নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

পোপ না পাপ ??? সমকামীদের পক্ষে পোপের সাফাই!!

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৫

বিতর্কিত সমকামীদের পক্ষে সাফাই গেয়ে পোপ ফ্রান্সিস বলেছে, সমকামীদের একঘরে কিংবা সমাজচ্যুত করা উচিত নয়। তাদের বিচারের জন্য ঈশ্বর আছেন, মানুষের উচিত নয় তাদের বিচার করা। ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস বলেছে, সমকামীদেরকে কোণঠাসা করে রাখা উচিত নয়। এ সমাজের মানুষ হিসেবে তাদেরকে গ্রহণ করা উচিত।



গত সোমবার পোপ বলে, কোনো মানুষ সমকামী হলেও সে যদি ঈশ্বরকে কামনা করে, আর তার অন্তরে মঙ্গল কামনা থাকে, তবে তার বিচার করার আমি কে? সপ্তাহব্যাপী ব্রাজিল সফর শেষে ভ্যাটিকানে ফেরার পথে বিমানে সাংবাদিকদের একথা বলে পোপ। এ বক্তব্যে সমকামী ইস্যুতে আগের পোপদের চেয়ে ফ্রান্সিসের অবস্থান অনেকটাই নমনীয় বলে মনে করা হচ্ছে। পোপ ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে সই করা এক দলিলে বলেছিলে, সমকাম প্রবণ মানুষদের পুরোহিত হওয়া উচিত নয়। কিন্তু পোপ ফ্রান্সিস বলছে, সমকামী যাজকদের ক্ষমা করে দেয়া এবং তাদের পাপকে ভুলে যাওয়া উচিত

ভ্যাটিকানের সাংবাদিকদের সঙ্গে ৮০ মিনিটের দীর্ঘ সাক্ষাৎকারে পোপ আরো বলে, ক্যাথলিক চার্চের ধর্মে প্রশ্নোত্তরে শিক্ষাদানে এ বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, সমকামী পরিচয়ের কারণে তাদেরকে কোণঠাসা করে রাখা উচিত না বরং সমাজে তাদেরকে গ্রহণ করা উচিত। তবে চার্চের স্বীকৃতি আদায়ের জন্য সমকামীদের লবির নিন্দা করে পোপ। ভ্যাটিকানে ‘সমকামী লবি’র খবরের নিন্দা জানিয়ে পোপ বলে, তাদের এ পরিচয় না থাকাটাই সমস্যা। আমাদের ভাই ভাই হয়ে থাকতে হবে। এছাড়া, চার্চে নারীদের আরো বেশি ভূমিকা দেখতে চায় বলেও জানায় পোপ ফ্রান্সিস। চার্চে নারীদের কেবল দাতব্য প্রতিষ্ঠানের প্রধান বা মুখপাত্র বানিয়ে রাখা ঠিক নয় বলে মন্তব্য করে তিনি। তবে নারীদের পুরোহিত হওয়া উচিত নয়Ñ একথাটিও জোর দিয়ে বলে পোপ



সুত্র

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৬:১৩

মগজ ভরা মাথা বলেছেন: ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

স্বপনচারিণী বলেছেন: ঠিকই বলেছেন। মানুষ কে মানুষ হিসেবেই দেখা উচিৎ। সেতো আমার ভাই, বোন, কিংবা খুব কাছের কোন বন্ধুও হতে পারে। তাই বলে কি তাকে ত্যাগ করতে হবে, একঘরে করে রাখতে হবে? কখনোই নয়। তাকে মেনে নিতে হবে। কারন একটাই আমরা সবাই মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.