![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভ্র দিয়ে লেখালেখি করি তা প্রায় অনেক দিন হয়ে গেল। এ সময়ের পুরোটাই লেখালেখি করেছি ফোনেটিক দিয়ে। ফোনেটিক টাইপিং নিঃসন্দেহে টাইপিং এর জন্যে ভাল উপায় কিন্তু সমস্যাও একেবারে কম নয়। তাই হঠাৎ একটা সময় মনে হল একটা ফিক্সড লেআউট কিবোর্ডে টাইপিং শিখে নিলে কেমন হয়! কেননা সবচেয়ে দ্রুত গতিতে টাইপিং এর জন্য ফিক্সড লেআউট কিবোর্ডে টাইপিং এর বিকল্প নেই। সাথে সাথেই গবেষনা শুরু করে দিলাম। অভ্র’র সাথে যেসব ফিক্সড লেআউট কিবোর্ড থাকে সগুলো হচ্ছে- অভ্র ইজি, বর্ণনা, মুনির, জাতীয় আর প্রভাত। অভ্র ইজি কিবোর্ড শিখতে ইজি হবে ধরে নিয়ে শেখা শুরু করলাম। শেখার জন্য আধাঘন্টা সময়ও খরচ করলাম। কিন্তু কিছুতেই বাগে আনতে পারলাম না। ফিক্সড লেআউটের জন্য অভ্র’র সাথে যে হেল্প ফাইল আছে সেটা খুলে দেখা গেল সেখানে লেখা আছে সবচেয়ে সোজা হবে বর্ণনা কিবোর্ড। লেআউট দেখে বর্ণনা কিবোর্ড অভ্র ইজি’র চেয়ে অনেক ইজিও মনে হল। যারা ইংরেজি টাইপিং ভাল পারেন আর তার সাথে অভ্র ফোনেটিক দিয়ে লেখালেখি করে অভ্যস্ত তারা মাত্র আধাঘন্টা সময় দিলেই খুব সহজে এই কিবোর্ড শিখে নিতে পারবেন। কেননা বর্ণনা কিবোর্ডের সাথে ফোনেটিক টাইপিং এ ব্যবহৃত কীগুলোর অনেক অনেক মিল। কেবল বাকি কয়েকটা কী (key) মুখস্ত করে নিলেই কিছুক্ষণের মাঝেই বর্ণনা কিবোর্ডে লেখালেখি করা সম্ভব। আর এ লেখাটি ফিক্সড লেআউটে টাইপিং করা আরো সহজ করে দেবে। প্রথমে দেখে নেয়া যাক ফোনেটিকের তুলনায় ফিক্সড লেআউট কিবোর্ডে টাইপিং এ কী কী সুবিধা পাওয়া যায়-
১. প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা keystroke অনেক কম লাগে। দ্রুত টাইপিং করতে চাইলে ফিক্সড লেআউট কিবোর্ডে টাইপিং এর বিকল্প নেই। একটা উদাহরণ দেয়া যাক। ফোনেটিকে ‘আসল’ শব্দটি লিখতে হলে লিখতে হবে এভাবে- a + s + o + l । অর্থাৎ ৪টি কী চাপতে হবে। মাঝখানে o না দিলে স আর ল মিলে যুক্তাক্ষর হয়ে যাবে। কিন্তু ফিক্সড লেআউট টাইপিং এ লিখতে চাইলে- a + s + l । ব্যস হয়ে গেল!
