নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চোখে আমার তৃষ্ণা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৮

বইয়ের নাম : চোখে আমার তৃষ্ণা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৯
প্রকাশক : অনুপম প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৯৫ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
১৮ বছরের তরু। ইউনিভাসিটিতে পড়ে।
তরুদের বাসাতে শুধু তরু আর তার বাবা খালেক সাহেব থাকেন। খালেক সাহেব প্রথমে বিয়ে করেন তরুর বড় খালাকে, প্রথম স্ত্রী মারা যাবার তিনি বিয়ে করেন তরুর মাকে। তুরুর ছোট বেলাতেই তরুর মা মারা যায়। এর পরে তরুর বাবা আর বিয়ে করেন নাই বলে বাবা আর মেয়ের ছোট্ট সংসার।

তরু ঠিক করে সে একটা উপন্যাস লিখবে।
তরুদের বাসার ছাদে ভাড়া থাকেন পঙ্গু ওসমান চাচা, তার ওয়াইফ আর ৮ বছরের ছেলে আলাদা থাকে। উপন্যাস লিখার বিষয়টা তরু আলাপ করে ওসমান চাচার সাথে। ওসমান চাচা তরুকে বলে ওসমানের জীবনকে উপন্যাসের প্লট বানিয়ে লিখতে। তরুর সেটা পছন্দ হয়না। পরে তরু ঠিক করে ডিকেটটিভ উপন্যাস লিখবে। প্লট নিয়ে ওসমান চাচার সাথে আলাপ করলে ওসমান তরুকে বলে নিজেদের বাড়ির চরিত্রগুলি নিয়ে লিখতে। যেখানে একজন লোক তার স্ত্রীদের নিজেই খন করবে কিন্তু কেউ বুঝতে পারবে না।

এই প্লট নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তরু কেমন হয়ে যায়। তার সন্দেহ হয় তার বাবা আসলেই তার দুজন স্ত্রীকে খুন করেছে। এর মধ্যে তরুর বাবা তরুর বিয়ে ঠিক করেন। এক সময় তরুর বিয়ে হয়ে যায় আর সে চেষ্টা করে উপন্যাস লেখার চিন্তা মাথা থেকে বের করে দিয়ে শুধু নিজেদের নিয়ে থাকতে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৪

হাবিব বলেছেন: কাহিনী সংক্ষেপ ভালো লেগেছে। আসলেই কি তরুর বাবাই তরুর মা-খালার খুনী?

১০ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আগ্রহ দেখানোর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
বইটি পড়ে দেখেন আগ্রহ মিটানোর জন্য।

২| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: অনেক আগে পড়েছিলাম।

আপনার রিভিউ দেখে আরেকবার পড়বার মুনচাইল। আজই পড়ে ফেলব আরেকবার।

১০ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পড়ে ফেলন। কিছু কিছু লেখা একাধীকবার পড়া চলে।

৩| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: এই বইটা আমার বিশেষ পছন্দের বই ছিল । যখন কলেজে ছিলাম তখন সম্ভবত পড়েছিলাম । বইটা এখনও আমার বাসায় আছে । গ্রামে গেলে এখনও মাঝে মধ্যে হাত বুলিয়ে দেখি বইটা !

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
একটা সময় যখন বই হাতে কম ছিলো ছাত্র অবস্থায় তখন কিছু কিছু বই একধিকবার পড়া হতো।

৪| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ভাইয়া এই গল্পের নাম, গল্প, গানটি সবই আমার পছন্দের অনেক অনেক!!!


ভাইয়ামনি তোমার কাছে জেনে ছবি বড় করা শিখে গেলাম। একখানা এক্সপেরিমেন্ট সফলতা পোস্ট দেবো ভাবছি।

এখুনি দেবো???

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়--
অবগুণ্ঠন যায় যে উড়ে॥
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল।
ঝরনারে কে দিল বাধা-- নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে॥




ছবি পোস্টের অপেক্ষায় রইলাম।

৫| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কাহিনী সংক্ষেপ সুন্দর লিখেছেন।

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.