![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। সাড়া দেশে অনেক ‘উৎসাহ-উদ্দীপনার’ সাথে পালিত হয়। শুধু আওয়মীলীগিই না ১৫ ই আগস্ট শোক দিবস পালন করে জামায়াত-শিবির ও কথিত অন্যান্য ইসলামিক চেতনাধারীরা। ভাবেছেন এ আবার কেমন কথা জামাতীরাও কি এরশাদের মতো ডিগবাজি খাইল না বি এন পি’র জন্মবিদবস পালন না করার মতো শুভবুদ্ধি উদয় হল? ঘটনার গভীরে যাওয়া দরকার।
না ! যেটা ভাবছেন সেটা না। জামাতীরা ডিগবাজী খায়নি বা তাদেরও কোন শুভবুদ্ধির উদয় হয় নি বরং তাদের যে বাঁকা রগ ছিল তাই আছে বহাল তবিয়তে। তারা শোকদিবস পালন করে ঠিকই কিন্তু বাঙ্গালি জাতীর জনকের মৃত্যু উপলক্ষে না বরং তাদের কোন নেতা কোন এক সময় বক্তব্য দেওয়ার পর রাস্তায় লোকজনের হাতে (জামায়াত শিবিরের মতে আওয়ামিলীগের তোফায়েল আহমদের নেতৃত্বে) মার খেয়ে আহত হয় ১২ ই আগস্ট। নাম তার আব্দুল মালেক। সে মারা যায় ১৫ ই আগস্ট। আর তার মৃত্যুতে জামায়াত শিবির ১৫ ই আগস্টের দিনকে স্মরণ করে রাখার জন্য পালন করে শোক দিবস যার নাম তারা দিয়েছে ইসলামি শিক্ষা দিবস । তারা এ দিনকে ইসলামি শিক্ষা দিবস হিসেবে পালন করে এজন্য যে, বলা হয় ১৯৬৯ সালের ১২ই আগস্ট দিনে তৎকালীন পাক্স্তানের শিক্ষা নীতি কি হবে এর উপর আলোচনায় আব্দুল মালেক সেকুলার শিক্ষার পরিবর্তে মৌলবাদী ধর্মীয় শিক্ষার উপর জোড় দিয়ে আলোচনা করেছিল। আর মৌলবাদি শিক্ষার উপর জোর দেওয়ার ফলেই তার করুণ পরিণতি। উল্লেখ্য তাদের ইতিহাসে আরও বলা হয় আব্দুল মালেক হল প্রথম শহীদ ইসলামী শিক্ষা অধীকার আন্দোলনে।
চেতনাহীনরা এরকম আরো অনেক দিবস পালক করে যা বাংলাদেশের মূল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে না। তাদের এ অবস্থার উন্নয়নে আগ্রীম ব্যবস্থা নেওয়ার আহবান রইল যথাযথ কর্তৃপক্ষের কাছে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোউক বাঙালি চেতনার।
১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: “কে কিভাবে শোক দিবস পালন করে,সেটা তার স্বাধীনতা” দ্যা ফয়েজ ভাই
কিছূদিন আগে এক হত্যাকাণ্ডের তদন্তে দেখা গেল যে সে পূর্ববর্তী একটি হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে দিবসটি পালন করেছিল কয়েকজনকে হত্যা করে। বা মজাই মজা।
স্বাধীনতার নামে আরও কত কি যে শুনতে হবে।
কয়েকদিন পর দেখা যাবে ট্যাংকের উপর উঠে নেচে নেচে শোক দিবস পালন করা হচ্ছে তখন কি হপে।
একজনের স্বাধীনতা মানে তো আরেকজনের স্বাধীনতা হরণ করা নয় তাই নয় কি?
।
২| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: huh!
১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: মো: হাসানূর রহমান রিজভী!
হুহ কোন ভাষার শব্দ তা আমার জানা না ই। কোন ভাষায় যদি থেকে থাকে পিলিজ আমাকে জানান নতুন একটা শব্দ শিক্ষা হইল কেমন!
০১২৩৪৫৬৭৮৯১০১১
৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,আপনার প্রতিউত্তরের জন্য।
প্রথমেই বলে রাখি,আপনি আমার কথাটা ঠিকভাবে ধরতে পারেন নি।আপনি ভালো করেই জানেন,জামায়াত বর্তমানে বিরোধী দল।
আমার মনে হয় না,এমন কোন বড় মনের মানূষ বর্তমানে রয়েছে,যে মন থেকে বিরোধীদলের নেতার জন্য আয়োজন করবে।
সুতরাং শোক দিবস পালনকে এড়ানোর জন্য তাদের একটা ইস্যু চাই।আর সেটাই হলো :শিক্ষা দিবস।
আমি বুঝতে চেয়েছি যে:তারা যদি শোক দিবস পালন করতে না চায়,তাহলে তাকে শোক দিবস পালনের জন্য বাধ্য করার কোন মানে নেই।অথবা তারা কেনো পালন করে না,সেটা নিয়ে মাতামাতির কোন কারণ নেই।
কারণ তারা কেনো উদযাপন করে না,সেটা সবারই জানা।
বিশেষ দ্রষ্টব্য :ভুলেও আমাকে কোন রাজনৈতিক দলের সমর্থক ভাববেন না।
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: দ্যা ফয়েজ ভাই ! "আপনি ভালো করেই জানেন,জামায়াত বর্তমানে বিরোধী দল" বা কত মৎকার কথাতো। আচ্ছা বলেন তো বর্তমান বিরোধীদলীয় নেতার নাম কি?
