নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্গ-পৃথ্বী অন্তঃস্থলে, বহুকিছু ফিরে-চলে, যাহা বিস্ময়কর

প্রোফেসর শঙ্কু

বুড়ো ভগবান নুয়ে নুয়ে চলে ভুল বকে আর গাল দেয়

প্রোফেসর শঙ্কু › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদেগল্পঃ সিস্টেম ফাইল_আর_৩জিডি৮

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

-lookahead 1

-loggbgpen -368432 // = LOG(1e-16)

-loggbgframepen -34464 // = 8 * LOG(.65)

-nskip 2

এই লেখাটা যদি তুমি পড়তে পার, তাহলে বুঝবে এতদিনে আমরা তোমার সাথে যোগাযোগ করতে পেরেছি। লক্ষ্মীটি, বড় একটা শ্বাস নিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। একটা ভয়ানক এক্সিডেন্ট হয়েছিল, দীর্ঘ তিন মাস ধরে তুমি কোমায় আছো। এই সময়টাতে একটা কিছু পাল্টে গেছিল তোমার ভেতরে, মস্তিষ্কে নিউরনের তথ্য আদান প্রদানে অসামঞ্জস্য দেখতে পাচ্ছিলাম আমরা। পুরো শরীর অচল, কিন্তু মাথার ভেতরে চিন্তা ভাবনা সবকিছু সচল ছিল তোমার।

-logsilpen -8432 // = 8 * LOG(.9)

-logslmip -115140 // = LOG(1e-5)

বরাবরই তুমি সৃজনশীল ছিলে। তাই ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে যখন বললেন, মাথার ভেতরে নিজেই একটা জগত তৈরি করে নিয়েছ, সেখানে পরিচিত সব মানুষের বিম্ব তৈরি করে অসংখ্য অবাস্তব, কাল্পনিক সম্পর্কের মাধ্যমে আসল জগতে বেঁচে থাকার সাধ মিটিয়ে নিচ্ছ- তখন আমরা খুব অবাক হইনি। ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে আনতে পারব। বিশ্বাস করেছিলাম তুমি আবার হাঁটবে-চলবে-হাসবে-বাঁচবে আমাদের সাথে, আমাদের মাঝে।

-logcfgip -238162 // = LOG(1e-6) - 100000

-bglw 1150e-2

-adviterbi TRUE

কিন্তু আমাদের সকল চেষ্টা বিফলে যেতে শুরু করল। চিকিৎসা পেয়েও তুমি জেগে উঠলে না, যেন ডুবে গেছ ওই কাল্পনিক জগতের খেলায়। হাত ফসকে তুমি তলিয়ে যেতে লাগলে অতলে। আমরা ডাক্তার বদল করলাম, আরও আধুনিক চিকিৎসা করা হল, তোমার বন্ধুরা মানুষের কাছে হাত পেতে পেতে চিকিৎসার টাকা জোগাড় করল, কিন্তু তোমার ঘুম ভাঙল না। সবাই বলল মৃত্যু অবধি এ মিথ্যে মায়াজাল তোমাকে বন্দী করে রাখবে। তুমি আর কখনো সত্যিকারের বৃষ্টি দেখবে না, শুনবে না তোমার ছোট্ট রাজকন্যার ডাক, সত্যিকার ভালোবাসা কি জানবে না। তুমি নিজের মাঝে হারিয়ে গেছ। লক্ষ্মীটি, কাঁদতে কাঁদতে আমরা এখন নিশ্চুপ হয়ে গেছি, প্রার্থনা করতে করতে অবিশ্বাসী হয়ে গেছি। কিন্তু আমরা হাল ছাড়ি নি। শেষ প্রচেষ্টা হিসেবে এই লেখাটা তোমার অবচেতন মনে পাঠানো হচ্ছে। আমরা জানি না এটা তোমার হাতে কিভাবে পৌঁছাবে, কিংবা আদৌ পৌঁছাবে কিনা। হয়তো পকেটে হাত দিয়ে ছেঁড়া চিরকুটে, বইয়ের মাঝে কোন এক পৃষ্ঠায়, বিছানায় শুয়ে বালিশের নিচে হাতড়ে, কিংবা তারচেয়েও অদ্ভুত, অসম্ভব কোন উপায়ে খুঁজে পেয়ে লেখাটা পড়ছ। আমরা কেবল আশা করতে পারি।

