নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

আসুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটি বিচারকার্য করি

০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:০৭

ক্ষমা স্বর্গীয়।

ক্ষমা সুন্দর দৃষ্টিতে কারও ভূলগুলোকে মাফ করে দেওয়া আমাদের মানব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।



আমি যে লিখছি সে যেমন একজন মানুষ আবার আপনি যিনি লেখাটি পড়ছেন তিনিও একজন মানুষ। আমাদের মানব বৈশিষ্টে কম বেশী সবারই এই গুণটি নিশ্চয় আছে কারও কোন ভূলকে ক্ষমা করে দেয়ার।



এখানে আপনার কাছে ৩ জন ক্ষমা চাইবে আপনি আপনার বৈশিষ্টে বিচার করুন তাদেরকে কি ক্ষমা করবেন ?



১) খালেদা তার দলের সকল দূর্ণীতি ও তার ছেলে তারেক জিয়ার সকল চাদাবাজির জন্য জনসমক্ষে দেশের সকল জনগণের কাছে ক্ষমা চাইবেন !



২) হাসিনা তার দলের মন্ত্রী আমলাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ক্ষমা চাইবেন !



এবং



৩) নিজামী দেশের বিভিন্ন স্থানে বোম হামলা ও জঙ্গী তৎপরতার জন্য সকলের নিকট ক্ষমা চাইবেন এবং স্বাধীনতা যুদ্ধে তার রাজাকরী ভূমিকার জন্য তার ভূলের মাফ চাইবেন !



সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত। কেউ আপনাকে কোন চাপ প্রয়োগ করবেনা।

মন্তুব্য প্রকাশ করে নয় আপনি কি মনে মনেও এদেরকে ক্ষমা করতে পারবেন?



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:১০

কাবিল কৈতর বলেছেন: এদের ক্ষমা করলে "ক্ষমা নারকীয়" হয়ে যাইব। আপনের কি মাথা খারাপ নি?

২| ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:১৬

ভাস্কর চৌধুরী বলেছেন: প্রচেত্য ভাই,
আমি কখনই ওদের ক্ষমা করতে পারবনা!
খালেদা@হাসিনাকে ক্ষমা করে দিলে তো দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবেনা। আর নিজামীকে ক্ষমা করে দিলে তো দেশের বিভিন্ন স্থানে বোম হামলায় যে প্রাণগুলো গেছে তা তো ফিরে আসবেনা । আসলে ওরা ক্ষমার যোগ্য নয় বলে আমি মনে করি!

৩| ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:১৯

দ্বিতীয়নাম বলেছেন: ক্রশ ফায়ার! ক্রশ ফায়ার!! হের পর ক্ষমা কইর‌্যা সৎকার করার সুযোগ দেয়া যাইতে পারে।

৪| ০৮ ই জুন, ২০০৭ দুপুর ২:০২

বাবুই বলেছেন: রাজাকারদের নিরাকার কার যাই নাই বলিয়া বঙ্গবাসী যে মূল্য দিতেছে, আবার 'ক্ষমা' বিষয়ক গোলটেবিল বৈঠক করিলে সেই মূল্য দূমুল্য হইয়া পড়িবে।
অপরাধের ক্ষমা আছে কিন্তু পূণ:অপরাধের ক্ষমা নাই।
তাহারা একেকজন পূণ-পূণ এবং পূণঅপরাধী।

৫| ০৮ ই জুন, ২০০৭ দুপুর ২:১৮

গোলাপি বলেছেন: ক্ষমা তাদেরই করা যায় যারা নিজের ভুল বুঝে ভবিষ্যতে ভাল কাজ করার সংকল্প করে। এদের তো আগাগোড়াই খারাপ! এদের ক্ষমা করার কথা মাথায় আনাও খারাপ!

৬| ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:১৩

প্রচেত্য বলেছেন: এরা সবাই ঘৃনীত,সবাই অপরাধী, কারও কোন ক্ষমা হওয়া উচিত নয়।

৭| ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:৪৮

মদন বলেছেন: ক্রসফায়ারে মরে গেলে ক্ষমার কথা ভাবা যেতে পারে
তবে নিশচ্য়তা দেয়া হলো না।
http://tinyurl.com/3yd35p

৮| ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪৩

প্রচেত্য বলেছেন: দেশের সাথে, দেশের মানুষের সাথে বেঈমানী,মৃত্যুর পরও এদের ক্ষমা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.