”বিশেষ দ্রষ্টব্য :ভুলেও আমাকে কোন রাজনৈতিক দলের সমর্থক ভাববেন না।” কেন বলূন তো যেখানে এরিষ্টটল বলেছিলেন মানুষ রাজনৈতিক জীব।
আপনি কি রাজনীতির বাইরে?
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আমি হয়তো বা আপনাকে বুঝতে পারিনি কিন্তু আপনার প্রতিও যদি আমার একই রকম অভিযোগ থাকে তবে এর সমাধান কি?
৪| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১
আকদেনিজ বলেছেন: ইন্টারেস্টিং তো। শোক দিবসে শিক্ষা বিষয়ক কোন কিছু চর্চা করা মন্দ না। যদি সেটা হয়ে থাকে ইসলামী শিক্ষা নিয়ে তাহলে তো আরও ভাল। শোক দিবসে বিরিয়ানি নিয়ে কাড়াকাড়ি করার চেয়ে ইসলাম বিষয়ক চর্চা নিয়ে থাকলে বরং যার জন্য শোক পালন করা হচ্ছে তাঁর আত্মা শান্তি পাবে।
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: আকদেনিজ# শোক দিবসে শিক্ষা বিষয়ক কোন কিছু চর্চা করা মন্দ না।
হু ভাই তয় কথা হইতাছে গিয়া বিজয় দিবসে স্বাধীনতা দিবস আয়োজন করা মন্দ না।
৫| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
গিরি গোহা বলেছেন:
অাপনার লেখায় একজন পাঠ হিসেবে অামার কাছে একটি মারাত্মক ভুল ধরা পড়েছে।
অাপনি লিখেছেন সারা দেশে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শোক দিবস পালিত হচ্ছে। অাপনার এই কথার অামি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শোকদিবসকে অাপনি কখন উৎসবের সাথে তুলোনা করতে পারেন না। এটা ঠিক না
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: গিরি গোহা ##
”অাপনার লেখায় একজন পাঠ হিসেবে অামার কাছে একটি মারাত্মক ভুল ধরা পড়েছে”
প্রথমে ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আসার জন্য।
আবারও ধন্যবাদ দিব যদি লেখাটি আবার পড়েন।
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: ‘উৎসাহ-উদ্দীপনার’
আপনার যে শব্দটা নিয়ে আপত্তি তা খেয়াল করলেই দেখবেন এটাতে আমারও আপত্তি আছে। আর এ জন্যই তো আমি কমা দিয়ে আলাদা করে রেখেছি। তবে বর্তমান বাংলাদেশে শোক দিবস পালনের নামে যা হয় তা তো অনেকটা দুখের পরিবেশ নয় বরং মনে হয় সুখের অনুষ্ঠান পালিত হচ্ছে!
৬| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,সরাসরি বলি।আমি সেইই বিরোধী দলের নেতার নাম জানি না।যদিও এখানে এই প্রসঙ্গ আসার কথা না।আপনি জিগ্যেস করাতেই বলেছি।ইচ্ছে করলেই সেই নেতার নাম আমি,জেনে এসে আপনার কমেন্ট করতে পারতাম।কিন্তু যেই বিষয়ে ইন্টারেস্ট নেই,সেই বিষয়ে দাপট দেখানোর ইচ্ছে
আপনি কি এই বিষয়ে দ্বিমত যে,জামায়াত বর্তমান বিরোধী দল নয়???
এরিষ্টটল বলেছেন:মানুষ রাজনৈতিক জীব।এমন কোন উক্তি আমি জীবনেও শুনি নি।কিন্তু আমি একথা বলছি না,যে এরিষ্টটল এই উক্তি করেন নি।হয়ত আমি এই উক্তি শুনি নি।
দেখুন,এরিষ্টটল বলেছে,তাই বলে আমি রাজনৈতিক জীব হয়ে গেলাম।এমন তো কথা নেই।
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: দেখুন আমিও সরারি বলি- জামায়াতে ইসলামী বর্তমান বিরোধী দল হতে পারে না। যদি জামায়াত ই হবে বিরোধী দল তহলে রওশান আপার জাতীয় পার্টি যাবে কোথায়। আর তার উপর বি এন পি তো আছেই।
আরে ভাই রাজনীতি বলতে কি আপনি শুধুমাত্র দলাদলীকে বুঝেন? থাক আপনার রাজনীতি .........দরকার নেই।
৭| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
গিরি গোহা বলেছেন: অনেক ধন্যবাদ উত্তরের জন্য
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: ঠিক আছে আপনাকে আর আমি ধন্য(বাদ) দিলাম না দিলাম ধন্য(যোগ) আর তা পছন্দ না হলে আপনাকে দিলাম Thanks.
