![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।
হ্যাঁ বিষয়টি গর্ব করার মতোই। বিশ্ববিখ্যাত এ সাইটের প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশী।বিষয়টি অন্যরকম প্রেরণার। বাঙালি পারে এবং পারবেন এরচেয়ে বড় উদাহরণ আর কি আছে।বাংলাদেশী বংশোদ্ভুত এ তরুণ প্রতিষ্ঠাতার নাম জাভেদ করিম। যদিও জাভেদ করিমের জন্ম জার্মাানিতে, কিন্তু তার বাবা নাইমুল করিম একজন খাঁটি বাঙালি। তিনি একসময় কাজের জন্য পারি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিয়ে করেন সেখানেই। জার্মান বশোদ্ভূত নারী ক্রিষ্টিয়ান করিমকে। তাদেরই প্রথম সন্তান জাভেদ করিম। ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজে মনোযোগী জাভেদ। তিনি পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলভিং ড্যাড পাজল, থ্রিডি স্প্রিং সিমুলেশন, রোবটিক ওয়েবক্যাম, রেডিওসিটি ইনজিন, রে-ট্রেসার, লাইফ থ্রিডি, কোয়াক ২ মডেল ভিউয়ারসহ বেশকিছু প্রজেক্টর উদ্ভাবন করেন। পড়ালেখা করেন ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা-শ্যাম্পেইন এ। ২০০৫ সালে স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে স্নাতক ডিগ্রী লাভ করেন। গুগল যখন ইউটিউব কিনে নেয় তখন জাভেদ করিমের ৬৪ মিলিয়ন ডলারের ১৩৭৩৩৪ টি শেয়ার দেওয়া হয়। জাভেদ পরবর্তী সময়ে এই টাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে নিতে ব্যয় করেন।
©somewhere in net ltd.