![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ছোটবেলায় আমার জন্মদিন ভীষন জমকালো ভাবে আয়োজন করা হতো। প্রায় এক মাস বা তারও আগে থেকে আমার মা নিজের হাতে জামা সেলাই করা শুরু করে দিতেন। নানা রঙের চুমকি, পুঁতি, লেস দিয়ে পুরাপুরি অসাধারণ, ভয়াবহ রকম সুন্দর জামা বানিয়ে ফেলতেন! সময় হাতে থাকলে একটা না এই রকম বেশ কয়েকটা প্রিন্সেস ড্রেস আমি পেয়ে যেতাম। অনেক সময় বিদেশি ক্যাটালগ দেখেও সেই সময় আমার জন্য মা জামা বানিয়েছেন। (শোকরিয়া যে তিনি এখনও সময় পেলেই আমার জামায় অদ্ভুত সুন্দর সুন্দর সব ডিজাইন করে দেন। এই লেখাটা লেখার সময় আমার জামায় একটা ময়ূর পালক সেলাইয়ের কাজ চলছে )
একদম ছোট থাকতে মা এর কর্মকান্ড দেখেই আমি বুঝতাম আমার জন্মদিন আসছে। রাত জেগে বসে বসে তিনি সোনালি-রূপালি কাগজ কেটে কেটে "শুভ জন্মদিন" এর পর নিজের মেয়ের নামটা যখন লিখতেন, ওহ! নিঃসন্দেহে দেখার মতো হতো সেইটা! :>
জন্মদিনের মাসটাতে যে বাবার জন্য তখন তার স্বল্প বেতন থেকে একটা ভালো অংশ কত কষ্টে বাঁচিয়ে রাখতে হতো আমি সেসব বুঝতাম না। কাকে কাকে দাওয়াত দেয়া হয়েছে, কে কি কি আনবে সেই চিন্তায় আমার কয়েক মাস আগে থেকে আমার ঘুম গায়েব হয়ে যেত!
আমার সাথে তুলনা করতে গেলে বলতে হয় আমার ছোট ভাইয়ের কোন জন্মদিনেই তেমন আহামরি টাইপ কিছু করা হয়নি। কিন্তু ছোটবেলা থেকে পেতে পেতে আমার মোটামুটি ধারনাই হয়ে গিয়েছিল জন্মদিন আসলে সবাই আসবে...আর নানা রকমের গিফট আনবে...আর জামা-কাপড় দিলে আমি অনেক রেগে যাব!
আমার পাওয়া সেই সব খেলনা-পাতি কেউ ধরতে পারবেনা।( একটা ছবিও আছে আমার বয়সী এক পিচ্চি কাজিন আমার খেলনা ধরেছিল দেখে চুল ধরে টান দিসি )
আমার জীবনটা মোটামুটি রাজকুমারী স্টাইলেই কাটানো বলা যায়! বাবা-মায়ের শীতল ছায়ার পরশ কখনো প্রখর রোদের তীব্রতা অনুভূত হতে দেয়নি! মহান আল্লাহর কাছে দোয়া ও শোকরিয়া জানাই, যতদিন বেঁচে থাকি এই শীতল ছায়ারতলে যেন থাকতে পারি। ...
যাইহোক সংক্ষেপে বলে ফেলি, (কত কি যে বলতে ইচ্ছা করা শুরু হয়! সেই প্যানপ্যান শুনবেটা কে)
এভাবে বড় আর বুড়া হতে হতে এক সময় কিভাবে কিভাবে জানি আগের মতো জন্মদিন পালন এর সেই আগ্রহটা হারিয়ে ফেললাম!
জন্মদিনে কেক কাটতে দেখলে মহা বিরক্ত লাগা শুরু হল! আমার বয়স বেড়ে যাচ্ছে আর সবাই কি সুন্দর হাততালি দিচ্ছে !! ....
তবে দেশে থাকতে অনেক মজা হত। একই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্ল্যাটে সব কাজিনরা মিলে থাকার ফলে বাসায় যে কারো জন্মদিন হলেই দল বেঁধে (এমন কি নানুও!) সবাই মিলে রাত বারোটার সময় আইসক্রিম খাওয়া চলতো। যাওয়ার সময় হাতে একটা নোট গুঁজে দিয়ে যেত নানু
আজকাল তো আর মনেই করতে ইচ্ছা হয়না জন্মায় ছিলাম আবার কবে! প্রতিটা মানুষই জন্ম নেয় একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য। মাঝে মাঝে আমার মনে হয় আমাকে দিয়ে মনে হয় সেসব কিছুই হবে না :-< ...আবার ভাবি চেষ্টা করে দেখতে থাকি কি হয়
...এ দ্বন্দ মনে হয় সারা জীবনই চলবে
এখনও ব্লগে এক বছর পার হয়নি আমার। কিন্তু বন্ধুত্বের বন্ধনে মনে হয় কতদিনের পরিচিত বুঝি
মাঝে মাঝে ভেবে অবাক হই কি এক অদ্ভূত বন্ধন! দেখা নাই, হয়তো কথাও নাই তবুও কত আপন লাগে! আবসরে বা কাজের ফাঁকে উঁকি দেয় মনে...মুখের কোণে হাসি ফুটে ওঠে অজান্তেই
আবশেষে আমার ভীষণ প্রিয় দুজন ব্লগারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। একজন অসম্ভব ভালো জিনিয়াস একটা মানুষ ও আমার অতি প্রিয় ভাইয়া, সাইফু ভাই। যার ফটোশপের অসাধারন কাজগুলি দেখে আমি পুরাপুরি মুগ্ধ ও অনুপ্রাণিত !!
