![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ ছাপোষা মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ভালো লাগে ঘুরে বেড়াতে, আড্ডা মারতে, খেলাধুলা করতে আর মাঝে মাঝে একাকী সময় কাটাতে। জীবিকার প্রয়োজনে একজন পেশজীবি, তবে পেশাকে তার জায়গায় রেখে ব্যাক্তিগত আমি একেবারেই আমার মত থাকতে চাই। ভালবাসি দেশ, ভালবাসি দেশের মানুষ।
জানি আমারা এই শিরনামের সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন।
কিন্তু এটিই বাস্তব সত্য। ভেবে দেখুন, পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিস্ট দেশের কোন অভাব নেই। তথাপি সৌদিআরব সকল মুসলিমের চিন্তা চেতনায় এমন ভাবে গেঁথে আছে যে সারা পৃথিবীর সব মুসলিমদের চিন্তা চেতনায় অনেক সংবেদনশীল স্থানে এই দেশটির অবস্থান।
একই ভাবে পৃথিবীর সব হিন্দুদের চিন্তা চেতনা ভালোবাসায় আছে হিন্দুস্তান।
"ম্যায় ভারতী হু" এই কথার চেয়ে "ম্যায় হিন্দুস্তানি" বা "মেরি জান হিন্দুস্তান" এই ধরনের কথাই তাদের মুখে শোনা যায় সবসময়য়। এই দুনিয়ায় ১% হিন্দুও পাওয়া যাবে কিনা সন্দেহ যারা ভারতীয় দলকে ১নাম্বারে সমর্থন করেনা। ভারতের সংবিধানে যাই লেখা থাক না কেন, ভারত রাষ্ট্রের মূল ভাবধারা একটি ধর্ম কেন্দ্রিক। দেশটি যতটা না ভারত , তার চেয়ে বেশি এটা হিন্দুস্তান।
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩
ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ধন্যবাদ। আশাকরি সময় করে একটি বড় পোষ্ট দেব
২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২০
মিমায়িত জীবন বলেছেন: এটা বিশাল টপিকস আলোচনার জন্য। এত ছোট পরিসরে হয় না। আমার মতে রাষ্ট্র-এর আবার ধর্ম কি?
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ধন্যবাদ।
বড় করে লেখার আশা রাখি।
আপনার সাথে একমত। রাষ্ট্রের ধর্ম হয়না। তবে ধর্ম ভিত্তিক রাষ্ট্র হয়। ভারতের একেক রাজ্যে একেক রকমের কৃষ্টি। ভাষাও আলাদা আলাদা। ধর্মই তাদের একসাথে থাকার সবচেয়ে বড় নিয়ামক।
৩| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
একজন ঘূণপোকা বলেছেন:
এটা তো ভারতের কাজ কর্মেই বোঝা যায়।
আরেকটু বিস্তারিত হলে ভাল হত
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ধন্যবাদ। বিস্তারিত লেখার আশা রাখি
৪| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০০
মিমায়িত জীবন বলেছেন: মানলাম আপনার কথা। ধর্মকে ভিত্তি করে রাষ্ট হতে পারে না। রাষ্ট হবে মানুষের উপর ভিত্তি করে। আর মানুষ হবে যে যার মত স্বাধীন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে এত অল্প কথা বললে পাঠক হিসেবে বা আগ্রহী হিসেবে সমালোচনা কিংবা আলোচনায় অংশ নেয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। অথচ এটা চমৎকার একটা পোষ্ট হতে পারত।