নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্গ-পৃথ্বী অন্তঃস্থলে, বহুকিছু ফিরে-চলে, যাহা বিস্ময়কর

প্রোফেসর শঙ্কু

বুড়ো ভগবান নুয়ে নুয়ে চলে ভুল বকে আর গাল দেয়

প্রোফেসর শঙ্কু › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত-সমগ্রঃ ধাতব পাথর ও পিতাসংগীত

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

আমি জীবনে যে পরিমাণ রক, মেটাল আর পপ গান শুনেছি, তার সিংহভাগ গত তিন মাসে শোনা। এর আগে সর্বশেষ যে গানটা শুনেছিলাম বলে মনে করতে পারছি, তা বন জোভির 'ইহা হয় আমার জীবন'। অবশ্য নিজের আগ্রহে শুনেছি তা বলতে পারি না; বাড়ির পাশেই মাঠে 'নিউ ইয়ার' উপলক্ষ্যে কোন এক সংগীত-প্রেমী ঠিক রাত বারোটায় এই গান বাজানোয় বরঞ্চ তার বংশের উৎস নিয়ে বিবমিষা প্রকাশ করেছিলাম। কিন্তু এক ক্ষুদ্র বন্ধুর প্ররোচনায় উৎসাহিত হলাম, বললাম শুনেই দেখি ইহা কি বস্তু। কয়েকদিন কয়টা গান শুনলাম। লিরিক ভাল লাগল, কিন্তু মাথা ঝাঁকিয়ে গানটা গাওয়ার মানে খুঁজে পেলাম না। আবার গানের সুর ভালো লাগলে দেখি লিরিকের বালাই নাই, সব রিপিটিটিভ লাগে। এইভাবে কয়েকদিন গেল। তারপর লক্ষ্য করলাম যখনি বসে বসে গান শুনি, আমার মাথা অটোমেটিক আগু-পিছু করে। গান যাই হোক(রবীন্দ্র, নজরুল, গজল), যেই গাক(ইন্দ্রাণী, সতীনাথ, মহাম্মদ রফি), এই ব্যাক অ্যান্ড ফোর্থ ডিফল্ট থাকেই। ব্যাপার কি!?



ক্ষুদ্র বন্ধু বলল, ইহা রক গান শোনার পার্শ্বপ্রতিক্রিয়া। কি আর করি, আবার পাথর এবং ফাটাসংগীত শোনা শুরু করলাম। প্রথমে দেশি ব্যান্ড, 'ব্ল্যাক' এর গান শুনলাম। ভালই লাগে দেখি। চিল্লায়ে চিল্লায়ে গান গাওয়ার একটা কারণও দাঁড় করান গেল - এর মাধ্যমে রাগ বা প্রতিবাদের প্রকাশ চমৎকার ভাবে ফোটানো যায়, যে সুযোগটা গানের অন্য শাখায় কম। আস্তে আস্তে শুনলাম 'শিরোনামহীন', 'অর্থহীন', 'নেমেসিস', 'স্প্যাঙ্কিং মাঙ্কিস', 'আর্ক', 'ওয়ারফেজ', 'মেটাল মেজ', 'ক্রিপ্টিক ফেইট', 'মাইগ্রেইন' ইত্যাদি ব্যান্ডের গান। তারপর ধরলাম ইংরেজি গান। অন্য ভাষা বুঝি না, তাই সেদিকে গেলাম না। এই শুনতে শুনতে গেল তিন মাস।



এখনো কঠিন পাথর কিংবা গথিক মেটাল শোনার সময় স্পীকারটা শ্রদ্ধামিশ্রিত দূরত্বে রেখে শুনি, তবে সবমিলিয়ে এসব গানের প্রতি একটা ভাল লাগা সৃষ্টি হয়েছে। এই পোস্ট দেবার উদ্দেশ্য দুইটি। এক. ভালো লাগা গানগুলোর কথা অন্যদের জানানো, আর দুই. হয়তো আমি যেসব গান শুনেছি, তা 'আসল' রক-পপের মধ্যে পড়েই না। সেক্ষেত্রে ব্লগের অভিজ্ঞদের কাছ থেকে অবশ্য-শ্রবণীয় ক'টা গানের নাম সংগ্রহ করা। দ্বিতীয় কারণটাই মুখ্য ।



এবার ভাল-লাগা গানগুলোর নাম বলি। প্লে-লিস্টের মত করে ৩০টা গান। কোন ক্রম বা রেটিং নেই। সবই ভালো লেগেছে।



