নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

একজন "মুনা" - আর কিছু কথা

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৩১

বাকের ভাইয়ের কথা মনে পড়ে আপনাদের? বেশ ছোট বেলায় দেখা "কোথাও কেউ নেই" নাটকের বাকের ভাই। আর "মুনা"-র কথা মনে আছে? সেই যে, বাকের ভাই যাকে অসম্ভব পছন্দ করতো? সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন "মুনা"-র চরিত্রে। ছোট্ট বেলায় তার অভিনয় দেখে তাকে ভীষণ ভালোলেগেছিলো। অবশ্য তখন অভিনয় বোঝার মতো বয়স হয়নি, কিন্তু কোন একটা কারণে তার সেই দুঃখবিলাসিতা আমার ভীষণ ভালো লাগতো, আজও লাগে।



সত্যিকার অর্থে তেমন কোন "মুনা" আছে কিনা, জানিনা। তবে, জীবনের এ পর্যায়ে এসে মুনা নামের সেই খুব সাধারণ মেয়েটাকে আমার অসাধারণ মনে হয়। যদিও সেটা কাল্পনিক চরিত্র, তবুও অসম্ভব ভালোলাগে।



জানি বাস্তবতা আর নাটক এক নয়, তবুও মনে হয় হতেওতো পারে! তেমন একজন মুনা থাকতেওতো পারে! যে দেখতে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু ভেতরটায় ঠিক ততটাই অসাধারণ। অনেকটা কল্পনার মতোই ভালোলাগে মুনার সেই চরিত্রটা। পুরোটা নাটক জুড়েই মুনা শাড়ী পড়েছিলো, খুব সাধারণ মানের শাড়ী কিন্তু কি অসাধারণ লাগতো মুনাকে। কে কেমন ধরনের মেয়ে পছন্দ করেন, জানিনা। কিন্তু ঠিক মুনার মতোই কোন একজনকে আমার ভালো লাগবে, এটা আমি জানি। সে বুদ্ধিমতী, কিন্তু চালাক নয়, সে খুবই সাধারণ একজন তবুও ভীষণ অসাধারণ মনে হয়।



জীবনের এ পথ - সে পথ ঘুরে, শুধু পুরু মেকাপের নিচে লুকানো কিছু কুৎসিত মানুষ খুঁজে পেয়েছি বার বার। অথচ খুব সাধারণ একটা মেয়ের অসাধারণ ভালোবাসা খুঁজতে গিয়ে একান্তই অসম্ভব কিছু খুঁজছি বলেই মনে হয়েছে। আমি মানুষ হিসেবে মুনার মতো অসাধারণ হয়তো নই, কিন্তু সব সময় খুব সাধারণ একটা মানুষ হিসেবেই থাকতে চেয়েছি।



ছোট্ট বেলা থেকেই পরিবারের কঠিন শাসনে বড় হয়েছি, বন্ধু-বান্ধব বলতে হাতেগোনা ২/১ ছাড়া তেমন কেউ নেই। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করার আগেই "প্রবাস" নামক কঠিন জীবনে এসে পড়েছি। মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত হয়তো একটা লাইনে দাঁড়াতে পেরেছি এটাই যা ভরসা। অথচ এর মাঝেই কেঁটে গেলো প্রায় ৬টা বছর, চলতি পথে কত যে মানুষ দেখলাম। কিন্তু সেই মুনা-কে আর খুঁজে পাইনি। অপেক্ষার প্রহর গুণছি, সেই মুনা আসি আসি করেও আর আসেনি। আমি হতাশ নই, কিছুটা ক্লান্ত বৈ কি!



খুব হিসেব-নিকেশ করে চলা আমাদের জীবন আর রং মাঙানো এই পৃথিবীর অলি-গলি থেকে কখন যে মুনা নামের সেই মেয়েটা হারিয়ে গেছে, নিজেও জানিনা। তবে বিশ্বাস, সে কোথাও লুকিয়ে আছে। মুনা হারিয়ে যেতে পারেনা, কারণ মুনা-রা কখনোই হারায়না।



