নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

"চল যাই আনন্দের বাজারে"

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২

আগেও বলেছি, আবারো বলি; লালন সাঁইয়ের গানের কথাগুলোর অর্থ তরজমা করার সামর্থ্য আমার নাই, চেষ্টা মাত্র। আমি যা বুঝি ততটুকুর চেষ্টা। কোথাও ভুল ধারণা থাকলে যে কেও সংশোধনের জন্যে এগিয়ে আসলে খুশি হব।



//চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম
রবেনা রবেনা রে
চল যাই আনন্দের বাজারে//





"অন্ধ নিরঙ্গম" বলা হয় বোধকরি বাউলের শাস্ত্র গ্রহণ করার পরে তা থেকে বিচ্যুত হওয়ার পথে যারা থাকে তাদের। বাউলের কিছু স্পেসিফিক ব্যাপার আছে যার মধ্যে দিয়ে গিয়ে তাকে বাউল হতে হয়। সে সম্পর্কিত কথা নিয়ে একটা নোট লেখা ছিল "ঘরে বাইরে একই মন, তবেই হবে গুরুর দর্শন"। সেইগুলোকে অগ্রাহ্য করার কারণেই কেউ নিরঙ্গম হয়। আর নিরঙ্গম যে কেউই অন্ধ। আর সেই নিরঙ্গম কেউ যদি চিত্তে মত্ত থাকে (চিত্ত অর্থ না বুঝলে বলে দেই, চিত্ত বলতে বোঝানো হয়েছে মূলত ভবসাগরে ডুবে থাকার ব্যাপারটাকে। বাউল শাস্ত্রের সাথে সাংঘর্ষিক ব্যাপারগুলো)। এই নিরঙ্গমদের নিয়েই উপরের গানের কথা গুলো। এর অর্থ তাহলে দাঁড়ায়, মন্দ চিত্তে মজিয়া বাউল শাস্ত্র বিসর্জনের মাঝে কোনই আনন্দ নাই, চল যাই আনদের বাজারে। আনন্দের বাজার আসলে বাউলদের নিজস্ব চিন্তা ধারাকেই বোঝানো। আনন্দ ব্যাপারটা আপেক্ষিক। আমরা আনন্দ বলতে অল কিছু খুশির ব্যাপারকেই বুঝি। কিন্তু জাগতিক খুশি বা ছোট কোন আনন্দ কি আপনাকে আসলেই আনন্দিত করতে পারে?? ভেবে দেখবেন একবার। আপনি চিরস্থায়ী আনন্দ তখনই পাবেন যখন আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য জানতে পারবেন, এবং সেই পথে চলতে থাকবেন। সেটাই সবচাইতে আনন্দের ব্যাপার।


//সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা
প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা

অন্য বেচাকেনা নাইরে//



সুজনায় সুজনা তে সহজ প্রেম হয় সাধিতে বলতে সাধন সঙ্গী বা সঙ্গীনীর সাথে মিলে প্রেম সাধন বা গুরুর খোজ করার কথা বোঝানো হয়। কিন্তু গানের শুরুটাই যেহেতু নিরঙ্গমদের নিয়ে এখানেও সেই কথাই উঠে এসেছে আবারো।



"প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা
অন্য বেচাকেনা নাইরে"



অর্থাৎ শাস্ত্র বহির্ভূত প্রেম কখনোই কাম্য নয়। প্রেম হবে সাঁই এর খোজ করার জন্যে। সেখানে সৃষ্টির নেশায় পেলেই সেই প্রেমের গতি বা বহমানতা বিপরীতে চলতেশুরু করে। যার কোন ঠাই নাই বাউল শাস্ত্রে।





//সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন
হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে
আনন্দে সানন্দে মিশে যোগ করে যেজনে
সে নিহেতু প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে//





