নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুর্ব বাংলা

কণ্ঠ আমার দেশের তরে, এ কলম আমার দেশের তরে

ইঞ্জিনিয়ার শাহারিয়ার

একজন সাধারণ ছাপোষা মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ভালো লাগে ঘুরে বেড়াতে, আড্ডা মারতে, খেলাধুলা করতে আর মাঝে মাঝে একাকী সময় কাটাতে। জীবিকার প্রয়োজনে একজন পেশজীবি, তবে পেশাকে তার জায়গায় রেখে ব্যাক্তিগত আমি একেবারেই আমার মত থাকতে চাই। ভালবাসি দেশ, ভালবাসি দেশের মানুষ।

ইঞ্জিনিয়ার শাহারিয়ার › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের জম্ন, বঙ্গবন্ধুর চেতনা, আর বাংলাদেশের স্বাধীনতা !!!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

> ভাই, আপনি ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হওয়াকে সমর্থন করেন?

## না কক্ষনো না, পাকিস্তান ছিল একটি অবৈধ রাষ্ট্র। কিছু কুলাঙ্গারদের ষড়যন্ত্রে পাকিস্তান সৃষ্টি হয়েছিল।



>এটি তো ভারতীয়দের বক্তব্য। আপনি বাংলাদেশি হয়ে এরকম বক্তব্য দিচ্ছেন কেন?

## সেটি যার বক্তব্যই হোক, পাকিস্তান সৃষ্টি একটি ভুল ছিল। কিন্তু আপনি পাকিস্তানের সাফাই গাইছেন মনে হচ্ছে।



> না ভাই, সাফাই গাইছিনা, আমি শুধু ১৯৪৭ এর প্রেক্ষাপট বোঝার চেষ্টা করছি। ১৯৪৭ এর প্রেক্ষাপট নিয়ে কোন আলোচনা হয়না কেন? ইতিহাস তো জানা দরকার।

## ১৯৪৭ ছিল একটি ষড়যন্ত্র।



> হ্যাঁ, তা হয়তো। কিন্তু এর কি কি বিকল্প ছিল সেই সময়?

## বিকল্প মানে?



> মানে ধরে নিলাম পাকিস্তানের জন্ম হয়নি, তখন কি হত?

## ভারতবর্শ ভাগ হতনা।



>আচ্ছা, অর্থাৎ আমরা তখন অখণ্ড ভারতের অংশ থাকতাম। তাহলে আমাকে একটু বুঝিয়ে বলবেন আমরা কিভাবে স্বাধীন বাংলাদেশ পেতাম?

## আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন



> এই যে আপনি সবসময় বলেন আপনি বাংলাদেশ স্বাধীনতার পক্ষের একজন, সে ক্ষেত্রে আমাকে যুক্তিসঙ্গত একটি পদ্ধতি বলুন যদি ১৯৪৭ সালে আমরা ভারত থেকে বিচ্ছিন্ন না হয়ে অখণ্ড ভারতের অংশ হতাম তখন কিভাবে আমাদের স্বাধীন বাংলাদেশ পাওয়া যেত??

## বুঝেছি, আপনি পাকিস্তানের চেতনায় বিশ্বাসী। স্বাধীনতা মানে গৌরবময় ১৯৫২, ৬৯, ৭১। আপনি শুধু শুধু ৪৭ কে টেনে এনে পাকিস্তানের দালালি করছেন।





> আপনি কিন্তু বললেন না ৪৭ এ অন্যরকম কিছু হলে কিভাবে এই বাংলাদেশ পাওয়া যেত, আপনি আমার প্রশ্ন এড়িয়ে গেলেন !!

##আপনার এই ফালতু প্রশ্নের জবাব দেবার প্রয়োজন মনে করছিনা।



>আপনি কি নিজেকে বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী মনে করেন?

## হ্যাঁ, অবশ্যই। ওটাই আমার জীবনের পাথেয়।



>বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী হলে আপনি কিভাবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে যোগদান করার বিরোধীতা করেন?

