নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
ছবি-০১
কারাগারের প্রধান ফটক। ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ১লা নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
ছবি-০২
আত্মীয় স্বজন দেখা করতে এলে...
শহীদুল ইসলাম প্রামানিক
পাঁচ শ’ তম পোষ্টটি আমার
কষ্টে দিলাম অতি
হাজার হাজার রইল সালাম
ভাই বোনদের প্রতি।
অনেক লেখা অনেক কথা
আছে ভাইরে জমা
পোষ্ট করিনি তাই তো আমায়
করবেন সবাই ক্ষমা।
মাউস নড়ে তো সামু...
ছবি-০১
গতকাল শুক্রবার ২১ অক্টোবার রাতে শেষ হলো ডিজিটাল ফেয়ার "ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬"।
ছবি-০২
বিল্ডিংয়ের দেয়ালে লাইট দিয়ে ডিজিটাল ফেয়ারের সাইনবোর্ড
ছবি-০৩
কনভেনশন সেন্টারের ভিতরের রাস্তা
ছবি-০৪
তথ্য...
শহীদুল ইসলাম প্রামানিক
ও বাবারে, করল কিরে,
গুন্ডা পাড়ার ছেলে!
ছাত্রীকে সে কুপিয়ে মারছে
পুকুর পাড়ে ফেলে!!
বুক ফুলিয়ে যাচ্ছে হেঁটে
নাই তো দেহে ডর
এমন সাহস করছে যারা
কার উপর নির্ভর?
হাজার লোকে কাঁপছে দেখি
ধরছে না তো...
শহীদুল ইসলাম প্রামানিক
বাবর আলী বেকার মানুষ
ঘর জামাই যে থাকে
উঠতে বসেত হর হামেশা
নাজেহাল করে তাকে।
বউয়ের নামটি কানন বিবি
প্যান প্যানানো স্বভাব
ভাল কথা জিজ্ঞেস করলে
ধমকটা তার জবাব।
ঘর-বারান্দা মোছামুছি
করবে সারাক্ষণ
বিছনায় কেহ বসলে পরে
বাঁধবে...
শহীদুল ইসলাম প্রামানিক
ব্যাঙ বিড়ালে গল্প করে
পুকুর পাড়ে বসে
যার যার মতো বলছে কথা
মনের জোশে জোশে।
বিড়াল বলে মাছ খাইনা
খাই যে শুধু কাঁটা
দুধের সাথে হাড্ডি খেয়ে
শক্ত করি গা’ টা।
ইচ্ছে করলে এক লাফেতে
মক্কা...
শহীদুল ইসলাম প্রামানিক
আক্কেল পুরের ব্যাক্কেল মিয়া
ধরছে মরণ বাজি
তারামনকে করবে বিয়া
যদিও নয় সে রাজি।
কথা শুনে দৌড়ে এলো
উদয় পুরের হাজী
গাল দিয়ে কয়, তুই তো একটা
আস্ত বজ্জাত পাজি।
তিড়িং বিড়িং করলে পরে
আনবো...
শহীদুল ইসলাম প্রামানিক
বলছে পাগোল জোড় হাত করে,
ওগো দয়াল প্রভু
মিল-মহব্বত কোথায় থাকে
দেখতে পাই না কভু?
লোক মুখেতে হরহামেশা
এই কথাটা শুনি
নাই নাকি আজ সবার মাঝে
তাই তো প্রমাদ গুনি।
আরেক পাগোল কাছেই ছিল
ধমক দিয়ে...
শহীদুল ইসলাম প্রামানিক
মনের সাথে দেহ দিলে
থাকল কি আর বাকি
উজাড় হয়ে শুন্যপানে
কাঁদছো কারে ডাকি?
দেনা পাওনার হিসাব নিকাস
করলে না তো আগে
বেলা শেষে শুন্য হয়ে
মরছো মিছাই রাগে।
আবেগ থেকে জীবনটাকে
বিলিয়ে দেয়ার পর
লাভ...
শহীদুল ইসলাম প্রামানিক
হারাম খেয়ে করছি আরাম
ব্যারাম নিয়ে আছি
মনের মাঝে নাই রে শান্তি
কয় দিন যে বাঁচি!
ঘুষ পেলে রে হুশ থাকে না
খামছে ধরে খাই
ন্যায় হলো না অন্যায় হলো
বাছ-বিচার আর নাই।
হারাম খেতে...
শহীদুল ইসলাম প্রামানিক
যেই নেতাকে ফুলের মালায়
সবাই করে বরণ
সেই নেতাকে দু’দিন পরেই
জুতায় করে স্মরণ।
যেই নেতাকে মাথায় তুলে
পীরের মত ভোজে
স্বার্থের দ্বন্দে সেই নেতাকে
জুতা হাতে খোঁজে।
কেউবা মারে মাথার পরে
কেউবা মারে ঘাড়ে
কেউবা আবার...
শহীদুল ইসলাম প্রামানিক
হিহি হিহি হাহা হাহা
পারছি না আর হেসে
এমন ঘটনাও হয়রে দেখি
সোনার বাংলাদেশে।
কলের পানি কোন দিকে যায়
বুঝতে না পাই ভাই
অনেক সময় এসব দেখে
ভীরমি খেয়ে যাই।
উল্টো হয়ে টানছে...
শহীদুল ইসলাম প্রামানিক
হেঁসেল ঘরে রাত দুপুরে
ঢুকলো এসে বিড়াল
চাম চিকেরা তাই না দেখে
করল গালাগাল।
আমরা হেথায় বসে আছি
তুই কেন রে এলি
দুধের ভান্ড ঢেকে রেখেছে
আর কি কিছু পেলি?
বলছে বিড়াল গাল দিলি ক্যান
আমি...
শহীদুল ইসলাম প্রামানিক
ঘটকালী ভাই মহান পেশা
নাই কোন এর জবাব
সব কথাকে দ্বিগুণ বলা
ঘটকগুলোর স্বভাব।
অনেক সময় তাদের জন্যই
উল্টাপাল্টা হয়
অসমদের সমান করতে
অনেক কথা কয়।
মেয়ের পক্ষ দেখতে গেলো
গাঁও গেরামের ছেলে
দেখার পরে অনেক প্রশ্ন
করছে...
শহীদুল ইসলাম প্রামানিক
লক্ষ টাকার গরু কিনে
রাস্তার উপর বেঁধে
লোকজনকে বলেন দাম
নিজেই সেধে সেধে।
সকাল বেলা সবার আগে
গরু দিয়ে কোরবান
বিয়াই বাড়ি পাঠিয়ে দেন
আস্ত একটা রান।
ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি
জামাই বাড়ি দিয়ে
ইয়া বড় ফ্রিজ...
©somewhere in net ltd.