নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি।

প্রিয়তমেষূ

সূর্য যেটুকু ভালবেসে--- ঘাসের ওষ্ঠ হতে তপ্ত আবেগে শুষে নেয়, এক ফোঁটা শিশির বিন্দু, তারও থেকে বেশী ভালবেসেছিলাম আমি তাকে। প্রতিমা ভক্ত পূজারীর মত অন্ধ বিশ্বাস ছিলো আমার তার ভালবাসার প্রতি, রাত শেষে ভোর হওয়া মোমের আলোর সাথে গলে গলে পড়েছে সে বিশ্বাস, অন্ধ আমি অন্ধই রয়ে গেছি।

প্রিয়তমেষূ › বিস্তারিত পোস্টঃ

বকবাড়ি, পানকৌড়ির গ্রামঃ ছবি ব্লগ

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

বহুবছর আমার গ্রামে যাওয়া হয় না। হঠাৎ করে গত সপ্তাহে গ্রামে যাবার সুযোগ ঘটেছিলো। গ্রামে যাবার পর ঘুরছি, হঠাৎ কাজিন বললো আপু বক বাড়ি দেখবেন? একটা বাড়ি আছে ওটার গাছগুলো পুরো গাছ বকে সাদা। বললাম চলো। গিয়ে দেখি গাছ পাখিতে সাদা নয় কালো হয়ে আছে, বক আছে তবে বকের থেকে বেশি আছে পানকৌড়ি। বকও অনেক এসেছিলো সন্ধ্যার পর।







গোধূলীতে পানকৌড়ির বাড়ি ফেরা।















গাছ ভর্তি পানকৌড়ি।











বিশ্রামরত বক















আলোর বিপরীতে তোলা ছবি।







ডানায় জলের গন্ধ মুছে ফেলা..







শিকারের অপেক্ষায় বক।















পাখিদের নীড়ে ফেরা।











পাখিদের নীড়।





সন্ধ্যার পরে তোলাছবি কম আলোতে, গাছে সাদাবকের ঝাঁক।



পাখিদের ভিডিওঃ



পানকৌড়ি



ছবিগুলো জুমকরে তোলা। খারাপ কোয়ালিটির ছবির জন্য দুঃখিত।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অস্থির সব ছবি ++++++++++++++++ রইল। মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম ছবিগুলোর দিকে।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই। মুগ্ধ হবার মত ছবিত তুলতে পারি নি তবুও ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

২| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ ছবি পোস্ট ।ভাল লাগা রেখে গেলাম প্রিয়তমেষু।বকবাড়ি, পানকৌড়ির গ্রাম অসাম।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ, আমার সোনার বাংলাদেশ !! :)

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩

প্রিয়তমেষূ বলেছেন: আমার সোনার বাংলাদেশ !! :)

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০

শহুরে আগন্তুক বলেছেন: ছবি মেলা ভালো লাগলো ।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

আশিক মাসুম বলেছেন: ছবি গুলুখুব সুন্দর দেখতে।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম।

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন সব ছবি,
চমৎকার...!

প্রিয়তে নিলাম...।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী।

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

আমাবর্ষার চাঁদ বলেছেন: অসাধারন......... আমাদের দেশটা আসলেই সুন্দর.....
এত সুন্দর গ্রাম.... তারপরও বেড়াতে যান না!!!!

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

প্রিয়তমেষূ বলেছেন: যাওয়া হয়ে ওঠে না ভাই, এবার গিয়ে তো ফিরতেই ইচ্ছে করছিলো না......

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: চমৎকার ছবি পোস্ট।

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমারো পরাণো যাহা চায় হেথা সব তাইইইইইই


++++++++

:D

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

প্রিয়তমেষূ বলেছেন: :) :) :)

১০| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নেক্সাস বলেছেন: বকদের এটা নেচার। একটা স্থানে জোটবদ্ধ ভাবে থাকে। আমাদের পাশের বাড়িটাও এমন ছিলো। এখন নাই।

সুন্দর যত ছবির জন্য ধন্যবাদ

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

প্রিয়তমেষূ বলেছেন: আপনার বাড়ির ছবির অপেক্ষায় রইলাম ভাই।:)

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

শায়মা বলেছেন: বক আর পানকৌড়ি দেখে অনেক অনেক ভালো লাগলো আপুনি!!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

প্রিয়তমেষূ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে আপুনি।

১২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর হৈসে ছবিগুলা !!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ ইমরাজ।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে আপনার গ্রাম, বকবাড়ি পানকৌড়ি গ্রাম :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার সব ছবি নিয়ে ফটোগ্রাফার ইজ ব্যাক!!

অখন দেখি না কেন?? ফোর জি লইয়া মনে হয় অনেক ব্যস্ত আছেন!! ;) ;)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

প্রিয়তমেষূ বলেছেন: বুঝলেন না ভাই বুঝলেন না.....আপনাদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের পেছনে আমাদের কস্ট টা.......।দিন নাই রাত নাই ঈদ-পূজা কিচ্ছু নাই......।আমরা আছি............।

আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৩

এহসান সাবির বলেছেন: অস্থির সব ছবি.........!!! ভালো লাগলো আপনাকে ব্লগে দেখে। কিছু ফুলের ছবি নিয়ে একটা পোস্ট দিয়েন তো.........

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

প্রিয়তমেষূ বলেছেন: হুম ইনশাল্লাহ দিবো এই ছুটিতেই............কেমন আছেন আপনি......

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

বশর সিদ্দিকী বলেছেন: চমৎকার সব ছবি। ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

বটবৃক্ষ~ বলেছেন:


অনেক অসাধারণ আপি!!!!
পানকৌড়ি চিনলাম!! :) :) :)

শুভেচ্ছা~~~

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

প্রিয়তমেষূ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.