জ্বলে।

আবার বললাম, “রোজ হাশরে
কোনটার জবাব আগে”?
হুজুর তখন নাময পড়তে
দাঁড়িয়ে গেলেন রাগে।

বুঝতে পেলাম হুজুর মশাই
মোটেই মক্তব পাস
ফরজ, সুন্নত গোল পাকিয়ে
দেয় ইসলামের বাঁশ।

এমন অনেক হুজুর আছেন
অল্প কিছু জানে
ফরজটাকে হালকা করে
সুন্নত ধরে টানে।

(ছড়াটি সংক্ষিপ্ত)
ছবি ইন্টারনেট

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ভাল লাগলো দাদা । পুরোটা পোষ্ট দিলে বেশি মজা পেতাম।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮

ধুতরার ফুল বলেছেন: সুন্দর কবিতার মাধ্যমে আমাদের বাড়াবাড়ি ফুটিয়ে তুলেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ছড়া ভাল হয়েছে

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২

কথাকথিকেথিকথন বলেছেন: যথার্থ জিজ্ঞাসা । এমন অনেক হুজুর আছে আমাদের দেশে যারা আবশ্যিক বাদ দিয়ে ঐচ্ছিক নিয়ে বেশি চিন্তিত ।

ছড়া ভাল লেগেছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: হুজুরের চেলাদের হাতে মার খাওয়ার অশনংকাটা কিন্তু ছিল ষোল আনা।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

প্রামানিক বলেছেন: একে তো গ্রামের মসজিদ তারোপর মক্তব পাশ হুজুর, বেশি আগাতে পারে নাই। তবে কিছু কিছু বুড়াধুরা লোক আমারে বেয়াদপ কইছিল।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমারে ছন্দ লেখা শেখাবেন??

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: আগামী কাল আসেন আপনার জন্য ছন্দ রেডি আছে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

প্রোলার্ড বলেছেন: সুন্নতটাই আমাদের হল মূল ধান্ধা

ফরযটা বাদ পড়ে নেই কোন চিন্তা

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। এরকম অনেক উদাহারণ আছে।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮

ধ্রুবক আলো বলেছেন: “টুপি, নামায রোজ হাশরে
কোনটার জবাব আগে”?
হুজুর তখন নাময পড়তে
দাঁড়িয়ে গেলেন রাগে।

এমনই হয়, ইমাম সাহেব তো পারতেন লোকটার কাপড়ের ব্যবস্থা করে দিতে তা না করে টুপির জন্যে জিজ্ঞাসা করে এর মানে লোকটা কিন্তু নামাজের প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

প্রামানিক বলেছেন: একদম বাস্তব কথাই বলেছেন। ছোট থাকতে টুপি নাই দেখে আমরাও অনেক সময় নামায পড়তে যেতাম না।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩

জাহিদ অনিক বলেছেন: এইসব কাঠমোল্লাদের ঠ্যাঙ্গানো হোক !

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: এদেরকে লেখাপড়ার ব্যবস্থা করা দরকার যাতে হাদীস কোরানের ভুল ব্যাখা না দেয়। ধন্যবাদ

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

আবদুল মমিন বলেছেন: ছাত্র জমানায় আমার সাথেও এমন এক ঘটনা ঘটল পাগড়ি ছাড়া নামাজের ইমামতি করতে লাগলাম আর পিছন থেকে তাবলীগের এক আমীর এসে আমার জামা ধরে পিছের দিকে টেনে একেবারে মসজিদের বাহীরে নিয়ে তার পর ছাড়লেন ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

প্রামানিক বলেছেন: এ ছড়াটিও একটি বাস্তব ঘটনা থেকে লেখা। আমি তখন কলেজের ছাত্র ছিলাম।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এরা প্রতিষ্ঠিত ধিমের উপর বাঁচতে চায়। মানুষের ভিতরটা দেখতে এরা অভ্যস্ত নয়।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


ধর্মে কোন লজিক নেই, যে যেভাবে জানেন, সেটাই পালন করেন।
যুদ্ধে হেলমেট না হলে, মাথায় গুলি লাগবে; পায়ে গুলি লাগলে বাঁচার সম্ভাবনা আছে, মাথায় লাগলে কাপুত

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধর্ম হলো বিশ্বাস, আর ধর্মের নিয়ম কানুন হলো জীবন বিধান।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো হয়েছে। 'শিক্ষিত' হুজুর খুব দরকার সমাজে...

