নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস...!!

প্রবাসী দেশী

উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই

প্রবাসী দেশী › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রেরণার গল্প

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫













অনুপ্রেরণার গল্প-
বিপদের সময়ের প্রকৃত বন্ধুর নাম ‘আত্মবিশ্বাস’
একবার একজন বিজনেস এক্সিকিউটিভ প্রচন্ড অর্থ সংকটে পড়লেন। তিনি দেনার দায়ে ডুবে ছিলেন ও সেটা থেকে মুক্তির কোন উপায়ই খুঁজে পাচ্ছিলেন না। তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, সাপ্লায়াররা তাদের অর্থ ফেরত চাচ্ছিলো। এরকম সঙ্কটময় মূহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসে ছিলেন। ভাবছিলেন এরকম কোন উপায় বের করা যায় কিনা যাতে তিনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার প্রতিষ্ঠানও রক্ষা পাবে ব্যাঙ্কের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে। হঠাৎ করেই একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন।
বৃদ্ধঃ আপনাকে চিন্তিত মনে হচ্ছে? কিছু কি হয়েছে? আমাকে কি বলা যাবে? বিজনেস এক্সিকিউটিভ তাকে সব খুলে বললেন। সব শুনে বৃদ্ধ বললেন, “আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারবো।“ তিনি লোকটিকে তার নাম জিজ্ঞেস করলেন, একটী চেক বের করে তাতে বিজনেস এক্সিকিউটিভের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে দিলেন, বললেন, “এই চেকটি রাখুন। ঠিক এই জায়গায় আবার ১ বছর পর আমাদের দেখা হবে। তখন ইচ্ছা করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারেন।“
এই বলে বৃদ্ধ দ্রুত চলে গেলেন। বিজনেস এক্সিকিউটিভ দেখলেন, তার হাতে ৫ লাখ মার্কিন ডলারের চেক, যেটিতে স্বাক্ষর রয়েছে জন ডি. রকফেলারের। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি ভাবলেন, “এখন আমি আমার আর্থিক অনটন নিমিষেই কাটিয়ে ফেলতে পারি।“ কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের ক্কাছে রাখলেন। ভাবতে শুরু করলেন, “চেক তো আমার কাছে আছেই। কিন্তু এটা ব্যবহার না করেই কি আমি এই বিপদ থেকে পরিত্রাণের কোন উপায় পেতে পারি না?”
নতুন আশা, সাহস ও উদ্যোম, আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্য নিয়ে দেনা থেকে মুক্ত হতে শুরু করেন। এক সময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন। কর্মীদের ও সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন। কয়েক মাসের মাঝেই তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন।
ঠিক এক বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন ও দেখা পেয়েও যান। তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন। এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন। নার্স বিজনেস এক্সিকিউটিভকে বললেন, “আপনি উনার কথায় কিছু মনে করবেন না। বার্ধক্যজনিত কারণে উনি কিছুটা এলোমেলো আচরণ করেন ও নিজেকে জন ডি রকফেলার বলে দাবি করেন।“ এই বলে নার্স বৃদ্ধকে নিয়ে চলে গেলেন। হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন, তার সাফল্যের কারণ আসলে চেকটি নয়। বরং তার মাঝে পুনরায় জন্ম নেয়া সাহস ও আত্মবিশ্বাসই তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।


সংগৃহিত

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



ঐ পার্কটা কোথায়, ঠিকানাটা দেবেন প্লীজ

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

প্রবাসী দেশী বলেছেন: মনের চোখ খুলে দেখার চেষ্টা করুন ......

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: Too simplistic!

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

প্রবাসী দেশী বলেছেন: দৃটিভঙ্গির ব্যাপার। ঠিক ধরেছেন। ধন্যবাদ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


আত্মবিশ্বাস ধরে রাখার জন্য কোথায়ও না কোথায় একটা শক্ত ভিত্তি থাকতে হয়, সেটা হতে পারে, শিক্ষা, দক্ষতা, বন্ধু, পরিবার, সমাজ, কিছু একটা

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

প্রবাসী দেশী বলেছেন: আত্মবিশ্বাস ধরে রাখার জন্য সবচেয়ে বড়ো দুটো ব্যাপার বলতে ভুলে গেলেন ! (অর্থ ও ক্ষমতা ) , এই পৃথিবীতে সব চেয়ে বড় জুয়া খেলার নাম বিশ্বাস ও আত্ম বিশ্বাস।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

পলাশমিঞা বলেছেন: আত্মবিশ্বাসে অসম্ভব সম্ভ হয়।
আগে আমি বই প্রকাশ করার জন্য দৌড়ে হয়রান হয়েছিলাম, এখন অন্যের বই প্রকাশ করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

প্রবাসী দেশী বলেছেন: আপনার লেখা খুব মন দিয়ে পড়তে হয়। আপনি খুব ভালো লেখেন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

টুনটুনি০৪ বলেছেন: ভালো লিখেছেন গল্পটা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

প্রবাসী দেশী বলেছেন: লেখাটি আমার না , সংগৃহিত। এখানে এসে আপনাদের লেখা পড়ছি। হয়তো একদিন নিজেও লেখবো।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

টুনটুনি০৪ বলেছেন: পছন্দ ভালো। কারন গল্পটি ভালো লেগেছে তাই।

৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্ট পড়ে, আমি অনুপ্রাণিত হয়েছিলেম, আপনার অবস্হা কি?

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

প্রবাসী দেশী বলেছেন: আপনার বিশেষ মানসিকতার সাথে হয়তো অনেকেই খাপখাইয়ে নিতে পারেন না কিন্তু মনে রাখবেন , সঙ্গে আছি। মত ও পথ ভিন্ন হতে পারে লক্ষ্য তো একই তাই না । জীবন যুদ্ধে আছি তার উপর প্রবাস জীবন বুঝতেই পারছেন।এখানে লেখালেখি আমার কাজ না আমার ক্ষেত্র ভিন্ন তবে হ্যা পড়তে ভালোলাগে যদি বিষয়টা দেশ ও মনের গভীরের খোরাক যোগায় এমন কিছু পাই...আপনি ভালো থাকবেন।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.