নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা প্রাচীন মসজিদ - ১ম পর্ব

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫



প্রাচীন স্থাপত্য দেখার আলাদাটা একটা আকর্ষণ আছে। আমি মাঝে মাঝেই সুযোগ হলে তাদের দেখতে বেরহই। প্রাচীন স্থাপত্য গুলির মথ্যে বাংলাদেশে মসজিদগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মসজিদগুলি প্রমান করে কতটা আদিতে দেশেই ঐ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিলো। এই প্রাচীন মসজিদগুলি আমাদের দেশের ইতিহাসেরই অংশ। আজ আমার দেখা ৫টি প্রচীন মসজিদের ছবি এখানে রইলো। প্রতি পর্বেই আমার দেখা ও ছবি তোলা ৫টি করে প্রাচীন মসজিদের ছবি ও সামান্য তথ্য উপস্থাপন করবো।

১। : ষাট গম্বুজ মসজিদ

অবস্থান : বাগেরহাট
জিপিএস কোঅর্ডিনেশন : 22°40'28.2"N 89°44'30.6"E
নির্মাতা : হযরত খানজাহান আলি (র.) এটি নির্মান করেছেন বলে ধারনা করা হয়। [মসজিদে কোনো শিলালিপি না থাকায় এটি কে নির্মাণ করেছিলেন সেটার সঠিক তথ্য নেই।]
নির্মাণকাল : ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ হয়েছে বলে ধারণা করা হয়। [মসজিদে কোনো শিলালিপি না থাকায় এটি কবে নির্মাণ হয়েছে সেটার সঠিক তথ্য নেই।]
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং

পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। বাস স্টেশন থেকে ষাট গম্বুজ মসজিদ প্রায় ৬ কিলোমিটার দূরে, ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায়।




২। : হযরত শাহজালালের দরগাহ মসজিদ

অবস্থান : সিলেট
জিপিএস কোঅর্ডিনেশন : 24°54'07.5"N 91°51'57.6"E
ছবি তোলার তারিখ : ২০/১০/২০১৪ ইং

পথের হদিস : বাস, ট্রেন বা প্লেনে সহজেই সিলেট চলে যাওয়া যায়। সিলেট শহরের প্রাণকেন্দ্রেই হযরত শাহজালালের দরগাহ মসজিদটির অবস্থান।




৩। : জিন্দাপীরের মসজিদ

অবস্থান : বাগেরহাট
জিপিএস কোঅর্ডিনেশন : 22°39'53.2"N 89°45'50.2"E
নির্মাতা : অজ্ঞাত
নির্মাণকাল : অজ্ঞাত
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। বাস স্টেশন থেকে ষাট গম্বুজ মসজিদ প্রায় ৬ কিলোমিটার দূরে, ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায়।






৪। : মহজমপুর শাহী মসজিদ

অবস্থান : মহজমপুর, নারায়ণগঞ্জ
জিপিএস কোঅর্ডিনেশন : 23°44'05.9"N 90°36'18.5"E
নির্মাতা : ফিরোজ বা ফিরুজ খান নামে জনৈক ব্যক্তি নির্মাণ করেন।
নির্মাণকাল : যতদূর যানা যায় “সুলতান শামসুদ্দীন আহমদ শাহ” এর শাসনকাল ১৪৩২ থেকে ১৪৩৬ খ্রিস্টাব্দের কোনো এক সময় মসজিদটি তৈরি করা হয়েছে।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং

পথের হদিস : দেশের যেকোন যায়গা থেকে মদনপুর বা ভুলতা বা অড়াইহাজার বাজারে আসতে হবে। সেখান থেকে যেতে হবে মহজমপুর বাজার। বাজারের কাছে পথের ধারে রয়েছে “মহজমপুর শাহী মসজিদ”।



৫। : গোয়ালদি মসজিদ

অবস্থান : গোয়ালদি, সোনারগাঁ।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°39'23.4"N 90°35'36.2"E
নির্মাতা : মোল্লা হিজাবর আকবর খান।
নির্মাণকাল : সুলতান আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে ৯২৫ হিজরির ১৫ শাবান অর্থাৎ ১৫১৯ইং খ্রিস্টাব্দের আগষ্ট মাসে গোয়ালদি মসজিদ নির্মাণ করা হয়।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং

পথের হদিস : ঢাকা থেকে প্রথমে যেতে পারেন বাসে মোগড়াপাড়া। সেখান থেকে অটোরিকসায় সোনারগাঁও হয়ে গোয়ালদি গ্রামের গোয়ালদি মসজিদের সামনে। তাছাড়া সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পানাম নগরে। সেখান থেকে রিকসা করে চলে যাওয়া যাবে গোয়ালদি মসজিদ।


=================================================================
আরো দেখুন -
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একটা মসজিদের কয়েকটা করে ছবি হলে আরও ভালো হত।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আগামীতে প্রতিটা মসজিদের জন্য আলাদা আলাদা টপিকে প্রচুর ছবি সহ পোস্ট হবে।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্ট। ধন্যবাদ অনেক অনেক।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

সাইন বোর্ড বলেছেন: সুন্দর কালেকশন ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐতিহ্যবাহী পুরাতাত্ত্বিক মসজিদ সিরিজে অভিনন্দন :)

চলুক সিরিজ

+++

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
বেশ কয়েক পর্ব ধরে চলবে আশা করা যায়।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: নান্দনিক এসব মসজিদ দেখে ভালো লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ভালো লাগা প্রকাশের জন্য শুকরিয়া।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্টের জন্য অভিনন্দন।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
এ মসজিদে গিয়েছি এবং নামাজও পড়েছি।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: "এ মসজিদ" বলতে কোনটা বুঝিয়ছেন?
নাকি ৫ টিতেই গিয়েছেন?

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন:
এই মসজিদটি আমি দেখেছিলাম মালদহ জেলার মহাদিপুর গ্রামে যাহা আমাদের চাঁপাইনবাবগন্জ জেলার শিবগন্জের সোনা মসজিদ সংলগ্ন।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সুযোগ হলে কোন একদিন আমারও দেখতে যাবার ইচ্ছে আছে।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আমাদের উপমহাদেশের কিছু ছোট ছোট প্রাচীন মসজিদ আছে যা হুবহু একই।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন:

দুইটা মসজিদের নির্মানশৈলী একই কিন্তু একটা ভারতের মালদহ জেলায় বাংলাদেশের সোনা মসজিদ সংলগ্ন আরেকটা বাংলাদেশের মুনশিগন্জের বাবা আদম মসজিদ।এমন নির্মানশৈলীর মাসজিদ বাংলাদেশের আনাচে কানাচে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে।
আপনার পোষ্টের সাথেই আছি।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: গত ডিসেম্বরের ২৯ তারিখে বাবা আদম মসজিদ দেখে আসলাম আমি।
এমন অনেক মসজিদই আছে যেগুলির মধ্যে প্রচুর মিল আছে। তবুও কিছু কিছু পার্থক্য কিন্তু থেকেই যায়।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মলাসইলমুইনা বলেছেন: পুরোনো মসজিদগুলোর ভেতরের কিছু ফটোও দিতেন !মহজমপুর মসজিদ, জিন্দাপীরের মসজিদ আর মন্তব্যে ফটো দেওয়া প্রাচীন মসজিদগুলো কি বাংলাদেশ সরকারের পুরাতত্ব বিভাগ দেখাশুনা করে না | প্রাচীন মসজিদগুলো খুব ভালো অবস্থায় আছে বলেতো মনে হলো না ফটোতে | ষাট গম্বুজ মসজিদের ফটোটা দেখতে খুব ভালো লাগলো | সুন্দর লাগলো আশপাশটাও | বাংলাদেশের বেশিরভাগ মসজিদের বাইরেই ফুলের গাছ দিয়ে বাগান দেখা যায় না | কোনো এক বিচিত্র কারণে আমরা মসজিদ করতে চাই খুব কারুকার্যময় ঠিকই কিন্তু তার আশপাশটা ফুলের বাগান করে বা অন্যকোনো ভাবে আর সুন্দর করে প্রেজেন্ট করতে চাই না |এদিক থেকে ষাট গম্বুজ মসজিদের ফটোটা খুবই ব্যতিক্রম | ভালো লাগলো খুব |

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার গোছানো আর সুচিন্তিত মন্তব্যের জন্য শুকরিয়া। আগামীতে প্রতিটা মসজিদের জন্য আলাদা আলাদা টপিকে প্রচুর ছবি সহ পোস্ট হবে। অবশ্য বেশীর ভাগ মসজিদেরই ভিতরের ছবি নেই আমার তোলা।

সিলেটের হযরত শাহজালাল দরগাহ মসজিদটি ছাড়া বাকি গুলি প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি করে নোটিশ লাগিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেছে। অবশ্য জিন্দা পীরের মসজিদ ও গোয়ালদি মসজিদে তারা কিছুটা সংস্কারমূলক কাজও করেছে আদিতে। তবে এখন তাদের উপস্থিতি শুধু নোটিশবোডে।

ষাট গম্বুজ মসজিদের ফুলবাগানের বিষয়টা আপনি সঠিক ধরেছেন। আমিও দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, সুযোগ থাকলেও বাগান করার কোন আয়োজন দেখা যায়না বড় একটা।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: আফসোস কে বাত এ হায়, যদি এই মসজিদ তৈরির পাশাপাশি শিক্ষাকেন্দ্র তৈরি করা হত, তবে ভারতবর্ষকে আজ এতো পিছিয়ে থাকতে হতো না।


ধন্যবাদ, ইতিহাস পূনর্পাঠের সুযোগ দানে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: খুবই খাঁটি কথা বলেছেন।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

নিয়াজ সুমন বলেছেন: যথাযথ কর্তৃপক্ষ মনে হচ্ছে নাক ঢেকে ঘুমায়
পুরাতন ঐতিহ্য যে রক্ষা করার দায়িত্ব আছে তাদের তা জানা নেই!!!
সুন্দর পোস্ট!!!

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সামান্য সংস্কার করে, পরে শুধু নিচের সাইনবোডটি ঝুলিয়ে হাত ধুয়ে ফেলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.