নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ১০

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:২৪

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।


গ্রাম বাংলা

ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি।।
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




মাছের ঘের

ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




ধানের বীজ তলা

ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং



এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,
কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল!
কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া,
তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া
----- জসীমউদ্দীন -----


ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫, চিরায়ত বাংলার চিত্র - ১৬

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: খুব সুন্দর ছবি। আমার বাড়ি ফতুল্লায়। রূপগঞ্জের ইছাপুরায় যাওয়া হয় নি। মুড়াপাড়ায় গিয়েছিলাম কয়েক বছর আগে। সেখানে বেশির ভাগ লোকের বাড়িতে মাটির ঘর দেখেছিলাম। সেগুলো এখনো আছে কি না জানি না! এসব এলাকায় হাউজিং কোম্পানিগুলোর দৌরাত্ম অনেক বেশি।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ফতুল্লাতে ১/২বার গিয়েছি।
মুড়াপাড়ায় বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে আর মাটির ঘর নেই তেমন।

২| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার সব ছবি!

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, আপনার ছবি গুলি ব্যাপোক সৌন্দর্য হয়েছে ,তার জন্য +++ এবং পুরানো কথা মনে করিয়ে ব্যাথা দেওয়ার জন্য :((

আসলে ২০০৮-০৯ এর দিকে ইছাপুরায় একটু জায়গা কিনে রাখার জন্য একজন অনেক অনুরোধ করেছিল।গিয়েছিলাম ও কিন্তু তখন যোগাযোগ ব্যবস্থার ভাল পরিস্থিতি না হওয়ায় মনে সায় দেয়নি,যদিও জায়গা অনেক কম দাম ছিল। পরে পূর্বাচল প্রকল্প এবং
৩০০ ফুট রাস্তার কারনে এখন তার অনেকটাই উন্নয়ন এবং উন্নত অঞ্চলে পরিণত হয়েছে যা এখন আমার নাগালের বাইরে।এই জন্য মনে ব্যাপোক দুঃখ।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা, একটুর জন্য মিস হলো।
ইছাপুরার আদী বাসীরা এখন প্রায় সকলেই কোটিপতি হয়ে গেছে।
এখনো সময় আছে অন্য দিকে কিনে রাখেন। বিশেষ করে পানজোড়া, নাগরির দিকে। আশা করা যায় ৫/৭ বছরের মধ্যে ইনভেস্ট কয়েকগুণ হয়ে যাবে।
আমরা ৫ বন্ধ নাগরিতে ২৮ কাঠা জমি কিনেছি আরো বছর ৪/৫ আগে। ছোট একটা খামার বাড়ি করার ইচ্ছে।

৪| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:২৪

নেওয়াজ আলি বলেছেন: সকল দেশের রাণী সেজে আমার জন্মভুমি । সবুজ শ্যামল বাংলার অপরূপ সৌন্দর্য ছবি

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের দেশের রূপের বৈচিত্রের কোনো শেষ নেই।

৫| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: মাত্র ৫ টা ছবিতে মন ভরে না ভাই।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো প্রায় প্রতিটি সিরিজেই ৫টি করেই ছবি দেই!!!

৬| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:২২

মিরোরডডল বলেছেন:




ইছাপুরা যাইনি কিন্তু রূপগঞ্জ গিয়েছি । ছবির মতোই সুন্দর ।
অপূর্ব ছবিগুলো !

পাগলার নাগরির খামার বাড়ীতে পূর্ণিমা রাতে একটা সামু আড্ডা হতে পারে ।
সাথে থাকবে গান আর পাগলামি ।




০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঐ এলাকায় গ্রামীন সৌন্দর্য এখনো টিকে আছে।
নাগরিতে বিলের ধারে যে জমি আমরা কিনেছি সেটি খামার বাড়ির জন্য উপযুক্ত বলা চলে না। কারণ সেখানে যাওয়ার পথ নেই। অনেকটা যায়গা হেঁটে পৌছতে হয়। তবুও আমাদের খায়েস মেটে না। নানান ঝামেলা করে এবার কিছু পুরানা টিন-কাঠ-বাস সেখানি নিয়ে গিয়ে একটা হাসের জন্য ছাউনি করেছি।
বাসের উপযুক্ত এখনো করতে পারিনি। জল-বিদ্যুৎ আর ওয়াসরুমের ব্যবস্থা এখনো করতে পারি নি।
তবুও আগামীকাল সেখানে ৫০ জনের খাওয়অ দাওয়ার একটা আয়োজন করেছি।
আরোএকটু গুছিয়ে উঠতেহবে। তারপর......