-CFGConfidenceRejectionThreshold 60

মনে রেখ, তোমার অবচেতনে আরেকটি যে সত্ত্বা আছে, যে ঢেকে রাখছে সকল সত্যকে, বাস্তবকে- তার নজরে পড়তেই সে পাল্টে দেবে এর চেহারা, রূপবদল করবে। অবাস্তব বলে উড়িয়ে দিতে চাইবে। তুমি ওকথা আমলে নিও না। মাথার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস কর, নিজের অস্তিত্বে বিশ্বাস কর। নিজের চারপাশে তাকিয়ে দেখ ভাল করে। প্রত্যেকটি মুখ, প্রত্যেকটি অঙ্গভঙ্গি, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র খুঁটিনাটি- সব কিছুকে পরীক্ষা করে চিন্তা করে দেখ। যুক্তি দিয়ে নিরিখ কর। দেখবে- আস্তে আস্তে অসামঞ্জস্যতাগুলো ধরা পড়বে একে একে। এতদিন তুমি সত্য জানতে না, তাই এসব এড়িয়ে গেছ, চোখের সামনে থাকলেও খটকা লাগে নি। কিন্তু এখন তুমি জানো। তুমি জানো যে এই পৃথিবী, এই জগতটা বাস্তব হতে পারে না। প্রকৃত জীবনের একটা নিম্নতর প্রতিলিপি, একটা বাজে বদ্ধ নকলের মাঝে তোমাকে কয়েদি করে রাখা হয়েছে। আমরা জানি না কি করলে তোমাকে আবার ফিরিয়ে আনা যাবে। এর উত্তর একমাত্র তুমি জানো। এই ভয়ানক বিপদজনক খেলার সমাপ্তি একমাত্র তুমিই টানতে পারো।

-dodisplbpt FALSE

-nskip 2

-admllrVar TRUE

জেগে ওঠো এই মায়াবি ভ্রম থেকে, লক্ষ্মীটি। সজাগ হও। নিজের ওপর বিশ্বাস রাখ।

-AdaptSil TRUE

-adaptCI FALSE

ফিরে এসো আমাদের কাছে।

-lmUserNgram TRUE

ফিরে এসো।

-lmMaxBytesTri 5000000

-lmMaxBytesWord 1000000

-lmHashBuckTri 50000

-lmNumWordsToLM 200

-UserSelfTerminated TRUE

মন্তব্য ১০০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

অপূর্ণ রায়হান বলেছেন: সাইফাই গপ্পো ভালো লেগেছে ভ্রাতা +

ভালো থাকবেন :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পটা আলাদা ভাবে পোস্ট করার কথা না। পাঁচ লাইনের গল্প লেখার প্রাকটিস চলছিল। এই থিমটা কোনভাবেই পাঁচ লাইনে আঁটিয়ে সন্তুষ্টি পেলাম না। তাই ব্লগে দেওয়া আরকি :)

ধন্যবাদ ভ্রাতা।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩

যাযাবর বেদুঈন বলেছেন: আরও কয়েকবার পড়তে হবে। বিষয়গুলো ঠিক বুঝতে পারি নাই। এমন কোন জগত নিয়ে কি লেখাটা যা বাস্তব জগত নয় ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: একজন মানুষ কল্পজগতে আটকা পড়ে গেছে, তার পরিবার তাকে ফিরিয়ে আনার শেষ প্রচেষ্টা হিসেবে ছোট্ট একটা মেসেজ পাঠিয়েছে তার সাব-কনশাসে। লোকটা তার পিসিতে সিস্টেম ফাইল কনফিগারেশন করার সময় এই লেখাটা দেখছে। এখন এরকম অসম্ভব অবিশ্বাস্য একটা জায়গায় মেসেজ পেয়ে সে কি গ্লিচ হিসেবে উড়িয়ে দেবে, নাকি মেনে নেবে যে সত্যিই চারপাশের জগত মিথ্যে, আত্মহত্যাই করে ফেলবে- এটা নিয়েই গল্প :)

