| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..
 ১। ফুলের নাম :  রক্তকাঞ্চন 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  কাঞ্চনার, কাঞ্চনক, পাকারি, রক্তপুষ্পক, লালকাঞ্চন 
Common Name :  Orchid tree, Camel's foot tree, Kachnar, Mountain ebony, Red flowered bauhinia, Napoleon's hat, Paper mulberry, Poor man's orchid, Variegated orchid tree. 
Scientific Name :  Bauhinia variegata / Phanera variegata 
 
ছবি তোলার স্থান :  হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ০৬/০১/২০১৯ ইং 
 
 
 
 
২। ফুলের নাম :  বোতল ব্রাশ 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  বতল ব্রাশ 
Common Name :  Weeping Bottlebrush; Creek Bottlebrush; Drooping Bottlebrush; Red Bottlebrush. 
Scientific Name :  Melaleuca viminalis 
 
ছবি তোলার স্থান :  হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ০৩/০৩/২০১৮ ইং 
 
 
 
 
৩। ফুলের নাম :  দাঁতরাঙ্গা 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার। 
Common Name :  Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron, Senduduk. 
Scientific Name :  Melastoma malabathricum 
 
ছবি তোলার স্থান :  রমনা পার্ক, ঢাকা বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ২৫/১০/২০১৯ ইং 
 
 
 
 
৪। ফুলের নাম :  সূর্যমুখী 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  
Common Name :  Sunflower 
Scientific Name :  Helianthus annuus 
 
ছবি তোলার স্থান :  কার্জন হল, ঢাকা বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ২৯/০৪/২০১৮ ইং 
 
 
 
 
৫। ফুলের নাম :  মিষ্টি জলপাই ফুল 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  
Common Name :  
Scientific Name :  
 
ছবি তোলার স্থান :  উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ০৬/০৬/২০১৯ ইং 
 
 
 
 
৬। ফুলের নাম :  বামনহাটি 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  বামুনহাটি, ভার্গী, ,বনচা, বন্দুক, ভৃগুভবা, পদ্মা, কাসঘ্নী, অঙ্গারপর্ণা, খরশাকা, শুক্রমাতা, শক্রমাতা, ফঞ্জী, ব্রাহ্মণযষ্টিকা 
Common Name :  Sky Rocket, Tubeflowe, Turk’s-Turban, Bowing Lady 
Scientific Name :  Clerodendrum indicum 
 
ছবি তোলার স্থান :  মুন্সিগঞ্জ, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ১৯/০৫/২০১৭ ইং 
 
 
 
 
৭। ফুলের নাম : তারাঝরা  
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  অ্যারোমেটিক জুঁই, এরোমেটিক জুঁই, ক্লিমেটিস 
Common Name :  Fragrant virgin's bower, fragrant clematis, sweet-scented virgin's bower, Indian Traveller's Joy 
Scientific Name :  Clematis flammula 
 
ছবি তোলার স্থান :  বাড্ডা, ঢাকা, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ৩০/০৪/২০১৯ ইং 
 
 
 
 
৮। ফুলের নাম :  বাক্সবাদাম ফুল 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  জংলিবাদাম ফুল 
Common Name :  bastard poon tree, hazel sterculia, wild almond tree 
Scientific Name :  terculia foetida 
 
ছবি তোলার স্থান :  বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ১৭/০৩/২০১৮ ইং 
 
 
 
 
৯। ফুলের নাম :  বরুণ  
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  অগ্নিদীপন, অবিয়ুচ, অশ্মরীঘ্ন, কুমারক, তিক্তশাক, বরণ, বরাণ, বর্না, বন্যা, বৈন্যা, বালাই বিদাসি, মারুতাপহ, লামক, শিখিমগুন, শ্বেতপুষ্প, শ্বেতদ্রুম, শ্বেতবৃক্ষ, সাধুবৃক্ষ, সেতু, সেতুক  । 
Common Name :  Sacred Garlic Pear, Temple Plant 
Scientific Name :  Crateva Religiosa 
 
ছবি তোলার স্থান :  বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ০৪/০৩/২০১৯ ইং 
 
 
 
 
১০। ফুলের নাম :  কাঠগোলাপ 
 
অন্যান্য ও আঞ্চলিক নাম :  গুলঞ্চচাঁপা, কাঠচাঁপা, কাঠচাম্পা, গৌরচাম্পা, গরুড়চাঁপা, গোলকচাঁপা, গবুবীয় চাঁপা, গোলাঞ্জবাহার, গুলাচি, গোলাইচ, চালতাগোলাপ। 
Common Name :  Frangipani, Plumeria, Calachuchi, Kalachuchi, Sacuanjoche 
Scientific Name :  Plumeria / Plumeria rubra (সম্ভবত) 
 