৭| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:২৫

মিরোরডডল বলেছেন:




পাগলা কি জানে কেনো রূপগঞ্জ এতো সুন্দর ?
কারন এটা আমার প্রানের গ্রাম :)
মানুষগুলো আমার হৃদয়ের খুব কাছের ।



০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: রূপগঞ্জ মুরাপাড়া বেশ কয়েকবার গেছি পুরনো স্থাপত্যের টানে, বর্ষায় নৌভ্রমণে। এখন অনেক পালটে গেছে।
আপনার বাড়িকি ঐখানে?

৮| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৯| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবুই পাখি কি শুধু তাল গাছেই বাসা বানায়?

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: না।
খেঁজুর ও নারকেল গাছে বাসা করতে দেখেছি আমি। অন্য লম্বা-উঁচু গাছেও করে হয়তো।

১০| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

ওমেরা বলেছেন: ছবি গুলো সুন্দর , সাথে কবি নজরুল এ কবি জসিমুদ্দিনের কবিতার অংশটুকুও ভালো লাগলো।
ধন্যবাদ অনেক , ভালো থাকবেন সর্বদা।

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১১| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৩৯

মা.হাসান বলেছেন: অসাধারণ সব ছবি।
আমাদের এলাকায় ১ নম্বর ছবির মতো পরিচ্ছন্ন সরু রাস্তা দেখি না, বাকি সবই লোকেশন না লিখে দিলে বাংলাদেশের যে কোনো গ্রামেই মনে হয় দেখা যাবে। ১, ২ আর ৫ নম্বর ছবি মনে হয় সকালের দিকের তোলা, কুয়াশা দেখা যায়। ৩, ৪ একটু বেলা ওঠার পর, কুয়াশা দেখি না।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্য, চমৎকার বিশ্লেষণ।
১, ২ আর ৫ নম্বর ছবি বিকেলে তুলেছি, সন্ধ্যার আগে আগে। তাই কুয়াশার আভাস।
৩, ৪ এর সময় দুপুরের আগে।

১২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিতো প্রায় প্রতিটি সিরিজেই ৫টি করেই ছবি দেই!!!

হ্যা সেটা জানি। তবে গ্রাম বাংলার ছবি আমার বিশেষ পছন্দ।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও বিশেষ পছন্দ গ্রাম।

১৩| ০২ রা এপ্রিল, ২০২১ ভোর ৬:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর সুন্দর ছবি দেখে মুগ্ধ ।
ইছাপুর লাউ এর জন্য প্রসিদ্ধ ।
ডেমরা বাজারে ইছাপুরি লাউ উঠে প্রচুর ।
এই লাউ ঢাকার পুর্বাঞ্চলীয় বাজারে
বেশ চড়া দামে বিক্রয় হয় । ইছাপুরি
লাউ এর স্বাদ অন্য এলাকার লাউএর
তুলনায় অনেক ভাল ।

ছবি সুত্র : গুগল ইমেজ

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন আপনি। তবে শুধু লাও নয়, ইসাপুরার সকল সবজিই খেতে সুস্বাদু। কিছু দিন আগ পর্যন্তও ইসাউরার থেকে সবজি চলে আসতো আমাদের উত্তর বাড্ডার বাজারে সকাল সকাল, এখন খুব একটা আসে না।

১৪| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন আপনি। তবে শুধু লাও নয়, ইসাপুরার সকল সবজিই খেতে সুস্বাদু। কিছু দিন আগ পর্যন্তও ইসাউরার থেকে সবজি চলে আসতো আমাদের উত্তর বাড্ডার বাজারে সকাল সকাল, এখন খুব একটা আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.