নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু মানুষের হাতে নাই - এ এক নিশ্চিত সত্য

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৫

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মানুষের সব কিছুর মূলে হার্ট। আমরা ততক্ষন জীবিত যতক্ষন আমাদের হার্ট চলবে। আমাদের হার্ট চলে কিভাবে? আমি মেডিকেল বা বায়োলোজির কেউ না। ইউটিউবে ঘাটতে ঘাটতে যা বুঝলাম আমাদের হার্ট- এর সব কার্য ক্রম শুরু হয় এস-এ নোড থেকে। এই বিশেষ সেল -এ ইলেক্ট্রিক পালস আসে - এবং সেই পালস থেকেই শুরু হয় আমাদের শরীরের সমস্ত কার্যক্রম। এই ইলেক্ট্রিক পালসটা ইনিশিয়েট হয় কোথা থেকে তা কেউ বলতে পারেনা। এটাই কি সেই সুপ্ত পথ ? যার কথা মহান আল্লাহ তায়ালা বলেছেন - "আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি" ?

আমার কথা হলো --- একজন মানুষ যতই আহত/ অসুস্থ হোক , তাকে যতই বোমা মেরে বা খুনিরা কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করুক সে মরবে না যতক্ষন না এস-এ নোডে সেই ইলেক্ট্রিক পালসটা আসতে থাকেব।

যেহেতু সায়েন্টিষ্ট রা জানেনা ইলেক্ট্রিক পালসটা কোথা থেকে আসে -তার মানে কোন মানুষই জানে না। আর কোন মানুষই যদি না জানে তাহলে কিভাবে একটা মানুষকে মানুষ মারতে পারবে? একটা মানুষ আর একটা মানুষকে ইচ্ছামত কুপাতে পারবে, গুলি করতে পারবে কিন্তু
এস-এ নোডে সেই ইলেক্ট্রিক পালসটা বন্ধ করতে পারবে না। এটা একমাত্র পারবে আল্লাহপাক । আল্লাহপাক ইলেক্ট্রিক পালসটা বন্ধ না করলে সে আহত অবস্থায় বেচে থাকবে।

অতএব মানুষকে ভয় না করে আল্লাহপাককে ভয় করা উচিত।

এস-এ নোড এর চমৎকার ভিডিও view this link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

অবনি মণি বলেছেন: এটা একমাত্র পারবে আল্লাহপাক । আল্লাহপাক ইলেক্ট্রিক পালসটা বন্ধ না করলে সে আহত অবস্থায় বেচে থাকবে। ঠিকই বলেছেন !

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: আপনি এত কম লেখেন কেন?

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: অতএব মানুষকে ভয় না করে আল্লাহপাককে ভয় করা উচিত। - ঠিক বলেছেন।
আরো লিখুন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

শামীম সরদার নিশু বলেছেন: ধন্যবাদ । অতি উত্তম পোস্ট ।
অবশ্যই মানুষকে ভয় না করে আল্লাহপাককে ভয় করা উচিত।

আমি ব্লগে নতুন, পাশে আছি, পাশে থাকবেন ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো পোস্ট। ধন্যবাদ বক।

আপনি একজন অত্যন্ত সিনিয়র ব্লগার। সম্ভবত সামুর শুরু থেকেই আছেন। কিন্তু মাত্র ৩ টা পোস্ট। ব্লগিং এ্যাক্টিভিটি খুবই কম। সিনিয়র ব্লগারদের লেখা পড়তে ভালো লাগে। দয়া করে আর একটু সক্রিয় হবেন কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.