১. Bohemian Rhapsody



'Queen' ব্যান্ডের 'A night at the opera' অ্যালবাম থেকে নেওয়া গান। গান কম্পোজকারীর নাম Freddie Mercury। এই গান প্রথমে শুনলে স্বাভাবিক রক মনে হয়, কিন্তু গানের মধ্যিখানে গেলেই অ্যালবামের নামকরণের মাহাত্ম্য বোঝা যায়। অপেরা গানের তুমুল সুন্দর স্যাটায়ার। এই ব্যান্ডের 'Another One Bites the Dust' আর 'We Will Rock You/We Are The Champions' গান দুটো শোনার মত।



২. Lateralus



'Tool' ব্যান্ডের গান। সেইরকম গানের কথা, সেইরকম মিউজিক। এই ব্যান্ডের আরও কয়েকটা ভাল গান আছে। সেগুলোর মাঝে সবচেয়ে ভাল লেগেছে 'Schism' গানটা। তাছাড়া 'Eulogy', 'Aenima', 'Parabola' এই গানগুলোও দারুণ।



৩. Ascendancy



'Trivium' ব্যান্ডের গান। শেষটুকু মাথা ফাটিয়ে দেয়ার মত সুন্দর। তবে এই ব্যান্ডের শ্রেষ্ঠ গান হল 'Down From the Sky', বাপ রে বাপ কি ওপেনিং! একটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ গান। অন্যান্য ভাল গানের মধ্যে 'Shogun', 'A Gunshot to the Head of Trepidation', 'In Waves' অন্যতম।



৪. Bathory Aria



'Cradle of Filth' ব্যান্ড এই গানটা গেয়েছে। দারুণ আবেগি ব্ল্যাক মেটাল গান। এই ধরণের গান সম্ভবত খুব বেশি গাওয়া হয় নি। অন্যান্য গানের মাঝে 'Nymphetamine Fix', 'Forgive Me Father (I Have Sinned)', 'From the Cradle to Enslave', 'Vampire' ভালই লাগল।



(বারবার 'অমুক ব্যান্ড এই গান গেয়েছে' লিখতে ভালো লাগছে না। বিবরণ দেওয়া বন্ধ। এখন থেকে সংক্ষেপে, শুধু বেশি ভাল গানগুলোয় বিবরণ দেয়া হবে)



৫. Downfall



ব্যান্ডঃ 'Children Of Bodom'.

অন্যান্য ভাল গানঃ 'Angels Don't Kill', 'Are You Dead Yet', 'Bed of Razors', 'Sixpounder', 'Hate Crew Deathroll', 'Everytime I Die'



৬. Dreams



ব্যান্ডঃ 'Van Halen'.

অন্যান্য ভাল গানঃ 'Eruption'(দারুণ গিটার সোলো), 'Tattoo', 'Don't Tell Me (What Love Can Do)', 'Humans Being', 'When It's Love'



৭. Disciple



ব্যান্ডঃ 'Slayer'.

অন্যান্য ভাল গানঃ 'Raining Blood', 'Seasons in the Abyss', 'War Ensemble', 'Chemical Warfare'(ব্যান্ডের সেকেন্ড বেস্ট), 'Expendable Youth', 'Angel of Death'



৮. Holy Wars... The Punishment Due



ব্যান্ডঃ 'Megadeth'.

অন্যান্য ভাল গানঃ 'Tornado of Souls', 'Five Magics', '99 Ways to Die', 'Never Walk Alone...A Call to Arms ', 'Symphony of Destruction'



৯. Walk With Me In Hell



ব্যান্ডঃ 'Lamb of God'.

অন্যান্য ভাল গানঃ 'Black Label', 'Grace', 'Now You've Got Something to Die For', 'Laid to Rest'



১০. Don't Cry (এই গানটা প্রকৃতই অসাধারণ। শুনলে মনে হয় সত্যি ছ্যাঁক খেয়ে গাওয়া)



ব্যান্ডঃ 'Guns N' Roses'.

অন্যান্য ভাল গানঃ 'Sweet Child O' Mine', 'Knockin' On Heaven's Door', 'Estranged', 'Live and Let Die', 'Coma'



১১. God Save the Queen(গানটা ২৩তম বারের মত শুনছি)



ব্যান্ডঃ 'Sex Pistols'.

অন্যান্য ভাল গানঃ 'Anarchy In the U.K.', 'Pretty Vacant', 'Did You No Wrong'



১২. Seize the Day



ব্যান্ডঃ ' Avenged Sevenfold'.

অন্যান্য ভাল গানঃ 'Afterlife', 'So Far Away', 'Beast and the Harlot', 'Critical Acclaim'



১৩. Thunderstruck



ব্যান্ডঃ 'AC/DC'.

অন্যান্য ভাল গানঃ 'T.N.T.'(গানের সার্থক নামকরণ), 'Hells Bells', 'For Those About to Rock (We Salute You)', 'Rock 'N' Roll Train', 'Back In Black'



১৪. Master of Puppets



ব্যান্ডঃ 'Metallica'.

