নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

আর্থিক মন্দার কারণে হুমকির মুখে ইতালির ঐতিহাসিক নিদর্শনগুলি

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

অভাব-অনটনের কারণে ইতালি সংস্কৃতি খাতে বরাদ্দ এতোটাই কমিয়ে দিয়েছে যে ইউনেস্কো সে দেশের সরকারকে হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছে। সরকার জানিয়েছে, পম্পেই-এর মতো ঐতিহাসিক নিদর্শনের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেয়া হবে। সরকারি কোষাগারে টান পড়লেই সিদ্ধান্ত নিতে হয় কোন ক্ষেত্রে কাটছাঁট করা হবে। ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এমন বিষয়গুলি প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করেন নেতারা। ফলে নজর পড়ে অন্যান্য খাতের উপর। যেমন সংস্কৃতি। ইউরোপজুড়ে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে ইতালিতে সরকারি খাতে ব্যয় হ্রাসে বাধ্য হচ্ছে সরকার। সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে জনরোষও বাড়ছে। কিন্তু সরকার নানা রকম চেষ্টা করেও আর্থিক দুরবস্থা সামাল দিতে পারছে না। যে কারণে জীবনধারণের খাত প্রাধান্য পেয়ে সাংস্কৃতিক খাত অবহেলার শিকার হচ্ছে। আর তার ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটির রোমান যুগসহ বিভিন্ন সময়ের ঐতিহাসিক নিদর্শনসমূহ।

গান-বাজনা, নাটক-থিয়েটার এসবে কারো পেট ভরে না। অতএব অনুদান কমালে কিছু প্রতিবাদ সত্ত্বেও ভোটাররা তেমন রুষ্ট হন না। কিন্তু দেশটির নাম ইটালি হলে বিষয়টি অন্য মাত্রা পায় বৈকি। ইটালি মানেই সংস্কৃতি। সেই সংস্কৃতি শুধু ইটালি নয় গোটা ইউরোপে, গোটা বিশ্বেই সমাদৃত। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন। যেমন রোমের কলোসিয়াম থেকে শুরু করে রোমান যুগের পম্পেই নগরের ধ্বংসাবশেষ। কিন্তু এ সব মনুমেন্ট থাকলে সেগুলি রক্ষণাবেক্ষণও করতে হয় তার খরচও কম নয়। দেশের আর্থিক। দুর্দিনে সরকার তাই ব্যাপক মাত্রায় খরচ কমিয়েছে। সংস্কৃতিমন্ত্রী মাসিমো ব্রাই নিজে স্বীকার করেছেন, গত ৫ বছরে সংস্কৃতি বাজেট প্রায় দুই-তৃতীয়াংশ কমানো হয়েছে। ফলে ইউরোপের বাকি দেশগুলির তুলনায় সংস্কৃতির ক্ষেত্রে ইটালির সরকারি ব্যয় অনেক কমে গেছে। ইটালির সরকার বাজেটের মাত্র ১ দশমিক ১ শতাংশ সংস্কৃতির জন্য বরাদ্দ করা হয়েছে। আরেক সংকটগ্রস্ত দেশ আয়ারল্যান্ড একই খাতে ৭.৪ শতাংশ ব্যয় করে। স্পেনের ক্ষেত্রে এর মাত্রা ৩.৩ শতাংশ, ফ্রান্সের ক্ষেত্রে ২.৫ শতাংশ।

এমন অবস্থায় প্রমাদ গুনছে জাতিসংঘের সংস্কৃতি প্রতিষ্ঠান ইউনেস্কো। ইটালিতে তাদের জাতীয় কমিশনের প্রধান জোভানি পুলিয়িসি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশেষ করে পম্পেই নগরের সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রায় ২,০০০ বছর আগে অগ্ন্যুৎপাতের কারণে ঢাকা পড়ে গিয়েছিল সেই শহর। প্রতœতাত্ত্বিক খননের মাধ্যমে সেই যুগের নিদর্শন আবার স্পষ্ট হয়ে উঠছে। দলে দলে পর্যটক আসেন পম্পেই সহ ইটালির ঐতিহাসিক নিদর্শনগুলি দেখতে। তাদের কারণেও বিশাল আয় হয়। ফলে ইটালির সরকার ইউনেস্কোকে আশ্বাস দিয়ে বলেছে, পম্পেই নগরীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আর্থিক অনটন সত্ত্বেও ইটালির সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা সম্ভব হবে, এমনটাই আশা করবে বিশ্বের মানুষ। সূত্র : ডিডব্লিও, ওয়েবসাইট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.