নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

উপজেলা ভিত্তিক দর্শনীয় স্থানের তালিকা : ০১ : কক্সবাজার জেলা

৩১ শে জুলাই, ২০২১ রাত ১:৫৬

কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের জেলা। কক্সবাজার জেলার মোট আয়তন ২৪৯১.৮৬ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলায় ৯টি উপজেলা, ৯টি থানা, ৪টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১৮৮টি মৌজা, ৯৯২টি গ্রাম ও ৪টি সংসদীয় আসন রয়েছে।



কক্সবাজারে মুক্তিযুদ্ধের ঘটনাবলি :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী টেকনাফ ডাকবাংলোতে ক্যাম্প স্থাপন করে। চকরিয়ায় ১৩ জন লোককে হত্যা করে এবং বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দেয়। রামু, উখিয়া ও টেকনাফ থেকে প্রায় ২৫০জন নিরীহ লোককে ক্যাম্পে নিয়ে হত্যা করে। কক্সবাজারে মুক্তিযুদ্ধের ৩টি স্মৃতিস্তম্ভ এবং ১টি বধ্যভূমি রয়েছে।

কক্সবাজার জেলার উপজেলা ৯টি হচ্ছে : - ০১। ঈদগাঁও, ০২। উখিয়া, ০৩। কক্সবাজার সদর, ০৪। কুতুবদিয়া, ০৫। চকরিয়া, ০৬। টেকনাফ, ০৭। পেকুয়া, ০৮। মহেশখালী ও ০৯। রামু।

(০১) ঈদগাঁও উপজেলা
ঈদগাঁও উপজেলাটি এই কয়েকদিন আগে তৈরি করা হয়েছে। তাই এই উপজেলার দর্শণীয় স্থান গুলি পুরনো উপজেলায় রেয়ে গেছে।

(০২) উখিয়া উপজেলা

১ । ইনানী সমুদ্র সৈকত, GPS coordinates : 21°13'60.0"N 92°02'47.8"E
২ । কানা রাজার সুড়ঙ্গ / আন্ধার মানিক, GPS coordinates : জানা নেই


(০৩) কক্সবাজার সদর উপজেলা

১ । লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত, GPS coordinates : 21°25'36.3"N 91°58'15.8"E
২ । মহাসিংদোগ্রী কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°26'23.5"N 91°58'53.4"E
৩ । আগ্গ মেধা ক্যাং / অগ্গমেধা বৌদ্ধ বিহার, GPS coordinates : 21°26'27.3"N 91°58'53.8"E
৪ । Uni রাখাইন বৌদ্ধ স্থুপ, GPS coordinates : 21°26'22.0"N 91°59'04.5"E
৫ । বাহারছড়া বুদ্ধিস্ট মনাস্টেরী, GPS coordinates : 21°26'14.3"N 91°58'33.4"E
৬ । হিল টপ মার্কিট হাউস, GPS coordinates : 21°26'07.6"N 91°58'34.7"E
৭ । পিতাকেট বুদ্ধিস্ট টেম্পল, GPS coordinates : 21°25'59.7"N 91°58'43.4"E
৮ । রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, GPS coordinates : 21°26'32.4"N 91°58'12.3"E
৯ । সাঁচী চৌধুরী জামে মসজিদ, GPS coordinates : 21°25'54.7"N 92°00'10.4"E
১০ । সুগন্ধা সি বিচ, GPS coordinates : 21°25'17.9"N 91°58'36.4"E
১১ । কলাতলি বীচ, GPS coordinates : 21°24'51.3"N 91°58'60.0"E
১২ । দরিয়া নগর ইকো পার্ক, GPS coordinates : 21°23'41.9"N 91°59'58.8"E
১৩ । দরিয়া নগর সমুদ্র সৈকত, GPS coordinates : 21°23'12.5"N 92°00'11.0"E
১৪ । দক্ষিণারাম বৌদ্ধ বিহার, GPS coordinates : 21°30'46.3"N 92°00'43.6"E


(০৪) কুতুবদিয়া উপজেলা

১ । কালার মার মসজিদ, GPS coordinates : 21°53'28.3"N 91°51'25.4"E
২ । কুতুবদিয়া সৈকত, GPS coordinates : 21°48'56.4"N 91°50'47.2"E
৩ । কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র, GPS coordinates : 21°47'09.9"N 91°50'39.3"E


