নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রবাদ-প্রবচনে "অতি"

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

বাংলা ভাষায় “অতি” দিয়ে বেশ কিছু প্রবাদ-প্রবচন রয়েছে। তাদের একটি অতিছোট তালিকা তৈরি করেছি। কিছু সংস্কৃতও রয়েছে অবশ্য

১ । অতি-চালাকের গলায় দড়ি।
২ । অতি-চালাকের গলায় দড়ি, অতি-বোকার পায়ে বেড়ি।
৩ । অতি-চালাকের মাথায় বাড়ি।
৪ । অতিবুদ্ধির গলায় দড়ি।
৫ । অতিবুদ্ধির মাথায় বাড়ি।
৬ । অতিবুদ্ধির হাভাত।
৭ । অতিবাড় বেড়োনা ঝড়ে পরে যাবে, অতিছোট হয়ো না ছাগল মুড়ে খাবে।
৮ । অতিবাড় বেড়ো না, ঝড়েতে উড়াবে, অতিছোট হয়ো না, ছাগলে মুড়াবে।
৯ । অতিভক্তি চোরের লক্ষণ।
১০ । অতিভাব যেখানে, নিত্যি যাবে সেখানে। যদি যাবে নিত্যি ঘটবে একটা কীর্ত্তি।
১১ । অতিলোভে তাঁতী নষ্ট।
১২ । অতিবড় ঘরণী না পায় ঘর, অতিবড় সুন্দরী না পায় বর।
১৩ । অতি-আদরের দুলারী ঝি, তুরুকে নিলে করবে কি?
১৪ । অতিআশ সর্ব্বনাশ।
১৫ । অতিক্ষুধা যার, হাড় কাঁটা তার।
১৬ । অতি-চতুরের ভাত নেই, অতি-সুন্দরীর ভাতার নেই।
১৭ । অতি ভাল-ভাল নয়।
১৮ । অতির্দপে হতা লঙ্কা।
১৯ । ভাল নয় অতিশয়।
২০ । অতিদোসর হয়, গালে তুলে দেয়, না গিললে ত নয়।
২১ । অতিপিরীত যেখানে, অতিবিচ্ছেদ সেখানে।
২২ । অতিপিরীত যেখানে, কীর্ত্তি ঘটে সেখানে।
২৩ । অতিবড় সোদর, তিন দিন করবে আদর।
২৪ । অতিমন্থনে বিষ ওঠে।
২৫ । অতিরিক্ত নিংড়ালে লেবুও তিতা হয়।
২৬ । অতিমেঘে অনাবৃষ্টি।
২৭ । অতিসাধ অতিবিষাদ।
২৮ । অতি আশা ভাঙা মালসা।
২৯ । অতি মন্দ করে শুভ।
৩০ । অতিমানং সুরাপানং।
৩১ । অতি লোভো ন কর্তব্যঃ লব্ধ নৈব পরিত্যজেৎ।
৩২ । অতিথ দেখলে কুপিত।
৩৩ । অতিথি সর্বময় গুরু।
৩৪ । অতিথে গৃহস্থ তাড়ায়।


গ্রন্থসূত্র :
ক. বাংলা প্রবাদ ছড়া ও চলতি কথা – সুশীল কুমার দে
খ. নূতন বাঙ্গালা অভিধান {প্রবচন-সংগ্রহ} – আশুতোষ দেব
গ. প্রবাদ বচন – গোপালদাম চৌধুরী ও প্রিয়রঞ্জন সেন

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০

রানা আমান বলেছেন: "অতিথি ভগবান তুল্য " এমন কি যেন একটা কথা আছে না ! সেটা যোগ করা যেতে পারে , অথবা "অতিথি নারায়ন " ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.