ধন্যবাদ পড়ার জন্য :)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

ডি মুন বলেছেন: এই বিভ্রমে যে একবার পড়েছে তার আর ফেরা হয় না।
কল্পজগতে আঁটকে থাকারও সুখ আছে যদি কৌশলটা আয়ত্ত করা যায়।

চমৎকার গল্পে ভালোলাগা রইলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সত্যিই তাই। শুভেচ্ছা রইল সুপ্রিয়।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: নতুন করে ভাবনার খোঁড়াক পেলাম । ভালো লাগা জানিয়ে যাচ্ছি প্রোফেসর

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুশি হলাম অনেক!

ভাল থাকুন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

অন্ধবিন্দু বলেছেন:
বাহ্ ! মেডিকাল থ্রিলারের স্বাদ পেলাম। অবচেতন এখানে ভাবপ্রবণতাযুক্ত তাই ~লিভিং উইল~ কারেক্ট পয়েন্ট ! ড. ইবন আলেক্সজেন্ডারের প্রুফ অফ হ্যাভেন বইতে এর চমৎকার ব্যাখা ছিলো। আপনার গল্পেও সে ছোঁয়া পেলাম ....

শুভ কামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার পড়ার ক্ষেত্র অনেক বিশাল, বোঝাই যাচ্ছে। আলেকজান্ডারের ক্ষেত্রে তো মিরাকল ঘটেছিল, গল্পের চরিত্রও এরকম মিরাকলের চরিত্র পেলে খারাপ হত না!

শুভকামনা জানাচ্ছি আপনাকেও।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

ফা হিম বলেছেন: কোথা থেকে কোথায় চলে গেলাম টের পাওয়া গেল না। দুইবার পড়ে তারপর বুঝলাম। কনফিগারেশনের ভিতরে ম্যাসেজ, আইডিয়াটা আসাধারণ!

মনে প্রশ্ন আসে, আমরা বাস্তব জগতেই আছি তো? নাকি কোন কল্পলোকে আটকা পরেছি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ ফাহিম :)

অস্বাভাবিক নয় কোন কিছুই।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১

পার্থ তালুকদার বলেছেন: বেশ জটিল মনেহল !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটু জটিল আরকি :)

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
নীরিক্ষা বেশ ৷ বর্তমানে কিন্তু শারীরিক নয় মানসিক ভাবেই আটকে আছি সবাই ।

যন্ত্রের কাছে আবেগ বা সৃষ্টিকর্তার ভূমিকা কি হবে ভাবার মত ৷ বড্ডো স্বার্থপর থেকে মুক্তি ঘটুক ৷

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: যন্ত্রের ভাবনা আমাদের সাথে মিল্বে না অবশ্যই। সেক্ষেত্রে কিরকম হবে তাদের চোখে ঈশ্বরের ছবি? ভাবার মতো বিষয়।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

জুন বলেছেন: গল্প পড়ে যেটুকু বোধের বাইরে ছিল তা যাযাবর বেদুইনের মন্তব্যের উত্তরে পরিষ্কার হয়ে গেল সাই ফাই প্রফেসর শঙ্কু । চমৎকার ।
+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় জুন। শুভেচ্ছা অনেক অনেক :)

