নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২০ শে মে, ২০২১ দুপুর ১:১১

বইয়ের নাম : একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ২০১১
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ১১২



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
রুস্তমকে ঠিক স্বাভাবিক মানুষ বলা চলে না। আবার সে উন্মাদও নয়। সে একজন খুবই ভালো মানুষ তাতে কোন সন্দেহ নেই, তবে তার মাথাও পুরপুরি কাজ করেনা এটাও সত্যি। মাথার সমস্যার কারণে তার স্ত্রী তার একমাত্র ছেলেকে নিয়ে তাকে ছেড়ে চলে গেছে। তবে তার বাড়ি কিন্তু খালি হয়নি। বাড়িতে বুয়া, দাঁড়য়ান, ড্রাইভার আছে, সেই সাথে আছে বেশ কয়েকজন আশ্রিত। রুস্তম তাদের সকলকে ঠিত মত চেনেও না।

রুস্তমের মূল সমস্যা হচ্ছে সে ধীরে ধীরে বাস্তব আার কল্পনার জগতকে গুলিয়ে ফেলছে। রুস্তম এখন তার কল্পনার জগতকে বাস্তবের মত চোখের সামনে দেখতে পাচ্ছে। স্পর্শ করতে পারছে। ডাক্তারের পরামর্শে নিয়মিত সে ঔষধ খাচ্ছে, আনন্দে থাকার চেষ্টা করছে কিন্তু তবুও সে তার সমস্যা থেকে বের হতে পারছে না। রুস্তম একটি কবিতার বই লিখেছে। এখন একটি উপন্যাস লেখার চেষ্টা করছে। এর মাঝে সে ছবি আঁকাও শিখছে। এই সবই তিনি করছেন আনন্দে থাকার জন্য।

রুস্তমের বাবা জেলে আছেন। রুস্তমের মাকে হত্যার অভিযোগে তার যাবতজীবন জেল হয়েছে। যদিও সেই খুন তিনি করেননি। রুস্তমের এক বড় বোন আছে। সেই বোনের বরকে রুস্তম খুব পছন্দ করে, দুলাভাই বলে ডাকে। দুলাভাই তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন। একটু বেশী বয়েসে বিয়ে করেছেন, এখনো ছেলেপুলে হয়নি। নানান ধরনের ব্যাবসা তার আছে, ফ্লাট আছে, সবই স্ত্রীর নামে। সেই স্ত্রী হুটকরে একজনের সাথে ভেগে যায় মালয়েশিয়া। দুলাভাই বাধ্য হয়ে রুস্তমের বাড়িতে উঠে আসেন। দুলাভাই এসেই রুস্তমের বাড়িতে থাকা আশ্রিতদের বাড়ি থেকে বের করে দেন। পরে অবশ্য আবার সবাই একে একে ফিরে আসে।

রুস্তমের বোন তার স্বমীকে ছেড়ে গেছে তাকে শিক্ষা দেয়ার জন্য। আসলে সে অনেক বছর পরে প্যাগনেন্ট হয়েছে। এদিকে তার স্বামীর ব্যবসা ছাড়া অন্য কোন দিকে মন নেই, তাই সে এই কাজ করেছে। পরে রুস্তমের দুলাভাই মালয়েশিয়া গিয়ে স্বামীস্ত্রী দুজনে বেরিয়ে আসে। রুস্তম বলেছিলো তাদের জমজ বাচ্চা হবে। রুস্তমের কথা মত তাদের দুটি জমজ মেয়ে হয়।

এদিকে রুস্তম বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে থাকে, তার কাছে মনে হয় তিনি খুব ভালো আছেন। আকাশের দিকে তাকিয়ে তিনি তার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ: আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২১ দুপুর ২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ উপন্যাসটির
কাহিনী সংক্ষেপের জন্য।
প্রিয় তালিকায় রাখলাম দাদা

২০ শে মে, ২০২১ দুপুর ২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।
প্রিয় তালিকায় রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় নূর মোহাম্মদ নূরু ভাই।

২| ২০ শে মে, ২০২১ দুপুর ২:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: অনেক আগে একবার পড়েছিলাম। বরাবেরর মত ভাল লেগেছিল,হুমায়ুন আহমদের ভক্ত কিনা-তাই।

আর বুক রিভিউ (কাহিনী সংক্ষেপ) র জন্য +++।

২০ শে মে, ২০২১ দুপুর ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টে + এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় মোহামমদ কামরুজজামান ভাই।

৩| ২০ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার লেখা থেকে উনার বইগুলোর প্লটের সারমর্ম পড়ছি, আমার ভালো লাগছে না।

২০ শে মে, ২০২১ বিকাল ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই সবার কাছে ভালো লাগবে এমনটা না।
এগুলি হালকা বিষয়ে হালকা করে লেখা, আপনার ভালো না লাগাটাই স্বাভাবিক।
অথবা আমার উপস্থাপনের ত্রুটির জন্যও এমনটা হতে পারে।

৪| ২০ শে মে, ২০২১ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এই উপন্যাস আমি প্রথম পড়ি ঈদ সংখ্যায়। ভালো লেগেছে। হুমায়ূন আহমেদের সব লেখাই আমার ভালো লাগে।

২০ শে মে, ২০২১ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হুমায়ূন আহমেদের সহজ সরল উপস্থাপনা অনেকেরই ভালো লাগে।

৫| ২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

জটিল ভাই বলেছেন:
পোস্টের সঙ্গে বইগুলোর pdf লিংক থাকলে কেমন হতো?

২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হতো। তবে সামু হয়তো সেটা পছন্দ করতো না।

৬| ২০ শে মে, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি জানেন আমি এখনও ঘুমানোর আগে দশ মিনিট হলেও হুমায়ূন আহমেদের লেখা পড়ে ঘুমাতে যাই। দীর্ঘদিনের অভ্যাস।

২০ শে মে, ২০২১ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! চমৎকার অভ্যাস।
আমার কাছে অল্প কিছু বই আছে, সেগুলির কারণে আমার ছোট বোন, ভাগনা ভাগনিরাও পড়ার অভ্যাস পেয়েছে।

৭| ২১ শে মে, ২০২১ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ভ্রমন, বইপড়া এগুলো খুব দরকার।
ঘরে কমপক্ষে তিন হাজার বই রাখবেন। শিশুদের ভবিষ্যৎ এর কথা বিবেচোনা কোরে।

২১ শে মে, ২০২১ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো বই কেনার সাধ্য তো নাই দাদা!! জায়গারও সংকট আছে।
হজারখানেক বই আছে হয়তো আমার বাসায়, বড় মেয়ে পড়া শুরু করে একটু একটু করে। ছোটটাও করবে আশা করি।
আর ভ্রমণের বিষয়ে কিছু না বলাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.