নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরে আসলাম কারণ সামুরাই দিয়ে ব্লগিং হয় না

দুটি প্রজাতি কখনো বিবর্তিত হয় না। মগবাজারের ছাগু আর হয়রান ভাইয়ের তালগাছ।

প্রলাপ

প্রলাপ সত্যি, কারণ পাগল মিথ্যা বলে ন। (কমেন্ট ব্যান এবং সাধারণ :( )

প্রলাপ › বিস্তারিত পোস্টঃ

য ফলা আকার দিয়া অ্যা লিখতে আর ভাল্লাগেনা!

২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০

বাংলা ভাষায় বহুল ব্যাবহৃত স্বরধ্বণি 'অ্যা'। 'ও' বা 'এ' এর চেয়ে 'অ্যা' এর ব্যাবহার কোন অংশে কম নয়। তার ওপর ইংরেজি থেকে যে হাজার হাজার শব্দ প্রতিনিয়ত বাংলায় ঢুকছে তার একটি বড় অংশেই 'অ্যা' ধ্বনিটি রয়েছে। কিন্তু দু:খের বিষয় 'অ্যা' এর জন্য কোন আলাদা বর্ণ বাংলা বর্ণমালায় নাই। তাই কোন 'কার' ও নাই। অ্যা মূলত দুইভাবে লেখা হয়:



১. 'অ'+য ফলা+ 'আ-কার' দিয়া ('অ', 'য', 'আ' এগুলার সাথে 'অ্যা' এর কি সম্পর্ক মাথায় ঢোকে না)।

যেমন: ড়্যাব, অ্যানালাইসিস, ব্যাবহার, ব্যাবচ্ছেদ ইত্যাদি।



২. কাছাকাছি স্বরধ্বণি 'এ' এর জন্য নির্ধারিত বর্ণ দিয়া।

এক, একাদশ ইত্যাদি।



যতবার 'ড়্যাব' শব্দটা লিখতে যাই, ততবার মনে পড়ে 'অ্যা' এর বর্ণহীনতার কথা। আমার সিস্টেমে কেন যেন 'র' এর পরে 'য-ফলা' দেয়া যায় না। 'অ্যা' এর জন্য একটা বর্ণ আর একটা কার যোগ করতে সমস্যা টা কোথায়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @ লেখক: ব্যাবহার, ব্যাবচ্ছেদ শব্দগুলো বোধহয় ব্যবহার, ব্যবচ্ছেদ হবে , নয় কি ?

RAB (rapid action battalion) লিখতে গিয়ে গুগলে র‍্যাব দেয় না । সেক্ষেত্রে ড়্যাব না লিখে রেব (Reb) লিখলে কি ভালো হয় না ? মনে হয় সাধারণত বাংলা শব্দের শুরুতে "র‍্যা" উচ্চারণ থাকে না বলে গুগল এটা সাজেস্ট করছে না । random বুঝতে চাইলে টাইপ করতে হচ্ছে rendom - রেন্ডম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.