নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুর্ব বাংলা

কণ্ঠ আমার দেশের তরে, এ কলম আমার দেশের তরে

ইঞ্জিনিয়ার শাহারিয়ার

একজন সাধারণ ছাপোষা মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। ভালো লাগে ঘুরে বেড়াতে, আড্ডা মারতে, খেলাধুলা করতে আর মাঝে মাঝে একাকী সময় কাটাতে। জীবিকার প্রয়োজনে একজন পেশজীবি, তবে পেশাকে তার জায়গায় রেখে ব্যাক্তিগত আমি একেবারেই আমার মত থাকতে চাই। ভালবাসি দেশ, ভালবাসি দেশের মানুষ।

ইঞ্জিনিয়ার শাহারিয়ার › বিস্তারিত পোস্টঃ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তবে আমাদের জাতীয়তা কি?

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

জাতীয়তা এর জাতির জনক নিয়ে এই দেশে অনেক ক্যাচাল। যদিও এসব ক্যাচাল অনেক পুরনো, তবুও কিছু প্রশ্ন বারবার মনে উকি দেয়। সহজ যুক্তিতে তার কোন উত্তর মেলেনা।



আমি, আপনি বাঙ্গালী, কোন সন্দেহ আছে? না, কোন সন্দেহ নাই। জাতী হিসেবে এদেশের অধিকাংশই বাঙ্গালী।তবেঁ, সবাই নয় কিন্তু। এদেশের সবাই যে বাঙ্গালী নয় সেটি আমরা বার বার ভুলে যাই কেন?

আমরা যখন আমাদের দেশের জাতীয়তাবাদ "বাঙ্গালী" বলি তখন অবাঙ্গালীদের আমরা তুচ্ছ করছিনা? তাদের এই দেশের মূল ধারা থেকে দূরে ঠেলে দিচ্ছি না?

এই যুক্তির উপর ভিত্তি করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান "বাংলাদেশী জাতীয়তাবাদ" নামের নতুন তত্ব প্রবর্তন করেছিলেন। মূলত তার পর থেকেই জাতীয়তাবাদ নিয়ে যাবতীয় ক্যাচালের শুরু।



বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবিধানে আমূল পরিবর্তন করেছেন। সেখানেও কিন্তু তারা জিয়াউর রহমানের "বাংলাদেশী জাতীয়তাবাদ" রেখে দিয়েছেন। যদিও আওয়ামীলীগের কোন নেতা-কর্মী- সমর্থক কেউ-ই এই বাংলাদেশী জাতীয়তাবাদের নামই শুনতে পারেনা। কিন্তু সংবিধান সংশোধনের সময় জাতীয়তাবাদ ঠিক করতে বর্তমান সরকার পড়েন মহা ফ্যাসাদে। কোন ভাবেই "বাংলাদেশী" কথাটি বাদ দেয়া যাচ্ছিলোনা

তাই তারা নিরুপায় হয়ে সংবিধানের ৬(২) তে লিখে দিলেন-



"বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন"



আমার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী হয় তবে যারা বাঙ্গালী না তারা কি এই দেশের জনগণ নয়???



আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোনল করেছিলাম তখন আমাদের জাতীয়তাবাদ কি ছিল জানেন তো? হ্যাঁ, আমরা ছিলাম ভারতীয়। অবিভক্ত ভারতে যত আন্দোলন হয়েছে সবই হয়েছে ভারতীয় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ভারতকে ইংরেজ মুক্ত করার প্রয়াসে।



সেই বিবেচনায় জাতীয়তাবাদ বলতে আমরা যা বুঝি সেটি নিতান্তই আপেক্ষিক। আমরা মানব জাতী, আমরা এশিয়ান, আমরা সাব কন্টিনেন্টের অধিবাসী, আমরা বাঙ্গালী, আমরা ঢাকাইয়া, আমরা চাটগাইয়া, আমরা সিলেটী, বরিশাইল্যা.. ইত্যাদি।



দেশকে জোর করে যে একটি জাতীয়তাবাদ গ্রহণ করতেই হবে এমন যুক্তি কিন্তু অবান্তর। ভেবে দেখুন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাসকরে, তাই এই দেশ যদি ধর্ম নিরপেক্ষ হতে পারে তবে,

বাংলাদেশে বিভিন্ন জাতির লোক বাস করে এই যুক্তিতে এই দেশ জাতীয়তা নিরপেক্ষ হতে পারেনা??

আমেরিকার জাতীয়তাবাদ আছে? নাকি কানাডার আছে?

বাংলাদেশী আর বাঙ্গালী জাতীয়তাবাদের যে দন্দ এই দেশে চলছে তা নিতান্তই অবান্তর। ঠিক এই রকমের কিছু ফালতু ইস্যু নিয়ে আমরা যুগের পর যুগ ধরে বিবাদে লিপ্ত।

এইসব চেতনাগত বিবাদে জড়ানোর মত অবস্থায় আমরা কি এখন আছি? এই গরীব দেশের মূল ইস্যু যখন দেশের আর্থসামাজিক উন্নয়নে মননিবেশ করা সেখানে আমরা এমন কিছু বিষয় নিয়ে হানাহানি করে মরছি যেসব বিসয়ের কোন বাস্তবতা নেই এই বর্তমান বিশ্বে।



আপনাদের মতামত জানতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.