নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
(অনেক আগে টিভিতে প্রাক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাতকার দেখতে ছিলাম। তিনি সেই সাক্ষাতকারে বলেছিলেন, আমি রাষ্ট্রীয় অফিসের কাজের চাপে রেস্ট নিতে পারি না, আমাকে রাত একট/দুইটা পর্যন্ত কাজ করতে হয়। এতো কাজের চাপের ভিতরও আমি পরিবারকে সময় দিয়ে থাকি। উদাহারণ স্বরুপ বললেন, আমার মেয়ের ঘরের নাতি তার দাদা বাড়ি থেকে বড় একটি মাছ এনে আমাকে লক্ষ্য করে বলল, “আজকে এই মাছটা মজা করে রান্না করবে এবং তুমি রান্না করব”। আমার হাতে তখন অফিসের অনেক কাজ তারপরেও আমি আমার নাতির কথা মতো সেই মাছ নিজেই রান্না করে দিলাম।
প্রধান মন্ত্রীর কথা শুনে একটা বিষয় বুঝতে পারলাম, রাজাকার/মুক্তিযোদ্ধা যে ঘরেই জন্ম হোক না কেন নানীদের কাছে নাতিদের আদরের কমতি থাকে না। দুই মেরুতে জন্ম নেয়ায় নাতিরাও অনেক সুবিধা ভোগ করে থাকে। মুক্তিযোদ্ধারা ক্ষমতায় গেলে বলে আমি মুক্তিযোদ্ধার নাতি আবার রাজাকাররা ক্ষমতায় গেলে বলে আমি রাজাকারের নাতি। সাক্ষাতকারটি দেখার পরে তৃতীয় প্রজন্ম নাতিদের এমন সুবিধার কথা চিন্তা করেই এই কবিতাটি লিখেছিলাম।)
‘মুক্তিকার’
শহীদুল ইসলাম প্রামানিক
মুক্তিযোদ্ধার নাতনী তিনি
রাজাকারের নাতিন
দুই প্রজন্মে জন্ম নেয়ায়
বিশাল তাহার চিন?
মুক্তি যোদ্ধার ‘মুক্তি‘ নিলে
রাজাকারের ‘কার‘
দুইটি শব্দ এক করলেরে
নামটি ‘মুক্তিকার‘।
যুদ্ধের সময় রাজাকাররা
করছে জীবন নাশ
কিন্তু এখন দুই প্রজন্ম
একই ঘরে বাস।
উভয় দলের প্রজন্মতে
হচ্ছে মিলন যত
রাজাকারের মলিন মুখে
ফুটছে হাসি তত।
‘মুক্তিকারের’ মিলন মেলায়
হচ্ছে জন্ম যার
দুই দিকেতে শক্তি থাকায়
অনেক সুযোগ তার।
এই দিকেতে হামলা হলে
ওই দিকে যায় সরে
‘মুক্তিকারে’ জন্ম নেয়ায়
মারে না কেউ ডরে?
ছবিঃ ইন্টারনেট
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন।
২| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮
নজসু বলেছেন:
খুব সুন্দর।
১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: রক্তচোষা মাতারি বা ওনার পরিবারের কেহ কি মুক্তিযোদ্ধা ছিলেন?
১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৬
প্রামানিক বলেছেন: শেখ হাসিনা, রেহানা, শেখ জামাল, হাসিনার মা এরা সবাই ৩২ নম্বরে ছিল এবং খান সেনাদের কাছ থেকে ১৫০০শত টাকা করে ভাতা পেত। তখন প্রাইমারী স্কুলের হেড মাস্টারের বেতন ছিল সর্ব্বোচ্চ আশি টাকা। কামাল মুজিব বাহিনীতে ছিল কিন্তু কোন যুদ্ধ করে নাই। যুদ্ধ করার আগেই দেশ স্বাধীন হয়েছে।
৪| ১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
করুণাধারা বলেছেন: অনেক দিন আগের একটা খবর দেখে এই কবিতা!
এই কবিতা তখন প্রকাশ করলে কি অবস্থা হতো!! তখনকার কথা বাদ দেই, পনের দিন আগেও কি এমন কবিতা লেখার কথা ভাবতে পারতেন!
১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: পাছার চামড়া থাকতো না। এখনো কিন্তু আইসিটি আইন বলবৎ আছে কিন্তু সরকার পরিবর্তন হওয়ায় প্রকাশ করার সাহস পাচ্ছি।
৫| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫
নয়া পাঠক বলেছেন: এই হল বাস্তবতা।
১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৫
সোহানী বলেছেন: হাহাহাহা........ আসলেই পাছার চামড়া থাকতো না।
১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০
প্রামানিক বলেছেন: এই কবিতা দুই সপ্তাহ আগে প্রকাশ করলেও সাত হাত মাটির নিচে গেলেও খুঁজে বের করে এনে পাছায় পেটন দিত।
৭| ১৯ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:১০
রবিন_২০২০ বলেছেন: লাইক দেবার জন্য লগইন করতে হলো। দারুন লিখেছেন
১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা লিখেছেন।
১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন কবি দা