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। অনেক হুজুরের মনগড়া কথার কারণেও সমাজে প্যাচ লাগে।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলামের মুল রুপ হারিয়ে যায় এই অজ্ঞানদের হাতেই....

দারুন ছড়্যায় +++++

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

আবু তালেব শেখ বলেছেন: আপনার ছড়াটা দারুন এবং নির্ভুল হয়েছে। পুরোটা কেন দিলেন না?

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, পুরোটা দেয়ার ই্চছা ছিল কিন্তু ব্লগে নিরাপদ মনে হলো না।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

সোহানী বলেছেন: এমন অনেক হুজুর আছেন
অল্প কিছু জানে
ফরজটাকে হালকা করে
সুন্নত ধরে টানে।

এসব অর্ধশিক্ষিত লোকদের জন্যইতো ইসলামের এ দূর্দশা।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ভাই ।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচছা রইল।

২০| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আম বাঙ্গালী হুজুর!! আমরা কিন্তু নামাযটাকেই বড় দেখি, টুপি না।।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

প্রামানিক বলেছেন: নামাযটাকেই বড় দেখা দরকার টুপি নয়। ধন্যবাদ

২১| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,





টেক্সট বই ছেড়ে গাইড বইতেই যখন মোক্ষ ( পাশ ) লাভ হয়ে যায় তখন মানুষ তো ফরজটাকে হালকা করে সুন্নত ধরে টান দেবেই ; তাতে যে মোক্ষ লাভ হয় সহজেই । হালুয়া -রুটি জোটে । লাভ ই লাভ । ফরজকে জাপটে ধরলে তো অনেক কিছুই মানুষ করতে পারবেনা । এটা লোকসানি খাত ..................... :(

চমৎকার বাস্তবতার ছবি ।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন ভাই, লাভের কারণেই সবাই নফল সুন্নত নিয়ে বেশি টানাটানি করে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

২২| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: নামাজ বড়।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: খুব সুন্দর ছন্দে মুগ্ধ হলেম।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭

ঢাকাবাসী বলেছেন: খুব চমৎকার ছন্দে একটা সুন্দর জিনিস সমাজের ভুল ধরালেন। ভাল লেগেছে।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: নামায অনেক বড়।ফরয। টুপিও কম নয় ।সুন্নত :)

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৫

প্রামানিক বলেছেন: টুপির দোহাই দিয়ে নামায থেকে দূরে থাকাটা উচিৎ নয়।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সমাজে সল্প জানা হুজুরই বেশী যারা ইসলামটাকে আরও ধ্বংস করে দিচ্ছে।
ছড়ায় +++

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৬

প্রামানিক বলেছেন: অল্প জানা হুজুরদের অতিরিক্ত কিছু না বলা উচিৎ।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০

নতুন নকিব বলেছেন:



ছড়া ভাল হয়েছে। ধন্যবাদ।

বিষয়টা বিতর্কের নয়। জানার। নামায অনেক বড়। ফরয। অবশ্য পালনীয়। টুপিটাও কম নয়। সুন্নত। সুন্নত পালনের যে অনিহা, তুচ্ছ-তাচ্ছিল্য ইত্যাদি আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে তা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।

অল্প জানা হুজুর দেখে তাকে হয়তো জব্দ করতে পেরেছেন। মনে মনে নিজের বাহাদুরিতে মহাখুশিও হয়েছেন, কিন্তু একটিবারও কি ভেবে দেখেছেন, আপনার কাজটি কি ঠিক ছিল? তিনি যে লোকটিকে টুপি ব্যবহারের ব্যাপারে ভর্তসনা করছিলেন, তার ভেতরগত উদ্দেশ্য কি ছিল? আর তার বিপরীতে মুসল্লিদের সবার সামনে ইমাম সাহেবকে জব্দ করতে যাওয়া আপনার জন্য কতটা শোভনীয় ছিল? যদিও আপনি এই পোস্ট পাবলিশ করার সময়ে আপনার ছড়াটির শেষাংশে স্বীকারও করেছিলেন যে, কিছু মুরব্বি টাইপের মুসল্লিরা ইমাম সাহেবের সাথে আপনার অনাকাঙ্খিত আচরনের কারনে আপনাকে 'বেআদব' বলেছিল। যাই হোক, পরে হয়তো সে অংশটুকু আপনি সরিয়ে দিয়েছেন কোন কারনে।