ছবি তোলার স্থান :  ঢাকা বাংলাদেশ। 
ছবি তোলার তারিখ :  ১৭/০৮/২০১৮ ইং  
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে - 
১০টি ফুলের ছবি : পর্ব  -  ০১ ,  -   , পর্ব  -  ০২ ,  -   , পর্ব  -  ০২ ,  -   , পর্ব  -  ০৪ ,  -   , পর্ব  -  ০৫
১০টি ফুলের ছবি : পর্ব  -  ০৬ ,  -   , পর্ব  -  ০৭ ,  -   , পর্ব  -  ০৮ ,  -   , পর্ব  -  ০৯ ,  -   , পর্ব  -  ১০
১০টি ফুলের ছবি : পর্ব  -  ১১ ,  -   , পর্ব  -  ১২ ,  -   , পর্ব  -  ১৩ ,  -   , পর্ব  -  ১৪ ,  -   , পর্ব  -  ১৫
১০টি ফুলের ছবি : পর্ব  -  ১৬ ,  -   , পর্ব  -  ১৭ ,  -   , পর্ব  -  ১৮ ,  -   , পর্ব  -  ১৯ ,  -   , পর্ব  -  ২০
১০টি ফুলের ছবি : পর্ব  -  ২১ ,  -   , পর্ব  -  ২২ ,  -   , পর্ব  -  ২৩ ,  -   , পর্ব  -  ২৪ ,  -   , পর্ব  -  ২৫
১০টি ফুলের ছবি : পর্ব  -  ২৬ ,  -   , পর্ব  -  ২৭ ,  -   , পর্ব  -  ২৮ ,  -   , পর্ব  -  ২৯ ,  -   , পর্ব  -  ৩০
১০টি ফুলের ছবি : পর্ব  -  ৩১ ,  -   , পর্ব  -  ৩২ ,  -   , পর্ব  -  ৩৩ ,  -   , পর্ব  -  ৩৪ ,  -   , পর্ব  -  ৩৫
১০টি ফুলের ছবি : পর্ব  -  ৩৬ ,  -   , পর্ব  -  ৩৭ ,  -   , পর্ব  -  ৩৮
 
১৮ ই জুন, ২০২১  বিকাল ৩:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: করার কিছু নাই যে!!!
এর প্রকৃতি বাংলা নাম এই "বাক্সবাদাম"। কারণ এর খাওয়ার যগ্য বীজটি (যেটিকে বাদাম বলা হচ্ছে) একটি বাক্সের মত দেখতে ফলের ভিতরে থাকে। এর ফুলের একটি বমি হয়ে যাওয়অর মতো বাজে গন্ধ আছে।
 
২| 
১৮ ই জুন, ২০২১  রাত ১১:৩৩
ঢুকিচেপা বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো।
প্রতিযোগীতায় আপনি কবে নামছেন ?
 
