নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৪র্থ খণ্ড : পর্ব - ০৭

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:০৩

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৪র্থ খণ্ড প্রকাশ হয় ১৮১৮ সালে। ২৬৪ থেকে ৩৪৯ পর্যন্ত মোট ৮৬ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।



৩২১

Scientific Name : Passiflora foetida
Common Name : stinking passionflower, wild maracuja, bush passion fruit, wild water lemon, stoneflower, love-in-a-mist, running pop
বাংলা নাম : বুনো ঝুমকো লতা


৩২২

Scientific Name : Convolvulus arvensis
Common Name : Field bindweed
বাংলা নাম : জানা নাই


৩২৩

Scientific Name : Rhexia holosericea
Common Name : Field bindweed
বাংলা নাম : জানা নাই


৩২৪

Scientific Name : Disa bracteata
Common Name : South African weed orchid
বাংলা নাম : জানা নাই


৩২৫

Scientific Name : Magnolia acuminata
Common Name : cucumber tree, cucumber magnolia or blue magnolia
বাংলা নাম : উদয়পদ্ম, হিমচাঁপা


৩২৬

Scientific Name : Galega orientalis
Common Name : fodder galega and eastern galega
বাংলা নাম : জানা নাই


৩২৭

Scientific Name : Delphinium cuneatum
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৩২৮

Scientific Name : Alpinia malaccensis
Common Name : জানা নাই
বাংলা নাম : কুলঞ্জন বা দেওতারা


৩২৯

Scientific Name : Sinningia aggregata
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৩৩০

Scientific Name : Koelreuteria paniculata
Common Name : goldenrain tree, pride of India, China tree, varnish tree
বাংলা নাম : জানা নাই


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, #
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো পোস্ট। যদি সম্ভব হয় আমাদের হাতের কাছে সে সকল ঔষুধি গাছ আছে, সেইগুলো নিয়ে একটা পর্ব করুন।

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য। আগামীতে সুযোগ হলে করার চেষ্টা করবো।

২| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ধন্যবাদ

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:

দুর্লভ কিছু ঔষধি আমার জানা আছে আপনার সংগ্রহ শুরু হলে, খুব সম্ভব আমি আপনাকে ভালো সহযোগিতা করতে পারবো। আমি গাছ নিয়ে কিছু লেখা পোস্ট দিবো আপনার সহযোগিতার প্রয়োজন হবে খুব। আশা করছি আপনাকে পাশে পাবো।

লাল পেয়ারা/শহীদ পেয়ারা/আমেরিকান পেয়ারা চাষ করে যেমন তেমন পরিবার সচ্ছলতার সাথে চলা সম্ভব।


০১ লা মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গাত বছর বন্যায় ডুবে গিয়ে গাছগুলি মরে গেছে। তাই এবার আবার জমি উচা করছি, কাজ চলছে। এবার গাছ লাগাবো কিছু।

আপনার লেখার জন্য আমার সাধ্যমতো সাহায্য করবো।

৪| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০

রাজীব নুর বলেছেন: ব্লগে আপনার এই ধারাবাহিকটি আমি খুব উপভোগ করেছি।

০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাকি কারো আগ্রহ তৈরি করতে পারেনি এই সিরিজ।

৫| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.