৮| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বিরোধী কেনো হতে পারে না,জানতে পারি???
আমি যা জানি,গতবার তারা বি এন পি এর সাথে একজোট হয়ে নির্বাচন করে।
সেই অনুযায়ী তারা বিরোধী দলের সহায়ক অথবা সরাসরি বিরোধী দল।এখন যদি তারা বিএনপি হতে বেড়িয়েও যায়,তবুও তাদের অস্তিত্ব এখনো যায় নি।তাই বলতে পারি, যেহেতু তারা এখনো সক্রিয় এবং ক্ষমতায় নেই,সুতরাং স্বাভাবিক ভাবেই তারা বিরোধী দল।
আমি রাজনীতি করি না,কারণ সেই বয়সস আমার এখনো হয় নি।যদিও আমার সাথের অনেকেই রাজনীতিতে সক্রিয়।
দশম শ্রেণীর ছাত্র হিসেবে আমার রাজনীতির "র"ও বুঝার কথা নয়।তাই আমি রাজনীতিতে নেই।
রাজনীতি বলতে আমি দলাদলি ছাড়া অন্যকিছু বুঝি।কিন্তু,আপনিই বলুন,বর্তমানে রাজনীতিতে এই দলাদলি ছাড়া কিই বা রয়েছে???
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: দ্যা ফয়েজ ভাই্ # দশম শ্রেণীর ছাত্র হিসেবে আমার রাজনীতির "র"ও বুঝার কথা নয়।তাই আমি রাজনীতিতে নেই।
রাজনীতি বলতে আমি দলাদলি ছাড়া অন্যকিছু বুঝি।কিন্তু,আপনিই বলুন,বর্তমানে রাজনীতিতে এই দলাদলি ছাড়া কিই বা রয়েছে???
আপনি দশম শ্রেণিতে পড়েন তাই আপনি বুঝেন না আর আমি পঞ্চম শ্রেণির লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে বলছি আমি রাজনীতিতে আছি আর আমার সাথে অকেকে রাজনীতিতে নেই। তবে মনে রাখবেন রজনীতিতে দলাদলি ছাড়া অনেক কিছু আছে। বিস্তারিত আর নাই বললাম..........।
৯| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
নীলাকাশ ২০১৬ বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৭
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: ছবিটির তথ্যসূত্র উল্লেখ করুন প্লিজ।
আর হ্যা আপনিও কি ইসলামী শিক্ষাদিবস পালনকারীদের দলে?
১০| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,ব্যাকবেঞ্চার হিসেবে আমি খেতাবপ্রাপ্ত। কিন্তু ব্রিলিয়ান্ট হিসেবে নই।এই দিক দইইয়ে আপনি আমার চাইতে এগিয়ে।
আমি,একথা বলছি না,রাজনীতিতে দলাদলি ছাড়া কিছু নেই।দলাদলি ছাড়াও অনেক কিছু রয়েছে,তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার ক্ষুদ্র জ্ঞান এটাই বলে:রাজনীতিতে দলাদলি ছাড়া আর কিছুই নেই।
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: তবে যাই বলেন ভাই জামাতীদের মধ্য আন্ত:কোন্দল নেই গ্রুপিং নেই এ ব্যপারে আপনি আমার সাথে একমত হবেন নিশ্চই?
১১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,আমি প্রথমেই বলছি।রাজনীতি সম্পর্কে আমার ধারনা খুবই কম।আর কোন দলল সম্পর্কে কোন কথা বলার আগে তাদের সঙে মেলামেশা উচিৎ, তাদের সম্পর্কে জানা উচিৎ।
আমি দুটির একটিতেও নেই।তাই একমত নাকি দ্বিমত সেটা সঠিকভাবে বলতে পারছি না।
কিন্তু আমার আশেপাশের ঘটনা সম্পর্কে অল্প কিছু জ্ঞান দ্বারা বলতে পারি,আপনি হয়ত সঠিক কথাই বলেছেন।
১২| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪
arefin786 বলেছেন: শেখ মুজিব মারা যাওয়ার আগে থেকেই ইসলামী শিক্ষা দিবস চলে আসছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কে কিভাবে শোক দিবস পালন করে,সেটা তার স্বাধীনতা।
আমি একজন ছাত্র হিসেবে বলছি,
আজ শোক দিবস উপলক্ষে স্কুলে ৮:০০টায় অনুষ্ঠান ছিল।কিন্তু গিয়ে দেখলাম মাত্র হাতে গোণা কয়েকজন ছাত্র উপস্থিত ছিল।
জানতে পারলাম,তারা ঘুমিয়ে কাটিয়েছে সকাল।
এবার কি বলবেন???
জাতীয় শোক দিবস:
ছাত্ররা কিভাবে শোক পালন করে????!!!!!