রাঁধার প্রেম সাধনেই কৃষ্ণ গৌড় বর্ণ ধারণ করতে পারে। সহজ শুদ্ধ প্রেম সাধনে মনের শুদ্ধতাই উঠে এসেছে এখানে। কিন্তু সেই প্রেম অধরা নয়। ধরতে পারা সম্ভব তার সাধনাই করতে হবে। বাউল সাধনা আসলে শুধুই সাধনা নয়, অনেক কিছুর বিসর্জনও। সেই ব্যাপার গুলোই উঠে আসছে বার বার এই গানের কথা গুলোয়। বিসর্জন দিয়েই আউল থেকে বাউল হয়। সেই বিসর্জন তখনই সার্থক যখন তার মনের মানুষ খুজে পাবে। তবে তা কি আসলেই এতটা সহজ???



মনের মানুষ নিয়ে কারো সংশয় থাকলে সেটা নিয়ে আরেকদিন অন্য কোন সময়ে অন্য কোন নোটে বা পোষ্টে বলার চেষ্টা করব।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: স্কুল লাইফে প্রথম সংগ্রহ করা লালনের বই । একখান জিনিয়াস আছিল সে ।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

পুরোনো পাপী বলেছেন: কে জিনিয়াস ছিল ??? :/

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২২

মামুন রশিদ বলেছেন: সুন্দর ব্যাখ্যা করেছেন ।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭

পুরোনো পাপী বলেছেন: ক্ষুদ্র মস্তিষ্কে বিশ্লেষণের অপচেষ্টা মাত্র :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

মহান অতন্দ্র বলেছেন: লালন সাঁয় , আহা । ভাল লাগ্ল ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪২

আবু শাকিল বলেছেন: ভাল কাজ করেছেন।আমার ত লালনের শব্দমালা দেখলেই কেমুন জানি লাগে :)

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

পুরোনো পাপী বলেছেন: ক্ষুদ্র মস্তিষ্কে বিশ্লেষণের অপচেষ্টা মাত্র :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

ডি মুন বলেছেন: আপনি চিরস্থায়ী আনন্দ তখনই পাবেন যখন আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য জানতে পারবেন, এবং সেই পথে চলতে থাকবেন। সেটাই সবচাইতে আনন্দের ব্যাপার।


খুব চমৎকার বলেছেন।
গানটার একটা অডিও/ভিডিও লিংক যুক্ত করে দিলে পোস্টটি আরো সুন্দর হত।

শুভেচ্ছা সতত। ভালো থাকবেন। ++++

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬

পুরোনো পাপী বলেছেন: ভাই, পানিতে থাকি :( নেট ইউজ করতে পারি, কোন অডিও বা ভিডিও লিংকে একসেস নাই :(

আমার একটা পোষ্ট আছে বাউলা গানের। সেইখানে লিংক আছে। দেখতে পারেন :(

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার ব্যাখ্যা।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২১

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০০

তুষার কাব্য বলেছেন: অসাধারণ কাজ করছেন আপনি...শুভকামনা থাকলো...

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ব্যাখ্যা ভালো লাগলো খুব ।

ভালো থাকবেন আপনিও :)

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

িশপু মাস্তান বলেছেন: সু-স্বাগতম, চালিয়ে যান।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

শাহ আজিজ বলেছেন: তো পৃথিবীতে আসার যে মিশন তা কি পূর্ণ করেছেন অথবা পূর্ণ করছেন। মিশন হচ্ছে কর্ম , কর্ম সম্পাদন । কর্মেই ঈশ্বর প্রাপ্তি কর্মই ধর্ম কর্মই জীবাচার কর্মই দেহ রক্ষা ।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২২

পুরোনো পাপী বলেছেন: কর্ম সম্পাদন কি এতই সহজ ভ্রাতা :)

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫

আলম দীপ্র বলেছেন: লালন নিজেই ছিলেন একজন রহস্য ! তার গানগুলো সম্বন্ধে কিছু বলাই সম্ভব না !!!!!!!!!!!!!!!

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২২

পুরোনো পাপী বলেছেন: নিজের মতন করে বুঝি :) এইটুকুই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.