নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুষ্ট ছেলে

http://www.facebook.com/ganza.baba2

্্্আিরফুল ইসলাম

্্্আিরফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বুক পকেটের সেই চিঠি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

আয়াত আজ ভারমুক্ত, গত এক যুগ ধরে যে বোঝাটা বয়ে বেড়াচ্ছিল তা আজ ঘাড় থেকেনামাতে পারছে ।



তখন আয়াত ক্লাস সেভেনে পড়ে, বাবার বদলির চাকরির সুবাদে নতুন একটা স্কুলে ভর্তি হয় ।



স্কুলের প্রথম দিনই মায়াবী এক মেয়েকে দেখে বুকের বামপাশে হৃদযন্ত্র নামক অঙ্গে যেন রক্তের ফোয়ারা বয়ে চলতে শুরু করল ।



ডাগর ডাকর চোখ, টিকালো নাক, দুধে আলতায় গায়ের রঙের মেয়েটার চেহারার পূর্নতা দান করে গালের বাম পাশের তিলটা ।



মেয়েটাকে দেখার পরই থেকেই আয়াতের কানে বাজছে "মায়াবন বিহারিনী......" নামক রবিন্দ্র সঙ্গিতটা ।



মাস যায় বছর যায় লাজুক স্বভাবের আয়াততার মনের কথাটা রিয়াকে বলতে পারে নি । এর মধ্যে আয়াত একটা প্রেম পত্র লিখে ফেলে তাও দেয়া হয় নি ।



স্কুলের গন্ডি পেরিয়ে আয়াত তখন কলেজে, রিয়াও কলেজে উঠে কিন্তু দুই জনদুই কলেজে । চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়ে যায় কিন্তু আয়াত ত রিয়াকে কলেজে উঠেও ভুলতে পারে নি ।



এক সময় কলেজ পর্বটা শেষ করে আয়াত আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিপার কোন খবরইআয়াত জানে না । তারপর রিয়ার স্মৃতী বুকের বাপ পাশটায় গভীর মমতা নিয়ে আগলে রেখেছে ।



সুদর্শন আয়াতের প্রতি ভার্সিটি লাইফে অনেক মেয়ে বন্ধুই আগ্রহ দেখিয়েছে, আয়াত সুকৌশলে তাদের এড়িয়ে গেছে । আয়াত তার স্বপ্ন কন্যার অপেক্ষায় আছে। যদিও জানে না সে এখন কোথায় ?



আয়াতের কাছে ওর বন্ধুর ফোন শিপলু ত এক্সিডেন্ট করছে ঢাকা মেডিকেলে আছে ।কর্পোরেট লাইফের শত ব্যাস্তথা ফেলে আয়াত ছুটে যায় বন্ধুকে দেখতে । না শিপলুর অবস্থা খুব একটা খারাপ না ।



কর্তব্যরত ডাক্তারের চেম্বারে ঢুকে আয়াত শিপলুর অবস্থা জানতে । গত দশটি বছর ধরে যে রিয়ার ছবিটা মনে গেথে দিন যাপন করছে এ যে সেই নিপা । রিয়াও তার স্কুল লাইফের বন্ধুটিকে দেখে স্কুল লাইফের স্মৃতিতে ফিরে যায় । শিপলুর খবর আর নেয়া হয় না ।



রিয়ার ডিউটি প্রায় শেষ দু বন্ধু মিলেচলে যায় টিএসসির দিয়ে । তখন প্রায় সন্ধা, অনেক কথাই হয় দুজনের মধ্যে একটা কথাই শুধু জানতে চাওয়া হয় না আয়াতের এখনো কি একাই আছে রিয়া ?



আসার সময় বার বছর আগে লিখা চিঠিটা রিয়ার হাতে ধরিয়ে দিয়ে আসে ।



আজ আয়াত ভারমুক্ত যে চিঠিটা পরম মমতায় বয়ে চলেছির তা আজ নিপার হাতে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

বড়দাদা বলেছেন: হুম বুঝলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.