আর তাছাড়া তিনি কি টুপি না পরার অপরাধে লোকটিকে মসজিদ থেকে বের করে দিচ্ছিলেন? আপনার ছড়ার ভাষ্যে বোধগম্য, ইমাম সাহেবের সম্বোধন ছিল, 'আসান ভাই' বলে। 'ভাই' বলে যাকে সম্বোধন করা হয়, ধারনা করা অমূলক নয়, তাকে আন্তরিকতা নিয়েই এই ডাকটা অন্তত: দেয়া হয়ে থাকে! তো, একজন একটি অতি গুরুত্বপূর্ন সুন্নতকে প্রতিষ্ঠা করতে যেখানে প্রচেষ্টা চালাচ্ছিলেন, আপনি ভিন্ন যুক্তি দেখালেন, টুপি বড় না নামাজ? ভাই, এখানে তো এই প্রশ্নটা আপনার আসা উচিত ছিল না। এটাতো বিতর্ক উস্কে দেয়ার প্রচেষ্টা! ইমাম সাহেব কি বলেছেন, নামাজের চেয়ে টুপি বড়? তিনি টুপি পরিধানের গুরুত্বটা বোঝানোর চেষ্টাই হয়তো করেছিলেন। আর, আপনি যেমন জানেন, ইমাম সাহেব কম শিক্ষিত হলেও, শুধুমাত্র মক্তব পাশ হলেও তিনিও নিশ্চয়ই এতটুকু অন্তত: না জানার কথা নয় যে, জুমুআর নামাজ ফরজ। আর টুপি পরিধান করা সুন্নত। সুতরাং, তাই বলে সুন্নতকে ছেড়ে দেয়ার, অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য করার যে অবাধ জোয়ার সমাজে পরিলক্ষিত হচ্ছে, এটা কোনভাবেই কাম্য নয়। 'টুপি না থাকলেও নামাজ হয়ে যায়' এই মাসআলা নিতান্ত ওজরের ক্ষেত্রে চলে। কিন্তু, লক্ষ্য করলে দেখতে পাবেন, সমাজের কিছু সংখ্যক লোক, যাদের অার্থিক দৈন্যতা নেই, গ্রহনযোগ্য কোন ওজর নেই তবুও তারা টুপি ছাড়া নামাজ পড়েন। কেন তারা এটা করে থাকেন? আমার ধারনা, সুন্নতের প্রতি, প্রিয় নবীজীর অনুসরন-অনুকরনের প্রতি উদাসীনতাই এর মূল কারন। টুপি ছাড়া পড়লেও নামাজ হয়ে যাবে, তবে এটা মাকরূহ। মাকরূহ মানে 'অপছন্দনীয়/ ঘৃনীত'। কেন আমি নামাজের কাতারে দাড়িয়ে, আল্লাহর সামনে উপস্থাপনের সময়ে নিজেকে এমন 'অপছন্দনীয়/ ঘৃনীত' কাজে যুক্ত রাখব?

