নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!

০৯ ই জুন, ২০২১ রাত ৩:১৬



ঢাকা শহরকে কেনো ঢাকা ডাকা হয় তা কি আমরা জানি!!
রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে জঙ্গলেঢাকা দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পেয়ে ঢাকেশ্বরী নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই ঢাকা শহরের নাম।

আবার অন্যেরা বলেন মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে “ঢাক” বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়।

তবে শাক দিয়ে মাছ ঢাকা দেয়ার মতো মিষ্টি কথা দিয়ে ঢাকার সুনাম ঢাকা পরেছে দুর্নীতির নিচে। এমনিতেই ঢাকা শহর ঢাকা আছে বিষাক্ত বায়ুতে। সামান্য বৃষ্টি হলে ঢাকার সব মেনহোল ঢাকা পরে জলের তলে আর ঢাকা শহর ঢাকা পরে ময়লা জলে।

ঢাকাকে ডাকা হয় মসজিদের শহর বলে। কাকডাকা ভোরে মসজিদ থেকে মুয়াজ্জিনেরা আজান দিয়ে ডাকতে থাকে ঢাকাবাসীদের নামাজের জন্য। মুয়াজ্জিনেরা যতই ডাকুক না কেনো, আমার মতো আলসে লোকেরা সেই ডাকে সারা না দিয়ে সেই সময় বরং শরীর ঢাকা দেয় কাথার নিচে।

ঠিক তখনই ঢাকা শহরের একমাত্র পাখি কাক ডাকলেই, কাকডাকা ভোরে সিটি কর্পরেশনের পরিচ্ছন্ন কর্মীরা হলুদ জামায় নিজেদের ঢেকে ঢাকার পথে নামে ময়লা ঢাকা ঢাকাকে পরিষ্কার করতে। এই ময়লা ফেলি আমরাই, পথ চলতে এই মলার সামনে এসে র্দূগন্ধে রুমালে নাক ঢাকা দেই আমরাই। র্দূগন্ধে নাক ঢাকার আগে ঢাকা বাসীর উচিত লজ্জায় মুখ ঢাকা দেয়া। এখন যখন করনার কবল থেকে বাঁচতে সারা বিশ্ব মাস্কের নিচে নাম মুখ ঢাকা দিচ্ছে, তখন ঢাকা বাসী নাক মুখ ঢাকা দিতে যত অনিহা।

বি.দ্র. : এটি একটি আবলতাবল লেখা, নেই কাজ তো খৈ ভাজ টাইপ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২১ সকাল ৭:২২

আমিই সাইফুল বলেছেন: দেশে থাকতে একটা অদ্ভুত জিনিস দেখতাম। পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেনের ময়লা পরিষ্কার করে ড্রেনের পাশেই স্তুপ করে রাখতো। এর রহস্যটা কি??? ঢাকায় কি এখনো এমন হয়???

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: রহস্যের হচ্ছে দ্রুত নতুন করে বিল পাওয়ার রাস্তাটা আগেই ঠিক করে রাখা।
সারা ঢাকার খবর জানি না, গত সিজনেও বাড্ডা ও আশপাশের এলাকায় ড্রেনের ময়লা ড্রেনের পাশেই ফেলে রাখতে দেখেছি আমি।

২| ০৯ ই জুন, ২০২১ সকাল ৭:৪৬

কামাল১৮ বলেছেন: ময়লা ফেলার বিষয়টা এখনো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে নাই।এটা ঢাকা বাসিকে অনেক বিড়ম্বনা দেয়।

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তবে ময়লা সরানোর জন্য ঢাকার প্রতিটা বাড়ী ও ফ্লাট থেকে বিশাল পরিমান একটা অর্থ আদায় করা হয়। আমার বাড়ি থেকেউ ৪০০০ টাকা উঠে। আমার এলাকা বাড়ি আছে ১৪০টির মতো। দোকান আছে ৯০টি।

৩| ০৯ ই জুন, ২০২১ সকাল ৮:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালীর লজ্জা-শরম বা বিবেকবোধ বরাবরই কম। এরা ঢাকাতো ভালো, আমেরিকায় এসেও নোংরা রয়ে গেছে।

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চাপে পরলে আমরা তীরের মতো সোজা হয়ে যাই।
সব যায়গায় এই চাপটা আসে না, এটাই সমস্যা।

৪| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আমিই সাইফুল ঢাকার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেনের ময়লা পরিষ্কার করে ড্রেনের পাশেই স্তুপ করে রাখতো। কিছুদিন জনগনের ভোগান্তির পর আবার সেই ময়লা ড্রেনেই চলে যায়। কি অদ্ভত! তাই না?

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সেইটাই

৫| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৫৫

রবিন.হুড বলেছেন: শহরটার নামই যেহেতু ঢাকা
সর্বদা আকাশে উড়ে টাকা
লকডাউনে চলে গাড়ির চাকা
তাই দরকার নাই মুখ ঢাকা

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছন্দে ছন্দে ভালো বলেছেন।

৬| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৫৮

আমিই সাইফুল বলেছেন: @দেশ প্রেমিক বাঙালী, অদ্ভুতত বটেই। আমি চিটাগং এও সেম অবস্থা দেখেছি। কিন্তু এর রহস্যটা কি? কেন তারা এটা করে?

