![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য যেটুকু ভালবেসে--- ঘাসের ওষ্ঠ হতে তপ্ত আবেগে শুষে নেয়, এক ফোঁটা শিশির বিন্দু, তারও থেকে বেশী ভালবেসেছিলাম আমি তাকে। প্রতিমা ভক্ত পূজারীর মত অন্ধ বিশ্বাস ছিলো আমার তার ভালবাসার প্রতি, রাত শেষে ভোর হওয়া মোমের আলোর সাথে গলে গলে পড়েছে সে বিশ্বাস, অন্ধ আমি অন্ধই রয়ে গেছি।
যারা চা পছন্দ করেন তাদের জন্য :
১।
প্রাত্যহিক সাধারণ চা।
২।
জিনজার টি।
৩।
প্রাত্যহিক চা।
৪।
গ্রীন টি ইজ নট অলওয়েজ গ্রীন।
৫।
লেমন টি।
৬।
মালাই চা।
৭।
চা উইথ ট্রাডিশনাল বাখরখানি।
৮।
অরেন্জ টি, কমলালেবুর খোসা দিয়ে বানানো।
৯।
মাসালা টি ( দারুচিনি, এলাচি, তেজপাতা ও লবঙ্গ সহযোগে তৈরী)
১০।
একটি বিষন্ন কাপ।
ছবি গুলো বিভিন্ন সময়ে তোলা তাই কিছুটা অগোছালো।
ব্যবহৃত ডিভাইস : এইচটিসি ডিজায়ার, সিম্ফনী এক্সপ্লোরার জেড ২ ও নাইকন পি ৫১০.
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
ডরোথী সুমী বলেছেন: চায়ের তুলনা আসলে চা-ই।এতো ধরনের চা উপহার দিলেন আমাদের তাই আপনার জন্য আজ বিকালের চা উৎসর্গ করলাম।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪
প্রিয়তমেষূ বলেছেন: চায়ের তুলনা চা-ই। আমার তো কফি খেলেও সাথে চা চাই, কফি কখনোই চা-য়ের সম্পুরক নয়।
আজ বিকেলের চা উৎসর্গের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
আমি ইহতিব বলেছেন: কমলালেবুর খোসা দিয়ে বানানো চায়ের টেস্ট কেমন আপু?
মাসালা টি অনেক টেস্টি, আর বিষন্ন চা এর ছবিতে বসার জায়গাটা অনেক সুন্দর, এমন জায়গায় বসে চা খাওয়ার মজাই অন্যরকম।
সবগুলো ছবিই সুন্দর হয়েছে।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২
প্রিয়তমেষূ বলেছেন: আপু ভালোই, কমলার খোসা দিয়ে করা চায়ে লেবু চায়ের মত অনেকটা তবে লেবুর বদলে কমলালেবুর ঘ্রান থাকে।
বিষন্ন চায়ের কাপের জায়গাটা আমারও খুব ভালো লাগে, স্পেশালি মেঘলা বা বৃস্টি বৃস্টি আবহাওয়ায়।
ধন্যবাদ আপু।
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯
এম এম কামাল ৭৭ বলেছেন:
'একটি বিষন্ন কাপ'।
শেষে এসে হঠাৎ টুইস্ট।
ভাল লাগলো।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩
প্রিয়তমেষূ বলেছেন: 'একটি বিষন্ন কাপ'
ধন্যবাদ ভাই।
৫| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ +++
অনেকদিন পর কেমন আছো?
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি কেমন আছেন?
৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: একটি বিষন্ন কাপ বেশি ভাল লেগেছে।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ।
৭| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
রাইসুল নয়ন বলেছেন: সুন্দর পোস্টে +++
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৮| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
শায়মা বলেছেন: ছবিগুলো দেখে আমি মুগ্ধ!!!
চা না খেয়ে বসে বসে ছবিই দেখবো তো আপুনি।
একসময় আমিও নানারকম চা বানানোর নেশায় পড়েছিলাম। দাঁড়াও একটু পর এসে তোমাকে সেই চা গুলো দিয়ে যাচ্ছি।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯
প্রিয়তমেষূ বলেছেন: আপু নানা রকম চা বানানোর নেশায় আমিও পড়ে আছি, মিন্ট আর তুলসি চায়ের মজাই আলাদা।
নতুন এক ধরনের চায়ের রেসিপি পেয়েছি বাট উপকরনের জন্য বানাতে পারছি না, "বাবল্ টি"
ডিসিসি, গুলশান এ অনেক ফ্লেভার এর টি ব্যাগ পাওয়া যায় কিন্তু ট ব্যাগের চা আমার অনেক হালকা লিকার মনে হয়।
আর ব্ল্যাক টি খেয়েছো কখনো আপু? আমার কিন্তু বেশ লাগে!!!!