১৯ শে জুন, ২০২১  রাত ১২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি আলাদা করে কোনো প্রতিযোগীতায় নামছি না।
৩| 
১৯ শে জুন, ২০২১  রাত ১:২৭
রোকসানা লেইস বলেছেন: সুন্দর ফুলের ছবি  । আপনি অনেক নাম জানেন ফুলের। এই নিগূঢ় রহস্যটি কি। শুধু কি আগ্রহ?
১ নম্বার রক্ত কাঞ্চন যাকে বলেছেন,  দেখতে জবার মতন। দেশে কেবল সাদ লাল জবা দেখতাম আগে। এখন অবশ্য অরো অনেক রঙের জবা দেখি আমাদের বাসাতেই আছে। তবে বিভিন্ন দেশে এই বিভিন্ন রঙের জবার সাথে আমার দেখা হয়েছে। সবাইকে নানা বর্ণের জবা বলেই ডাকি যেহেতু নাম জানি ন। 
২ নম্বার বোটল ব্রাস, ছোটবেলা অনেক দেখতাম অবহেলায় গজাত যেখানে সেখানে । এর প্রজাতি মনে হচ্ছে লোপ পেয়ে যাচ্ছে বাংলাদেশে এখন তেমন দেখি না। ওর সাথে দেখা হয়েছে ক্যালির্ফোনিয়ায়। কত যত্নে সাজিয়ে রাখা বাগানে। 
৩। দাঁত রাঙ্গা কি তেজপাতা ফুল। আমাদের বাসায় তেজপাতা গাছছিল একটা কিন্তু ফুল দেখার সুযোগ হয়নি আমার। 
৫। মিষ্টি জলপাই ফুল কি অদ্ভুত সুন্দর । এত ক্লোজ শট দেখিনি আগে । খুব সুন্দর লাগছে। 
৬। বামনহাটি কি অলি ফুটিতে চাহে ফুটে না  । অলি ফুল হলে কেমন হয় জানতে ইচ্ছা করে।
৭। এরোমিটিক জুঁই আমার আছে তিন মাস পর্যন্ত ফুল থাকে কি মিষ্টি ঘ্রান। বাংলা তারা ঝরা নাম জানা ছিল না। 
৯। বরুণ গাছ টা খুব আগাছার মতন হতো এবার একটা গাছ দেখেছি আমাদের শহরে। 
১০। কাঠগোলাপ নামটা এই ফুলের আমার একদম পছন্দ হয় না। এত মিষ্টি সুন্দর ঘ্রান আমি নাম না জেনে একে কনক চাঁপা বলে ডাকতাম। গোলাপি সাদা লাল সব কটা রঙের এই ফুল আমার খুব প্রিয়। দেখেছিলাম কিউবা বারবেডোসে। 
শুভেচ্ছা রইল
 
১৯ শে জুন, ২০২১  দুপুর ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এমন চমৎকার চমৎকার এবং প্রতিটা ফুল নিয়ে আলোচনা মূলক মন্তব্যে প্রাণটা জুড়িয়ে গেলো।
ফুলের নাম জানার রহস্য হচ্ছে ভালোবাসা এবং আগ্রহ অবশ্যই। গাছপালা-প্রকৃতি ভালোবাসি, ভালো লাগে তাদের ছবি তুলতেও। তাই তাদের নাম জানার আগ্রহটাও তৈরি হয়ে যায়। আমি অনেক গাছ বা ফুলের নাম জানি বিষয়টা এমন না, অল্প কিছুই জানি আসলে।
১। কাঞ্চনের অনেকগুলি ভ্যারাইটি আছে। আছে আলাদা আলাদা নামও। তাদের মধ্যে শ্বেতকাঞ্চন, রক্তকাঞ্চণ এবং দেবকাঞ্চন প্রধান।
তেমনি ভাবে বিভিন্ন রঙ্গের এবং ধরনের জবাও আছে। জবাদেরও আলাদা আলাদা নাম আছে, যেমন - রক্তজবা, শ্বেতজবা, ঝুমকাজবা, পঞ্চমুখীজবা, মেস্তাজবা ইত্যাদি।
২। সংসদ ভবনের চন্দ্রিমা (জিয়া) উদ্যানে অনেকগুলি পুরনো বোতল ব্রাসের গাছ আছে। হাতির ঝিলেও বেশ কিছু লাগিয়েছে। হাতির ঝিলে একটা সাদা বোতল ব্রাশও দেখেছি আমি।
৩। দাঁতরাঙ্গাকে বনতেজপাতা বলা হয় এর পাতা দেখতে তেজ পাতার মতো বলে। এটি তেজপাতা নয়।
৫। এই মিষ্টি জলপাইয়ের গাছি আমার। প্রচুর ফুল হয়, ফল হয় না।
৬। বামনহাটি ফুল ফুটে।
৭। বাংলা তারাঝরা নামটি রবীন্দ্রনাথ দিয়ে ছিলেন।
৯। বরুনের ফল বিষাক্ত হয়। নানান কাজে এর ব্যবহার আছে। বিশেষ করে ইঁদুর দমনে।
১০। কনক চাঁপা নামে অন্য একটি ফুল আছে। কাঠগোলাপকে চাঁপা বলতে চাইলে তারও সমাধান আছে। কারণ কাঠগোলাপের অন্যান্য নামের মধ্যে আছে - গুলঞ্চচাঁপা, কাঠচাঁপা, গরুড়চাঁপা, গোলকচাঁপা, গবুবীয় চাঁপা, কাঠচাম্পা, গৌরচাম্পা। এবার যেটা পছন্দ সেই নামেই ডাকতে পারেন।
আবারও আপনাকে অশেষ ধন্যবাদ জানাই চমৎকার মন্তব্যের জন্য।
৪| 
১৯ শে জুন, ২০২১  ভোর ৬:৩৯
হাবিব বলেছেন: কি দারুণ দেখতে!!
 