অন্যান্য ভাল গানঃ 'Welcome Home (Sanitarium)', 'Sad But True', 'Battery', 'Fade to Black', 'One'



১৫. Paranoid



ব্যান্ডঃ 'Black Sabbath'.

অন্যান্য ভাল গানঃ 'War Pigs', 'Sabbath Bloody Sabbath', 'Black Sabbath', 'N.I.B.'(এই গান সম্পর্কে কিছু বলার নাই। শয়তানকে উদ্দেশ্য করে গাওয়া মেটালিক প্রেম-গীতি!), 'Iron Man', 'I Won't Cry for You', 'Children Of The Grave'



১৬. Breath



ব্যান্ডঃ 'Breaking Benjamin'.

অন্যান্য ভাল গানঃ 'The Diary of Jane', 'Had Enough', 'Evil Angel', 'Crawl', 'Firefly', 'Hopeless', 'Fade Away'(গানের কোরাসটা সুন্দর), 'I Will Not Bow'



১৭. The Number Of The Beast



ব্যান্ডঃ 'Iron Maiden'.

অন্যান্য ভাল গানঃ 'Hallowed Be Thy Name'(ক্লাসিক), 'Rime Of the Ancient Mariner'(কোলরিজের কবিতার নামে গান, এই একটা কারণই গানটা শোনার জন্য যথেষ্ট), 'Wrathchild', 'Aces High', 'Flight Of Icarus', 'Wasted Years'



১৮. Tears Don't Fall



ব্যান্ডঃ 'Bullet For My Valentine'.

অন্যান্য ভাল গানঃ 'The Poison', 'Waking the Demon', 'Hand of Blood', 'Bittersweet Memories', '4 Words'



১৯. Wait and Bleed



ব্যান্ডঃ 'Slipknot'.

অন্যান্য ভাল গানঃ 'The Heretic Anthem', 'Eyeless', 'Sulfur', 'Spit It Out'(গানটা এই ব্যান্ডের অন্যান্য গানের চেয়ে সম্ভবত কম মেলোডিক, কিন্তু দারুণ গান), 'The Blister Exists', 'Disasterpiece', 'Psychosocial', 'Duality'



২০. PainKiller



ব্যান্ডঃ 'Judas Priest'.

অন্যান্য ভাল গানঃ 'Judas Rising'(প্রশ্নঃ ব্যান্ডের নামে যেসব গানের নাম, ওইগুলো এত ভালো হয় কেন?), 'Living After Midnight'(রাত জেগে যারা ব্লগিং করেন তাঁদের জন্য ভাল গান), 'A Touch of Evil', 'Electric Eye', 'You've Got Another Thing Comin',



২১. Norwegian Wood



ব্যান্ডঃ 'System Of A Down'.

অন্যান্য ভাল গানঃ 'Chop Suey!', 'Question!', 'Lonely Day', 'Sugar'(আক্ষরিক অর্থে রাগী), 'Hypnotize', 'B.Y.O.B.'



২২. Break



ব্যান্ডঃ 'Three Days Grace'.

অন্যান্য ভাল গানঃ 'Home', 'Animal I Have Become', 'Just Like You', 'Get Out Alive', 'Riot', 'Time of Dying'



২৩. D'yer Mak'er



ব্যান্ডঃ 'Led Zeppelin'.

অন্যান্য ভাল গানঃ 'Kashmir', 'Ramble On', 'Black Dog', 'Stairway to Heaven', 'Immigrant Song', 'Whole Lotta Love', 'Over the Hills and Far Away', 'Rock and Roll', 'Thank You', 'Good Times Bad Times', 'Heartbreaker / Living Loving Maid', 'Going to California', 'Hey Hey What Can I Do', 'All My Love'(অন্যদের তুলনায় বেশি হয়ে গেল, কিন্তু কি করব, এদের সবই আমার ভালো লাগে!)



২৪. Dazed and Confused



ব্যান্ডঃ 'Aerosmith'.

অন্যান্য ভাল গানঃ 'Dream on', 'Walk this way', 'Sweet emotion'



২৫. Time



ব্যান্ডঃ 'Pink Floyd'.

অন্যান্য ভাল গানঃ 'Comfortably Numb', 'Wish You Were Here', 'The Gunner's Dream', 'Scream Thy Last Scream', 'Another Brick In the Wall, Pt. 2', 'Us and Them', 'Coming Back to Life', 'Welcome to the Machine'



২৬. I Am The Walrus

(বিটলসের সেরা এটা না। কিন্তু জন লেনন কেন শ্রেষ্ঠ সং রাইটার তার প্রমাণ এই গান)

ব্যান্ডঃ 'Beatles'.

