![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুড়ো ভগবান নুয়ে নুয়ে চলে ভুল বকে আর গাল দেয়
আমি টাঙ্গাইলের ছেলে। সেদিন লক্ষ্য করলাম, প্রবীণরা কথায় কথায় কিছু প্রবাদ ব্যবহার করছেন, যা কোন বইয়ে পাইনি, আগে শুনিও নি। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগল। তাঁদের খোঁচাখুঁচি করে কটা বের করলাম। আপনাদের কেমন লাগবে অনুমান করতে পারছি না, তবে এটুকু বলতে পারি, লিখে যথেষ্টই আনন্দ পেয়েছি।
. বামুনে বচন দেয়,
পাঁঠায় কয় আমার চ্যাটে শুনে।
. দানে নারিকেল,
কৃপণে বাঁশ,
অলক্ষ্মী পালে কইতর,
গিদরে পালে হাঁস।
. ছাগল ধরমু চুনাইতে কালে।
. হাইগা খায়,
খাইয়া মুতে,
তারে দেইখা যমে কুতে।
. বাংগি বনে শিয়াল রাজা।
. ছাল নাই কুত্তা,
বাঘা তার নাম।
. মরদের জিদে বাদশা,
মাইয়ার জিদে বেশ্যা।
. পরের বাড়ির পিঠা,
খাইতে বড়ই মিঠা।
. ভাগ্যবানের বউ মরে,
অভাগার মরে গরু।
. ভাগ্যবানের কপাল খুলে,
মুততে বসে হেগে ফেলে।
. হক কথায় চাচা বেজার।
. খায় দায় লাল মিয়া,
মোটা হয় জব্বার।
. রতনে রতন চিনে,
শুওরে চিনে কচু।
. ছাগল টাইনা নিলেও ভ্যাবায়।
. না পাইলে চিড়া কষটা।
. হালে পায় না চঙ্গে লাফায়।
. থাকলে বিয়াই-এর বাপেরও চল্লিশা হয়।
. মুরগি কড়কড়াইলেই আণ্ডা পাড়ে না।
. জামার কোন খবর নাই,
বোতাম নিয়া দৌড় পারে।
. বাপদাদার নাম নাই মায়ের নাম সুলতান খাঁ।
. গোনা কই যাবো কই?
. কুত্তার খাইয়া কাম নাই,
দৌড় ছাড়া হাঁটা নাই।
. পিরিতের নাও পাহাড়ে চলে।
. ঘরের কাছে নিড়ানি, ঘন ঘন জিরানি।
. আমি কই কি, আমার সারিন্দায় বাজায় কি।
. ডাইলের মইদ্দে মসুরি,
আত্মীয়ের মইদ্দে শাশুড়ি।
. চৈত্রের গীত বৈশাখে।
. গাও নষ্ট কানায়,
পুকুর নষ্ট পানায়।
. যে দেশের যে ভাউ,
উক্তা কইরা নাও বাও।
. যায় দিন ভালো, আসে দিন খারাপ।
আর শেষে আপনাদের জন্য একটা টাঙ্গাইলের ধাঁধাঁ -
'আগা ঝুমঝুম গোড়া মোটা
এই শিলক ভাঙ্গে কোন বাপের ব্যাটা।'
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: তাই নাকি?
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
একজন ঘূণপোকা বলেছেন: তাইলে আপনে আমার শালা (সম্মুন্দিও হইবার পারেন )
আমার জিএফ এর বাড়ী এইখানে
ভালা হইছে এইবার থেকে তারে এইগুলা বলে চমকে দিতাম পারমু
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
প্রোফেসর শঙ্কু বলেছেন: কতগুলো কিন্তু ঠিক শ্লীল নয়, সাবধান!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার বাড়িও টাংগাইল ! বুকে আসেন দেশী ভাই
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: আসিলাম। আঃ, আঃ এত জোরে চাইপা ধইরেন না ভাই!