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

আলম দীপ্র বলেছেন: চমৎকার ভাবনা ভাই ! আপনি এত কম লেখা দেন কেন ভাই ! :(( :(( :(( X( :(( X( X( । আপনার লেখার অপেক্ষা করি ।
+++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার কথা শুনে আমি কি পরিমাণ খুশি হয়েছি বলে বোঝানো সম্ভব না। কেউ আমার লেখার অপেক্ষা করে- এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে? :)

সময় পেলে বেশি বেশি লেখা দিব। বিরক্ত হয়ে যাবেন পড়তে পড়তে :) দোয়া করেন।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তবে লেখায় আবেগের প্রকাশ কমাতে পারেন যথাশব্দে ক্ষুদেগল্পের ফ্রেমে রাখেন ৷ অন্যথায় লেখকের স্বাধীনতা ৷

পাঠক অনেক বোঝদার ৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: মাথায় থাকবে এই ব্যাপারটা। কৃতজ্ঞতা জানাচ্ছি মনোযোগী পাঠের জন্য।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মামুন রশিদ বলেছেন: কি বলবো, পড়ে কিছুটা ভড়কে গেছি । মানুষ তার যোগাযোগ ব্যবস্থার উন্নতি যদি এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যে অপর জগতেও ম্যাসেজ পাঠানো সম্ভব, তাহলে কি হবে এই ভেবেই ভড়কে যাওয়া ।

অভিনব, সাইফাইয়ের চেয়েও বেশি কিছু..

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কতকিছু হত এমন হলে!

প্রিয় মামুনকে ধন্যবাদ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৭

কলমের কালি শেষ বলেছেন: :-* :-* :|| :| |-)

চম্ৎকার লেখা । কিন্তু ওই জগতে থেকে সে এই জগতে চলাফেরা করে কিভাবে ?
না জানি আমি ওই জগতে থেকেই ব্লগে মন্তব্য করছি !!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: সম্ভব। সবই সম্ভব :)

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আচ্ছা এটা কি "সামহোয়্যার ইন ব্লগ" এ প্রকাশিত প্রোফেসর শঙ্কু'র কোন সাইফাই গল্প পড়ছি?
-dodisplbpt FALSE
-nskip 2
-admllrVar TRUE

নাকি আমিও...
-dodisplbpt FALSE
-nskip 2
-admllrVar TRUE

প্রোফেসর হেল্প মি... হেল্প মি প্লিজ...
-AdaptSil TRUE
-adaptCI FALSE
-lmUserNgram TRUE

.।.।.।.।.।.।.।.।।।
-UserSelfTerminated TRUE

;) :P =p~
-AllEmoIsRealisticAndMakeAsResponse TRUE

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: -Yourcommentmademelaugh TRUE ;) :P

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৬

বৃতি বলেছেন: চমৎকার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ বৃতি!

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অন্যরকম! ভালো লাগলো!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: :) খুশি হলাম মাসুম।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: :|| :|| :||

কিছু কমু না !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: :) তাহলে আমিও কিছু না বলি!

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: প্রথমে ঢুকতে সমস্যা হচ্ছিলো। কিন্ত তারপরে চমৎকার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।

শুভদুপুর, হামা।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

বাংলার পাই বলেছেন: চমৎকার সাইফাই। অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ বাংলার পাই।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

রাবেয়া রব্বানি বলেছেন: আমি আপনার গল্প আগে পড়েছি কিনা মনে নেই। এখন মনে হচ্ছে মিস করেছি।
দারুন আইডিয়া আপনার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: আগেও পড়েছেন একবার।

ধন্যবাদ পুনঃ আগমনের জন্য।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: সত্যি বলতে প্রথমে কিছু বুঝতে পারছিলাম না। দুপুরের দিকে দেখেছিলাম, কাজ ছিল বলে পুরো পড়তে পারিনি। এখন ঠাণ্ডা মাথায় পড়াতে বুঝলাম।

অাপনিও কম না, অারো একটু বড় করতে পারতেন। তাহলে সহজ হতো।

যা হোক, প্রফেসর টাইপই হয়েছে। অাশা করি, অাপনি ওমন করে অামাদের কোন গল্প দিবেন না। ;)

শুভ রাত্রি।

৮ম ভাল লাগা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: খারাপ বলেন নি, আরেকটু বড় করা যেতই :) এরকম সংক্ষিপ্ত গল্প ফেসবুকে দেওয়া যায়, কিন্তু ব্লগ ছাড়া স্বস্তি পাই না কেমন যেন!