অন্যান্য ভাল গানঃ 'Strawberry Fields Forever', 'Let it Be', 'Help!', 'Across the Universe', 'Lucy in the Sky with Diamonds', 'Hey Jude', 'Yesterday', 'A Day in the Life'(বিটলসের ভক্ত হয়ে কেউ এই গান না শুনলে সে মহাপাপী), 'While My Guitar Gently Weeps', 'Twist And Shout'



২৭. Smoke On the Water



ব্যান্ডঃ 'Deep Purple'.

অন্যান্য ভাল গানঃ 'Sometimes I Feel Like Screaming', 'Child In Time', 'Highway Star'



২৮. Hysteria



ব্যান্ডঃ 'Def Leppard'.

অন্যান্য ভাল গানঃ 'Love Bites', 'Photograph', 'Rock Of Ages', 'Animal', 'Have You Ever Needed Someone So Bad'



২৯. Gimme Shelter



ব্যান্ডঃ 'The Rolling Stones'.

অন্যান্য ভাল গানঃ 'Beast of Burden', 'Brown Sugar', 'You Can't Always Get What You Want'(সেকেন্ড বেস্ট), 'Sympathy for the Devil', 'Paint It Black'



৩০. Gimme Back My Bullets



ব্যান্ডঃ 'Lynyrd Skynyrd'.

অন্যান্য ভাল গানঃ 'Free Bird', 'Simple Man', 'Sweet Home Alabama', 'I Ain't the One'



আর কিছু গান আছে যা লিস্টে দেই নি। ২০টা গান। প্রত্যেকটাই জঘন্য সুন্দর।



৩১. John Lenon এর গাওয়া 'Imagine' - এই গান, রক গানের মধ্যে পড়ুক না পড়ুক, আমার মতে সবারই শোনা উচিত (অবশ্য আমার সন্দেহ, সবাই শুনে ফেলেওছেন)।

৩২. Billy Joel এর 'Piano Man'

৩৩. The Doors ব্যান্ডের 'The End'

৩৪. Nirvana ব্যান্ডের 'Lithium'

৩৫. The Who ব্যান্ডের 'Baba O'Riley'

৩৬. Blue Oyster Cult ব্যান্ডের '(Don't Fear) The Reaper'

৩৭. The White Stripes ব্যান্ডের 'Seven Nation Army'

৩৮. Boston ব্যান্ডের 'More Than a Feeling'

৩৯. Bruno Mars এর 'Talking to the Moon'

৪০. U2 ব্যান্ডের 'Sunday Bloody Sunday'

৪১. Bob Dylan এর Like a rolling stone

৪২. The Righteous Brothers ব্যান্ডের 'Unchained Melody'

৪৩. Green Day ব্যান্ডের 'Boulevard of Broken Dreams'

৪৪. The Moody Blues ব্যান্ডের 'Nights in White Satin'

৪৫. Bob Marley এর 'I shot the sheriff'

৪৬. Radiohead ব্যান্ডের 'Pyramid Song'

৪৭. My Chemical Romance ব্যান্ডের 'Welcome to the Black Parade'

৪৮. Nirvana ব্যান্ডের 'Smells Like Teen Spirit'

৪৯. The Eagles ব্যান্ডের 'Hotel California'

৫০. Linkin Park ব্যান্ডের 'In the End'



পোস্টে আরেকটা জিনিস দিয়ে দেই, এই রক গান নিয়ে কয়েকটা পোস্টের লিংক।



*কিছু আবজাব রক এন রোলা | পোলাপাইন ভাব আর নারী সংক্রান্ত

Click This Link



*শুনে দেখতে পারেন (যারা metal, rock ঘরানার গান শুনে অভ্যস্ত নন)

Click This Link



*ফসিলস - A PiOnEeR RoCk BaNd...... ( সাথে ফসিলসের সব গুলো গান পাওয়ার লিংক ফ্রি)

Click This Link



*~~Rock'N'Roll - দ্য বেস্ট হিটয্জ অফ ২০১০~~

Click This Link



*ব্লাক মেটালঃ দি আলটিমেট টেষ্ট অফ মেটাল উইথ লেজেন্ড ক্রেডেল অফ ফিলথ

Click This Link



*রক / মেটাল মিউজিক এ বাংলাদেশ

Click This Link



*"A threshing machine devouring a military drum corps!"; অপরিচিত আওয়াজের মেটাল ঘরানার ব্যান্ডগুলো-৩; SlipKnot

Click This Link



*নির্ঘুম/নিঝুম রাতের গানগুলো.....৩; ছ্যাঁকা পর্ব

Click This Link



*ঘুরে ফিরে যে গান গুলো বেশি শুনা হয় - পর্ব ১.১ (রক ও মেটাল)

