নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হট্টবিলাসিনী (১৮+)

০৫ ই মে, ২০২১ দুপুর ১:৫৭



হঠাত করেই কয়েকটি ঘটনার কারণে ইদানি একটি বিশেষ পেশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব আলোচিতো হচ্ছে। পেশাটি আদি এবং অতি প্রাচীন। সেই রামায়ন-মহাভারতেযুগ থেকে সেটি চলে আসছে। এখনো আছে- আগামীতেও থাকবে। শুধু সময় আর কিছু আলাদা বৈশিষ্ট্যের কারণে পেশাটির নাম পরিবর্তণ হয়। আগেও এর বহু নাম ছিলো, আমার মনে হচ্ছে খুব শিঘ্রই এর নতুন কোনো নামকরণ করা হবে। যাইহোক, সেই প্রাচীন পেশাটির নাম হচ্ছে বেশ্যাবৃত্তি। সেই সময় বেশ্যাবৃত্তি ৫টি ভাগে ভাগ করা হয়েছিলো। যথা-
১। রাজবেশ্যা - রাজার অনুগৃহীতা বেশ্যা।
২। নাগরী - নগরবাসিনী বেশ্যা।
৩। গুপ্তবেশ্যা - সৎবংশজাত নারী যে গোপনে অভিসার করে।
৪। দেববেশ্যা - মন্দিরের দেবদাসী।
৫। তীর্থগ বা ব্রহ্মবেশ্যা - যে নারী তির্থস্থানে বেশ্যাবৃত্তিতে নিয়োজিত।


আভিধান বা আইন বলে, যে নারী অর্থের বিনিময়ে বিনাবিচারে একাধিকজনকে যৌনসম্ভোগে দেহদান করেন সেই বেশ্যা।

আপনি জেনে অবাক হবেন এই বেশ্যা শব্দটির অনেকগুলি সমার্থক শব্দ মানুষ যুগেযুগে তৈরি করেছে। বেশ্যা শব্দটি যদি আপনার অপছন্দ হয় বা বাজে শোনায় তাহলে আপনি নিচের যেকোনো নামে তাকে ডাকতে পারেন।

অজ্জুকা, অবিদ্যা, ইত্বরী, কসবি, কামরেখা, কামলেখা, কুচনি, কুট্টিনি, কুলটা, কুম্ভা, ক্ষুদ্রা, খানকি, খেরেলি, গণিকা, গণেরু, গণেরুকা, গস্তানি, গােসর্পিকা, ঘুষ্কি, ছুটো, ছেনাল, ছিনাল, জনপদবধূ, ঢেমনি, দারী, দেহপসারিণী, দেহােপজীবিনী, ধর্ষকারিণী, ধর্ষিণী, ধুমড়ি, নগরকূলবধূ, নগরবধূ, নগরনটী, নগরনটিনী, নগরশােভিনী, নটিনী, নটিদারী, পতিতা, পরপুষ্টা, পণাঙ্গনা, পণ্যাঙ্গনা, পেশাকর, পেশাকার, পুংশ্চলী, পুংস্কামা, প্রেষণী, বৰ্ণদাসী, বাজারের মেয়ে, বারনারী, বারবনিতা, বারবধূ, বারবিলাসিনী, বারস্ত্রী, বারাঙ্গনা, বারােযােষিৎ, মঞ্জিকা, মাগি, রতায়নী, রণ্ডা, রাণ্ডি, রাড়, রেণ্ডি, রুণ্ডিকা, রূপাজীবা, রূপােপজীবিনী, লজ্জিকা, লম্পটি, সঞ্চারিকা, সন্ধিজীবক, স্পর্শা, এবং আধুনিকতম নাম যৌনকর্মী।


এইতো দেখলেন বেশ্যার সমার্থকশব্দের সমাহার। বেশ্যার পাশাপাশি প্রাচীন এই পেশা বেশ্যাবৃত্তিরও অনেকগুলি সমার্থক নাম মানুষেরা তৈরি করে রেখেছে। যেমন-