অভিজ্ঞতার অালোকে বলছি, এই ২০১৭ এর গেল রমজানেও ডজন ডজন টুপি আমি আমাদের মসজিদে রেখেছি। সেগুলো লাখপতি, এমনকি কোটিপতির মাথায় শোভা পেয়েছে। অবশেষে তার একটিরও বোধ হয় এখন হদিস নেই। যতটা না অার্থিক দৈন্যতা, তারচেয়ে বেশি ঈমানের-আন্তরিকতার। এটাইতো দেখে এসেছি। দুনিয়াবি সব কাজ 'জরুরী' বিধায় তা যে কোন মূল্যে আমরা সম্পন্ন করতে প্রস্তুত থাকি। কিন্তু সমস্যা হল ঐ এক ধর্মের কাজ নিয়ে। সেখানে হাজারো অযুহাত। আল্লাহর কাজে সব অলসতা, জড়তা, ভিরুতা, কার্পন্যতা, অভাব, অনাটন একত্রিত হয়ে আসে। সুতরাং, আমার ক্ষুদ্রজ্ঞান বলে, একজন শিক্ষিত সচেতন ব্যক্তি হিসেবে আপনার উচিত হবে, উক্ত ইমাম সাহেবের সাথে পুনরায় সাক্ষাত করে তার মনের ক্ষতটা সারিয়ে দেয়া। আর আমার ধারনা, এতে আপনি ছোট হবেন না, বরং আপনার মহত্বই বাড়াবে এই কাজ।

আপনার পক্ষে যে কথাটির স্বীকারোক্তি না করে উপায় নেই, হ্যা ভাই, আমাদের দেশে এখনও অসংখ্য মসজিদ মাদরাসা রয়েছে, যেগুলোতে উপযুক্ত শিক্ষিত লোকবল আদৌ নেই। বিশেষ করে গ্রাম গঞ্জে। অল্প শিক্ষিত, আধা শিক্ষিত, নামমাত্র আরবি জানা লোকজন অধিকাংশ গ্রাম্য মসজিদের ইমামতি করে থাকেন। তবে, তাদের প্রতিও শিক্ষিত শ্রেনির আচরনটা অবশ্যই ভদ্রজনোচিত হওয়া উচিত বৈকি।

আশা করি, কথাগুলোয় কষ্ট নিবেন না।
ভাল থাকুন, প্রিয় প্রামানিক ভাই।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৮

প্রামানিক বলেছেন: আপনার যুক্তি খারাপ নয়, তবে আপনি আমার ছড়াকে যেভাবে একপেশে যুক্তি দ্বারা বুঝাতে চেয়েছেন আমি কিন্তু একপেশে উদ্দেশ্য নিয়ে লিখি নাই। আমার ছড়া লেখার উদ্দেশ্য হলো টুপির দোহাই দিয়ে কেউ যেন ফরজ নামাজ থেকে দূরে সরে না যায়। এমনিতেই অনেকে নামায পড়তে চায় না, সেখানে যদি ভরা মসজিদে টুপি না থাকায় কাউকে ধমকানো হয় তাহলে ঐ দেখে ভালো ভালো নামাজিরাও টুপি না থাকলে মসজিদে আসতে চাবে না। টুপির কারণে নামাযিরা ফরজ নামায ছেড়ে দিক এটা কারো কামনা করা উচিৎ নয়। তাছাড়া আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আরবের অনেক দেশেই টুপি ব্যবহার করে না, টুপি ছাড়াই তারা নামায আদায় করে। টুপির আধিক্য ভারত উপমহাদেশেই বেশি।

আপনি যেভাবে টুপি ছাড়া নামাযকে মাকরু বলেছেন এই হাদীস যদি দেশে ছড়িয়ে পড়ে তাহলে টুপি ছাড়া যে সব নামাজি নামায পড়ে তারা কেউ আর টুপি না থাকলে মসজিদেই আসবে না। আপনি মন্তব্যে যেভাবে ‍টুপির গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরানেে এর ছিটেফোটাও উল্লেখ নেই, সহীহ হাদীসেও এর এত গুরুত্ব দেয়া নেই, যদি হাদীস কোরানে টুপি ছাড়া নামায হবে না এমন গুরুত্ব দেয়া থাকে তবে সেসব হাদীস এবং কোরানের আয়াত উল্লেখ করে বিস্তারিত বিবরণ দেয়ার জন্য অনুরোধ রইল।

টুপি ছাড়া নামায হবে কি হবে না এব্যাপারে একটি ভিডিও লিঙ্ক দিলাম দয়া করে দেখে নেবেন- - - -
টুপি ছাড়া কি নামায হবে না?