Click This Link



*যাদের গীটারের তারে বিশ্ব দোলে (লেজেন্ডারী গীটারিস্টদের কথা,সাথে তাদের মাথা পাগল করা সলোগুলোর ডাউনলোড লিংক)



Click This Link





* লিনকিন পার্কের কিছু CLASSIC ও CREATIVE মিউজিক ভিডিও রিভিউ+HD DOWNLOAD LINK

Click This Link



*গানগুলো শুনেছেন তো? না শুনলে মিউজিকের চূড়ান্ত শিল্পের স্বাদ থেকে আপনি এখনো বঞ্চিত। সেরা গানের কালেকশন (লিংকসহ)

Click This Link



*এয়ার সাপলাই.........সফ্ট রকের রকার। (ইংরেজি ব্যান্ডের বাংলা গদ্য)



Click This Link



*ভালো লাগা কিছু গান

Click This Link



*চিল্ড্রেন অফ বোডম – দ্যা গড অফ মেটাল

Click This Link



*আইকনস : স্বল্পায়ু কিন্তু চিরস্থায়ী

Click This Link



*গথিক প্রভাব: মেটাল সঙ্গীতে

Click This Link



*Avenged Sevenfold, আঠারো বছরের বন্ধুত্বের ফসল যে ব্যান্ড!

Click This Link



*AND ARE YOU HAPPY?! COME ON! I WORK FOR THE SYSTEM!"; অপরিচিত আওয়াজের মেটাল ঘরানার ব্যান্ডগুলো-২; System of a Down

Click This Link

মন্তব্য ৫১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: এত পরিশ্রম করে পোস্ট দিলেন তাই আসতেই হলো। কারণ আমি রক গান, ব্যান্ড , মাথা নাড়িয়ে নাড়িয়ে গান তেমন শুনি না । খুব পপুলার হলে যেসব গান না শুনে উপায় নাই রাস্তায় সে সব গান শোনা হয় এজায় যাওয়া আসার পথটায়।

its my life - Bon Jovi এই গানটা শুনছিলাম। ইংরেজি এমনেই বুঝি না কিছু। ভাইয়া যখন স্টুডেন্ট ছিল তখন ও বাংলাদেশের ব্যান্ড এর গান খুব শুনত আর সে হিসাবেই ব্যান্ড এর গানের সাথে আমার পরিচয় । তখন মাইলস, আর্ক, প্রমিথিউস , ঢাকা ব্যান্ড - মাকসুদ এদের গান শোনা হতো !

লিরিক সহ গান হলে আমার মতো মানুষের জন্য গান শুনতে সুবিধা হবে !

ভালো থাকবেন

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: আসার জন্য ধন্যবাদ।

পোস্ট আসলে আমি যতটুকু লিখতে চেয়েছিলাম তার চেয়ে অনেক বড় হয়ে গেছে। পছন্দের ১০-১২টা গান লিরিক সহ দেবার ইচ্ছা ছিল। কিন্তু বাছতে গিয়ে কোনটা ধরি কোনটা রাখি, সমস্যায় পড়ে গিয়েছিলাম। তাই পোস্ট এত বড় হয়ে গেল।

অন্ততঃ John Lenon এর Imagine গানটা শুনে দেখবেন। ভালো লাগবে নিশ্চিত। শুভেচ্ছা রইল।

২| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩১

বোকামন বলেছেন:



জঘন্য সুন্দর !!!! :-)

আপনার ভালো লাগা জেনে গেলাম, ব্যস্ততার কারণে আমারটা জানাতে পারছি না :-(

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: থ্যাংকিউ!

সময় হলে জানাবেন আশা করি!

৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: এপিক পোস্ট!!!

তয় কষ্ট পাইলাম আমার প্রিয় কয়েকটা ব্যান্ডের নাম বলেন নাই দেখে!

নাইটউইস,
ক্রেডল অফ ফিলথ,
সাইরেনিয়া,
ল্যাকুনাকয়েল,
ইলুভিয়েটি,
লিভস আই,
স্কিলেট,
অডিওস্লেইভ,
এলনিনো

এদের গান শুনে দেখবেন। অসাধারন গায়!

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি এখনো গান শোনার মধ্যে আছি। অডিওস্লেভ ব্যান্ডের নামটা মিস হয়ে গেছে। ক্রেডল অফ ফিলথ আছে তো! ৪ নম্বরে, Bathory Aria গানটা। অন্যগুলো শুনে দেখব অবশ্যই।

৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন: ওহ! খেয়াল করিনি!