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
ভাঙ্গাকুলা বলেছেন: দিশ পাইলাম
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমিও।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল আপনার টাংগাইল প্রবাদ। আমিও ঘাটাইলের পাবলিক।
নদী চর খাল বিল গজারীর বন
টাংগাইলের শাড়ী তার গরবের ধন।।
শিলক ভাঙ্গাইতে পারলাম্না
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঘাটাইলের পাবলিককে ঘাঁটানো উচিত নয়। তাই এইবারের মত ছেড়ে দিলাম।
পরের বার শিলকের উত্তর জেনে আসবেন কিন্তু!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কুনোব্যাং ভাই, আমিও ঘাটাইলে
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বানরলাঠি ! শিলকের উত্তর , কুনোব্যাং ভাই ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: অয় নাই,অয় নাই।
উত্তর হইবেক- ঝাড়ু!
(আমি জানতাম না কুনোব্যাঙের আগা ঝুমঝুম করে!)
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
মোস্তাফিজ রানা বলেছেন: আমি মির্জাপুরের। টাংগাইলের দেখি অনেকেই আছেন।
লেখক ভাই ধাধার উত্তর দিতে পারছেনা কেউ এখন দয়া করে উত্তরটা বলে দেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সরি ভাই, আসতে এক দিন লেগে গেল।
ধাধার উত্তর কেউ পারে নাই, কেউ পারে নাই!
তাঁদের উদ্দেশে ঝাড়ু প্রদর্শন করা হইল।
আর ভাই, মির্জাপুরের কোথায় থাকেন?
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
*কুনোব্যাঙ* বলেছেন: ঘাটাইলের কোথায়? আমি বাজার রোডে।
@প্লিওসিন অথবা গ্লসিয়ার
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: কমেন্ট দুইবার আসল!
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
*কুনোব্যাঙ* বলেছেন: ঘাটাইলের কোথায়? আমি বাজার রোডে।
@প্লিওসিন অথবা গ্লসিয়ার
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: কমেন্ট দুইবার আসল!
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার বাসা ঝড়কা !
আমি পলাশ, মেহেদী ভাইদের ছোট ভাই ( ওদের চিনেন কিনা বলতে পারব না ) ।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক মজা পেয়েছি।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: থাঙ্কু
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: পলাশ বলতে যদি ব্লগার কথক পলাশ তাহলে চিনি। আর সম্ভবত অনুমান করতে পারছি কোন মেহেদীর কথা বলছেন। অল্প কয়েকজনের সাথে ব্যাক্তিগত যোগাযোগ বাদে ইদানিং বলতে গেলে ফেসবুকে ঘাটাইল গ্রুপই আমার ঘাটাইলিয়ানদের সাথে আড্ডা দেয়ার একমাত্র মাধ্যম।
@প্লিওসিন অথবা গ্লসিয়ার
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: পলাশ বলতে যদি ব্লগার কথক পলাশ হয় তাহলে চিনি। আর সম্ভবত অনুমান করতে পারছি কোন মেহেদীর কথা বলছেন। অল্প কয়েকজনের সাথে ব্যাক্তিগত যোগাযোগ বাদে ইদানিং বলতে গেলে ফেসবুকে ঘাটাইল গ্রুপই আমার ঘাটাইলিয়ানদের সাথে আড্ডা দেয়ার একমাত্র মাধ্যম।
@প্লিওসিন অথবা গ্লসিয়ার
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ঘাটাইল গ্রুপের এডমিন আমি যদিও ! কিন্তু আমি যাই না, ভাই !
হুমম, কথক পলাশকেই মিন করেছি ।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: আপনার নাম কি? অবশ্য ব্লগে নাম বলতে আপত্তি থাকলে দরকার নাই। আমি যে গ্রুপে যাই সেটার এডমিন হচ্ছে পলাশ মানে ব্লগার কথাক পলাশ। হয়তো আপনার গ্রুপের সাথে আমার এখনও পরিচয় হয়নি।
১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১
আহলান বলেছেন: মজা পেলুম ...........
