![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকার জনসাধারণের একটি বড় অংশ চরম দরিদ্রতার কবলে কোনঠাসা হয়ে পড়েছে। অধিকাংশ আমেরিকানদের দৈনিক উপার্জন ২ মার্কিন ডলারেরও নিচে। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত দারিদ্রের হার ১৬০ শতাংশ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির ন্যাশনাল পভার্টি সেন্টার-এনপিসি’র ওই রিপোর্টে বলা হয়, ১৯৯৬ সালে চরম দারিদ্রগ্রস্থ এসব লোকের সংখ্যা ছিল ৬ লাখ ৩৬ হাজার। ২০১১ সালে এসে এ সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৫০ হাজার।
আমেরিকার দারিদ্রসীমার হিসেব অনুযায়ী, তিন সদস্য বিশিষ্ট এক পরিবারে দৈনিক ১৭ মার্কিন ডলার করে মাথাপিছু আয় থাকবে।
আর চরম দারিদ্রের ক্ষেত্রে তা প্রায় সাড়ে আট ডলার মাথাপিছু আয়ের সীমা নির্ধারণ করা আছে।
কিন্তু রিপোর্টে দেখানো হয়, শিশুসহ দেশটির ৪.৩ শতাংশ বাসিন্দা চরম দারিদ্রসীমার নিচে বাস করেছে। এদের মধ্যে সাড়ে ৩৫ লাখ শিশু রয়েছে।
১৯৯৬ সাল থেকে ২০০৬ সালে এসে দারিদ্রতা বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০০৮ সালের মন্দার প্রভাবে এ সংখ্যা আরও বেড়েছে বলে উল্লেখ করা হয় ওই রিপোর্টে।
এদিকে, গত জুলাইয়ে প্রকাশিত আরেকটি রিপোর্টে দেখা যায়, দেশটির প্রতি ৫ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৪ জনই বেকারত্বের সঙ্গে লড়াই করছে। দেশটির অন্যান্য সংস্থাগুলোর জরিপ অনুযায়ী, ১৪ কোটি ৬০ লাখ মানুষ হয় দরিদ্র নয়তো নিম্ন আয়ের অধিকারী।
সুত্র
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪
পুকুরপাড় বলেছেন: http://www.primekhobor.com/details.php?id=2027
Click This Link
Click This Link
২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:২১
শান্তির দেবদূত বলেছেন: প্রতি ৫ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৪ জনই বেকারত্বের সঙ্গে লড়াই করছে। -- তার মানে প্রাপ্ত বয়ষ্কদের মধ্যে ৮০% বেকার ! তারউপর শিশু ও বৃদ্ধ কাউন্ট করলে দেখা যাবে প্রায় ৯০% বেকার! এটা রিপোর্ট? মাথা ঠিক আছে ত? একটা খবর পাইছেন আর পুচ্ছ নাচাতে নাচাতে কপিপেষ্ট মারছেন! ব্রেনটা শুধু মাথার ভিতর সাজিয়ে রাখার জিনিস না, এটাকে একটু ঘামান, একটু কাজে লাগান।
সামুর উচিত এই সব কপিপেষ্ট পোষ্ট দেখা মাত্র ডিলিট মারা।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৫
পুকুরপাড় বলেছেন: উপরে উত্তর দেওয়া আছে । আমেরিকায় ২০০০ ডলার এর নিছে আয় করলে দরিদ্র ধরা হয়
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৬
সাঈফ শেরিফ বলেছেন: এটি ইরানি সংবাদমাধ্যমের খবর। মিথ্যা হবে তাতে কোনই সন্দেহ নেই।
২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১০
পুকুরপাড় বলেছেন: অন্য্যগুলোয় ?
আজব ভাই !!! তারা যেখানে নিজেরা সস্বীকার করে সেখানে আপনারা অস্বীকার করেন ?
তারা কি গরিব হইতে পারেনা ?
সারাজীবন তো অন্যের চুরি কইরা চলছে । নেট এ নিজেই সার্চ দিয়ে দেইখেন
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৩
রামন বলেছেন:
দারিদ্রতা বাড়ছে আমেরিকায় ??
বাঙালিরে হাইকোট আর লালবাগের কেল্লা দেখানোর চেষ্টা আর কি। এই যে বছর ধরে কোটি কোটি পেট্রোডলার পাচার হচ্ছে, সেই টাকাগুলো গেল কই?
২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১১
পুকুরপাড় বলেছেন: যুদ্ধ আর ভোগবাদিতা এদের ধ্বংস ডেকে এনেছে।
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৫
কলাবাগান১ বলেছেন: আসেন আমেরিকায় তাহলে দেখবেন কিভাবে ২০০০ ডলারের নিচে ৮০% লোক জীবনযাপন করছে....... কোথা থেকে এমন আজগুবি তথ্য পান?
যেদেশে প্রতি ১০০০ জনের জন্য ২ জনের কার আছে (বাংলাদেশ), সেই দেশ বলে যে - তুমি (আমেরিকা) গরীব (যার ১০০০ জনের মধ্যে ৮৯০ জনের কার আছে............।)
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
পুকুরপাড় বলেছেন: গরীবের ঘোড়া রোগ একেই বলে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
খেয়া ঘাট বলেছেন: অধিকাংশ আমেরিকানদের দৈনিক উপার্জন ২ মার্কিন ডলারেরও নিচে।
মনে হয় রিপোর্টটি ভুল।
আজকের রেডিওর সংবাদেই শুনলাম বেকারত্বের হার হ্রাস পেয়েছে গতমাসের চেয়ে। গতমাসে ছিলো ৬।৮% আর এ মাসে ৬।৬%।
তাছাড়া নতুন গাড়ী বিক্রীর সংখ্যাও প্রচুর বেড়েছে। এটা রাস্তায় বের হলেই বুঝা যায়।
বাড়ীর মূল্য বৃদ্ধি পেয়েছে গতবছরের তুলনায় ১৬% বেশী। হোম ডিপোর লাভ এযাবত কালের সবচেয়ে বেশী। কত বিলিয়ন ডলার যেন। ঠিক মনে করতে পারছিনা। তাই কোন রিপোর্টটি সঠিক বুঝতে পারছিনা।