আরেকজন আমাদের ট্যালেন্টেড খেকু না মানে ছেকু (দাওয়াত পাই নাই তো তাই প্রিন্টিং মিসকেট হচ্ছে) ব্লগার শামীম
(ব্লগারদের জন্মদিনের শুভেচ্ছা ভরা পোস্টগুলি পড়ে ভাবতাম মেরা নাম্বার কাব আয়েগা
)
আরো দুজন প্রিয় মানুষ নিবিড় আর (আমার ব্লগতুত ভাবী)তানজু আপুর কাছ থেকে ভীষণ ভালোলাগায় মাখা শুভেচ্ছা পাওয়ার বিনিময় রইল অনেক অনেক শুভেচ্ছা।
সবাই অ-নে-ক অ-নে-ক ভালো থাকুন সেই শুভ কামনায়...
( এগুলি যে কি লিখলাম!)
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩১
প্রিয়তমা বলেছেন: ধন্যবাদ আমার ননদকে
প্রথমে বেশ ভাব নিয়েই লেখা শুরু করেছিলাম তারপর ...
ছবি দুইটা....ওলে জান্টু সোনা
কেকটা কি আপনার হাতে বানানো গো?
ভাবীদের বয়স জিজ্ঞাসা কর ক্যান
২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১১
তানজু রাহমান বলেছেন: ভাবীগো... পড়ি নাই... পড়বো... একটু কথা বলে গেলাম আগে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩২
প্রিয়তমা বলেছেন: ভাবীগো ভালো থাইকেন
৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১১
তানজু রাহমান বলেছেন: এই বাচ্চামেয়েও দেখি আপনাকে ভাবী ডাকে ভাবী...
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩২
প্রিয়তমা বলেছেন: দেখেছেন ভাবী আদব-কায়দা কিচ্ছু জানেনা
৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৪
তামিম ইরফান বলেছেন: আবারও হেপি বাড্ডে। আপনের গিফট
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫
প্রিয়তমা বলেছেন: ওলে গুটুগুটু কুটুকুটু কুচিকুচি !!!
ওন্নেক পছন্দ হয়েছে
তাই এবার আপনার জন্য আইট্টা কলা ফ্লেভারের কেক অর্ডার দিব!
৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৫
আল-কায়ামতি বলেছেন: হুমমম
প্রিয়তমা ভাবীকে হুযুরের জন্মদিনের শুভেচ্ছা.......(আপনি কি সবার ভাবী নাকি ?)
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
প্রিয়তমা বলেছেন: হুজুর একটু দোয়া দিয়ে যান আমারে...
(আপনি কি সবার ভাবী নাকি ? !!)
৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৬
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮
প্রিয়তমা বলেছেন: ই কত মজা !!
অনেক থ্যাঙ্কু আপনাকে ফয়সাল!!
৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: আপনার প্যানপ্যান পড়লাম। ভালই লাগলো।
আগাম জন্মদিনের শুভেচ্ছা।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪০
প্রিয়তমা বলেছেন: প্যানপ্যান পড়ার জন্য আপনাকে প্যানপ্যানানি ধন্যবাদ জানাই ।
শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগলো!
৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৮
আতিকুল হক বলেছেন: এতো কেক। আমি কিন্তু খাইতে আসছি।
অফ টপিক: শুভ জন্মদিন।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
প্রিয়তমা বলেছেন: ঝটপট খাওয়া শুরু করে দেন ভাইয়া।
থ্যাংকিউ।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫
জেরী বলেছেন: আপুনিকে, শুভ জন্মদিন....
জেরী জন্য আলাদা কেকের অর্ডার দেওয়া হোক
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
প্রিয়তমা বলেছেন: জেরী'পুর জন্য চেরির কেক অর্ডার দেয়া হচ্ছে!!
১০| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭
শিবলী বলেছেন: ছবিটা কি আন্নের?
শুভ জন্মদিন
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫
প্রিয়তমা বলেছেন: যদি হইত!! ধন্যবাদ শিবলী ভাই!