শুভরাত্রি।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

তুহিন০০৮ বলেছেন: '//' দিয়ে বেশিরভাগ সময় কমেন্ট লেখা হয়।
কোড প্রসেসিং এর জন্য রেডি হলে তো কমেন্ট মুছে যায়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: তাই নাকি?

প্রোগ্রামিং নিয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায়। কনফিগারেশন ফাইল খুলে কপি পেস্ট করেছি তো, ভুল থাকা স্বাভাবিক। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

শুভেচ্ছা রইল।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

ইমরান নিলয় বলেছেন: এই থিমে মাথার ভেতর কত গল্প যে শুরু করেছিলাম। একটাও শেষ হয় নি। তবে আপনার সাথে পার্থক্য এই যে- আপনি অনেক বেশি বিশ্বাসযোগ্যভাবে বলেছেন।

জেগে উঠতে চাই, পারি না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষ করুন লেখাগুলো। অসমাপ্ত জিনিস ঘাড়ে চেপে বসে থাকে, ওজন বাড়ে দিনে দিনে।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

সায়েদা সোহেলী বলেছেন: গল্প ভালো লেগেছে প্রোফেসার , কোড ল্যাংগুয়েজে অনেকক্ষণ আটকে ছিলাম /:) পাঠকের জন্য কোন ম্যাসেস সেখানে আছে কিনা জানতে । কিন্তু আমার নিউরন কিছুই ক্যাচ করতে পারেনি । :|

মনে রেখ, তোমার অবচেতনে আরেকটি যে সত্ত্বা আছে, যে ঢেকে রাখছে সকল সত্যকে, বাস্তবকে- তার নজরে পড়তেই সে পাল্টে দেবে এর চেহারা, রূপবদল করবে। অবাস্তব বলে উড়িয়ে দিতে চাইবে। তুমি ওকথা আমলে নিও না। মাথার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস কর, নিজের অস্তিত্বে বিশ্বাস কর। নিজের চারপাশে তাকিয়ে দেখ ভাল করে। প্রত্যেকটি মুখ, প্রত্যেকটি অঙ্গভঙ্গি, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র খুঁটিনাটি- সব কিছুকে পরীক্ষা করে চিন্তা করে দেখ। যুক্তি দিয়ে নিরিখ কর। দেখবে- আস্তে আস্তে অসামঞ্জস্যতাগুলো ধরা পড়বে একে একে। এতদিন তুমি সত্য জানতে না, তাই এসব এড়িয়ে গেছ, চোখের সামনে থাকলেও খটকা লাগে নি। কিন্তু এখন তুমি জানো। তুমি জানো যে এই পৃথিবী, এই জগতটা বাস্তব হতে পারে না। প্রকৃত জীবনের একটা নিম্নতর প্রতিলিপি, একটা বাজে বদ্ধ নকলের মাঝে তোমাকে কয়েদি করে রাখা হয়েছে। আমরা জানি না কি করলে তোমাকে আবার ফিরিয়ে আনা যাবে। এর উত্তর একমাত্র তুমি জানো। এই ভয়ানক বিপদজনক খেলার সমাপ্তি একমাত্র তুমিই টানতে পারো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: কোড ল্যাংগুয়েজে শেষ লাইনটাই গুরুত্বপূর্ণ- বোঝাচ্ছে যে ইউজার আত্মহত্যা করেছে। তাছাড়া বাকিগুলা তেমন ইম্পরটান্ট না।

ধন্যবাদ পড়ার জন্য :)

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

সায়েদা সোহেলী বলেছেন: “I think that perhaps if I had had to slow down the ideas so that I could capture them on paper I might have stifled some of them.” ― J.K. Rowling ;

হুম আমিও শুধু ওইটুকুই ধরতে পেরেছি ।

ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্ট গুলো না পড়লে এতো বিস্তারিত বুঝতাম না অবশ্য। এইভাবে একজন কে ফিরিয়ে আনার ব্যাপার টা খুব মর্মদায়ক, অসম্ভব!