২৮| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

২৯| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

নতুন নকিব বলেছেন:



প্রামানিক ভাই,
ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যে। ভাই, একপেশে করে দেখতে চাই নি। আমি আপনার উদ্দেশ্য বুঝেই কথাগুলো বলেছি। আপনি যেটা ধারনা করেছেন, যে ইমাম সাহেব 'আসান ভাই' সম্বোধন করে যে হত দরিদ্র লোকটিকে টুপির জন্য কথা শুনিয়ে দিলেন, গিয়ে দেখেন, 'আসান ভাই' গন হয়তোবা ইমাম সাহেবের এসব কথা শুনে শুনে অভ্যস্ত। সুতরাং, ইমাম সাহেবের বকুনি খেয়ে 'আসান ভাই' জুমুআর ফরজ নামাজ ছেড়ে দেয় কি না, কিংবা পরবর্তিতে মসজিদেই যদি না আসে, এই যে ভয় আপনার ভেতরে কাজ করেছে সেটা সম্ভবত: ইমাম সাহেব এবং সেখানকার সমাজ-পরিবেশ-প্রতিবেশ আপনার নিকট নতুন ছিল বলেই।

কথায় রয়েছে না, এক দেশের গালি আরেক দেশের বুলি।

টুপির ব্যাপারে একাধিক হাদিসে বর্ননা আসলেও এটি মূলত: রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত একটি সুন্নত। প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি সর্বদা মাথা ঢেকে রাখতেন। এ কারনে মাথা ঢেকে রাখা সুন্নত। তা টুপি ব্যতিরেকে অন্য কোন কাপড় দিয়েও হতে পারে। কিন্তু, টুপি পরার বেশ কিছু উপকারিতা রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে, টুপি মুসলিম জাতির 'শেআর' বা নিদর্শন হিসেবে চিহ্নিত। বিস্তারিত জানতে নিচের হাদিসগুলোর সাহায্য নিতে পারেন-

হাদিস নং ৬৯৮, পোষাক অধ্যায়, সহীহ বুখারী শরীফ।
হাদিস নং ৬৯৯, পোষাক অধ্যায়, সহীহ বুখারী শরীফ।


পরিচ্ছদঃ ৭৭/১৩. টুপি
بَاب الْبَرَانِسِ
وَقَالَ لِي مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ سَمِعْتُ أَبِي قَالَ رَأَيْتُ عَلٰى أَنَسٍ بُرْنُسًا أَصْفَرَ مِنْ خَزٍّ. ۵۸۰۲

৫৮০২. মুসাদ্দাদ (রহ.) আমাকে বলেছেন যে, মু‘তামির বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, তিনি আনাস এর মাথার) উপর হলুদ রেশমী টুপি দেখেছেন।
Narrated Mu'tamir: I heard my father saying, "I saw Anas wearing a yellow hooded cloak of Khazz."
________________________________________

হাদিসের মানঃ সহিহ (Sahih)

بَاب الْبَرَانِسِ
إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُوْلَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنْ الثِّيَابِ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لاَ تَلْبَسُوا الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ وَلاَ تَلْبَسُوا مِنْ الثِّيَابِ شَيْئًا مَسَّه“ زَعْفَرَانٌ وَلاَ الْوَرْسُ.


৫৮০৩. ‘আবদুল্লাহ ইবনু ‘উমার হতে বর্ণিত যে, এক ব্যক্তি বললঃ হে আল্লাহর রাসূল! মুহরিম কী কী পোশাক পরবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যার জুতা নেই, সে শুধু মোজা পরতে পারবে, কিন্তু মোজা দু’টি পায়ের গোড়ালির নীচ থেকে কেটে ফেলবে। আর যা‘ফরান ও ওয়ার্স রং লেগেছে, এমন কাপড় পরবে না। [১৩৪] আধুনিক প্রকাশনী- ৫৩৭৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৪)

ভাল থাকুন।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: টুপি নিয়ে কথা বললে অনেক কথা বলতে হয়, কাজেই এভাবে না বলে ভবিষ্যতে পোষ্ট দেয়ার ইচ্ছা আছে।

৩০| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২

নতুন নকিব বলেছেন:



প্রামানিক ভাই,
এরকমও শুনেছি, আরব দেশসমূহের কিছু লোককে নাকি দেখা যায়, সিগারেটটা ফেলে দিয়ে নামাজে দাড়িয়ে যান। আপনি যেমনটা বলেছেন-
''তাছাড়া আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আরবের অনেক দেশেই টুপি ব্যবহার করে না, টুপি ছাড়াই তারা নামায আদায় করে। টুপির আধিক্য ভারত উপমহাদেশেই বেশি।''

ভাই, আমাদের বক্তব্য হচ্ছে, আরবগন কোনভাবেই যেমন আমাদের দলিল নন, তেমনি আমরা অনারবরাও তাদের জন্য দলিল হিসেবে গ্রহনীয় হতে পারব না, যতক্ষন পর্যন্ত কুরআন হাদিসের মানদন্ডের সাথে তাদের কিংবা আমাদের আচরন মিলে যায়। সুতরাং, কোন ব্যক্তি কিংবা দেশের বা সমাজের একজন লোকের ভেতরেও যদি একটি সুন্নতের আমল পরিলক্ষিত না হয়, তাতে সে সুন্নতটির গুরুত্ব কমে যায় না অথবা তা অনুসরন করায় সওয়াবেরও কমতি হওয়ার কোন সম্ভাবনা নেই ইনশা-আল্লাহ।

প্রিয় প্রামানিক,
এটা ঠিক যে, ইমামতি করার যোগ্যতার জন্য সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত জানার পাশাপাশি প্রয়োজনীয় মাসআলা মাসায়েল জানা অত্যাবশ্যক। এ কাজ একজন হাফেজ সাহেব করতে পারেন, ক্কারী সাহেব পারেন, আলেম মাওলানাও পারেন, আরও উচ্চ শিক্ষিত ব্যক্তিদের দিয়েও এটা সম্পাদন করা সম্ভব। কিন্তু, মক্তব পাশ কোন লোকের ভেতরে যদি উপরোক্ত শর্তাবলী বিদ্যমান থাকে তাহলে তার ইমামতিতে কোন আপত্তি থাকার তো কথা নয়। আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবিও তো জীবনের কোন একটা সময় গ্রাম্য মসজিদে ইমামতি করেছেন। আর তিনিও তো বোধ করি, এক রকম মক্তব পাশ ব্যক্তিই ছিলেন। সঙ্গত কারনেই, আশা করি একমত হবেন, শুধুমাত্র মক্তব পাশ বলে কাউকে উপহাস করা কিংবা হেয় জ্ঞান করা আদৌ ঠিক নয়।

আল্লাহ পাক আমাদের ভাল আমল আরও বেশি বেশি করার তাওফিক দান করুন।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভবিষ্যতে এবিষয়ে পোষ্ট দেয়ার ইচ্ছা আছে।

৩১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

মো: নিজাম গাজী বলেছেন: “আজকেও দেখি নামাজ পড়তে
এলেন টুপি ছাড়া?”,
টুপির জন্য হুজুর মশাই
দিচ্ছেন তাকে তাড়া।

অতিব সুন্দর লেখা। শুভকামনা আপনার তরে। ভালোবাসা নিরন্তন,শুভেচ্ছা চিরন্তন।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমন অনেক হুজুর আছেন
অল্প কিছু জানে
ফরজটাকে হালকা করে
সুন্নত ধরে টানে।
কথা সত্য।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৩৩| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

টারজান০০০০৭ বলেছেন: প্রামানিক ভাই , ছড়ার বিষয়বস্তু কি আর কিছু নাই ?

ফরজের উপর জোর দিতে গিয়া সুন্নত কে অবহেলা করা হইলো মনে হয় ! :(

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: টুপির চেয়ে দাড়ির সুন্নত অনেক গুরুত্বপূর্ণ। টুপির সুন্নত কতটুকু পরবর্তীতে পোষ্ট দিয়ে জানাবো। টুপির জন্য ফরজ নামায বাদ দেয়া যাবে না।

৩৪| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

জুন বলেছেন: ফরজটাকে হালকা করে
সুন্নত ধরে টানে।
যথার্থ বলেছেন প্রামানিক ভাই ।
+

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা।

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.