নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বর্ষার জলে অবগাহন চিত্র

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৪২


খাবেন নাকি?


ভেবে ছিলাম যাবো নাগরিতে। বর্ষার নতুন জলে দাপদাপি করে কাটাবো একটা দিন।
আমাদের আশ্রমে যে পুকুরটি কাটিয়েছি সেটি খুব গভীর। ফলে সেখানকার জল প্রচন্ড ঠান্ডা। কিজে আরাম সেখানে অবগাহনে তা বলে বুঝানো যাবে না।

অনেকেই জানতে চেয়েছেন আমার নিকটা কেনো মরুভূমির জলদস্যু রাখলাম।
আমি সাঁতাড় জানি না। তাই মরুভূমি ছাড়া অন্য কোথাও জলদস্যুতা করার উপায় নাই। এটা একটা ব্যাখ্যা হতে পারে এই নামকরণের!!!

যাইহোক, সাঁতাড় না জানলেও জলের প্রতি টান আমার সেই ছোটো বেলা থেকেই। জলও আমাকে টানে খুব। নানান উসিলায় (আল্লাহর অশেষ রহমতে) সেই টান উপেক্ষা করে এখনো বেঁচেবর্তে আছি আমি। সেই ১৯৯৯ সনে প্রথম সেন্টমার্টিন যাবার সময় প্রচন্ড ঝরের কবলে পরে কোনো রকমে নাকানি-চুবানি খেয়ে আমরা বেঁচে ফিরেছিলাম। সেই কাহিনী পরে আরেকিদন বলা যাবে। এখন বর্তমানের কথায় ফিরে আশা যাক।

করনার কারণে শুরু হয়েছে লকডাউন। বর্ষার বৃষ্টি বাদল শুরু হয়েছে মুটামুটি। স্মাটফোন দেখে মুটামুটি আগেই বুঝাঝায় কবে বৃষ্টি হতে পারে। (মাঝে মাঝে অবশ্য সেটা ফল্স এ্যালাম হয়ে যায়)। যাইহক, বর্ষার নতুন জলে দাপাদাপির ইচ্ছে শিকেউ উঠেছে লকডাউনের কারণে। যা বুঝা যাচ্ছে আল্লাহ চাহেতো ঈদের পরেই যেতে হবে বর্ষার জলে ডুব দিতে। ততো দিনের জন্য অপেক্ষা করা ছাড়া আরো কোনো উপায় নেই।

তাই সেই সুযোগ আসার আগে গত ১৫/০৮/২০১৮ ইং তারিখে মরুভূমির জলদস্যুর বর্ষার জলে অবগাহনের কিছু সুলভ চিত্র প্রদর্শিত হলো।

১।

বুঝতেই পারছেন সাঁতার না জানলে লাইফ জেকেট মাস্ট।


২।

মরুভূমির জলদস্যুরকে লাইফ জেকেট গায়ে দেয়ায় সাহায্য করছে বন্ধু শাহজালাল



৩।

নেমে গেছি জলে



৪।

এইখানে কিন্তু ঠাই আছে



৫।

বন্ধু শাহজালাল



৬।

এবার গভীর জলে ভেসে থাকা



৭।

এবার গভীর জলে ভেসে থাকা



৮।

এবার গভীর জলে ভেসে থাকা



৯।

এই শুরু দাপাদাপি


১০।

একটি শাপলার ঢেপ পেয়েছি।



১১।
এগারো নাম্বার ছবি উপরে দিয়ে দিছি।


বি.দ্র. : বন্ধু ইস্রাফীল তাহার হাতের সিংগা সরাইয়া রাখিয়া ক্যামেরা তুলিয়া লইয়া ছিল ফটো খিচিবার জন্য।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন: সুইডেনে কাউকে মুটু বল্লে সেটাকে গালি হিসাবে নেয়। তাই কিছু বল্লাম না ।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশে গালি হিসাবে নেয় না, বলতে পারেন। :|

২| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সাতার জানাটা খুব দরকারি। শিখে ফেলে। জ্যাকেট তো আছে । সহজে শিখতে পারবেন ।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো বড় একটা ভূড়ি নিয়ে সাঁতার কাটাটা কষ্টকর।

৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: পানিতে নামতে এত আয়োজন!!! :)

আমাদের ওখানে বলে ঢ্যাপ-অনেকে রান্না করে খায়। ঢ্যাপের খই বেশ মজাদার!