(০৫) চকরিয়া উপজেলা

১ । হারবাং বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°49'59.4"N 92°03'22.3"E
২ । ফজলুর রহমান কেউক তিন গম্বুজ জামে মসজিদ, GPS coordinates : 21°45'09.6"N 92°08'49.6"E
৩ । ফজলুর রহমান কেউকের বাড়ি / মানিকপুর জমিদার বাড়ি, GPS coordinates : 21°45'11.2"N 92°08'51.4"E
৪ । বঙ্গবন্ধু শেখ মজিব সাফারি পার্ক, GPS coordinates : 21°40'14.2"N 92°05'13.8"E
৫ । ইলিশিয়া জামে মসজিদ, GPS coordinates : 21°45'18.2"N 91°58'54.5"E
৬ । মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ট্রি এডভেঞ্চার), GPS coordinates : 21°37'45.0"N 92°04'40.5"E



(০৬) টেকনাফ উপজেলা

১ । টেকনাফ সমুদ্র সৈকত, GPS coordinates : 20°50'48.2"N 92°16'18.8"E
২ । সাবরাং ট্যুরিজম পার্ক, GPS coordinates : 20°48'40.7"N 92°17'49.0"E
৩ । শাহপরীর দ্বীপ, GPS coordinates : 20°46'07.6"N 92°20'29.8"E
৪ । মাথিনের কূপ, GPS coordinates : 20°51'53.0"N 92°18'02.1"E
৫ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংকার, GPS coordinates : জানা নেই
৬ । টেকনাফ বার্মিজ মার্কেট, GPS coordinates : 20°51'57.8"N 92°18'04.2"E
৭ । টেকনাফ জেটি, GPS coordinates : 20°52'15.4"N 92°18'39.0"E
৮ । সেন্ট মার্টিন্স দ্বীপ, GPS coordinates : 20°37'57.4"N 92°19'40.8"E
৯ । ছেঁড়া দ্বীপ, GPS coordinates : 20°34'50.9"N 92°20'15.4"E



(০৭) পেকুয়া উপজেলা

১ । মগনামা ঘাট, GPS coordinates : 21°49'21.2"N 91°54'38.8"E



(০৮) মহেশখালী উপজেলা

১ । রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°31'04.8"N 91°58'14.6"E
২ । বড় রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির, GPS coordinates : 21°31'15.8"N 91°58'04.2"E
৩ । আদিনাথ মন্দির, GPS coordinates : 21°31'41.4"N 91°58'29.3"E
৪ । সোনাদিয়া সমুদ্র সৈকত, GPS coordinates : 21°28'53.8"N 91°53'13.7"E


(০৯) রামু উপজেলা

১ । Rainbow Waterfalls, GPS coordinates : 21°22'25.2"N 92°00'50.4"E
২ । Mounita Waterfalls, GPS coordinates : 21°22'09.7"N 92°01'00.8"E
৩ । হিমছড়ি ঝর্ণা, GPS coordinates : 21°21'17.6"N 92°01'34.1"E
৪ । হিমছড়ি পাহাড় ভিউ পয়েন্ট, GPS coordinates : 21°21'24.8"N 92°01'28.6"E
৫ । পেচার দ্বীপ, GPS coordinates : 21°17'44.2"N 92°03'32.1"E
৬ । রেজু খাল ব্রীজ GPS coordinates : 21°17'40.7"N 92°03'03.5"E
৭ । রাং উ রাংকুট বনাশ্রম, GPS coordinates : 21°24'09.5"N 92°06'42.5"E
৮ । শ্রী শ্রী রাম কোট তীর্থধাম, GPS coordinates : 21°24'04.0"N 92°06'44.0"E
৯ । লামার পাড়া বৌদ্ধ বিহার, GPS coordinates : 21°24'58.1"N 92°06'18.2"E
১০ । Cha To Fa Stupa, GPS coordinates : 21°26'06.9"N 92°07'15.2"E
১১ । ভূবন শান্তি ১00 ফুট গৌতম বুদ্ধ মূর্তি, GPS coordinates : 21°26'52.5"N 92°05'34.1"E
১২ । নারিকেল বাগান, GPS coordinates : 21°23'17.7"N 92°06'49.9"E


আমার দেয়া তালিকার বাইরে কোনো স্থান আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ রইলো। তাতে করে তালিকাটি আরো সমৃদ্ধ হবে। আশাকরি সকলে সহযোগীতা করবেন।

ঘোষণা :
জেলার প্রাথমিক তথ্য উইকি বা অন্য কোনো সাইট থেকে সংগ্রহ করা হবে।
ছবি আমার তোলা হলে ছবিতে "@মরুভূমির জলসদ্য" লেখা থাকবে।
বাকি ছবিগুলি গুগল ম্যাপ থেকে সংগ্রহ করা হবে এবং ছবিতে শেয়ারকারীর নাম লিখে দেয়ার চেষ্টা করা হবে।