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন:
১৮| ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৪৪
এরিস বলেছেন: * ছাল নাই কুত্তা,
বাঘা তার নাম।
*মরদের জিদে বাদশা,
মাইয়ার জিদে বেশ্যা।
আমাদের এলাকায়ও এই কথাগুলোর প্রচলন ব্যাপক। মজার পোস্ট। কিন্তু অনেকগুলো কথার অর্থ বুঝতে পারিনি। তর্জমা তফসির দুটোই প্রয়োজন ছিল। পোস্টে +++
১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: থ্যাংকস এরিস।
১৯| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:১২
গিরিনদী বলেছেন: এই সব বচন গুলো মোটামোটি সব অন্চলেই প্রচলিত আছে । মজা পেলাম পড়ে।
১৪ ই মে, ২০১৩ দুপুর ২:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুনে ভাল লাগল।
২০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
বোকামন বলেছেন:
প্রথম পোস্টে প্রথম ভালোলাগা জানালাম :-)
যদি প্রতিটা ব্যাখ্যা করে দিতেন তবে আরো ভালো হত ...।
ভালো থাকুন প্রিয় ভাই।।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক ধন্যবাদ, বোকামন। প্রাচীনকালের পোস্টের কথা মনে ছিল না। সবগুলো ব্যাখ্যা করে একটা পোস্ট সামনে দেওয়া যায়, দেখি।
২১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
বোকামানুষ বলেছেন: ছাগল ধরমু চুনাইতে কালে।
ছাল নাই কুত্তা,
বাঘা তার নাম।
হক কথায় চাচা বেজার
আমি কই কি, আমার সারিন্দায় বাজায় কি।
যায় দিন ভালো, আসে দিন খারাপ
এই কয়েকটা শুনছি বাকিগুলো শুনি নাই কখনো
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: উপরে বোকামন, নিচে বোকামানুষ, দারুণ।
সবগুলোই মোটামুটি ইন্টারেস্টিং।
২২| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
অচিন্ত্য বলেছেন: হুম, তাহলে এটাই ছিল প্রথম ব্লগ। খুব ভাল লাগল। ফোকলোরের আদর সবাই করতে পারেনা।
আপনার এলাকার একটি কথার সাথে আমার এলাকার কমন পড়েছে; ছাল নাই কুত্তার বাঘা নাম (ব্রাহ্মণবাড়ীয়া)।
ভাল থাকুন
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম ব্লগটা পড়ায় অনেক ধন্যবাদ জনাচ্ছি অচিন্ত্য।
ভালো থাকুন আপনিও।
২৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫
সরকার আলী বলেছেন: ১। আগাছার বাড় বেশি।
২। আগে গেলে বাঘে খায়, পাছে গেলে সোনা পায়।
৩। উচিত কথা কইলে খুচিতে ঘাও লাগে।
৪। এমনি নাচুনি বুড়ি, তার উপর শুনছে ঢোলের বাড়ি।
৫। বাঁশের চেয়ে কঞ্চি শক্ত।
৬। শ্বশুর বাড়ী মধুর হাড়ি, তিনদিন পরে ঝাঁটার বাড়ি।
৭। নিনাইওরির গুজব বেশী, ঠ্যাটা ঢেঁকির বাদ্য বেশী।
৮। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
৯। ভেড়ার দলে বাছুর প্রধান।
১০। দশের নাও ডাঙ্গায় ঠ্যাকে না।
১১। আইগা হুছে না, মুইতা পানি লয়।
আন্নের বাড়ি কুনু?
২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্টের সাথে আরও কিছু যুক্ত করে কৃতজ্ঞ করলেন, অনেক ধন্যবাদ।
মোগো বাড়ি বাসাইল
২৪| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮
লিরিকস বলেছেন: দিলাম সিল ১ম পোস্টে।
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: খুঁজে পড়ার জন্য অনেক ধন্যবাদ
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম লেখাটা পড়ে গেলাম, প্রফেসর সাহেব। ভালো লাগাও রেখে গেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক ধন্যবাদ সুধী।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রোড সাইড হিরো বলেছেন: মজা পাইলাম। দু একটা আমাদের এলাকাতেও (রংপুর) শোনা যায়...