আজ হাতি সাইজের একটা গল্প লেখা শেষ করেছি। ;) একটু ঠিক ঠাক করতেছি। সন্ধ্যার দিকে পোস্ট দিব। :)

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পের অপেক্ষায়...

৫| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: যে সব ব্যান্ডের নাম দিলেন, তার অধিকাংশই শুনি নাই। বেশি উড়াধুরা গান তেমন সহ্য হয়না।

তবে আপনি ওয়ারফেজের নাম অন্য সব দেশী ব্যান্ডের সাথে (তাও বেশ পেছনে) দিলেন? :( কিছুটা অপমান করলেন কিন্তু ভাই।

আপনি পোয়েটস অব দ্য ফল - এদের গান শুনে দেখতে পারেন। স্পেশালি - লেট গূডবাই, কার্নিভ্যাল অব রাস্ট, আলটিমেট ফ্লিং, ইল্যুশন এন্ড ড্রীম।

গ্যারান্টী দিয়ে বলছি, অসাধারন লাগবে।

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: আসলে রক জগত অনেক বিশাল। আমি যেমন আপনার ব্যান্ডগুলোর নাম শুনিনি, তেমনি আপনিও আমার দেওয়া অনেকগুলোর নাম শুনেন নি। এই জন্যেই পোস্ট টা দেওয়া, যাতে আরও ভালো ভালো ব্যান্ডের নাম জানতে পারি, গান শুনতে পারি।

ওয়ারফেজের গান ভালো লাগে। একত্রে অনেকগুলো নাম দিলে আগে-পিছে হবেই। লেখার সময় যেটা আগে মাথায় এসেছে সেটাই লিখেছি। সুতরাং অপমান করিনি :) আর আমার মনে হয় না দেশি ব্যান্ডগুলোর সাথে নামটা দিলে অপমান করা হবে। অন্যান্য ব্যান্ডগুলো এতটা খারাপও না।

নতুন কিছু নাম দেওয়ায় ধন্যবাদ। এদের গান সংগ্রহ করছি। ভাল থাকুন।

৬| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মামুন রশিদ বলেছেন: নাহ, এখন গান তেমন শোনা হয়না । তবে আপনার পোস্টের শিরোনামটা ভালো লেগে গেলো । আর আপনার বর্ননা এতোটাই সাবলিল, ইচ্ছে হচ্ছে আজ থেকে আবার মেটাল শুনা শুরু করি ।


শুভ কামনা প্রোফেসর শন্কু ।


২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক ধন্যবাদ, মামুন রশিদ।

মেটাল গানের সবই যে শোনার মত, তা নয়। কিন্তু কিছু আছে যা শোনাটা কর্তব্য। আপনার মেটাল যাত্রা শুভ হোক।

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কাছে সব মেটাল গানই একই রকম মনে হয় :( :|| :|
তাই সেভাবে কোনটাই তেমন হয়ত শোনা হয় নি। অল্প যা কিছু শুনেছি, তাদের শিল্পীর নাম তেমন জানি না।

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার জন্য ভালো সুযোগ তাহলে! এখন একটা একটা করে শোনা শুরু করুন। ভাল না লাগলে, বাদ।

৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১০

হাসান মাহবুব বলেছেন: ধাতব সঙ্গীত আমার রক্তের সাথে মিশে আছে। সেই ক্লাশ ফাইভ থেকে রকস্টারটা, ওয়ারফেইজ, স্করপিয়ন, বন জভি, জিএনআর শুনি। আপনার পোস্টে কী বলব ভেবে পাচ্ছি না, এত কথা মনে আসছে। মাঝেমাঝে সময় করে কিছু বলে যাবার ইচ্ছা রাখি। ঘুম ঘুম লাগছে। যাবার আগে রক এবং বিবিধ মিউজিক নিয়ে সামু ব্লগের সর্বকালের সেরা আড্ডা পোস্টের লিংক দিয়ে যাচ্ছি,

Click This Link

শুভরাত্রি।

২৪ শে মে, ২০১৩ রাত ১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি সামুর নতুন লেখক হলেও বেশ পুরান পাঠক। আমি অনেক মেটাল সংক্রান্ত পোস্টে আপনার মন্তব্য বারবার দেখেছি। তাই আপনার কমেন্টের অপেক্ষাতেই ছিলাম, আশা করছিলাম ভালো কিছু ম্যাটেরিয়াল পাব। পেলাম। আরও কিছু দেবেন আশা করি। মাঝে মাঝে এসে অভিজ্ঞতা শেয়ার করবেন আশা করি।

শুভরাত্রি।

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুন গরম পোস্ট।
অনেক প্রিয় কিছু গানের কথা বলেছেন। আবার একেবারেই অচেনা কিছুও আছে। আপনার পোস্ট কাজে লাগবে :)
+++++++++

২৪ শে মে, ২০১৩ রাত ২:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুনে ভালো লাগলো। শুভরাত্রি।

১০| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত পোস্ট

২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ!