২. ফোনেটিকে কিছু অক্ষর লিখতে অনেক কী প্রেস করতে হয় (যেমন: ধ লিখতে- Shift + D + h বা Dh) সে তুলনায় ফিক্সড লেআউটে সব অক্ষরের জন্য নির্দিষ্ট কী (Y) রয়েছে, এতে করে সময় অনেক কম লাগে।
২. ফোনেটিক টাইপিং এ কোন শব্দের পরে স্পেস দিয়ে দিলে পরে সেটা এডিট করা এক মহা যন্ত্রণার কাজ বিশেষত যদি যুক্তাক্ষর থাকে। ফিক্সড লেআউট টাইপিং এ সমস্যা নেই। শব্দগুলো এডিট করা তুলনামূলক অনেক সহজ। যেহতু একটি কী প্রেস করলে নির্দিষ্ট অক্ষর লেখা হয় তাই এক্ষেত্রে বিড়ম্বনা কম।
৩. যে কোন একটা ফিক্সড লেআউট কিবোর্ড শিখে নিলে ফোনেটিকের এক ভার্সন থেকে আর এক ভার্সন এর পরিবর্তন নিয়ে মাথা ঘামাতে হবে না। অর্থাৎ এক ভার্সন থেকে পরের ভার্সনের পরিবর্তন এর সাথে অভ্যস্ত হতে হবে না।
ফিক্সড লেআউট টাইপিং শুরু করবার আগে যে সেটিংসগুলো দেখে নিতে হবে-
১. অভ্রতে টাইপিং স্টাইল ‘Modern Typing Style’ সিলেক্ট করে নিতে হবে।
২. ‘Automatic Vowel Formatting’ অন করে নিতে হবে।
এখন দেখে নেয়া যাক ফিক্সড লেআউট টাইপিং এর বেসিকগুলো:
১. স্বরবর্ণ লেখার ক্ষেত্রে ‘অ’ সরাসরি কিবোর্ডে আছে (Shift + A)। বাকিগুলোর ক্ষেত্রে লিংক কী চেপে সংশ্লিষ্ট কার বা মাত্রা দিয়ে সেই স্বরবর্ণ লিখতে হবে। যেমন: ও লিখতে- লিংক কী + O । তাছাড়া ‘Automatic Vowel Formatting’ সিলেক্ট করা থাকলে কোন শব্দের শুরুতে কিংবা কোন স্বরবর্ণের পরে কিংবা কার বা মাত্রার পরে (যেমন: আমরাও) লিখতে লিংক কী চাপতে হবে না।
২. আগেই বলেছি ফিক্সড লেআউট টাইপিং এ দুটি ব্যঞ্জনবর্ণ পরপর লিখলে যুক্তাক্ষর হয় না। সুতরাং দুটি ব্যঞ্জনবর্ণের যুক্তাক্ষর লিখতে চাইলে ব্যঞ্জনবর্ণ দুটোর মাঝে লিংক কী অর্থাৎ হসন্ত (্ বা H) ব্যবহার করতে হবে।
৩. আবার একই ভাবে ব্যঞ্জনবর্ণের পরে কার না দিয়ে স্বরবর্ণ লিখতে চাইলেও লিংক কী ব্যবহার করতে হবে। (যেমন: রইল লিখতে- র + লিংক কী + ই + ল)
৪. যেহেতু হসন্ত লিংক কী হিসেবে কাজ করে, সেহেতু দুটি ব্যঞ্জনবর্ণের মাঝে হসন্ত দিতে চাইলে লিংক কী বা হসন্ত দুইবার চাপতে হবে। যেমন: ক্ক লিখতে- ক + লিংক কী + লিংক কী + ক।
৪. য-ফলা, র-ফলা এবং ঋ-কার কিবোর্ডেই দেয়া আছে। তাই এগুলো লিংক কী + য/র/ঋ অথবা সরাসরি লেখা যায়।
ফিক্সড লেআউট এ টাইপিং করতে অভ্র’র ড্রপ ডাউন মেনু থেকে Bornona সিলেক্ট করে নিয়ে টাইপিং শুরু করলেই হল! এখন দেখে নেয়া যাক বর্ণনা কিবোর্ডের লেআউট-
উপরের ছবি থেকে বোঝা যাচ্ছে বর্ণনা কিবোর্ডের S, D, F, U, E, G, C, N, M, T, I, J, K, L, P কীগুলোর কাজ একেবারেই ফোনেটিকের মতন। বাকি রইল কেবল অন্য অক্ষরগুলো মুখস্ত করে নেয়া।
বর্ণনা কিবোর্ডের সাথে ফোনেটিকের কীগুলোর প্রায় ৭০% মিল আছে। তারপরেও ফোনেটিকে লিখতে অভ্যস্ত হলে যে কী গুলো সমস্যা হতে পারে সেগুলো হচ্ছে-
অ: ফোনেটিকে অ লিখতে O ব্যবহার করা হয়। কিন্তু বর্ণনা কিবোর্ডে লিখতে হলে- Shift + A ।
য়: ফোনেটিকে Y দিয়েই য় লেখা যায় কিন্তু বর্ণনা কিবোর্ডে ‘য়’ লিখতে হলে Shift + B প্রেস করতে হবে।
হ: বর্ণনা কিবোর্ডে H লিংক কী হিসেবে ব্যবহার করা হয়। তাই ‘হ’ লিখতে Shift + H প্রেস করতে হবে।
ধ/থ: বর্ণনা কিবোর্ডে ‘ধ’ লিখতে Y এবং ‘থ’ লিখতে Shift + Y প্রেস করতে হবে।
দাড়ি (।): ফোনেটিকের মত বর্ণনা কিবোর্ডে সরাসরি দাড়ি দেয়া যায় না। দাড়ি লিখতে- Shift + L।