৯| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১
শায়মা বলেছেন: Click This Link
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
প্রিয়তমেষূ বলেছেন: মিন্ট টি ওয়াও টোটাল রিফ্রেশিং
১০| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: Click This Link
চা মানেই হিমালয় ভাইয়া নামে এই ব্লগে একটা ভাইয়া ছিলো। যার প্রোপিকটাই ছিলো দুই হাতে দুই চায়ের কাপ ওয়ালা আর সেই ভাইয়াটা আমার এতটুকু দোষত্রুটিতে শুধু চা জরিমানা করতো।
তার জন্য ছিলো এই চা পোস্ট।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
প্রিয়তমেষূ বলেছেন: বাহ্ আপু.হিমুর জন্য হিমেল চা...দেখে তো আমারও চা খেতে ইচ্ছে করছে.......
১১| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
বোকামন বলেছেন:
কফি খেতে খেতে চায়ের পোস্টে মন্তব্য করছি :-)
গ্রীন টি এবং লেমন টি আমার প্রিয় !
ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ভালোলাগা রইলো।।
অট।
চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি।
অ সা ধা র ণ
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬
প্রিয়তমেষূ বলেছেন: কফি মন্দ না তবে চায়ের তেস্টা আমার কফিতে মেটে না..
ধন্যবাদ আপনাকে।
আর
চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি।
এটা আমার খুব পছন্দের একটা লাইন, পার্থ বড়ুয়ার কন্ঠে আবৃতি করা একটা কবিতার শেষ লাইন।
১২| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
এহসান সাবির বলেছেন: আহ্ !! অসাধারণ ছবি..!! +++++
ভালো লাগা।
অনেকদিন পর আপনার পোস্ট দেখে খুব ভালো লাগছে। যদিও আমি ব্লগে নিয়মিত না তারপরও আপনার লেখা মিস করি।
কিছু কবিতা দিন প্লিজ।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮
প্রিয়তমেষূ বলেছেন: আপনার পদ্মফুলের ছবি গুলো দেখে আসলাম, অসাধারণ...
কবিতা!!! কবিতা তো লিখতে পারি না ভাই
১৩| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭
এহসান সাবির বলেছেন: প্লাস বাটন কাজ করে না
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
প্রিয়তমেষূ বলেছেন: ব্যাপার না
১৪| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫
এহসান সাবির বলেছেন: আপনার ত কোনো পোস্টই নাই, অনেক সুন্দর সুন্দর কবিতা ছিল ওখানে।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০
প্রিয়তমেষূ বলেছেন:
যদি কখনো ইচ্ছে হয় তবে পোস্ট দিয়ে আপনাকেই প্রথমে জানাবো ..।
১৫| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬
বোকামন বলেছেন:
কফি মন্দ না তবে চায়ের তেস্টা আমার কফিতে মেটে না..
হূম ! চায়ের তেষ্টা কফিতে মেটে না।
তাই আমি চা পান করি এবং কফি খেয়ে থাকি .. হা হা
ভালো থাকবেন। শুভেচ্ছা।।
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১
প্রিয়তমেষূ বলেছেন: হা হা হা..
ভালো বলেছেন..।
আপনাকেও শুভেচ্ছা, ভালো থাকবেন।
১৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬
বোকামানুষ বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে
আমরা ছবি তোলার জন্য টপিক খুঁজে হয়রান হই অথচ চা সহ চায়ের কাপ নিয়ে এত সুন্দর কিছু ছবি তোলা যাই এই পোস্ট না দেখলে বোঝা যেত না
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
প্রিয়তমেষূ বলেছেন: ছবির টপিক খুঁজে হয়রান কেন? চারপাশে তাকিয়ে দেখিন অনেক টপিক পেয়ে যাবেন..।
আর আপনার ব্লগ ঘুরে এলাম, ছবি ব্লগ পেলাম না, ছবি দেখতে চাই...
ধন্যবাদ । ভালো থাকবেন।
১৭| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
the lady killer বলেছেন:
সবগুলো চা ই আপনার হাতের তৈরি? :#>
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১
প্রিয়তমেষূ বলেছেন: হুম, আরো কিছু চায়ের ছবি ছিলো কিন্তু সেগুলো নিজ হাতের তৈরী নয় বলে ছবি দেই নি।
১৮| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার একটি চা-ময় পোষ্ট;
'চা উইথ ট্রাডিশনাল বাখরখানি' কে খুব মিস্ করছি।
শেষের 'বিষন্ন কাপ' দেখে তো কবিতা মনে পড়ে গেলো!!
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২
প্রিয়তমেষূ বলেছেন: চা য়ের সাথে বাখর খানি আমার বেশ পছন্দের খাবার.।
কোন কবিতা বলুন তো? আমিও শুনতে চাই.............।
১৯| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর পোষ্ট ! চা খেতে ইচ্ছে করছে !
