নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রজা-পতি

প্রজা-পতি › বিস্তারিত পোস্টঃ

গ্রাম বাংলার বিয়ের ছড়া গীত!

২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৪





১.

পুকুরেতে পানি নাই

পানা কেন ভাসে,

যার সাথে কথা নাই

সে কেন হাসে।



২.

ইটের উপর ইট,

বউ দেখে বর ফিট।



৩.

তেঁতুল গাছে তেঁতুল পাতা,

তেঁতুল বড় টক,

তোমার সাথে প্রেম করিতে

অামার বড় শখ।



৪.

গাছটা হইল সবুজ বন্ধু

ফুলটা হইল লাল,

তোমার অামার ভালবাসা

থাকবে চিরকাল।



৫.

যাও পাখি বল তারে,

সে যেন ভুলে না মোরে।



৬.

ফুল ফুটে ঝরে যায়,

দুনিয়ার রীতি,

তুমি বন্ধু দুরে যাও,

রেখে যাও স্মৃতি।



৭.

গাছের পাতা নড়ে চড়ে,

তোমার কথা মনে পড়ে।



৮.

অাইলোরে দামান বুঝি

অাসমানেরও তারা,

বিছাইয়া বিছাইয়া গো দাও

শাইল ধানের নাড়া।

দামান বও দামান বও।



অাওরে দামান কওরে কথা

খাও রে বাটার পান,

যাইবার যদি চাওরে দামান

কাইটা রাখুম কান।

দামান বও দামান বও।



(সংগৃহিত)



আপনাদের জানা ছড়া গীত ও শেয়ার করতে পারেন।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৭

ময়নামতি বলেছেন: ভাল লাগল।

২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৪

প্রজা-পতি বলেছেন: ধইন্যবাদ। :)

২| ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫২

সুহাসলেলিন বলেছেন: প্রিয়তে রাখলাম।
আমার মা অনেকগুলো জানতেন, কিন্তু উনি যে বেঁচে নেই।
শেষবার আমার মেজোভাইয়ের বিয়েতে আমার খালাদের সাথে গীত গাইছিলেন, যখন আমি দেশে ছিলাম।

মা, মা, মা-গো...

২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৫

প্রজা-পতি বলেছেন: :( মা, মা, মা-গো...

৩| ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৫

নামেকি আসেযায় বলেছেন: ময়নামতি বলেছেন: ভাল লাগল।

২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৭

প্রজা-পতি বলেছেন: আপনার লাগে নাই :(

৪| ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৭

চাঁদের অক্ষমতা বলেছেন: যাও পাখি বল তারে,
সে যেন ভুলে না মোরে।



কৃষ্ণ কলি কি এখান থেকে কপি করছে !!!!!!!!!!


২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৩৩

প্রজা-পতি বলেছেন: কি জানি :)। তবে এ সব তো লোক গীতি। কাজেই বিভিন্ন রূপে ছড়াইয়া আছে।

৫| ২৭ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৫

তানভীরসজিব বলেছেন: ওরে ছেলে কার ছেলে
পথে বসে কাদছিলে
যদি তোমার মা থাকত
কোলে তুলে কি লইতনা ?

এটা আমার নানুর থেকে শুনা

২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৩৪

প্রজা-পতি বলেছেন: ধন্যবাদ, কিন্তু এইটা কি বিয়ের ছড়া!

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৩

রাকি২০১১ বলেছেন: একটি ডালে দুইটি গোলাপ,
একটি গোলাপ লাল।
তোমার আমার ভালবাসা,
থাকবে চিরকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.