![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য যেটুকু ভালবেসে--- ঘাসের ওষ্ঠ হতে তপ্ত আবেগে শুষে নেয়, এক ফোঁটা শিশির বিন্দু, তারও থেকে বেশী ভালবেসেছিলাম আমি তাকে। প্রতিমা ভক্ত পূজারীর মত অন্ধ বিশ্বাস ছিলো আমার তার ভালবাসার প্রতি, রাত শেষে ভোর হওয়া মোমের আলোর সাথে গলে গলে পড়েছে সে বিশ্বাস, অন্ধ আমি অন্ধই রয়ে গেছি।
গরমের উপকারিতাঃ
চা গরম করতে ওভেনের দরকার হয়না, ল্যাপটপ পাশে থাকলে চা এমনি এমনি গরম হয়ে যায়।
এখন আর বাজার থেকে ডিম কিনে এনে সেদ্ধ করতে হয় না, বাজার থেকে ডিম বাসায় আসতে আসতে সেদ্ধ হয়ে যায়।
চা বানাতে গরম পানি করতে হয় না, ওয়াসার সাপ্লাই করা পানিতে চা পাতা দিলেই হয়।
গোসল করতে আলাদা পানির দরকার নেই, শরীরের ঘামেই গোসল সেরে ফেলা যায়।
শীতকালের মতো ত্বকের যত্নে ভ্যাসলিন, কোল্ড ক্রিম, লোশন প্রয়োজন না হওয়াতে প্রসাধনীর খরচ বেঁচে যায়।
শীতকালের মত গায়ে দেবার জন্য কাঁথা কম্বল দরকার না হওয়াতে ঘর গোছানোতে ব্যায় হওয়া প্রচুর ওম্যান আওয়ার সাশ্রয় হয়।
ঠান্ডা খাবার গরম করতে বারবার মাইক্রোওয়েভ ওভেন চালানোর ঝামেলা নেই।
অতিরিক্ত গরমে মানুষ বাইরে কম বেরুনোর কারণে ট্রাফিক জ্যাম তুলনামুলক কম থাকে।
প্রচন্ড গরমে রাতে ঘুম না হওয়াতে বাসায় আলাদা করে পাহারাদারের প্রয়োজন হয় না, তাই দাড়োয়ান খরচ বেঁচে যায়।
চকোলেট ড্রীঙ্ক কেনার আলাদা কোন প্রয়োজন হয় না চকোলেটগুলো অটো ই লিকুইড হয়ে যায়।
সর্বোপরি; আগুন জ্বালাতে এখন আর দিয়াশলাইের দরকার হয় না, অতিরিক্ত গরমে মেজাজ এমনিতেই আগুন হয়ে থাকে।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
প্রিয়তমেষূ বলেছেন:
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এত মজা দ্যান ক্যারে...
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬
প্রিয়তমেষূ বলেছেন: মাঝে মাঝে মজা দিতে হয়
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও আছে;
একরডিং টু কা_ভা ভাই মুরগী নাকি কোরবানি দিয়ে শুধু রোদে ছুড়ে দিলেই মুরগী ফ্রাই হয়ে যায়। আবার মুরগী ডিম দেয়ার সাথে সাথেই নাকি মামলেট হয়ে যায়।
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭
প্রিয়তমেষূ বলেছেন: জি ভাইয়া এরকম আরো আছে.।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
তারছেড়া লিমন বলেছেন: ইহা একটি গরমের উপকারিতা মুলক রচনা । সিরাম হয়চে।।
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ লিমন ভাই
৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: বাবাহ্!!! কত দিন পর......
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
প্রিয়তমেষূ বলেছেন: বাংলা লিখতে ব্লগে এসচিলাম, সেই ফাকে পোস্ট ও দিয়ে গেলাম.
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬
এমাজ আরেফিন বলেছেন: মরুভূমি দেখার জন্য আর সাহারায় যেতে হবে না, আমাগো দেশই মরুভূমি হয়ে গেছে.
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯
প্রিয়তমেষূ বলেছেন:
৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮
একজন আরমান বলেছেন:
এইগুলি কি কইলেন আপু?
গরমে মাথায় শর্ট সার্কিট হইছে নাকি?
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯
প্রিয়তমেষূ বলেছেন: তোমার বিয়ের খাওন কিন্তু পাই নাই
৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
ইখতামিন বলেছেন:
অসম্ভব মজা পেলাম
৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:২৮
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
আলী খান বলেছেন: