নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

বন্ধ জানালা - শিরোনামহীন

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮


বাংলাদেশী রক ব্যান্ড শিরোনামহীনের তৃতীয় স্টুডিও এ্যালবাম যা ২০০৯ সালের ১৩ই এপ্রিল জি-সিরিজ মিউজিক লেবেল থেকে বাজারে আসে। এ্যালবামটির বিভিন্ন ট্র্যাকে এসরাজ ছাড়াও সিলভার ফ্লুট ও ট্রাম্পেটের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। দশটি ট্র্যাক দিয়ে সাজানো এই এ্যালবামটির বেশীরভাগ গানগুলোর গীতিকার ছিলেন জিয়াউর রহমান ও ইয়াসির তুষার। এ্যালবামটিতে এসরাজ বাজিয়েছেন একরাম, মৌমন। ভায়েলিন বাজিয়েছেন সুনীল চন্দ্র দাস (সুনীল দা), ট্রাম্পেটে ছিলেন মাধব দা, স্যাক্সোফোন বাজিয়েছেন এ্যান্ড্রু মরিস। বাঁশি বাজিয়েছেন শহীদ, জুবায়ের।

শিরোনামের ট্র্যাকটি সে সময়ে ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। পাশাপাশি "ভালোবাসা মেঘ", "পরিচয়" ও "বাংলাদেশ" ট্র্যাকটি যে কোন বাংলাদেশী ব্যান্ড সংগীতপ্রেমীর ভালোলাগবে বলেই আমার বিশ্বাস।

এ্যলবামটির সবগুলো গানের লিরিক্স সম্পাদনা শেষে প্রকাশনীতে সংরক্ষণের কাজ শেষ হলো।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিরোনামহীন আমার কাছে শেষ ব্যান্ড। এর পরের কোন ব্যান্ড আর শোনা হয়নি। বলতে গেলে ভালো লাগেনি। তবে তুহীন ভাই চলে যাওয়ার পর আর শিরোনামহীন শোনা হয়না।
শিরোনামহীন আমার লাইফের একটা পার্ট বলতে পারেন।

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: এভাবে ভাবাটা বোধহয় ঠিক নয়, যদিও সেটা একান্তই ব্যক্তিগত অভিমত। মনের বদ্ধ দুয়ার খোলা রাখুন, আরো অনেক কিছু জানার বা দেখার বাকি আছে। অন্যান্য ব্যান্ড দলগুলো এমনকি বিদেশী ব্যান্ড দলগুলোর গান শুনুন আরো অনেক কিছু নতুন করে ভালোলাগবে বলে আমার ধারনা। ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০৮

ককচক বলেছেন: শিরোনামহীনের গান ভালো লাগে। তাদের গানের কথাগুলো বেশ হৃদয়গ্রাহী...

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি আসলে একটু সেকেলে, এখনো অনেকটাই পুরোনোতেই আঁটকে আছি। সবার গানই শোনার এবং বোঝার চেষ্টা করছি। ধন্যবাদ।

৩| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

পুনশ্চ: আপনাকে মেইল পাঠিয়েছিলাম। জবাব পাইনি, স্প্যাম ফোল্ডার চেক করতে পারেন।

৪| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

মেহেদি_হাসান. বলেছেন: এই এ্যালভামের বুলেট কিংবা কবিতা গানটি আমার কাছে বেশি ভালো লেগেছে। শিরোনামহীন ব্যান্ডের সুন্দর সুন্দর গান আছে তবে মানুষ ওদের এই অবেলায় গানটাই চেনে।

বাংলা ব্যান্ডের গান ভালো লাগলে
শহরবর্তী
মেঘদল
সহজিয়া
এদের গান শোনার অনুরোধ রইলো, আশা করি ভালো লাগবে।

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: হুমম... দলটির নাম মনে হয় "শহরবর্তী" নয়, "শহরতলী" হবে। ও ব্যান্ডের প্রাক্তন দু'জন সদস্য গালীব ও বিদ্যুৎ দু'জনই আমার ক্লাসমেট এবং বন্ধু। ধীরে ধীরে সবার গানই শোনার এবং সংরক্ষণের ইচ্ছে আছে। ধন্যবাদ।

৫| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

মিরোরডডল বলেছেন:




শিরোনামহীনের তুহিনের গান ভালো লাগে ।
বন্ধ জানালা দারুণ !
ভালোবাসা মেঘ বেশি প্রিয় ।

তুহিন এখনতো আর এই ব্যান্ডে নেই ।
সব ভালো গানগুলোই তার কণ্ঠে ।







০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, জানা হলো। ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন:




শিরোনামহীনের হাসিমুখ অরিজিনাল গানটা ।
এই গান দিয়েই তুহিনকে চিনেছিলাম ।
এখন আর এরকম গান করেনা ।




০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম.. সিডিগুলো কালেক্ট করতে হবে ধীরে ধীরে। যদিও কিছুটা দেরী হয়ে গেছে...।

৭| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: পুনশ্চ: আপনাকে মেইল পাঠিয়েছিলাম। জবাব পাইনি, স্প্যাম ফোল্ডার চেক করতে পারেন।

আমি ইমেইলটা আগেই দেখেছি।
সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে।
এর পরে আবার কোন স্টেপ আসবে এই চিন্তায় আর এগোইনি।
এর পরের আর কি কি ধাপ আছে জানতে পারলে হয়তো সাহস পাই।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যাপারটা হলো, আমরা অফিসিয়ালি কলিগরা প্রতিদিনের যোগাযোগ রক্ষা করি "স্ল্যাকের" মাধ্যমে। আমি নিশ্চিত নই যে আপনার জন্য কোন পদ্ধতিটা সুবিধাজনক। বাংলাদেশে ক'জন বা কারা স্ল্যাক ব্যবহার করেন এ ব্যাপারে আমার ধারনাই নেই। মূলত একাউন্ট তৈরী করাটাই জরুরী। তবে কাজ বুঝিয়ে দেয়ার জন্য যোগাযোগ বা কথা বলা প্রয়োজন। ধন্যবাদ।

৮| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
হুম, আমি স্ল্যাক ব্যবহার করি না, কোনো ধারনা নেই।
সম্ভবতো বিষয়টি আমার জন্য সহজ হবে না।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: স্ল্যাক কঠিন কিছু নয়। কিন্তু যে কোন কাজ করতে গেলেই সেটা একটা প্রসেস এর মাধ্যমে যেতে হয়। কাজ না বুঝেতো আর কাজ করার কোন উপায় নেই। ধন্যবাদ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:৫৪

মেহেদি_হাসান. বলেছেন: হ্যাঁ, শহরতলী হবে। শহরতলীর সবগানই ভালো লাগে তবে জেলখানার চিঠি ও দেশমাতার কাছে চিঠি মন ছুয়ে গেছে।

০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভিন্ন প্রসঙ্গ: সাধক বাউল উকিল মুন্সৗ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন হুমায়ূন আহমেদের লেখা মধ্যাহ্ন -১ ও মধ্যাহ্ন-২ উপন্যাসে।

০৬ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: তথ্যের সূত্র প্রদানের জন্য ধন্যবাদ জানবেন। তবে উপন্যাস পড়ার মতো ধৈর্য্য বা সময় কোনটাই নেই। কত নম্বর পাতায় তথ্যগুলো পাওয়া যাবে জানতে পারলে উপকার হতো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.