সবগুলি জেলার তালিকা এখানে

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:১২

শেরজা তপন বলেছেন: বিস্তারিত তথ্যের সাথে চমৎকার কিছু ছবির জন্য ধন্যবাদ।
রামু আর পেকুয়া্র সৌন্দর্য দেখে যাবার ইচ্ছে রইল

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সময় সুযোগ হলে দেখে আসবেন, অবশ্যই ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বরবর্ণ দিয়ে শুরু করতে পারতেন। আপনার এই তথ্য ভাণ্ডার বই আকারে প্রকাশ যোগ্য। ভালো থাকবেন।

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার যতদূর মনে পরে ৬৪ জেলার মধ্যে কোনো জেলার নামই স্বরবর্ণ দিয়ে শুরু হয় নি।
উপজেলার নাম কিন্তু স্বরবর্ণ দিয়েই শুরু করেছি।
বই আকারে প্রকাশ করার যোগ্যতা আমার নেই।
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যও পরামর্শের জন্য।

৩| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:০২

হাবিব বলেছেন: দারুণ পোস্ট। আমি অপেক্ষায় আছি কবে আমার জেলা আসবে।

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: তে কক্সবাজার দিয়ে শুরু হয়েছে।
তে হবিগঞ্জ দিয়ে শেষ হবে।

৪| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন উদ্যোগ!

ভ্রমন পিয়াসী আর তথ্যানুসন্ধানীর জন্য আর্কাইভ হিেসেব কাজ করবে।
গ্রেট জব
+++++++

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: বিশেষ করে GPS coordinates দিয়ে দেয়ার কারণে ভ্রমণইচ্ছুকদের জন্য বিশেষ উপকারি হবে।
গুগল ম্যাপে GPS coordinates গুলি বসালেই সঠিক অবস্থান পেয়ে যাবে। ভ্রমণ পরিকল্পনা করার জন্য এটা প্রচন্ড কাজের জিনিস।

৫| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৭

মিরোরডডল বলেছেন:



ইনানী সমুদ্র সৈকত, রামু আর টেকনাফ এগুলো সুন্দর ।
মগনামা ঘাট দারুণতো ! এটা আগে দেখিনি ।


৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ওখানে যাইনি কখনো, ছবিটি গোগল ম্যাপ থেকে নেয়া।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

গফুর ভাই বলেছেন: অনেক ভালো হইছে

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: কক্সবাজার এত বার গিয়েছি কিন্তু আপনার মতো দেখা দেখার সময়, সুযোগ আর জ্ঞান হয়নি।

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ভাই বেশ কঙয়েকবার গিয়েছি বেরাতে।
পয়শা উসুল করার জন্য চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখতে।
তারপরেও অনেক কিছু বাদ পরে গেছে।

৮| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




কক্সবাজার যেতে হলে ঢাকা থেকে বাস ছেড়ে যায় আরামবাগ ফকিরাপুল ও কল্যানপুর থেকে এছাড়া ঢাকায় মহাখালী, কলাবাগান, উত্তরা, গাবতলী ও সায়েদাবাদ জনপথ মোড় সহ বেশ কয়েকটি বাস কাউন্টার আছে যেখান থেকে বাস যাত্রীদের সংগ্রহ করে নেন।

৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সরাসরি এয়ারে যাওয়া যায়।
আবার ট্রেনে চট্টোগ্রাম গিয়ে সেখান থেকে বাসে কক্সবাজার পৌছানো যায়।

৯| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমি জানতাম না কক্সবাজারে এত কিছু আছে। বারবার সমুদ্র দেখে ফিরে এসেছি। আপনার পোষ্ট দেখেই জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার স্বভাব হচ্ছে কোথাও বেরাতে গেছে তার কাছাকাছি কি কি আছে দেখার মতো তার খোঁজ করা। সুযোগ হলে তার কিছু কিছু দেখে নেয়া। এখন গুলগ ম্যাপের কারণে এই খোঁজাখুঁজি এবং তার অবস।তান জানাটা আরো সহজ হয়ে গেছে।
কক্সবাজারের তালিকায় চাইলে আরো কিছু যোগ করা যায়। যেমন - ঐখানে একটি সরকারি সুইমিংপুল আছে।
আর ইচ্ছে করে বাদ দিয়েছি বার্মিজ মার্কেট এবং ঝিনুক মার্কেটকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.