![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন জানি মনে হয়, নিজেকে এখনও চিনতে পারিনি। প্রতিনিয়ত নিজেকে জানার চেষ্টা করছি।
শৈশবে মাস্টার মশাইয়ের কাছে বিপরীত শব্দ পড়ার সময় তিনি বিশ্লেষন করে সব বুঝিয়ে দিতেন। তেমনি একটি বিপরীত শব্দের কথা আজ মনে পড়ে গেল ।
সচেতন - অসচেতন
মাস্টার মশাই বলতেন জীবনে চলার পথে সচেতনতার মূল্য সর্বত্র। অসচেতনতার কোনই মূল্য নেই। যারা অসচেতন তারা জীবনে কিছুই পায় না। প্রাপ্যতার ফলাফল শূন্য। কিন্তু আজ এসে শৈশবে পড়া সেই বিপরীত শব্দের কথা মনে পড়ে গেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের আজ শেষ দিন। যারা সিম রেজিস্ট্রেশন করেনি মোবাইল অপারেটর কোম্পানীগুলো সেইসব মহাবীর গ্রাহকের পা ধরতে বাকী রেখেছেন। সেই সাথে সেইসব গ্রাহকদের জন্য ব্যবস্থা রেখেছেন নগদ অর্থ, মোবাইল, গাড়ি-বাড়ি, অবিবাহিতদের জন্য বিবাহযোগ্য পুরুষ-নারী, টক টাইমসহ আরো অনেক অনেক সুবিধা।
সচেতনতা দেখিয়ে প্রথমেই সিম রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম। আর মনে মনে ভাবছিলাম দেশের আপামর অসচেতন জনতার কথা। তাদের কি জানি গতি হবে ? দেখলাম তারাই গোফে তেল দিচ্ছে আর আমার হাতে ঘোড়ার ডিম। এই হল সচেতনতার পুরস্কার।
তেমনি গত নববর্ষে আরেকটি বিপরীত শব্দের কথা মনে পড়ে গেল। নগদ -বাকী । এই বয়সেও হালখাতার মিষ্টির প্রতি একটা আলাদা আর্কষন ছিল। কিন্তু নগদ অর্থ দিয়ে জিনিস ক্রয় করার শাস্তি পেলাম। কেউ নেমন্তন্ন করল না। যথারীতি বাকীতে ক্রয় করা ক্রেতা গোফে তেল দিয়ে মিষ্টি খেতে গেল। আর নগদধারী জীব নেমন্তন্নের অপেক্ষায় বসে রইলাম।
©somewhere in net ltd.