১১| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫১
রাতমজুর বলেছেন: হ্যাপিওলা বাড্ডে
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬
প্রিয়তমা বলেছেন: আপনি কই হইতে উদয় হইলেন ??? :-*
আমার গিফট কই
১২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
ভেংচুক বলেছেন: শুভ জম্মদিন, রাজকুমারি
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭
প্রিয়তমা বলেছেন: :#> ধন্যবাদ ভেংচুকদা !
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২০
অমাবশ্যার চাঁদ বলেছেন: শুভ জন্মদিন।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৮
প্রিয়তমা বলেছেন: ধন্যবাদ অমাবশ্যার চাঁদ !!
বাবুটা ভীষণ কিউট তো!
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩
অপ্সরা বলেছেন: শুভ জম্মদিন
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৯
প্রিয়তমা বলেছেন: অপসরা আপুকে অনেক অনেক শুভেচ্ছা
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
রাতমজুর বলেছেন: তমার কাছে
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৯
প্রিয়তমা বলেছেন: তাই বুঝি??
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: শুভ জন্মদিন আপু। কিন্তুক কথা হইলো নিবিড় মাইয়া হইলো কেমতে?
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২
প্রিয়তমা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
কিন্তু নিবিড় আবার ছেলে হলো কবে ??
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
লিপিকার বলেছেন: শুভ জন্মদিন.......
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৩
প্রিয়তমা বলেছেন: ধন্যবাদ লিপিকার
শুভেচ্ছা রইল ...
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১০
আরিফ থেকে আনা বলেছেন: শুভ জন্মদিন
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০
প্রিয়তমা বলেছেন: ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছাও রইল
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
মেঘাচ্ছন্ন বলেছেন: লেখাটা অনেক ভালো লেগেছে.....। জন্মদিনের অন্নেএএক অনেক শুভেচ্ছা.......।
ফিকফিক.....কে বলেথে তুমি বলো হয়ে দাত্থো.....একোনও কতো
থোতোওও.....তোমাকে এত্তো এত্তো তকলেত..........
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১
প্রিয়তমা বলেছেন: :#> মা বলেথে তকলেত থেলে দাতে পোতা হয়...
তাও এত্তু থাবো তুমি দিথো তাই .... :>
থ্যাএ এ এ ঙ্কু
২০| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩
সাইফুর বলেছেন: অনেক ভালো লাগলো
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১
প্রিয়তমা বলেছেন: থ্যাঙ্কু কাছিম ভাইয়া !!
২১| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২২
চানাচুর বলেছেন: জন্মদিনে চুমকি দেয়া ঘের আলা জামা পড়তা। তুমি তো নায়িকা
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১
প্রিয়তমা বলেছেন: :> হ!
২২| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৩
চানাচুর বলেছেন: গান গাইতা না?
আসলে বাচ্চাদের জন্মদিন ধুমধাম সহকারে করা উচিত......
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২২
প্রিয়তমা বলেছেন: গান আমি গাইতে পারি কিন্তু তুমি শুনতে পারবা নাকি ভেবে দেখ
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৪
মেঘাচ্ছন্ন বলেছেন: শুভেচ্ছা....বিজয় দিবসের......।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২২
প্রিয়তমা বলেছেন: মেঘা'পু কেও বিজয় দিবসের শুভেচ্ছা
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
আউলা বলেছেন: তোমার জন্মদিন এইটা দেখেছিলাম না শুনেছিলাম সেটা মনে করতে পারছি না স্মৃতিশক্তিতে ধ্বস নেমেছে আমার
যাই হোক দেরি তে শুভেচ্ছা জানালাম।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৩
প্রিয়তমা বলেছেন: আউলা'পু আমারো স্মৃতিশক্তিতে ধ্বস নেমেছে
আমি তো আরো দেরিতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি !!
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৯
নিবিড় বলেছেন: আপু কথা আসে তোমারে ফোন করা দরকার .....
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১২
প্রিয়তমা বলেছেন: এফবিতে নং দাও! দেখি আবার কি আকাম করে বসে আছো!
পোলাপানগুলিরে নিয়ে আর পারিনা !!
২৬| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
জেরী বলেছেন: হ্যালো,এইপোস্ট গুলা এতদিন কই ঘুরতে গেছিলো?? লেট শুভ-জন্মদিন। আছো কেমন?
২৭| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
সাইফুর বলেছেন: ফিরে আসছো তাইলে গুড গুড
বিলেটেড শুভ জন্মদিন
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১১
নিবিড় বলেছেন: লিখাটা খুব ই ভালো হয়েছে ভাবী।প্রথম প্যরাগুলা খুব টাচি।
জন্মদিনের আবারও আমেরিকান টাইমে আগাম হ্যপি বার্থডে রইল।
আমার নাম লিখসেন দেখে একটা কেক আপনেরে দিলাম ।ওহ ২ টা ছবি মাশাল্লাহ
বয়স কত হইল??খিকজ