নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া পৃথিবী

প্রিয়তি

দেখিনি ঈশ্বর, তবু বুঝেছি সেখানেই তোমার স্থান। আলিঙ্গনে সৃষ্টি হয়নি,কোন নুতন জীবন। তবু বেঁচে থাকার প্রেরনা হয়েছ। নির্বাক কিছু মানুষ একটু আশ্রয়- এক মুঠো সুখ, এক মুঠো শান্তি। দিয়েছ পথ, দিয়েছ প্রত্যাশা; যেখানেই হয়েছে শেষ- সেখানেই করেছ শুরু তুমি-ই আলোকিত করেছ ক্ষুদ্রকে, এক আলোকিত মানুষ রুপে --প্রিয়তি ভালবাসি প্রকৃতি, চকলেট আর একাকিত্ব।

প্রিয়তি › বিস্তারিত পোস্টঃ

??

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

মানুষ জীবন থেকে হারিয়ে গেলে, বা মরে গেলে বোঝা যায় সে কতটা আপন ছিল, কাছের ছিল। তখন মাঝে মাঝে-ই তার কথা ভাবতে মন ব্যাকুল হয়ে যায়। মাঝে তার প্রিয় জায়গা গুলো ঘুরে আসা, প্রিয় কোন কাজ-কে নিজের করে নেয়া, মাঝে মাঝে তার পোষাক গুলো ছুয়ে তাকে অনুভব করা,অথবা তার অসমাপ্ত কোন কাজ সমাপ্ত করতে-ই আমাদের অনেক তৃপ্তি মেলে। আমরা তাকে বাচিঁয়ে রাখতে চাই আমাদের মাঝে, যেকোন ভাবে ,আমাদের চিন্তায়, চেতনায় ,প্রতিদিনের কাজে। আর এর নাম-ই বোধ হ্য় ভালবাসা। মানুষের আসল মূল্যায়ন ঘটে, আসলে তার চলে যাওয়া-তেই ,থাকাতে না।আজ আমার "পি,এস, আই লাভ ইউ" মুভি-টার কথা ভীষন মনে পড়ছে, যখন মুভি নায়িকা হাসবেন্ড মারা গেল, তারপর থেকে সে প্রায়ই তার সেল ফোন এ হাসবেন্ড এর রেখে যাওয়া একটা মেসেজ প্রায় সে প্লে করে করে শুনতো, যা তাকে নুতন করে আরেকটা দিন পার করবার শক্তি দিত। কি অদ্ভুদ ছিল ভালবাসার টান। কি কষ্ট লাগে কেও জীবন থেকে চলে গেলে, আমি সেদিন মুভিটা দেখে বুঝেছিলাম। আজও কোন না কোন ভাবে তা টের পাচ্ছি। আর তাই অন্য সবার মত-ই তাকে খুজে ফিরছি, কোন কন্ঠে, কোন কিছুর স্পর্ষে ,অথবা ফেলে আসা কোন স্মৃতি-তে..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯

ভাস্কর চৌধুরী বলেছেন:

পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষ/////-

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: মুছে যাওয়া দিন তো সব সময়ই পিছু টানে আপুনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.