![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক দুদর্শায় পড়ে অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়েছে ডেট্রয়েট নগরী। ১ হাজার ৮শ’ কোটি ডলারের ঋণের বোঝা নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে আদালতের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নগর কর্তৃপক্ষ। বছরের পর বছর ধরে শিল্প খাতের মন্দার জেরে বন্ড ও পেনশন তহবিলের দেনা শুধতে না পেরে ডেট্রয়েটের ইমার্জেন্সি ম্যানেজার কেভিন অর গত বৃহস্পতিবার ফেডারেল আদালতে এই আবেদন করেন । সূত্র : রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শহরের দেউলিয়াত্বের মুখে পড়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। সার্বিক পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছেন ডেট্রয়েটের অধিবাসী ও বিনিয়োগকারীরা। আদালত নগর কর্তৃপক্ষকে দেউলিয়া ঘোষণা করলে সরকারি বন্ডে বিনিয়োগকারী ও পেনশনগ্রহীতারা তাদের দেনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সবচেয়ে বড় এ শহর এক সময় শিল্পের জন্য বিখ্যাত হলেও বিগত বছরগুলোতে টানা মন্দার কারণে এর ৭ লাখ অধিবাসীর এক-তৃতীয়াংশই দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দাদের এক-পঞ্চমাংশই বেকার হয়ে পড়েছেন। ঋণ শোধ না হওয়ায় পরিত্যক্ত হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার বাড়ি। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন অনেকে। আবার অনেকেই মনে করছেন, দেউলিয়াত্বের আবেদন শেষ পর্যন্ত কাজে আসতেও পারে। তবে সে ব্যাপারে নিশ্চিত নন কেউই।
এক সময়ের মোটর কারখানার শ্রমিক ডেমিয়েন কলিনস (৬৮) বলেন, আদালত দায়িত্ব নিলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে। তবে আমি আর কোনো আশা দেখি না। ডেট্রয়েটের সেই দিন আর ফিরবে না।
সুত্র
২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:২০
ছািব্বর বলেছেন: এখন মনে হয় আর চুরি করতে পারেনা ।
বহু পাপ করেছে এরা ।
অকারনে বহু মুসলমানকে মারছে এরা ।
ফিরাউন, নমরুদ , সাদ্দাদ এর পরিনতি হবে এদের ।
৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু হলেই আমেরিকানরা এটা করেছে, সেটা করেছে বলে নিজেকে নিচে নামাচ্ছেন কেন? শুধু অন্যেরটা না দেখে নিজেদের দিকেও তাকানোটা জরুরী। শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা উধাও হয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলো কার পাপের কারণে? প্রায় প্রতিবছরই বন্যা-জলোচ্ছাসে লোক মারা যাচ্ছে কোন পাপে? বলার মতো যুক্তি খুঁজে না পেলে, অন্য কিছু করুণ। যত্তসব।
৪| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু হলেই আমেরিকানরা এটা করেছে, সেটা করেছে বলে নিজেকে নিচে নামাচ্ছেন কেন? শুধু অন্যেরটা না দেখে নিজেদের দিকেও তাকানোটা জরুরী। শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা উধাও হয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলো কার পাপের কারণে? প্রায় প্রতিবছরই বন্যা-জলোচ্ছাসে লোক মারা যাচ্ছে কোন পাপে? বলার মতো যুক্তি খুঁজে না পেলে, অন্য কিছু করুণ। যত্তসব।
৫| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩
হিংস্র ঈগল বলেছেন: আমেরিকার খারাপ খবরে বাঙ্গালির খুশি হওয়ার কিছু নেই। এখনো এরা আমাদের তৈরি পোশাকের প্রধান ক্রেতা। এক জিএস্পি বাতিল হওয়ায় কতো পণ্ডিতের কান্নাকাটি শুরু হয়েছে।
আর যত কিছুই হোক ডিভি লটারিতে নাম আসলে দাঁড়ি টুপি ফেলে এমব্যাসিতে ইন্টারভিউ দেয়ার লোকের অভাব নাই।
অবশ্য তাদেরকেও দোষ দেয়া যায় না। সমাজতান্ত্রিক চীন আর মুসলিমদের বাপ চউদি আরব তো আর আমাদের সিটিজেনশিপ দিবে না।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০
পুকুরপাড় বলেছেন: কাপড় কিনা তাদের ঠেকা আমাদের না । এত সস্তায় বেশি লাভ আর কোন দেশে নাই । এদের দূর দূর কইরা তাড়িয়ে দিলেও এরা এদেশে আসবে । আমরা অদের দয়া করতেছি ।
নিজেদের হীন্মন্যতা দূর করুন ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৫
নৌশীন বলেছেন: very sad!!!!