১৯ শে জুন, ২০২১  দুপুর ১২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| 
২০ শে জুন, ২০২১  দুপুর ২:৪১
নিয়াজ সুমন বলেছেন: কিছু নতুন অচেনা ফুলের সাথে পরিচিত হলাম  ![]()
 
২০ শে জুন, ২০২১  বিকাল ৩:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: সাথে থাকুন, অরো অনেক ফুল আসবে আগামীতে।
৬| 
২৩ শে জুন, ২০২১  সকাল ১১:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি।
 
২৩ শে জুন, ২০২১  দুপুর ১২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| 
২৩ শে জুন, ২০২১  দুপুর ১২:৩৭
অপু তানভীর বলেছেন: এই টা কি ছবি ব্লগ প্রতিযোগিতার জন্য? 
মডু কাভা দেখলাম এটা এড করেছে প্রতিযোগিতার জন্য । আমার কাছে মনে হল যে এটা আপনার নিয়মিত ছবি ব্লগ, প্রতিযোগিতার জন্য নয়।  
 জানাবেন দয়াকরে !
 
২৩ শে জুন, ২০২১  দুপুর ১২:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতিযোগিতার নিয়মাবলী বড়ে আমি যতদূর বুঝতে পেরেছিলাম শুধু মাত্র নিজস্ব ভ্রমণ ও রান্নার পোস্ট ছাড়া অন্য যেকোনো ছবির পোস্টই প্রতিযোগিতার অংশ হিসেবে বিবেচিতো হবে। সেই হিসেবে  শিরনামে আলাদা করে "ছবি প্রতিযোগিতা" লিখতে হবে না।  এমনকি নিয়োমিতো ছবি ব্লগের সিরিজের পোস্টও প্রতিযোগিতার তালিকায় থাকবে। 
আমি যখন দেখলাম আপনার করা তালিকায় আমার দেয়া পোস্ট দুটি নেই তখন একটু অবাক হয়েছিলাম, ভেবে ছিলাম আমার হয়তো বুঝত ভুল হয়েছে। এখন বুঝতে পারছি, আমিই সঠিক বুঝে ছিলাম।
ধন্যবাদ আপনাকে।
৮| 
২৩ শে জুন, ২০২১  দুপুর ১:০৩
অপু তানভীর বলেছেন: আমিই আসলে বুঝতে পারি নি । প্রতিটি পোস্টেই প্রতিযোগিতা শব্দটা যোগ করা ছিল বিধায় মনে হয়েছিলো যে সবার পোস্টে এই শব্দটা থাকবে । এখন ভুল ঠিক করে নিয়েছি । আশা করি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য কিছু মনে করবেন না ।
 
২৩ শে জুন, ২০২১  দুপুর ১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: মনে করার কিছু নাই ভাই।
প্রথমে আমিই একজনের মন্তব্যের উত্তরে বলেছিলাম আমি প্রতিযোগিতায় নামি না। তখন তিনিই জানিয়ে ছিলেন প্রতিযোগিতায় আলাদা করে নামতে হবে না। অটো পাশের মতো অটো প্রতিযোগী হয়ে আছি। হা হা হা।
তবে আজ বা আগামী কাল শেষ পোস্টটি করবো আমি, প্রতিযোগিতায় অংশগ্রহনের উদ্যেশেই।
৯| 
২৩ শে জুন, ২০২১  দুপুর ২:০৯
অপু তানভীর বলেছেন: যাক ধন্যবাদ । 
একটা ব্যাপার জানার ছিল। আপনার ছবি গুলোর সব কেমন বিশাল জায়গা জুড়ে পোস্ট হয় । অথচ আমি ছবি পোস্ট করতে গেলে মাঝের অল্প জায়গা নিয়ে পোস্ট হয় । এটা কী হাইরেজুলেশন ছবির কারণে হয় নাকি অন্য কোন টেকনিকে সামুতে ছবি আপলোড দিলে এমন হয়?
 