১১| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মাগুর বলেছেন: ধাতব সঙ্গীত, পাথর সঙ্গীত খুব একটা শোনা হয় না! তবে আপনার পোস্ট পড়ে শোনার আগ্রহ হচ্ছে একটু আধটু! :)

“এটা আমার জীবন” গানটা প্রায়ই শুনি, তবে কেন শুনি নিজেও জানি না :P
আর যে সব ব্যান্ডের নাম দিয়েছেন আমি তো দূরের কথা আমার ১৪ গুষ্টির ভেতরে কেউ শুনেছে বলে মনে হয় না! /:)

২৪ শে মে, ২০১৩ রাত ১০:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার অবস্থা আপনার মতই ছিল ক'দিন আগে। তারপর হঠাৎ শোনা এবং ভালো লাগা। একই কারণ, ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে তা জানি না।

সব ব্যান্ডের একটা একটা করে শোনেন, এতেই পাথর সঙ্গীতের অক্ষর পরিচয় হয়ে যাবে বোধহয়:)

১২| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: বেশ বড়সড় কালেকশন দিয়েছেন দেখা যায়। আজ শুধু নামগুলো দেখে গেলাম। আরেকবার এসে লিঙ্কগুলো ধরে ধরে যেতে হবে।

অনেক শুভ কামনা। ভালো থাকা হোক।

অ.ট. - প্রোফেসর শঙ্কু বাগানে ইজি চেয়ারে বসে কার্তিকের আকাশে উল্কাপাত দেখতেই বেশি পছন্দ করে জানি :P :P

২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রোফেসর এখন আধুনিকায়নে বিশ্বাসী, লুঙ্গি পরে 'চেয়ারম্যান' চেয়ারে বসে ল্যাপটপে বাংলা লেখা পড়াই তার বেশি পছন্দ:)

ভালো থাকুন আপনিও।

১৩| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

খেয়া ঘাট বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: যে সব ব্যান্ডের নাম দিলেন, তার অধিকাংশই শুনি নাই। বেশি উড়াধুরা গান তেমন সহ্য হয়না।

celine dion আর lee ann womack নিয়মিত শুনি।

২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: celine dion বেশ ভালো লাগে। কয়েকটা গান শুনেছি।

১৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: রক, মেটালএসব আর টানেনা, এক সময় অনেক শুনছি -

পোস্ট ভাল লাগছে

২৬ শে মে, ২০১৩ রাত ১২:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: রুচি সবসময় একই থাকবে তা ভাবা অন্যায়। বেশি খেলে অমৃতেও অরুচি ধরে, আবার ক্ষুধার সময় পচা আলুও অমৃতসম লাগে।

একসময় রক ভালো লাগত শুনে খুশি হলাম।

১৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

জিয়া চৌধুরী বলেছেন: একসময় দিনরাত গান শুনতাম। এখন গান শোনার সময়ই পাইনা। প্রিয় গানগুলো রিংটোন হিসেবে দিয়ে রাখি যাতে কল এলে অন্তত শুনতে পারি।

ভাল লাগল আপনার লিখা।
শুভেচ্ছা।

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৫৪

রেজোওয়ানা বলেছেন: Poster title khub akorsoniyo hoyache!

২৬ শে মে, ২০১৩ রাত ১:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: তাই?

আসলে লেখাটার শিরোনাম ইংরেজিতে দিতে চাইছিলাম না, তাই পপ-রক-মেটালের ইচ্ছেমত বাংলা করে দিয়েছি:)

১৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪২

শাহেদ খান বলেছেন: বাহ ! অনেক পরিশ্রমের পোস্ট বোঝা যাচ্ছে ! ভাল লাগা জানবেন !

মাঝে মাঝে হয়তো আপনার লিস্ট থেকে দেখে ডাউনলোড করে গান শোনা হবে। :)

শুভকামনা।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্লগীয় পাপের মধ্যে দেরিতে কমেন্টের উত্তর দেওয়া সম্ভবতঃ সবার ওপরে। যদিও ইচ্ছাকৃত নয়, লগইন করতে ভীষণ সমস্যা হয়েছে। দুদিন পর ঢুকতে পারলাম।

ধন্যবাদ। ভালো কামনা রইল।

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪০

বাংলার হাসান বলেছেন: পরিশ্রমী পোস্ট, অনেকের কাজে আসবে।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: তাহলেই আনন্দ।

১৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: থ্যাংকিউ!