## মানে?



> মানে বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের নিবেদিত প্রান কর্মী ছিলেন। ১৯৪০ থেকে ৪৭ পর্যন্ত সারা বাংলা ঘুরে বেড়িয়েছেন পাকিস্তান আন্দোলনের জন্য। শহীদ সোহ্রাওয়ার্দির একান্ত অনুগত, নিবেদিত প্রান কর্মী হিসেবে ছুটে বেড়িয়েছেন ভারতবর্শ।

## এসব ফালতু কথা কোথায় পেয়েছেন?



> কেন, আপনি বঙ্গবন্ধুর নিজের লেখা জীবনী পড়েননি

## কি সমস্যা সেখানে?



> পাকিস্তান সরকারের দারা বার বার কারাবদ্ধ হয়ে, নির্জাতিত হয়েও কারাগারে বসে তিনি যে আত্তজীবনি লিখেছেন তার প্রথম শতাধিক পৃষ্ঠায় তিনি স্বগৌরবে পাকিস্তান প্রতিষ্ঠায় তার অবদানের কথা লিখে গেছেন।

## আপনার উদ্দেশ্য কি?



> ভারতীয় চেতনা থেকে বঙ্গবন্ধুর চেতনাকে আলাদা করা।

## মানে?? কি বলতে চান?



>ভারতীয় চেতনা হচ্ছে ১৯৪৭ সালের অখণ্ড ভারত, যেখানে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় অসম্ভব। আর বঙ্গবন্ধুর চেতনা হচ্ছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাষ্ট্র গঠন করা, যার ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশ পেয়েছি। আপনি যতই বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী বলুন না কেন, আসলে চেতনায় আপনি একজন ভারতীয়।

## আপনি আসলে একজন রাজাকার, স্বাধীনতা বিরোধী।



>আমি কি সেটা আমি জানি।

বঙ্গবন্ধু চেয়েছিলেন শুধু পুর্ববাংলাই নয় সমগ্র বাংলাই যেন পাকিস্তানের অংশ হয়। তিনি তার নিজের লেখা আত্ত্বজীবনিতে (পৃষ্ঠা ৭৪ লাইন ১৬) বলেছেন "যখন বাংলা এবং আসাম দুইটা প্রদেশই পাকিস্তানে যোগদান করুক, এজন্যই আমাদের অন্দোলন ছিল, তখন সমস্ত বাংলা পাকিস্তানে আসলে কি ক্ষতি হত তা আজও বুঝতে কষ্ট হয়"

একথা কিন্তু তিনি ১৯৬৬-১৯৬৯ এর মধ্যে কারাগারে বসে লিখেছেন।



আমি স্বাধীনতা বিরোধী হলে আপনাকেও বলতে হবে অখণ্ড ভারত থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার ফর্মুলা।



## আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই !!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

সাজিদনজরুল বলেছেন: Supporter of BALnever understand reality.

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: বঙ্গবন্ধুর ভূমিকার বিরোধিতা করে তার দলের সমর্থক হওয়া কিভাবে সম্ভব? অখণ্ড ভারত সমর্থন করে কিবাবে আওয়ামীলীগ করা সম্ভব???

বঙ্গবন্ধু পাকিস্তান চেয়েছিলেন, আর ১৯৪৭ সালে সেই পাকিস্তানের বিরোধিতা করেছিল তৎকালীন জামাতে ইসলাম।

২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৭

ফোর টোয়েনটি বলেছেন:


৭১ এর চেতনা তো ১৯৭১ এ শুরু হয়নি।

মুসলিমরা ভারতবর্ষ শাসন করতো। ব্রিটিশরা তাদের খমতা কেড়ে নিল। তখন হিন্দুরা স্বাধীনতার জন্য লড়াই করেনি, স্বাধীনতা পুরুদ্ধার করার জন্য মুসলমানরাই প্রতিরোধ আন্দোলন শুরু করে।

হিন্দুদের কি ঠেকা পড়েছিল যে ব্রিটিশদের তাড়িয়ে মুসলমানদের ক্ষমতা ফিরিয়ে দেবে???


তিতুমির হাজী শরিয়তুল্লাহদের চেতনা কেউ ইচ্ছা করে এড়িয়ে যায়।

বাংলাদেশ তাদের পূর্ব বীর পুরুষদের কখনো ভুলবে না।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: হিন্দুরা কিছুই করেনি এটি সম্ভবত ঠিক নয়। তবে মুসলিমরাই বৃটিসদের বিরুদ্ধে প্রথম সসস্র প্রতিবাদ করে। পরবর্তীতে ইংরেজরা হিন্দুদের কাছে টেনে নেয় আর মুসলিমদের প্রতি অসহযোগিতা করতে থাকে। বৃটিসদের প্রতি মুসলিমদের অনীহা আরো বাড়তে থাকে। এরকম চলতে থাকার এক পর্য্যায়ে মুসলিমরা শিক্ষা- দীক্ষায় অনেক পিছিয়ে পড়ে।

৩| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: আর সূর্য সেন, খুদিরাম , প্রিতিলতা , বিনদবিহারি এদের কোথায় রাখি ??

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: তারা এই বাংলার সন্তান

৪| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

শাহ আজিজ বলেছেন: আমার প্রশ্নটা আসলে ৪২০ কে উদ্দেশ্য করে করা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.