২৩ শে জুন, ২০২১  দুপুর ২:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এর আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি কয়েকজনকে। মনে হচ্ছে একটা টিউটো দিতে হবে। এর আগে মনে হয় ছবি আপু একটা টিউটু দিয়েছিলেন।
যাইহোক, সরাসরি সামুতে ছবি আপলোড করলে ছবি কখনোই বড় আসবে না। 
ছবি বড় দেখাতে হলে অন্য কোথাও ছবি আপলোড করে সেই ছবির লিংক সামুতে ইমেজ লিংক হিসেবে শেয়ার করতে হবে। আমি imgur.com এ ছবি আপলোড করি।
দুটি জিনিস মনে রাখবেন।
১। ফেসবুকে ছবি আডলোড করে লিংক শেয়ার করবেন না। কারণ ফেসবুকের ছবির লিংক কয়েকদিন পরেই চেঞ্জ হয়ে যায়। তখন সামুতে আর সেই ছবি দেখতে পাবেন না।
২। আমাদের বর্তমান ডিজিটাল ক্যামেরায় বা মোবাইলে যে ছবি উঠে সেগুলির সাইজ থাকে ৮ থেকে ১৫ মেগাবাইট, বা তারচেয়ে্তও বেশী। এতো বড় সাইজের ছবির লিংক যদি সামুতে শেয়ার করেন তাহলে আপনার পোস্ট লোড হতে মেলা সময় লাগবে। তাই অবশ্যই ছবির সাইজ ছোট করে নিবেন। ৫০০ কিলোবাইটের মধ্যে নিয়ে আসবেন। 
গুড লাক।
১০| 
২৩ শে জুন, ২০২১  দুপুর ২:৩২
আখেনাটেন বলেছেন: চমৎকার ফুলের ছবি..........
বামনহাটির এত নাম দেখে আমি তো থ.......আপনি এত এত নাম কীভাবে সংগ্রহ করেন? বিরাট কাজ। পেন্নাম।  
 
 
২৩ শে জুন, ২০২১  দুপুর ২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমাদের দেশে প্রায় সকল ফুলেরই একাধিক নাম আছে। বাংলাতে যেমন আছে একাধিক নাম তেমনি সংস্কৃত এবং আঞ্চলিক নামও আছে প্রচুর। আমি অবশ্য একটি মাত্র নাম মনে রাখতে পারি।
প্রযুক্তি আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে। কোনো একটি নাম জানা থাকলে নেটে সার্চ দিয়ে আরো নাম খুঁজে নেয়া যায়। তবে সবখান থেকে নাম সংগ্রহ করা যায় না। উলটাপালটা নামও থাকে, ভুল নামও থাকে। কেউ কেউ নিজের দেয়া নামও ঝুলিয়ে রাখে। 
আমি কয়েকটি পুরনো আয়ূবেদিক বইকে ফলো করি ফুলের নাম শিওর হওয়ার জন্য।
১১| 
২৩ শে জুন, ২০২১  দুপুর ২:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
প্রতিটি ফুলের ছবি চমৎকার হয়েছে। আমরা সরিষা চাষ করছি প্রতি বছরই। করোনাকালীন সময়ে ছোট করে একটি সরিষা মিল করেছি। আশা করছি সূর্যমুখী চাষে যাবো এ বছরই। বাদবাকি আল্লাহ ভরসা। 
 
২৩ শে জুন, ২০২১  রাত ১০:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইদানিং দেখি এলাকায় একটি গাড়ি নিয়ে এসে বিকট শব্দে শেলো মেশিন চালিয়ে সরিষা ভাঙ্গিয়ে তেল করে দেয়।
যদি কিছু মনে না করেন আপনার এই ক্ষেত কোন এলাকায়?
১২| 
২৩ শে জুন, ২০২১  বিকাল ৪:৫৪
অপু তানভীর বলেছেন: বোতলব্রাশ ফুলটা হাতিরঝিলের কোন দিকে আছে বলেন তো! এটা দেখতে বেশ চমৎকার লাগছে । আমি প্রায়ই হাতিরঝিলে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই । আমিও এই ফুলের ছবি তুলে নিয়ে আসবো ।
কাঠগোলাপ আমার কাছের একজনের খুব প্রিয় ফুল !
 
২৩ শে জুন, ২০২১  রাত ১০:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: 23°46'02.8"N 90°24'50.2"E 
এই লোকেশনে দেখতে পারে। রামপুরা থেকে পশ্চিম দিকে যাওয়ার সময় প্রথম ব্রিজটার কাছেই। এখানে আমি সাদা বোতলব্রাশও দেখেছি।
আপনার কাছের মানুষকে কাঠগোলাপের শুভেচ্ছা।
১৩| 
২৪ শে জুন, ২০২১  রাত ২:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: 
কিছু মনে করার নেই। চাষাবাদ করি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নরসিংদি। এছাড়া পার্বত্য এলাকায় লেবু ও আনারস চাষ করি। আমি বিস্তারিত লিখবো এক সময়। আপনাকে ধন্যবাদ। 
 
০৪ ঠা জুলাই, ২০২১  রাত ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: কাছাকাছি হলে একবার গিয়ে দেখে আসা যেতো সূর্যমুখীর বাগান।
১৪| 
০৪ ঠা জুলাই, ২০২১  রাত ১১:৩১
শেরজা তপন বলেছেন: বরুন-টা আমার বেশী ভাল লেগেছিল। তবে বোতলব্রাশটা অনেক বেশী রঙ্গীন
  আপনার বেশ কয়েকটা ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!
 