খানকিগিরি, খানকিপনা, গণিকাবৃত্তি, গাণিক্য, ছেনালি, ছেনালিপনা, নাগরালি, পতিতাবৃত্তি, বেশ্যাগিরি, বেশ্যাপনা, বেশ্যাবৃত্তি এবং আধুনা যৌনকর্ম।


প্রতিটি পেশা বা ব্যাবসায়ের নির্দিষ্ট স্থান থাকে। এই আদিমতম ব্যবসারও নির্দিষ্ট স্থান রয়েছে এবং তার নামের বাহারও কম নায়। যেমন-

খানকিটোলা, খানকিপাড়া, খানকিবাড়ি, গণিকাপল্লী, গণিকালয়, নিষিদ্ধপল্লী, নিষিদ্ধপাড়া, পতিতাপল্লী, পতিতালয়, বেশ্যাপটি, বেশ্যাপল্লী, বেশ্যাপাড়া, বেশ্যালয়, মাগিপাড়া, মাগিবাড়ি, রাঁড়ের বাড়ি।

এইতো গেলো আদি নামের সম্ভার, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্ভবতো আরো কিছু নতুন নাম যুক্ত হয়ে যেতে পারে।

তথ্য সূত্র : বেশ্যাসংগীত বাইজিসংগীত - দেবজিত বন্দ্যোপাধ্যায়।
ছবি : উইকি

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:২১

রানার ব্লগ বলেছেন: বেশ্যাবৃত্তি একটা আদি পেশা ব্যাস এইটুকুই !!!!

এখন যারা নিজেদের কে অভিজাত সম্ভ্রান্ত বংশের মনে করে তাদের মনে করিয়ে দেয়া উচিৎ তাদের পুর্বপুরুষ এই বেশ্যাদের কাছেই বেশি যেতো এবং এদের অনেকেরই ছেলে মেয়ে হয়েছে যারা পরবর্তিতে ওই বংশের অংশিদারিত্ব পেয়েছে, কে জানে কে কার ঔরস !!

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বুঝি কম তাই বলি কম।
যেটা সামান্য বুঝি সেটা নিয়েই পরে থাকি। অন্য বিষয় নিয়ে উচ্চবাচ্য করি না।

২| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত খারাপ ছবিটা রমজান মাসে দিলেন ? দেখলেই গা ঘিন ঘিন করে :( অন্য ছবি উপরে দেন দয়া করে

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: রমজান মাস ছাড়া অন্য মাসে ছবিটি দিলে কোনো সমস্যাকি হতো না!!
সামুতে ইদানিং পোস্টের সংখ্যা অনেক বেড়েছে। ঘন্টাদেড়েকের মধ্যেই পোস্টটি ২য় পাতায় চলে যাবে, তখন আর গা ঘিন ঘিন করবে না।

৩| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:




বেগম জিয়া, শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, স্পীকার শিরিন, সাহারা বেগম, রওশন এরশাদ, দীপুমনি এই পেশার মেয়েদের জন্য কিছু করেছে, নাকি নিজেদের আখের ঘুছায়েছে শুধু?

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনে ছিলাম কারা কারা যেনো এই পেশা থেকেও বখড়া পায়।

৪| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৩৩

রানার ব্লগ বলেছেন: কাজী ফাতেমা ছবি @ এখানে গা ঘিন ঘিন করার মতো কিছু কি আছে ?

১৮০০ সালের দিকে বাংলার মেয়েরা এমন ভাবেই থাকতো।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি!!

