নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

কালকের ‘ম্যাডাম’ আজকের ‘ম্যাম’ ! "‘ম্যাডাম’ থেকে ‘ম্যাম’ হওয়ার বিবর্তনের রুপ!"

১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৮





‘ম্যাডাম’ এবং ‘ম্যাম’, দুটি ভিন্ন শব্দ, কিন্তু প্রয়োগের ক্ষেত্র অভিন্ন। আপনি যাকে এক সময় ‘ম্যাডাম’ বলে ডাকতেন সময়ে বিবর্তনে এখন তাকেই আবার ‘ম্যাম’ বলে স্বম্মোধন করছেন।



পূর্বে দেখেছি বিভিন্ন অফিসে, কলেজে যে কোন প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবি মহিলাকে ‘ম্যাডাম’ বলেই স্বম্মোধন করা হত। আমরা যখন স্কুলে, কলেজে করেছি তখন আমাদের শিক্ষিকাকে ‘ম্যাডাম’ বলেই ডেকেছি, কিন্তু আজকাল আধুনিক যুগের বিশেষ করে শহুরো গোছের ছেলেমেয়েদের মুখে ‘ম্যাডাম’ শব্দটি শোনা যায়না, তার পরিবর্তে ‘ম্যাম’ উচ্চারণ করা হয়। এতে শিক্ষার্থীরাও যেমন স্বাচ্ছন্দবোধ করে, তেমনি শিক্ষিকাও ‘ম্যম’ স্বম্মোধনটিকে তার পছন্দের তালিকায় রেখে দেন।



অফিসে মহিলা বস, আমি যখন জয়েন করেছি তখন ‘ম্যাডাম’ বলেই স্বম্মোধন করতাম, যুগের হাওয়ায় পালে যে দোলা লেগেছে তাতে ‘ম্যাডাম’ শব্দটি যে মানানসই নয়, তা যখন বিভিন্ন আঙ্গিকে বুঝিয়ে দেয়া হল তখন তা বিবর্তনের খাতায় অর্ন্তুভূক্ত করে ততদিনে ‘ম্যাম’-এ পরিণত হয়ে গিয়েছে, আগে যিনি ‘ম্যাডাম’ ছিলেন এখন তিনি আমার ‘ম্যাম’।



আজকাল বড় বড় অফিসের ফ্রন্ট ডেষ্ক, কাষ্টমার কেয়ারে বেশ স্মার্ট ছেলেমেয়ারা অফিস পরিচালনা করছে। সেখানে কোন মেয়ে, মহিলা, সোজা কথায় স্ত্রী লিংগের বাচ্চা বয়স বাদ দিয়ে বাকী সব বয়সকে ‘ম্যাম’ বলে স্বম্মোধন করছে। “‘ম্যাম’ আপনার জন্য কি সাহায্য করতে পারি?” কে মুগ্ধ হবেনা, সে বুড়োই হোক আর ছুড়োই হোক। অথচ আগে কি কখনো ‘ম্যাম’ ডাকটি শুনেছে, ‘ম্যাডাম’ বলেই কুল পেতনা !



আমার অফিস মহিলা কলিগকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম,

- আচ্ছা আপনাকে যদি ‘ম্যাডাম’ অথবা ‘ম্যাম’ বলি কোনটাতে খুশি হবেন?

: অবশ্যই ‘ম্যাম’

- কেন, ‘ম্যাডাম’ ডাকলে সমস্যা কোথায়?

: ‘ম্যাডাম’ ডাকলে কেমন জানি বয়স হিসেবে ভারীক্কি লাগে, মানে মুরুব্বী মুরুব্বী মনে হয়।

- আর, তাহলে ‘ম্যাম’ ডাকলে ইয়াং ইয়াং লাগে! তাইনা?

-

ম্যাডামও হেসেছিল, সাথে তার হাসির যোগান দিতে আমিও হেসেছিলাম। এতো রঙ্গ আলাপ। কিন্তু বাস্তবে খেয়াল করে দেখবেন, আমাদের চারপাশ হতে ‘ম্যাডাম’ শব্দটি হারিয়ে যাচ্ছে, যে স্থান দখল করে নিতে যাচ্ছে নতুন আমাদানী শব্দ ‘ম্যাম’



আজকালকার ‘ম্যাডাম’রা ‘ম্যাডাম’ শব্দটির চেয়ে ‘ম্যাম’ শব্দটিতে উপভোগ করেন বেশী ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:০৫

অন্যরকম বলেছেন: হুমমমম.... বিবর্তনের হাওয়ায় একদিন ম্যামও হারিয়ে যাবে। তখন হয়ত নতুন করে "ম্যা....." (ছাগু সংগীত) করে ডাকতে হবে!

২| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:০৯

প্রচেত্য বলেছেন: এটা সঙ্গীতের কোন ভাষা? অজ্ঞাত কারণেই অজানাই রয়ে গেল@অনযরকম

৩| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:২৪

অন্যরকম বলেছেন: অদূর ভবিষ্যতে আমনার ম্যামকে যখন ম্যা বলে ডাকবেন (ম্যামই ম্যা ডাকার রিকয়েস্ট করবে) তখন সবই জ্ঞাত হবে।

৪| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:২৬

প্রাগৈতিহাসিক বলেছেন: অতীব বাস্তব কথা। সোন্দর পুষ্ট দেওনের জন্য ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩২

মাথামোটা বলেছেন: ভাষা টা ইংরেজী। আর সংস্কৃতি আমেরিকার দখলে। তাই ওদের মত টাই ছড়িয়ে পরছে।
প্রচেত্য ভাই এর ম্যাডাম ডাক টা খুব প্রিয় বলে মনে হচেছ। ব্যপার কি?

৬| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৭

প্রচেত্য বলেছেন: ধন্যবাদ প্রাগৈতিহাসিক, মাথামোটা
দম্যাম' ডাকার প্রতি আমার কোন বিদ্বেষ নেই, তবে 'ম্যাডাম' ডাক টা যে প্রিয় তা জানলেন কিভাবে, বা বুঝলেনই বা কিভাবে @মাথামোটা?

৭| ১৬ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৪

আমি টগর (দি শেষ Avatar) বলেছেন: আমি বটে কাউকে ম্যাডাম বা ম্যাম ডাকি না, সে যেই হক, আমি সাধারন্ত আপু বলে ডাকি :)

৮| ১৬ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৩

প্রচেত্য বলেছেন: খালাম্মা বয়ষ্ক মহিলাকেও কি আপু বলেন? যদি তাই বলেন তাহলে হেভী ইন্টারেষ্টিং ব্যপার তো!@আমি টগর

৯| ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৯

অন্যরকম বলেছেন: সহমত@প্রচেত্য :-)

১০| ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:২১

মাথামোটা বলেছেন: সহমত@প্রচেত্য :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.