০৪ ঠা জুলাই, ২০২১  রাত ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আগে বরুন হরহামেশাই দেখা যেতো। এখন কমে গেছে খুব।
বজরা শাহী মসজিদ ছবিটা ছাড়া বাকি দুটি ভালো না।
আমি প্রাথমিক নির্বাচনেই খুশী, আর না হলেও চলবে।
আবারও ধন্যবাদ।
১৫| 
০৪ ঠা জুলাই, ২০২১  রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: বোতলব্রাশ ফুলের সঙ্গে প্রথম পরিচয় হলো ফরিদপুর সদরে  নদী গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে । প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেলাম । বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। 
সুন্দর।+
 
০৫ ই জুলাই, ২০২১  রাত ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে স্মৃতিচারণমূলত মন্তব্যের জন্য।
১৬| 
০৫ ই জুলাই, ২০২১  রাত ১:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ফুলের ছবি এবং বর্ণনা দুটোই আমার ভালো লাগল ।
.......................................................................................... 
 
বলতে পারবেন এখানে কতগুলো ফুলের জাত আছে
আমার নিজ হাতে তোলা ।
 
০৫ ই জুলাই, ২০২১  রাত ১:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এখানে একটাই ফুলের জাত দেখতেছি মনে হয়!! লিউলিপ। উপযাত মনে হয় ৪টা, লাল-হলুদ-গোলাপি-মিক্সড।
১৭| 
০৫ ই জুলাই, ২০২১  রাত ১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিউলিপ ???
............................................
পিছনের সারিতে আরও ছিলো 
বেগুনী রংয়ের মনে হয় সেগুলো
অন্যপ্রজাতির ।
 
০৫ ই জুলাই, ২০২১  রাত ২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: হে টিউলিপ।
আমি সরাসরি দেখার সুযোগ পাইনি কাশ্মিরে গিয়ে।
ইদানিং গাজীপুরে একজন চাষ করেছেন। সুযোগ হলে দেখতে যাবো।
আপনি কোথায় তুলেছেন এই ছবি?
১৮| 
০৫ ই জুলাই, ২০২১  রাত ২:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি কোন প্রফেসনাল ফটোগ্রাফার নই !
ছোট বেলা ইয়াসিকা ক্যামেরা চালানোর জন্য
এক সপ্তাহর ফটো তোলার ক্লাস করেছি, 
তাও ছিলো তৎকালীন কালো-সাদা ।
....................................................................................
সময় সুযোগ হলে , ভালো লাগলে ছবি তুলি,
এই ছবিটি সিরাজগন্জ , বাঘাবাড়ী থেকে তোলা ।
 
০৫ ই জুলাই, ২০২১  রাত ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি তোলার আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমারও নেই।
আমি বেড়াবার সময় স্মৃতি ধরে রাখতেই ছবি তুলি মূলতো।
আর ফুল-প্রকৃতি পছন্দ করি বলে ওদেরও ছবি তুলি।
সিরাজগঞ্জে টিউলিপ বাগান আছে!! বেশ ভালো তো!!
১৯| 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৩:৫৭
প্রামানিক বলেছেন: অভিনন্দন
 
০৭ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০২১  দুপুর ১২:৪৬
জুন বলেছেন: বাক্সবাদাম না হয়ে বুনো বাদাম হলে ভালো হতোনা জলদস্যু ?? সুন্দর ছবি সব।
ছোটবেলায় ঘরের পাশে থাকা এক বিশাল জংলী মহীরুহ আমার মন কেড়েছিল । তাঁর ফুলগুলো ছোট ছোট পার্পল কালারের অপরূপ সুন্দর য়ার ফলগুলো টিকিলির মত । আমরা টিকলি গাছ বলতাম । এখন আর দেখি না । পতিত জমিই নাই তো বুনো গাছ কি করেই বা থাকবে !