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হস্যের হচ্ছে দ্রুত নতুন করে বিল পাওয়ার রাস্তাটা আগেই ঠিক করে রাখা।

৭| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরার লজ্জা শরম কম । আমরা বেহায়া, আমরা বিবেকহীন, আমরা অন্যায় করেও বুক ফুলিয়ে হাঁটি আমাদের ঠেকায় কে

০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা করনার চেয়েও শক্তিশালী, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আমরা কি ডরাই!! ভাঙ্গতে পারি লোহার কড়াই!!

৮| ০৯ ই জুন, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: জনাব আপনি ঢাকার ছেলে।
আপনি যখন ঢাকার বাইরে যাবেন তখন দেখবেন- ঢাকা আসার জন্য মন আকু পাকু করছে।

০৯ ই জুন, ২০২১ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার অল্প-বিস্তর সুযোগ হয়েছে ঢাকা ছেড়ে নানান যায়গায় বেড়াতে যাবার। কখনো এক-দুই দিন, কখনো বা তিন-চার দিনের জন্য। নানান কারণে বেশ কয়েকবার ভারতে যেতে হয়েছে। হয়তো সপ্তাহখানেক থেকেছি। সবচেয়ে বেশী প্রায় ১৫ দিন থেকে সম্ভবতো থেকেছি কাশ্মীরে বেড়াবার সময়। আর হয়তো সিঙ্গাপুর-থাইল্যান্ড-মালয়শিয়া বেড়াবার সময় ১২-১৫দিন ছিলাম ঢাকা ছেড়ে।
এখানে গিয়েছি, যে কয়দিনই থেকেছি, বিন্দাস থেকেছি-বেড়িয়েছি। শুধু যেই ফেরার সময় হয়েছে তখনই অবশ্যই ঢাকা ফেরার জন্য এক ধরনের অস্থিরতা কাজ করেছে। এখনও করে, আগামীতেও করবে।

৯| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: " নেই কাজ ত খই ভাজ " - লেখা ভালই হয়েছে ভাই।

তয় যা আমাদের জন্য ভাল তা করতে আমাদের বরাবরই অনীহা । তা সে ট্রাফিক আইন,মাস্ক পরা কিংবা সঠিক স্থানে ময়লা ফেলা।

তবে করোনার জন্য না হলেও ধুলা-বালি কিংবা আবর্জনার দূর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য হলেও আমাদের মাস্ক পরা উচিত।আর ট্রাফিক এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে কিছু বলা উচিত কিনা জানিনা। কারন, এসব ব্যাপারে যে সব অনিয়ম তা আমাদের কালচারের অংশ হয়ে গেছে এবং এর উপর ভর করে কিছু মানুষের আয় রোজগার তথা উপরী ইনকাম টিকে আছে ।তাই সেগুলো সহজে দুর হবে বলে মনে হয়না।

পুরা পরিবার সহ কি ভাইজান বৈকালিক জলযোগে এসেছেন / বেরিয়েছেন?

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভাইজন সুন্দর মন্তব্যের জন্য।
আসলেই আমাদের মতো উদাসিন জাতী আর কোথাও আছে কিনা বলা মুশকিল।
আমাদের চামড়ার কাছে গন্ডারের চামড়াও ফেল মেরেছে। কোনো কিছুই গায়ে লাগে না আমাদের।
এভাবেই চলছি আমরা।

ছবিটি গত সেপ্টেম্বরের।
বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না এখন।
বড় মেয়েটার ক্লাশ ফোরের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলে হয়তো বের হবো কোনো দিকে।
ভালো থাকবেন সব সময়।

১০| ১০ ই জুন, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
আমি দেখেছি, ঢাকার মানুষ ঢাকার বাইরে গেলে ঢাকা ফেরার তাড়া অনুভব করে।
আমি নিজেই ঢাকার বাইরে গেলে, ঢাকা ফেরার জন্য অস্থির লাগে।

১০ ই জুন, ২০২১ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও আপনার সাথে সহমত। এমনটাই হয়।

১১| ১০ ই জুন, ২০২১ রাত ১২:৫৭

ঢুকিচেপা বলেছেন: আপনার এই আবলতাবল লেখা আমার কাছে খুবই বাস্তবসম্মত মনে হয়েছে।
আপনি তো এধরণের লেখা মাঝে মধ্যে দিতে পারেন।

অল্প কথায় অনেক কিছু বলেছেন, লেখা দারুণ হয়েছে।

১০ ই জুন, ২০২১ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটা আবলতাবলই, তবে বাস্তব চিত্র আছে লেখার মধ্যে তাও সত্য।
আমি আসলে ভালো লিখতে পারি না, তাই সেই চেষ্টাও করি না।
লেখাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আমারও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.