![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখিনি ঈশ্বর, তবু বুঝেছি সেখানেই তোমার স্থান। আলিঙ্গনে সৃষ্টি হয়নি,কোন নুতন জীবন। তবু বেঁচে থাকার প্রেরনা হয়েছ। নির্বাক কিছু মানুষ একটু আশ্রয়- এক মুঠো সুখ, এক মুঠো শান্তি। দিয়েছ পথ, দিয়েছ প্রত্যাশা; যেখানেই হয়েছে শেষ- সেখানেই করেছ শুরু তুমি-ই আলোকিত করেছ ক্ষুদ্রকে, এক আলোকিত মানুষ রুপে --প্রিয়তি ভালবাসি প্রকৃতি, চকলেট আর একাকিত্ব।
যখন আমাদের অসুখ হয়, তখন যদি মা সেটা জানতে পারে, তাহলে উনি চিন্তিত হয়ে, কত কথাই না বলে। এটা খাও, ওটা কর, একা একা থাক, যদি কিছু হয়ে যায়!!!এখুনি কিছু ঔষধ খেয়ে নাও। আর আমি বলি, মা আমার তেমন কিছু হ্য়নি, ঠিক হয়ে যাব; এই কথা বলতেই, উনি আরো ডাবল চিন্তিত হয়ে বলেন, তুমি কি বেশী বুঝ??? আমি তখন মনে মনে বলি, মা আমার মা, তুমি এত ভালবাস!!! মায়ের ভালবাসা বোধহয় এমনি, সত্যিকারে ভালবাসা, যা চোখে পানি নিয়ে আসে...
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০
রসায়ন বলেছেন: সুন্দর বলেছেন !
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মা .....ছোট্ট একটা শব্দ অথচ পুরো পৃথিবীর ভালোবাসা জুড়ানো।
কত বছর হয়ে গেলো মা থেকে দুরে।
প্রতিদিন মা কে ফোন করার চেষ্টা করি। ফোনটা ধরেই মা আমার নামটা বলেন আর বলেন কেমন আছিস মা?
অবাক হয়ে যাই.....
একদিন ও অন্য বোনের নাম বলেন নাই। কেমন করে বুঝতে পারেন মা?
এখনো অসুখ হলে মায়ের কথা মনে পড়ে।
আমার ছোট ছেলেটা যখন শরীর খারাপ হলে ওর সাথে ঘুমাতে বলে ,মনে পড়ে ছোটবেলায় আমি একইভাবে চাইতাম।জীবনে সব কিছু ফিরে ফিরে আসে প্রিয়তি।
আশাকরি ভালো আছো।
শুভকামনা।সব মায়েরা ভালো থাক।