নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচ.এম.পি.ভি.) সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। রোগের উপসর্গ অনেকটাই আমাদের পরিচিত সাধারণ জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস ঠিকমতো নিতে না পারা, গলা ব্যাথা, সর্দি, কাশির মতো হলেও এটি অনেকের জন্য মৃত্যুর কারণ হতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই যক্ষা, নিউমোনিয়া, হাপানি, ক্যানসার ইত্যাদি জনিত স্বাস্থ্যগত সমস্যা রয়েছে।
অস্ট্রেলিয়াগ বিগত তিন সপ্তাহ ধরে ক্রমাগতভাবে এ রোগে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। তিন সপ্তাহ আগে ৬৪৮ জন ব্যক্তির মধ্যে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেলেও তা বর্তমানে প্রায় ১২০০ এর বেশী রোগীতে ছড়িয়েছে। উল্লেখ্য যে, এই ভাইরাসটি ২০০১ সালে আবিষ্কৃত হলেও এখনো পর্যন্ত এর সরাসরি কোন প্রতিষেধক তৈরী হয় নি। সাধারণ জ্বর-ঠান্ডার মতোই এটি বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে বেশ ক'দিন স্থায়ী হওয়ার পর রোগী পুরোপুরি সেরে উঠতে পারেন তবে সবার ক্ষেত্রে তেমনটি নাও হতে পারে। ছোট বাচ্চা এবং বয়স্ক রোগীর ক্ষেত্রে এর প্রভাব গুরুতর হতে পারে। সুস্থ থাকতে তাই বাইরে থেকে বাসায় এসে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। যেখানে সেখানে কফ বা থুতু ফেলা এড়িয়ে গেলে এর সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই ভীত না হয়ে এখনই সচেতন হওয়া জরুরী।
তথ্যসূত্রসমূহ: উইকিপিডিয়া, এবিসি নিউজ, ডেইলি মেইল
ছবি কপিরাইট: নিউজ.কম.এইউ.
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: তপন দা.. হতাশ হবেন না। সচেতন থাকুন বাকিটা রাব্বুল আলামিনের হাতে ছেঁড়ে দিন। ধন্যবাদ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ধারনা বাংলাদেশেও ছড়াচ্ছে এই রোগটি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: সমস্যা হলো আমি দু'দিন ধরে হালকা জ্বরে ভুগছি। কিছুটা শরীর ব্যাথা, এছাড়া তেমন কোন সমস্যা দেখছি না। বেশী সমস্যা হলে হসপিটাল চলে যাবো। হাসপাতাল বাসা থেকে দুটো ব্লক দূরেই। আপাতত আইসোলেশনেই আছি। বাংলাদেশে এটি আমদানি হলেও দ্রুত ছড়াবে বলে আমার ধারনা। ধন্যবাদ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
জুন বলেছেন: এমন উপসর্গে আক্রান্ত আমার বেশ কিছু পরিচিত জন, ডেংগু ভেবে টেস্ট করে দেখে নেগেটিভ, কিন্ত এই জ্বর সর্দি কাশি থেকে রেহাই পাচ্ছে না সাত আট দিনেও সাথে অসম্ভব দুর্বলতা।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: সতর্ক থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিশেষ করে যদি আপনি কারো মাঝে উপসর্গ দেখতে পান। নিয়মিত হাত ও মুখ পরিষ্কার রাখুন আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কিছুটা ভাগ্যও জড়িত আছে নিশ্চিতভাবে। ধন্যবাদ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭
করুণাধারা বলেছেন: আমি ছয়মাস পর পর ডাক্তারের কাছে যাই কোলেস্টেরলের জন্য। এবার দেখি তার অ্যাসিস্ট্যান্ট একটা সিল মেরে দিল দুটো ভ্যাকসিন দেবার জন্য। ডাক্তার বললেন, একটা ইনফ্লুয়েঞ্জা আর একটা নিউমোনিয়ার, অবশ্যই এগুলো দিয়ে নেবেন। আমি ভাবলাম শুধু শুধু কেন ইনজেকশন নিতে যাব। নেইনি তাই। এখন মনে হচ্ছে এই ধরনের কিছু হচ্ছে দেখেই ডাক্তার সাবধানতার জন্য সবাইকে এইটা নিতে বলেন। আপনার পোস্ট পড়ে ভাবছি এটা নেয়া দরকার।
অনেক ধন্যবাদ এই পোষ্টের জন্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আমিও ভাবছি গিয়ে ফ্লু শট নিয়ে আসবো। মনে করিয়ে দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪
শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: সচেতনতার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ই লাগে।
আল্লাহ আমাদের হেফাজত করুন
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আমিন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
মিরোরডডল বলেছেন:
কি জ্বালা! একটা যায়, তো আরেকটা আসে।
ভালো থাকতে হলে সতর্ক থাকা আর মেইনটেইন করার কোন বিকল্প নেই।
টেইক কেয়ার ইফতি।
সবাই ভালো থাকুক।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা ভাইরাস আগামীতেও আরো ইভলভ করবে। সহসাই কোন সমাধান আসছে না, সচেতনতার অভাব নেই। ইউ টু।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই রোগের সংক্রামনকেই কী বলা হচ্ছে যে " ডিজিস এক্স " ?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: না, কারণ "ডিজিস এক্স" বলতে মূলত সে ধরনের রোগ-কে বোঝানো হচ্ছে যার প্রকৃত কারণ ও প্রতিষেধক মানুষ এখনো আবিষ্কার করতে পারে নি কিন্তু সংক্রমিত হলে তা ভয়াবহ রূপ ধারন করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংজ্ঞা দিয়েছিলো ২০১৭ সালে, সে দৃষ্টিকোণ থেকে নভেল করোনা ভাইরাসকে ও ডিজিস এক্স বলা যেত তবে সেটা আর এখন প্রযোজ্য নয় যেহেতু মানুষ ভাইরাস চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য প্রতিষেধও আবিষ্কার করে ফেলেছে। অস্ট্রেলিয়ায় যেটার সংক্রমণ বাড়ছে সেটার ভাইরাস প্রথম আবিষ্কার হয়েছিলো ২০০১ সালে যদিও এর প্রতিষেধক এখনো তৈরী করা সম্ভব হয় নি। ধন্যবাদ।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২
সোনাগাজী বলেছেন:
নিউইয়র্কে এসেছে?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা কম-বেশী এসেছে যদিও এখনো পর্যন্ত তেমন কোন রিপোর্ট চোখে পড়ে নি। তেমন সিরিয়াসলি সংক্রমিত না হলে প্রশাসন মুখ খুলবে না এ ব্যাপারে এটা নিয়ে আমার কোন সন্দেহ নেই। বর্তমান যুগে ভাইরাস ছড়াতে খুব বড়জোড় এক সপ্তাহ সময়ের বেশী লাগার কথা নয়। তাই আমার ধারনা এসেছে, অনেকেই হয়তো সংক্রমিতও হয়েছে তবে বেশীরভাগ ক্ষেত্রেই হয়তো অনেকেই সেরে উঠেছে। লাগাতার মানুষ না মরলে প্রশাসন ঘোষণা দেবে না। আপনার চারপাশের মানুষের মাঝে যদি জ্বর, ঠান্ডা-কাশি এই ধরনের উপসর্গ দেখতে পান, সাবধানতা অবলম্বন করুণ। আমি এখনো মাস্ক ব্যবহার করছি, ২০১৯ থেকে মাস্ক ছাড়ি নি। ধন্যবাদ।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৪
ফেনা বলেছেন: বড়রা যেমন তেমন ছোটদের বিষয়ে খুব সতর্ক থাকা উচিত।
ভাল পোষ্ট।
০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৯
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, সঠিক বলেছেন। ধন্যবাদ।
১১| ১৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
মিরোরডডল বলেছেন:
ইফতির স্কুলের কি অবস্থা? আর কিছু শেখানো হচ্ছে না, আই মিন বানান ঠিক করে দেয়া
এই ভিডিওটা দেখলাম।
এটা কোন সময়ের? ঢাকা শহরের রাস্তা এত খালি, মনে হচ্ছে করোনার সময়।
ভোকালটা ভালো লেগেছে।
১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.. সময় পাচ্ছি না, ছাত্ররা ক্লাস করছে (লিখছে) সময় করে পরীক্ষার (বানান চেক করা) রেজাল্ট দেয়া হবে।
হুম.. আমি ২০২১ সালের শেষ দিকে এসেছিলাম ছেলের আকিকাহ করানোর জন্য। তখন ফ্লাই করার আগে কোভিড টেস্ট রিপোর্ট দিয়ে বোর্ডিং হতে হতো তাই ফিরে আসার আগে টেস্ট করাতে হয়েছিলো। সাথে গো-প্রো ছিলো তাই দরকার না থাকার পরেও কিছুটা পায়চারি করেছি ভিডিও করার জন্য। রাস্তায় তেমন লোকজন দেখিনি। অনেক ধন্যবাদ সময় করে চ্যানেল ঘুরে আসার জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৬
শেরজা তপন বলেছেন: গতকাল পড়েছিলাম বিষয়টা নিয়ে পত্রিকায়। চিন্তার বিষয়। মরব কোন না ভাবে -দেখা যাক কি হয়...