![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র অভিবাসীদের সময়সীমা বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সিনেট ঐকমত্যে পৌঁছেছে যে, ২০১১ সালের ৩১ ডিসেম্বরের পর যেসব বিদেশি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে না। গতকাল শুক্রবার কংগ্রেসের একজন কর্মকর্তা এ তথ্য জানান।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় এক কোটি ১০ লাখ অভিবাসী ওই আইনের আওতায় কিছু শর্ত পূরণের মাধ্যমে বৈধ নাগরিক হওয়ার সুযোগ পাবেন। ওই কর্মকর্তা বলেন, তবে ২০১১ সালের ডিসেম্বরের পর যাঁরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকেছেন, তাঁদের জোরপূর্বক নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
কংগ্রেসের ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রে স্থিত হওয়ার জন্য সবারই বেশ কিছু সময়ের দরকার হয়। যদি আপনি অল্প কিছুদিন আগে অবৈধভাবে এ দেশে এসে থাকেন, তবে আপনি এখানকার নাগরিক হতে পারবেন না।’
চার ডেমোক্র্যাট ও চার রিপাবলিকান আইনপ্রণেতা আগামী মঙ্গলবার বিলটি কংগ্রেসে উপস্থাপন করবেন। এর পরদিন সিনেটের বিচারিক কমিটি আইনটি নিয়ে শুনানি শুরু করবেন। একটি সূত্র জানিয়েছে, আইনটি নিয়ে বেশির ভাগ বিতর্কিত বিষয়ের সুরাহা হয়েছে। তবে এখনো কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। বারাক ওবামার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে হিস্পানিক ভোটারদের অকুণ্ঠ সমর্থন ছিল। এর পর থেকেই অভিবাসনসংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে সাধারণ জনগণ ও আইনপ্রণেতাদের মধ্যে এক ধরনের সমর্থন বাড়ছিল।
রয়টার্স জানায়, ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্র অভিবাসনসংক্রান্ত আইনে ব্যাপক সংশোধনী এনেছিল। তবে আইনটি বিতর্কিত হয়ে পড়ে; কেননা, এই আইনের সুযোগ নিয়ে লাখ লাখ অভিবাসী অবৈধভাবে দেশটিতে ঢুকে পড়ে। একই সঙ্গে এর মাধ্যমে দেশটিতে বাইরের দেশের দক্ষ শ্রমিক না এসে অদক্ষ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে।
এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে। একই সঙ্গে এর মাধ্যমে অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীরা দেশটি থেকে বিতাড়িত হওয়ার যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন। ১৩ বছর ধরে যেসব অভিবাসী বসবাস করে আসছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন বলে নিশ্চিত হতে পারেন।
রয়টার্স আরও জানায়, এই আইনের ফলে যুক্তরাষ্ট্রে দক্ষ শ্রমিকের ভিসা দেওয়ার হার বেড়ে যাবে এবং অদক্ষ শ্রমিকদের আসা কমে যাবে।
©somewhere in net ltd.