৫| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৩৮

স্বর্ণবন্ধন বলেছেন: সুন্দর লিখেছেন। শব্দের ভিতরেই বিমূর্ত ইতিহাস।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ইতিহাসের চেয়েও বর্তমাণ বেশী দৃশ্যমান।

৬| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ কিছু জানলাম।

বেশ্যার সমার্থক শব্দগুলোর বেশিরভাগই কাব্যসাহিত্যে প্রয়োগের জন্য সৃষ্ট বলে মনে হচ্ছে, রবীন্দ্রসাহিত্যে যেগুলোর প্রচুর ব্যবহার দেখা যায়।

একটা শব্দ খুঁজছিলাম - বাইজি। কন্টেন্টের মধ্যে পাই নি। বাইজিদের নিয়ে প্রথম আলোতে একবার কিছু ধারাবাহিক বের হয়েছিল যদ্দূর মনে পড়ে। উইকিপিডিয়াতেও অল্পবিস্তর আছে। বাইজি ও বাইজিদের নাচ-গান নিয়েও একটা মজাদার পোস্ট লিখতে পারেন।

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাইজি শব্দটার মধ্যে প্যাঁচ আছে। এর উৎপত্তি এবং পরে এর ব্যবহারের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে। অবশ্য আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে।

৭| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ৬৪ কলার মধ্যে কামকলাও একটা । এখানে যেসব শব্দ দিলেন বেশির ভাগই গালি হিসেবে ব্যবহৃত হয়। এই বেশ্যাদের কাছে যারা যায় তারা নিজেরা কি ভালো?

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এখানে যেসব শব্দ দিলেন বেশির ভাগই গালি হিসেবে ব্যবহৃত হয়।
আমি একটা শব্দও দেই নাই, এই শব্দগুলি আদিকাল থেকে চলে আসছে।
একটি শব্দ কোথায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে তার অর্থ।

এই বেশ্যাদের কাছে যারা যায় তারা নিজেরা কি ভালো?
বেশ্যার খারাপ একথা আপনি কেনো ধরে নিচ্ছেন?

৮| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "আমি একটা শব্দও দেই নাই, এই শব্দগুলি আদিকাল থেকে চলে আসছে।" আমি পোস্টে দেয়ার কথা বলেছি।আপনি বলেছেন তা বলি নি। কারণ এই শব্দ গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখেছি,পড়েছি,শুনেছি।

"বেশ্যার খারাপ একথা আপনি কেনো ধরে নিচ্ছেন?" মানুষকে বিশেষ করে নারীকে অপদস্থ করতে বেশ্যা শব্দটি গালি হিসেবে ব্যবহৃত হয়।সেই গালির সূত্র ধরে কথাটি বলেছি। বেশ্যাদের খারাপ বলতে চাইনি।

আমি আমার বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পারিনি হয়তো।এজন্য আমি দুঃখিত।

০৫ ই মে, ২০২১ রাত ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শব্দের বিষয়টাই এমন প্যাঁচালো কি বলবো!! অনেক নিরিহ শব্দকেও গালি হিসেবে ব্যবহার করা হয়, যেমন- গাধা, গরু, কুকুর, শালা ইত্যাদি। আবার যেটা গালি হতে পারতো সেটা গালি না হয়ে প্রসংশা বুঝায়, যেমন- বাঘের বাচ্চা, সিংহ হৃদয় ইত্যাদি।
তাই শব্দের প্যাঁচের মধ্যে না পড়াই ভালো।
ভালো থাকুন।

৯| ০৫ ই মে, ২০২১ রাত ৮:১৫

কামাল১৮ বলেছেন: যে পুরুষ টাকার বিনিময়ে নারীর সাথে মিলিত হয় তাদের কি কি নাম আছে।

০৫ ই মে, ২০২১ রাত ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খুঁজলে বেশ কয়েকটি নাম পাওয়া যাবে। তাবে একটা পোস্ট করার জন্য যথেষ্ট হবে না মনে হয়। আশার কথা হচ্ছে পুরুষ বেশ্যাও আছে। তাদের সকলকে মিলিয়ে আরেকটা পোস্ট করা যেতে পারে।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ৮:২১

জটিল ভাই বলেছেন: আধুনিক সভ্যতায় কিন্তু "লিটনের ফ্ল্যাট" নামে একটা শব্দ এসেছে..........