ফোনেটিকের একটা বড় সুবিধা পাওয়া যায় যুক্তাক্ষর লেখার ক্ষেত্রে। ফোনেটিকে যুক্তাক্ষর লিখতে কোন কোন অক্ষর মিলে যুক্তাক্ষর গঠন করে তা জানতে হয় না। কিন্তু ফিক্সড টাইপিং এর ক্ষেত্রে তা জানতেই হয়। এটা এক দিক দিয়ে সুবিধাই বটে! যুক্তাক্ষরগুলো সম্পর্কে সঠিক ধারণা হয়ে যায় (অন্তত আমি ফিক্সড লেআউটে টাইপিং শেখার আগে অনেক যুক্তাক্ষরের গঠন জানতাম না)। টাইপিং এর সময় যে যুক্তাক্ষরগুলো মোটামোটি সবসময় প্রয়োজন হয় সেগুলো নিচে দিয়ে দিলাম-
ক্ষ = ক + লিংক কী + ষ (ক্ষেত্র)
ঞ্জ = ঞ + লিংক কী + জ (ব্যঞ্জনবর্ণ)
হ্ন = হ + লিংক কী + ন
হ্ণ = হ + লিংক কী + ণ
হৃ = হ + ৃ (ব্যবহৃত)
* বাংলা ভাষায় ব্যবহৃত প্রায় বাকি সব যুক্তাক্ষর এর বিস্তারিত গঠন আছে অমিক্রন ল্যাবের এই হেল্প ফাইলটিতে।
** এর মাঝে অমিক্রন ল্যাব ঘোষণা করেছে এ মাসের শেষ দিকে অভ্র ৫ এর বেটা ভার্সন রিলিজ দেবার। তাই সময় থাকতে থাকতে বাংলা ফিক্সড লেআউট টাইপিং শিখে নিন! কেননা অভ্র ৫ এ ফোনেটিকের জন্য আরো অনেক সুবিধা যোগ হচ্ছে বলে গুজবে প্রকাশ। এর মাঝে শিখে না নিলে হয়ত আর কোনদিনই শেখা হবে না!!!!
*** প্রথম ছবিটি অভ্র ৫ এর স্প্ল্যাশ স্ক্রিন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১
একজন আমি বলেছেন: আমি তো বিজয় লে আউটে লেখি
১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪১
কোর আই সেভেন বলেছেন: বিজয় লেআউটে অভ্যস্ত হলে তো আর কোন কিবোর্ড শেখার দরকার নেই। যারা ফোনেটিকে লিখেন কিন্তু ফিক্সড কিবোর্ড এও লিখতে চান তাদের জন্য এই পোস্ট।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৬
জিসান শা ইকরাম বলেছেন: দেখতে হইব । পরে দেখুম ।
প্রিয়তে রাখলাম।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫২
এস এইচ খান বলেছেন:
ভাল পোস্ট।
ধন্যবাদ শেয়ারের জন্য।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৪
টেকি মামুন বলেছেন: একটু ভূল করেছেন আপনি ইউনিবিজয় শিখলে সবচেয়ে ভালো হতো কারণ ইউনিবিজয় আর বিজয় একই তাই বাইরে কোথাও টাইপিং করতে গেলেও কোন সমস্যা হতোনা ।একই ঢিলে দুই পাখি ।আর অভ্রর পুরাতন নতুন সব ভার্সনেই ইউনিবিজয় ব্যবহার করা যায় ।
১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৩
কোর আই সেভেন বলেছেন: কোনটা ভাল হত সেটা বিচার করা এ পোস্টের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সহজে একটা ফিক্সড লেআউটের কিবোর্ড শেখাটা। যারা ফোনেটিকে টাইপ করেন তাদের জন্য ইউনিবিজয় শেখা অনেক কঠিন। ফোনেটিকে টাইপিং এর নানা সমস্যা আছে। যারা ফোনেটিকে টাইপ করতে পারে তাদের জন্য সহজে ফিক্সড লেআউট টাইপিং শেখার জন্য বর্ণনা কিবোর্ড শেখা অনেক সোজা হবে।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৬
বাংলাপ্রতিদিন বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
কালীদাস বলেছেন: কংগ্রেটস, ম্যান! ভাল কাজ করেছ বন্ধে!
১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৬
কোর আই সেভেন বলেছেন:
বন্ধে বাসায় কাজ কাম নাই তাই শিখেই ফেললাম!!!
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৩
বিবেক বিবাগী বলেছেন: আমার তো ইউনিজয়টাই ভালো লাগে, আসলে অভ্যস্ত হবার ব্যাপার, নতুন কারো কাছে কিন্তু ইউনিজয়টা কঠিন লাগে, এর চেয়ে বোধ হয় বর্ণনা লে-আউট টাই ভালো, পোস্ট পড়ে যা বুঝলাম...। আচ্ছা, একটা কথা, "বর্ণনা" লে-আউটের আবার কোন ব্যবসায়ী কাগু আছেন নাকি, ছিন্তার ভিষয়।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১
সৌরদীপ্ত বলেছেন: আমার কাছে সোজা হচ্ছে প্রভাত লেআউট।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮
সৌরদীপ্ত বলেছেন: আচ্ছা র্যাম লিখেন কিভাবে ?
