নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০



১। অংশগ্রহণ - পুরা গ্রহণ না করা। আংশিক গ্রহণ করা

২। অকথ্য - যা বলা যায় না বা বলতে হয় না। যেমন অন্ধকে অন্ধ বলা ঠিক না।

৩। অকরমন্যতা বা অকর্মন্যতা - কর না দেয়ার মতলব।

৪। অকৃতদার - যে দরজা কেনা হয়নি, চুরি করে আনা দরজা।

৫। অক্লান্ত প্ররিশ্রম - যে পরিশ্রমে ক্লান্তি নেই।

৬। অক্ষম - যিনি ক্ষমা করেন না, নিষ্ঠুর।

৭। অগণিত - গণিত ছাড়া অন্য বিষয়গুলি।

৮। অগুণিত - যে ব্যাক্তির গুণ নেই।

৯। অগণিবেশ - চমৎকার আগুন, আগুন পোষাক, তাপ লাগেনা এমন পোষাক।

১০। অগ্নু্ৎপাত - আগুনের উৎপাত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: আপনার নিজের ভুলগুলো ঠিক করুন। অংকথ্য < অকথ্য; অক্রীতদার< অকৃতদার; অগণিত ও অগনিবেশ বলে কোন শব্দ নেই; ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেইতো!!!!

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: মজার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.