২০| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত, এল ক্লাসিকো টাইপ পোষ্ট। +++++।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিদেশি ভাষা বুঝি না, ভাগ্যিস লা লিগার খেলা মাঝেমধ্যে দেখা হয়, তাই আপনার মন্তব্যের অর্থ বুঝতে সক্ষম হলাম! ধন্যবাদ।

২১| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৮

শাহেদ খান বলেছেন: ব্লগীয় পাপ?

লালন বলে, "পাপ-পূণ্যের কথা আমি কারে সুধাই?"

আপনার তো সবে দুইদিন, আমি তো মাঝে মাঝে দু-তিন মাসের জন্যে ব্লগ ছেড়ে ভাগি ! আমি তো তাহলে আরও বিরাট পাপী ! হাহ হা।

তবে আমি মনে করি, নিজেদের মধ্যে বড় রকমের কোনও ভুল-বোঝাবুঝি না থাকলে এমন দেরী খুব একটা বড় ব্যাপার হওয়ার কথা না। যে কারো সমস্যা তো থাকতেই পারে - কোনও ব্লগার নিশ্চয়ই অতটা অবুঝ হবেন না। 8-|

ভাল থাকবেন। শুভেচ্ছা।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: যাক, আপনার কথায় স্বস্তি পেলাম! তারমানে ফাঁকি দেওয়াটা কমন?

২২| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৬

শ্রাবণ জল বলেছেন: গান গুলো শুনবো সময় করে।
প্রিয় তে রাখলাম।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: উপভোগও করবেন আশা করি।

২৩| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: অস্থির পোষ্ট

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুনবেন কিন্তু!

২৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:১৮

কালীদাস বলেছেন: প্রোফেসর, রক/মেটাল সবগুলার মধ্যেই বিবর্তনের একটা ধারা আছে, বেশি জাম্প করলে অনেক গানই বিরক্তিকর মনে হতে পারে। ধরেন গিয়া , এক্সট্রিম মেটালের বেসিক জাঁনর তিনটা হইল- থ্রাশ, ব্ল্যাক আর ডেথ। এগুলা ভাল না লাগলে ক্রসজাঁনরগুলা অথবা এগুলার ফিউশন জাঁনরগুলা ভাল লাগার কোন কারণ নাই, লাগলেও বেশি দিন ভাল লাগবে না। আপনার পছন্দের গানের লিস্টে জিনিষটা দেখলাম, হেভিমেটালের পায়োনিয়রদের সাথে কয়েকটা ব্যান্ড আছে এখানে যারা ক্রস বা ডেভেলপড জাঁনরগুলার গান গায় (ধরেন গিয়া খোদার খাসীরা)।

রক মিউজিক একটা শিল্প, সমস্যা হইল কি আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ এইটারে চিল্লানির মিডিয়া হিসাবে দেখায় :(( :(( :(( অথচ এমন ব্যান্ডও আছে যারা গীটার/ড্রামস/বেস ছাড়াও রক/মেটাল গায়, এমন ব্যান্ডও আছে সব ফোকলোরিক ইন্সট্রুমেন্ট দিয়া মেটাল গায়।

আপনারে আমার অনেক পুরান দুইটা পোস্টের লিংক দিয়া গেলাম। একটা হইল মেটাল আর্টিস্টদের গাওয়া সফট মিউজিক, আরেকটা হইল চেলো দিয়া মেটাল মিউজিক। দেখেন কেমন লাগে....

Click This Link
Click This Link

ভাল কথা, আপনের পোস্টগুলার কালেকশনে, আমি ছাড়াও আরেকজনের পোজারের পোস্টের লিংক আছে (বেকুব একটা ঐটায়)।

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: সত্যি বলতে কি, পোস্টটা দেবার ইচ্ছা জন্মে আপনার অনেকগুলো পোস্ট পড়েই। তাই অপেক্ষায় ছিলাম আপনার মতামতের। ধন্যবাদ।

লিঙ্কে যাচ্ছি এখনি।

২৫| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

আট বছর আগের এক দিন বলেছেন: দুর্দান্ত পোষ্ট!!!


স্প্যাঙ্কিং মাঙ্কিস, মাইগ্রেইন এদের গান শোনা হয়নি...কোথায় পাই...?

Lateralus গানটার একটা স্পেশালীটি হলো এটার কম্পোজিশান ফিবোনাক্কি সিরিস ফলো করে । আর কথা না বাড়াই । আপনার মেইল আইডি দিয়েন... গেট অ্যা সারপ্রাইজ :)

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি অবশ্যই লিংক দেবার চেষ্টা করব।

আমার মেইল আইডি [email protected]

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ, সারপ্রাইজের অপেক্ষায় রইলাম।

০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: পেয়েছি, ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.