০৫ ই মে, ২০২১ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, পুলিশের খাতায় আছে "রেড লাইট এরিয়া"

১১| ০৫ ই মে, ২০২১ রাত ৮:৫৬

নেওয়াজ আলি বলেছেন: বেশ্যা এবং খানকিগিরি এইসব শব্দ অমানবিক

০৫ ই মে, ২০২১ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো অনেক শব্দ আছে এমন অমানবিক।

১২| ০৫ ই মে, ২০২১ রাত ৯:৩৭

সোহানী বলেছেন: আশা করি পরের পোস্টে এর পুরুষবাচক শব্দগুলো নিয়ে আসবেন।

০৫ ই মে, ২০২১ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: খুঁজলে বেশ কয়েকটি নাম পাওয়া যাবে। তাবে একটা পোস্ট করার জন্য যথেষ্ট হবে না মনে হয়। আশার কথা হচ্ছে পুরুষ বেশ্যাও আছে। তাদের সকলকে মিলিয়ে আরেকটা পোস্ট করা যেতে পারে।

১৩| ০৫ ই মে, ২০২১ রাত ১০:১৭

রানার ব্লগ বলেছেন: সময় নিকটে @ আপনার যে আতে ঘা লাগবে এটা বুঝি নাই।

১৪| ০৬ ই মে, ২০২১ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন। আপনি কি হুমায়ূন আজাদের নারী বইটা পড়েছেন?

০৬ ই মে, ২০২১ রাত ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী অনেক বছর আগে পড়েছিলাম।
দ্বিতীয় বার পড়া শুরু করে শেষ করি নাই।

১৫| ০৬ ই মে, ২০২১ ভোর ৪:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অধিকাংশ পোস্টগুলো আমার হিসাবে প্রায়ই অসম্পূর্ন থাকে।
বেশ্যা শব্দের শ্রেণি বিন্যাস আর সমার্থক শব্দ দিয়ে কি উদ্ধার হলো বুঝতে পারছি না।

০৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি।
আমি অলস এবং স্বপ্ল জ্ঞান সম্পন্ন লোক। স্বল্প জ্ঞেনে কোনো কিছুই সম্পূর্ন করা প্রায়ই অসম্ভব হয়ে যায়। আর সেই সাথে অলসতা তো আছে।
তারচেয়ে বড় কথা, আমি কোনো পোস্টেই কোনো কিছু উদ্ধারের চেষ্টা করি না। তাই আপনি বুঝতে পারেন নি।

ভালো থাকুন, শুভকামনা রইলো।

১৬| ০৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩৭

Laboni বলেছেন: নুতন কিছু শেখা হল। ধন্যবাদ।

০৬ ই মে, ২০২১ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

১৭| ০৬ ই মে, ২০২১ দুপুর ২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আদিকাল থেকেই মানুষ বেশ্যাবৃত্তির সংগে জড়িত।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বলেছেন।

১৮| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যদিও এখন ব্লগে সুন্দর, দারুন পোস্ট টাইপের মন্তব্যের প্রচলন বেশি তথাপি রীতি ভেঙ্গে মন্তব্য করায় আশা করি আপনি রাগ করেন নি। আমি প্রথম পাতায় যখন কোন লেখা প্রকাশ করবেন সেটার গুনগত মানের ব্যাপারে অবশ্যই নিশ্চিত হতে হবে। কারন প্রথম পাতায় লেখার সুযোগকে ছোট করে দেখার সুযোগ নেই। আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম, আপনার পোস্টটি থেকে একজন পাঠক হিসাবে আমার কি কি নেয়ার আছে। আমার পক্ষে যে কয়টি এঙ্গেল পর্যবেক্ষন করে দেখা সম্ভব, আমি সেই কয়টি পর্যবেক্ষন করে যখন তেমন কিছু পেলাম না, তখন হতাশ হতে হয়।

০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: না বস, রাগ করার কিছু নেই। আপনি অবশ্যই সঠিক মূল্যায়ন করেছেন।
আসলে সকলের কাছ থেকেই অর্থবহ পোস্ট না আসাটাই স্বাভাবিক।
আমিতো লেখিনা বললেই চলে, শুধু ছবি দেই। তাই হঠাত যখন ছবি ছাড়া অন্য কিছু পোস্ট করি তখন সেটা অপরিপক্ক হাতের কাজ হয়।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.