এতো শর্ট লেখা makemedishearted&hopelesstoo^^@#^^HAHAHA

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বড় লেখা দিব কদিন পরে, পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন- দেখবেন :)

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

সাজিদ উল হক আবির বলেছেন: - -Userselfterminated- - আউ! :-*

প্রিয় প্রফেসর, ব্যতিক্রমি কাজ নিঃসন্দেহে। ইনফো পাস করতে থাকা লোকটির (নাকি ডিভাইস ? ) পারজুয়েশনের স্টাইল ভালো লেগেছে। আপনার লেখায় আর যাই হোক, কখনো লজিকের ক্রনোলজি ভাঙ্গে না। খুব সুচারু , পরিকল্পিত ভাবে আপনার লেখা এগোয়।

গল্পের ধরন নিয়ে আপনি এত ব্যতিক্রমধর্মী এক্সপিরিমেনট চালান যে খুব হিংশা হয়। প্রিয় প্রফেসর এসব ব্যাতিক্রমি গল্পের আঙ্গিকগুলো আপনি মাথা খাঁটিয়ে আবিষ্কার করেন না কখনো কখনোআপনার পাঠাভ্যেসের ইনফ্লুয়েন্সও সাহায্য করে, বলা যাবে কি ? :P

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় সাজিদকে পেয়ে ভাল লাগল। ক্ষমাপ্রার্থী দেরিতে জবাব দেবার জন্যে।

পাঠ্যাভাসের প্রভাব অবশ্য অবশ্যই পড়ে; আমি চেষ্টা করি একটা গল্পের যা কিছু আমায় টানে, তাকে বুঝে নিতে, লেখায় আনতে। তাই আঙ্গিক গুলোও অনেক সময় সেরকম ভাবে প্রভাবিত হয়। সিক্রেট ফাঁস করে দিলুম:)

ভাল থাকুন সাজিদ।

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সাইকোলজিক্যাল সাঁই ফাই, বেশ লাগলো।

ছোটই হয়েছে যদিও একটু, তবুও ভাল লাগা অনেকটা ছুঁয়ে গেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: আর কি ! যতবারই আসি মুগ্ধ হওয়া ছাড়া গতি রাখেন না।
আপাতত আসি। জানি প্রফেসরের কাছে বারবার আসতে হয় ।
ভাল থাকবেন ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ মাহমুদ। কৃতজ্ঞতা জানাই বরাবরের মতই।

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।


গল্পে +

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি তবে ইংরিজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই:)

৩১| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: দুর্দান্ত থিম!

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুশি হোলাম!

৩২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার গল্পে ভালোলাগা +++

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: :)

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:




চমৎকার লিখেছেন প্রোফেসর... কিন্তু কথা হলো আপনি এমন হাওয়া হয়ে গেলেন কেন !

নতুন লিখা নিয়ে চটজলদি ফিরে আসুন... অপেক্ষা করছি

শুভকামনা...

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনুপ্রেরনা পেলাম আপনার কথায়, অদৃশ্য।

নতুন লেখা দেব তাড়াতাড়িই।

শুভেচ্ছা।

৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্যরকম গল্পে অন্যরকম ভালোলাগা রইলো +

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: অন্যরকম ধন্যবাদ পড়ার জন্যে!