২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
প্রিয়তমেষূ বলেছেন: চা খেতে খেতে রিপ্লাই দিচ্ছি...খেয়ে ফেলুন, যে ইচ্ছে গুলো সহজেই পূরণ করা যায় সেগুলো অপূর্ন রাখতে নেই।
২০| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
কলাবাগান১ বলেছেন: আমেরিকাতে ইয়ং ছেলেমেয়েরা বাবল টি তে মজে গেছে
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
প্রিয়তমেষূ বলেছেন: বাবল টি উপকরণের জন্য বানাতে পারছি না , Tapioca এর অল্টারনেটিভ হিসেবে কি ইউজ করবো বুজতে পারছি না, সাগু দিয়ে ট্রাই করবো ভাবছি
২১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৮
শায়মা বলেছেন: ব্ল্যাক টি খেয়েছি তবে আমার সবচাইতে প্রিয় এবং দরকারী ( গলার জন্য- গানের জন্য গলাবাজী, আবৃত্তির জন্য গলাবাজী ও ক্লাসের জন্য গলাবাজী ) মধু চা। আমি এখন সেটাই রোজ রোজ খাই।তবে আমার আরও আরও প্রিয় লেমন টি।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
প্রিয়তমেষূ বলেছেন: আমি যতদূর জানি জিনজার টি ও গলার জন্য ভালো।
২২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৫
এম ই জাভেদ বলেছেন: মালাই চায়ের রেসিপি টা যদি একটু দিতেন .....এটা চেখে দেখা হয়নি। আর বিসন্ন কাপেও চা খাওয়া হয়নি!!!! এই কাপ কোথায় পাওয়া যায় ???
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
প্রিয়তমেষূ বলেছেন: Click This Link
ট্রাই করে দেখতে পারেন....
বিষণ্ন কাপ খুব বিরল সবাই দেখতে পায় না .।
২৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
বাসার স্যার বলেছেন: দারুন ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ।
২৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি দেখে চা পান করতে মন চাইতাছে
নাইস পোস্ট
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
প্রিয়তমেষূ বলেছেন: মন চাইলে পান করুন।
২৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬
আম্মানসুরা বলেছেন: মালাই চা খাব
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০
প্রিয়তমেষূ বলেছেন: খান..
২৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ
২৭| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার পোস্ট!
আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, আর চা খেতে ইচ্ছে করছ ভীষন! আপনার বাসায় আমার একদিন চায়ের দাওয়াত থাকলো, কেমন?
শুভকামনা!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
প্রিয়তমেষূ বলেছেন: ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম।
২৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ সব চা। কিন্তু শুধু ছবি দিয়েতো আর জিব ভিজবেনা । কবে দাওয়াত দিবেন বলেন
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
প্রিয়তমেষূ বলেছেন: ৩০য়ে ফেব্রুয়ারী
২৯| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
জাকারিয়া মুবিন বলেছেন:
১, ২, ৪, অসাধারন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ।
৩০| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
প্রকৌশলী আতিক বলেছেন: সুন্দর। আমি আইডিয়াটা মাথায় রাখলাম।
ল্যাম্পপোষ্টের ফটো দিয়ে একটা পোষ্ট দিয়েছে। দেখতে পারেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
প্রিয়তমেষূ বলেছেন: অসাধারন পোস্ট।
৩১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
১০ কাপ চা পান করেই ফেললাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
প্রিয়তমেষূ বলেছেন: কেমন লাগলো চা?
৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব সুন্দর , নাইস আইডিয়া । শেষ ছবিটা আসলেই অনেক সুন্দর ।
আমি প্রতিদিন খাওয়া হয় , গ্রিন টি আর জিঞ্জার টি ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
প্রিয়তমেষূ বলেছেন:
৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: কোথায় জানি শুনেছিলাম ভবিষ্যত পৃথিবীতে রাজনৈতিক দল থাকবে মাত্র ২টা। চা দল আর কফি দল। আমি অবশ্য তখনও মনেহয় সুবিধাবাদী দলে থাকব। অবশ্য কফির প্রতি আমার আবার সামান্য পক্ষপাতিত্ব আছে। ছুপা পক্ষপাতিত্ব
সে যাই হোক, আইস টি পরিবেশন করে বাকীগুলো আমার শোকেসে নিয়ে রাখলাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
প্রিয়তমেষূ বলেছেন: তাহলে আপনি কফি দল আর আমি চা দল।
৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৪
বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার পোস্ট!!
চা আমার ফেভারিট!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
প্রিয়তমেষূ বলেছেন: আমারো ....
৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর পোষ্ট আপু
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ আপু।
৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
সায়েদা সোহেলী বলেছেন: চা বাকরখানি খাইতাম , হিমুর মধ্যদুপুর হাতে নিয়ে
আপনার চা বুঝি পার্লের মালা পরে! !!
।সুন্দরী চা পোস্টে মুগ্ধতা! !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ
যা ভালো লাগে খেয়ে ফেলুন।
চা নয় কাপ আর বই মালা পরেছে।
৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি কমলালেবুর চা পান করতে ইচ্ছুক।কেমনে বানাতে হয় ?
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:

সুন্দর হইছে সবগুলাই।