নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া পৃথিবী

প্রিয়তি

দেখিনি ঈশ্বর, তবু বুঝেছি সেখানেই তোমার স্থান। আলিঙ্গনে সৃষ্টি হয়নি,কোন নুতন জীবন। তবু বেঁচে থাকার প্রেরনা হয়েছ। নির্বাক কিছু মানুষ একটু আশ্রয়- এক মুঠো সুখ, এক মুঠো শান্তি। দিয়েছ পথ, দিয়েছ প্রত্যাশা; যেখানেই হয়েছে শেষ- সেখানেই করেছ শুরু তুমি-ই আলোকিত করেছ ক্ষুদ্রকে, এক আলোকিত মানুষ রুপে --প্রিয়তি ভালবাসি প্রকৃতি, চকলেট আর একাকিত্ব।

প্রিয়তি › বিস্তারিত পোস্টঃ

তুমি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

'তুমি প্রতিবার আস, আমায় ভালবাস।

তারপর প্রতিবার-ই তুমি চলে যাও।

তোমার এই প্রতিবার চলে যাওয়াতে,

আমি কতবার দীর্ঘনিশ্বাস ছেড়েছি, তা তুমি কখনো দেখনি;

কতবার চোখের জল, চোখে-ই শুকিয়ে গেছে, তা একবার-ও টের পাওনি;

আমাদের এই যানত্রিক জীবনে, ছুটোছুটির এই কোলাহলে-

হারিয়ে ফেলছি সব..হারিয়ে ফেলছি আমাদের নিজেদের-কেই..।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১

মাক্স বলেছেন: বাহ!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

সরদার হারুন বলেছেন: কাছে এসে চলে গেলে থেকে গেলে না,
না বলা কত কথা বল হলনা।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

এম এম কামাল ৭৭ বলেছেন:
ছেড়ে যাওয়ার পর বারে বারে ফিরে আসাটাই ভালবাসা।

যে ফিরে আসে সে ও জানে, যার কাছে ফিরে আসে সেও এটা জানে।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লাগলো।
কয়েকটি লাইনে দারুণ ভাবে প্রকাশ করে দিলেন মনের কথা গুলো।

১ম ভাললাগা।

+++

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

তানজিলা হক বলেছেন: ভালবাস বস্তা পচা শব্দ............আমার বরকে আমি যখন এই শব্দটা বলতে যাই মনে হয় চিটিং করছি তার সাথে এত ভালো মানুষের সাথে কখনো চিটিং করা যায় না...........কিন্তু কোন শব্দ না পেয়ে চুপ হয়ে শুধু থাকি..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.