নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক দিনের পর

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই..

মোহাম্মাদ রাকিবুল হাসান

মোহাম্মাদ রাকিবুল হাসান › বিস্তারিত পোস্টঃ

হ্যালো, বাবা!

১৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৮

হ্যালো, বাবা!



হ্যালো, বাবা তুমি কেমন আছ?

আমাকে কি ভুলে গেছ?

এত সহজেইতো আমি ভুলে যাবার না।



হ্যালো, বাবা তুমি ভাল আছতো?

আজ রাতে একবার নেট এ এসোতো,

খুব দেখতে ইচেছ করছে তোমায়;

কতদিন দেখি না।



হ্যালো, বাবা আমি পড়তে পারি,

থ্যাংস্ টু গড- নতুন কবিতা,

সাতটা বই আমার, সব পড়া শেষ,

ঘুমের দোয়া পড়তে পারি,

বলতে পারি অনেক কথা।



হ্যালো, বাবা প্লেন গুলো শুধু চলে যায়,

এত ডাকি- একবারো থামেনা; তুমিও নামো না,

একাই খেতে হচেছ অনেক নতুন খাবার,

সত্যি বলতো বাবা- কবে আসবে আবার।



বাবা, শুনি এখন তোমার অনেক কষ্ট,

খুব টেনশন করো সব কিছু নিয়ে,

জানি আমি থাকলে তোমার ভালো লাগতো,

কিন্তু সেটাতো আর হচ্ছে না।



সে দিন তো বাবা খুব মন খারাপ,

ভাবলাম আজকেই যাব তোমার কাছে,

এখানে আর না।

জামা-জুতো সব লাগেজে ছিল,

বের হয়ে গেছি সবকিছু নিয়ে,

সরি! বাবা আমি আসতে পারিনি;

প্লেনের ভাড়া; ভাংতি ছিল না।



বাবা, খুব মিস করি তোমায়; তোমার কোলটা,

ঘুমের আগে সেই প্রিয় দোলটা,

আমার মন থেকে সরে না।

পাশে থেকে যেমন বুঝতে; বোঝাতে,

তেমন আর কেউতো পারে না।



বাবা, অনেক কিছু বলার ছিল,

হাজারো কথা মনে এলোমেলো,

আমি কিন্তু বাবা বুঝতে পারি;

শুধু সব বলতে জানি না।



বাবা, সেদিন জেনেছি আমার নামের মানে,

কি হবো কেমন, কোন অনাগত দিনে;

সত্যি বাবা আমি অবাক; খুশি,

কতটা ভেবে-বুঝে আমার নাম রামিন রেখছ,



বাবা, আমার জন্য দোয়া করো,

হতে পারি যেন ততটা বড়,

যেন সবার কাজে আসতে পারি,

যতটা তুমি আমায় ভেবছ।



মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:১২

রাজসোহান বলেছেন: অনেক টাচি কবিতা +

১৮ ই জুলাই, ২০১০ সকাল ৭:০৮

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: আমার ছেলের জন্য লিখা যে..

২| ১৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:১৪

সাকিরা জাননাত বলেছেন: হৃদয় ছোঁয়া......+++

১৮ ই জুলাই, ২০১০ সকাল ৭:১৭

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: ধন্যবাদ, আসলে এক সন্তান কিভাবে তার বাবার পুরো জ‍গৎ দখল করে নেয় এটা বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, হয়ত অনেক অনেক পৃষ্ঠা লিখতে হবে..

৩| ১৮ ই জুলাই, ২০১০ সকাল ৮:২৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: "সে দিন তো বাবা খুব মন খারাপ,
ভাবলাম আজকেই যাব তোমার কাছে,
এখানে আর না।
জামা-জুতো সব লাগেজে ছিল,
বের হয়ে গেছি সবকিছু নিয়ে,
সরি! বাবা আমি আসতে পারিনি;
প্লেনের ভাড়া; ভাংতি ছিল না।"

সো ইমোশনাল ..............

অনেক সুন্দর হয়েছে +++++++++

১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৪

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: লেখক বলেছেন: ধন্যাদ ভাই, সে দিন ফোন করে ছেলের মা ছেলের রিসেন্ট কর্মকান্ড আমাকে ওভার ফোনে জানাল..... আমার দুই বছরের ছেলে সে নাকি তার মায়ের বিয়ের শাড়ির বক্সে নিজের কাপড় চোপড় সব কিছু ঢুকিয়ে তার মাকে বলে "মা লন্ডন যাই, বাবার কাছে যাই", নিচ থেকে ঘুরে আসার পরে তাকে প্রশ্ন করেছে তুমি লন্ডন যাওনি? সে উত্তর দিয়েছে "ভাংতি নাই"..

৪| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৯:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: আপনি দেখছি অনেক পুরানো ব্লগার। এতদিন কোথায় ছিলেন?

৫| ২০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: ভাই অনেক ব্যাস্ত হয়ে গেছিলাম বেশ কয়েক বছর, ইদানিং মাঝে মাঝে অলস সময় কাটাচিছ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.