১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৮
কোর আই সেভেন বলেছেন: যে যেই কিবোর্ডে অভ্যস্ত...
র্যাম = র + য ফলা + আ কার + ম
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৬
সহজ পৃথিবী বলেছেন: আমি এখনও ভার্চুয়ালে আপনাদের একটা ভাষার হাজারটা টাইপিং ওয়ে আউট সৃষ্টির সৃজনশিলতার কারনে।
অথচ যখন কম্পিউটারে প্রথম হাত দিয়েছিলাম এবং ফিল করেছিলাম আমাকে টাংপিংটাকিছুটা জানতে হবে তখন তিনদিন পর ইংলিশ টাইপিং স্পীড পেয়েছিলা। তা দিয়ে এখও চলছে। অথচ দেখেন আমার মাতৃ ভাষাটার কি করলেন আপনারা ? আজও আমি ভার্চুয়ালে লিখি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৪
কোর আই সেভেন বলেছেন: দেখুন আপনি যা নিয়ে কথা বলছেন তা নিয়ে আলোচনার জন্য এই পোস্ট না। তারপরেও বলি, প্রথমত ভাষাটা আমাদের বলতে কি বুঝাতে চাইলেন সেটা পরিস্কার নয়। বাংলা ভাষাকে কি আপনার নিজের বলে মনে হয় না? আর হাজারটা লেআউট কিন্তু কারো উপর চাপিয়ে দেয়া হচ্ছে না। বরঞ্চ এটা সুযোগ করে দিচ্ছে পছন্দের এবং সহজ একটা লেআউট পছন্দ করে নেবার। এতগুলো লেআউট কিন্তু বাংলা ভাষাকে সহজ করে তোলার জন্য আমাদের প্রচেষ্টার কথাই তুলে ধরে। আপনি এতগুলো লেআউট সহজলভ্য থাকার পরেও এখনো ভার্চুয়ালে লিখেন সেটা একদিক থেকে আপনার শেখার সীমাবদ্ধতাই প্রকাশ করে, লেআউটগুলোর সমস্যা নয়। ধন্যবাদ।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:০৯
ঘুমরাজ বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৮
মাহমুদহাসান বলেছেন: দুস্ত............ফটকামি ছাইড়া তুমি টেকি হৈতাছ ক্যান???
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৪
কোর আই সেভেন বলেছেন: নেটের অভাবে ফটকামি পোস্ট দেওয়ার সুযোগ পাইতাসি না।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৭
কাশিফ বলেছেন: খন্ড ত কিভাবে লিখব?
১৫| ১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২৪
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ভাই, ফনেটিক এ এত অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর ফিক্সড ভাল লাগে না।
২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৫
কোর আই সেভেন বলেছেন: ফোনেটিক খারাপ নয়। বিশেষ করে অভ্র ৫ আসার পর তো আরো সোজা হয়ে গিয়েছে।
১৬| ২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: আমি বিজয় টাচ্ টাইপিং-এ অভ্যস্ত। এখন অভ্র ৪.৫.১ ব্যবহার করি। যেখানে ইউনিজয় আছে। বিজয় জানা থাকাতে এখানে অসুবিধা হচ্ছে না। আপনার জানা আছে বিজয়-ইউনিজয় প্রায় একই। শুনেছি অভ্র'র পরের ভার্সন গুলোতে ইউনিজয় নেই। যেমন, ৪.৫.৩ -তে। তাই ভয়ে আপডেট করছি না। এখন আমার উপায় কী? আপডেট করবো কিন্তু কোন ঝামেলা অর্থাৎ নতুন কোন কী-বোর্ড শিখতে হবে না - উপায় বাতলান, প্লিজ।
ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৯
কোর আই সেভেন বলেছেন: অভ্র'র সর্বশেষ ভার্সন হচ্ছে ৫। নিশ্চিন্তে ডাউনলোড করে ফেলুন। ৪.৫.১ আনইনস্টল করে ৫ ইন্সটল করুন। ইউনিজয় লেআউট স্বাভাবিকভাবেই থাকার কথা। আর যদি নাই থাকে, তাহলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে ডাবল ক্লিক করুন। হয়ে যাবে।
১৭| ২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: Allah Bless You, my friend.
২১ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৭
কোর আই সেভেন বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১১
মুভি পাগল বলেছেন:
আমার কাছে এখনও কাগুর লেআউটটাই সবচেয়ে সহজ মনে হয়
১৯| ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৪
মুমিন আহমেদ বলেছেন: bhaiya keyboard jbhabe bangla okkor deya ase shebhabe kamne likhbo??
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩০
আমি ভাল আছি বলেছেন: তাইলে তো শিখতে হয়। +