০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, সাঁতার পারি না যে!! কিচ্ছু করার নাই।

আমরাও ঢ্যাপ বলি। ঢ্যাপের খই খাইনি যদিও, তবে জানি।

৪| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার সাঁতার দেখে সত্যি হাসি পাচ্ছে। চিৎ সাঁতার আমার খুবই পছন্দের।
ছবি গুলো বরাবরের মত সুন্দর।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সাঁতার কৈ? ঐটাতো যুদ্ধ!!!
বন্ধু ইস্রাফীল ছবি বরাবরই ভালো তোলা। আমার ৯০% ছবি ওই তুলে দেয়।

৫| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: খাবেন নাকি?

পাইলে খায়না কে?খাবেন নাকি?

পাইলে খায়না কে?

০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: খাওয়া যায়

৬| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:২৪

জটিল ভাই বলেছেন:
পানিতে নামার সোডাউনটা ভালো ছিলো =p~

০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এবছর ঈদের পরে হবে আবার। !:#P

৭| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪১

কবিতা ক্থ্য বলেছেন: আপনার সাহসের প্রসংশা না করে পারছিনা।

ভুড়ি নিয়া পানিতে নামার সাহস পাইনি কখনো। আপনে আমায় আবার আশার আলো দেখালেন।

০৯ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লাইফ জ্যাকেট পরে নিয়েন কিন্তু।
লাইফ জ্যাকেট ছাড়া সাহস দেখাতে যাবেন না কিন্তু।

৮| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৬

কুশন বলেছেন: গ্রামের আসল রুপ ফুটে উঠে বর্ষাকালে। এই জন্যই ররবীন্দ্রনাথ বর্ষাকালের এত গুনগান করেছেন।

০৯ ই জুলাই, ২০২১ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলে প্রতিটি সিজনেই গ্রামের রূপ পালটায়, এবং প্রতিটিই আসল রূপ। বর্ষার রূপের বিবরীত রূপ শীতে, বসন্তে আর ভিন্ন রূপ। সবটাই অপরূপ।

৯| ০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৬

মেহবুবা বলেছেন: এটা কোথায়? কি দারুন জায়গা !
সাঁতার কেন শেখনি ? এখন শিখে নেবে।
আমার ছেলে মেয়ে কে অনেক কষ্ট করে DU Swimming pool এ নিয়ে শিখিয়েছি !
খুব দরকার ।

০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এই বিশাল ভূড়ি নিয়ে সাঁতার শেখা কষ্টকর।
যায়গাটির নাম করান। নাগরির কাছা কাছি। নাগরি হচ্ছে পূবাইলের শেষ আংশের দিকে, যেখান থেকে কালিগঞ্জ শুরু হয়েছে।।

১০| ০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
আমাদের গ্রামে বর্ষায় এমন রুপ ধারন করে!
ঢেপ খেয়েছি ।

ছবিতে ভালোলাগা।

০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বছর বিশ-বাইশ আগে আমাদের উত্তর বাড্ডার পিছনের অংশটির রূপও এমনই ছিলো।
এখন সেখানে ১০-১২ তলা দালান!!!

১১| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:০৭

মেহবুবা বলেছেন: ভুড়ির জন্য সাঁতার কাজ দেবে।

০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তা ঠিক বলেছেন।
তবে বাড়ির কাছে জল নেই, সুইমিং পুলের ব্যবস্থাও নেই।

১২| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই জন্যই বুঝি আপনি
জলদস্যু!! =p~

০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, মরুভূমির জলদস্যু

১৩| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হে, মরুভূমির জলদস্যু

তবে কি ভুল দেখিলিাম !! ভেবেছিলাম জলে নেমেছেন.
আপনিযে মরুভূমিতে সাতার কাটছেন তা বুঝতে পারিনাই! =p~

১০ ই জুলাই, ২০২১ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: জলে নেমেছি সাঁতার না জেনে, লাইফ জ্যাকেট পরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.