নাটকের শেষে যখন মুনা পড়ন্ত বিকেলে হেঁটে হেঁটে কোন এক নদীর কিনারে এসে দীর্ঘঃনিশ্বাস ফেলে, তখন হাত বাঁড়ায়ে বলতে ইচ্ছে করে,"মুনা, এইতো আমি"। আমার আজ আর আগামীর বেঁচে থাকা, তেমন কোন মুনার জন্যেই।

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪০

যে আছো অন্তরে বলেছেন: কোথাও কেউ নেই নাটকটা প্রায়ই দেখা হয়। মুনা-বাকের ভাই দুজনকেই খুব মিস করি। আপনার অপেক্ষার অবসান হোক।

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: হমম.. তেমন কোন একজনের জন্য অপেক্ষা করা যায় পুরো একটা জীবন।

২| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪০

এম. মিজানুর রহমান সোহেল বলেছেন:

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: তাতো কিছুটা হবেই... :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪০

অনিমেষ হৃদয় বলেছেন: জীবনে দুটো চরিত্রকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছি- কালবেলার মাধবীলতা আর কোথাও কেউ নেই এর মুনা। অতি সাধারণ দুটো চরিত্র, কিন্তু তবু কি অসাধারণ!

সুবর্ণার সেই দুর্দান্ত অভিনয়, কাঁদতে কাঁদতে "মাকে আমার পড়েনা মনে" কবিতাটা আবৃত্তি করা, সবকিছুর মধ্যেই কেমন যেন একটা মায়া মিশে ছিল। আর কোথাও কেউ নেই এর শুরুর মিউজিক এবং থিমটা... ওহ, এখনো পুরো নস্টালজিক হয়ে যাই চিন্তা করলে।

তবে আমি নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করি, কারণ আমার মনে হয় আমার মাধবীলতা বা মুনাকে আমি পেয়েছি। আমি নিজে অতি সাধারণ মানুষ, ঠিক এরকম কোন সাধারণ মেয়ের সাথে জীবনটা কাটিয়ে দিতে পারলেই আর কিছু চাইনা।

ভালো থাকবেন, শুভ কামনা। মুনা অবশ্যই কোথাও অপেক্ষা করছে আপনার জন্যেই, শুধু পাওয়ার অপেক্ষা।

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই আপনি অসম্ভব রকম ভাগ্যবান, বিন্দুমাত্র সন্দেহ নেই আমার। মন থেকে প্রার্থনা করি, আপনার মাধবীলতা সারাটাজীবন আপনার হয়েই থাক। তাকে আগলে রাখুন সবকিছুর বিনিময়ে হলেও। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার পরিবারের জন্য।

৪| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০৭

অনিমেষ হৃদয় বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ভালোবাসা রইলো আপনার পরিবারের জন্য।

এখনো পরিবার হয়নি ব্রাদার :#> :#> :#> দোয়া করুন যাতে হয়ে যেতে পারি... :) :)

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই দোয়া করছি আপনার জন্য।

৫| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৩২

ভিয়েনাস বলেছেন: মুনা চরিত্রটিকে অসম্ভব পছন্দ করতাম ।

আর আপনি এমন একজন মুনার খোজ পান সেই কামনা ।

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। প্রার্থনা করি, আপনার "কামনা" সত্যি হোক। অপেক্ষায় রইলাম।

৬| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৪৮

রিফাত হোসেন বলেছেন: ++

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১১

রোজেল০০৭ বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল।

ভালো থাকুন।

১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। প্রার্থনা করি, আপনিও ভালো থাকবেন।

৮| ১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৬

ভাওয়াল রাজা বলেছেন: ঐ নাটকের মুনা বাস্তবে নাই আছে খালি নামটা কোথাও কেউ নেই।

১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সুন্দর বলেছেন। তবে কেন যেন মানতে ইচ্ছে করেনা। তেমন কারো অপেক্ষাতেই থাকবো... যতটা সম্ভব।

৯| ১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৩

শায়মা বলেছেন: আমারও অনেক পছন্দ মুনাকে।

আর তোমার লেখাটাও অনেক অনেক ভালো লাগলো ভাইয়া।

১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: :) শুনে ভালোলাগলো। মুনাকে যতবার দেখি ততবারই নতুন করে আবিষ্কার করি। এ এক মহাকাব্য।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০১

মানবীরকস বলেছেন: ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: দেরীতে হলেও ধন্যবাদ সময় করে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.