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

মাহদী০০৭ বলেছেন: প্রোগ্রামিং তেমন বুঝিনা। তাই বুঝতে কস্ট হল। তবে পুরোটুকু পরে অসাধারন লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ।

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

ডি মুন বলেছেন:
আপনাকে মিস করি প্রিয় গল্পকার

এতোদিন ধরে কোথায় ডুব দিয়ে আছেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: এসে পড়েছি আবার :)

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার থিম এবং দারুণ বাস্তবায়ন। হ্যাটস অফ তিলুবাবু ;)


বেশ কয়েকজনের কমেন্টেও অনেক হিউমার পেলাম :)


ভালো থাকুন। শুভেচ্ছা অগুণিত :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: হে মহান শিক্ষক, অনেক ধন্যবাদ আপনাকে :)

৩৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: এ দেখছি আরেক হিপনোটিজম!!!


কিন্তু আমাদের সকল চেষ্টা বিফলে যেতে শুরু করল। চিকিৎসা পেয়েও তুমি জেগে উঠলে না, যেন ডুবে গেছ ওই কাল্পনিক জগতের খেলায়।


এরকম জগতে হারিয়ে যেতে পারলে ভালোই হয় ভাইয়া।:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: হুম, আমারও তাই মনে হয় :)

৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,


জেগে উঠলুম গল্পের ময়াবি মায়াবি ভ্রম থেকে-
pF SK golpওT বোধ is > cRanimango = prob.comনডুবহ 08022015 ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: :) :)

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ আইডিয়া! আমাদের যাপিত বাস্তবতাটা আসলেই কেমন বাস্তব? কতটুকু বাস্তব? কল্পনা আর বাস্তবের সীমারেখাটা ঠিক কোথায়? আরেক জগত থেকে এরকম পত্র আসলে প্রতিক্রিয়া কেমন হবে? অনেক ভাবনার মধ্যে ফেলে দিলেন প্রফেসর!

আপনার লেখা পড়ার আনন্দই আলাদা! :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিসাবকে অনেক দিন পরে দেখলাম। খুশি হলাম খুব।

কেমন আছেন তারপর?

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: UserSelfTerminated TRUE


অসাধারণ!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনিও, দীপংকর, ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা অবিরত।

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০২

মোঃ ইসহাক খান বলেছেন: লেখায় ভাবনার ছোঁয়া আছে, যা একটা ভালো দিক।

শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা প্রিয় ইসহাক।

৪৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৮

প্রামানিক বলেছেন: দারুণ চিন্তা ভাবনার ব্যাপার। ধন্যবাদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ বসন্ত :)

৪৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আগে পড়া হইছে কিনা মনে নাই। তবে ব্যাপারটা বাস্তবেই কারো জন্যে একটা সত্যিকারের ম্যাসেজ। আরেকটা ব্যাপার যে, ভবিষ্যতে সত্যি সত্যিই এমন কিছু একটা উপায় আবিষ্কার করে ফেলবে চিকিৎসকরা।

রোবটরা যখন সত্যিই মানবিক হয়ে উঠবে তখন যন্ত্র নামের অপবাদও তাদের ঘুচে যাবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: চিন্তা করেন এরকম মেসেজ কোনোদিন পেলে কি করবু! মাথা নষ্ট হয়ে যাবে :)

৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ধন্যবাদ :)

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

ইশতিয়াক মাহমুদ বলেছেন: ভাল লেগেছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক কৃতজ্ঞতা!

৪৮| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: বেশ ভালো

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুশি হলুম।

৪৯| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
আপনার চিন্তাধারার প্রখরতা কিছুটা টের পেলাম।

শুভকামনা।

০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেকদিন পর এলেন। ভাল আছেন আশা করি!

৫০| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ইউজার সেলফ টারমিনেটেড ট্রু দিয়া কি ওই অবাস্তব জগতের পরিসমাপ্তি বুঝাইলেন?

ভাল্লাগছে। ++

০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: হ্যাঁ!

ধন্যবাদ শতদ্রু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.